রংপুর রাইডার্সের দারুণ জয়!
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও অসুস্থ আছেন তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে চলে আসলাম আপনাদের সাথে খেলা নিয়েই আলোচনা করার জন্য । আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশে প্রিমিয়ার লিগ (বিপিএল) চলছে । বিপিএলে বেশ কয়টি ম্যাচ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে । তো আজকে চলে আসলাম সিলেট স্ট্রাইকার্স বনাম রংপুর রাইডার্স এর মধ্যকার খেলা নিয়ে আলোচনা করার জন্য । গত ৬ই জানুয়ারি রংপুর রাইডার্স বনাম সিলেট স্ট্রাইকারদের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয় সিলেট স্টেডিয়ামে । খেলার শুরুতেই টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেই রংপুর রাইডার্স । রংপুর রাইডার্স এর পারফরম্যান্স খুবই ভালো যাচ্ছে । কারণ তারা মিরপুর স্টেডিয়ামের সবকটি ম্যাচ জিততে পেরেছে এবং তারা পয়েন্ট টেবিল এর শীর্ষে আছে ।
তো ব্যাটিং করতে নামে সিলেট সিক্সার্স এর দুই ব্যাটার রনি তালুকদার ও জর্জ মান্সি । সিলেট সিক্সার্স এর শুরুটা দারুনভাবে শুরু করে তারা । রনি তালুকদার দারুন ভাবে ব্যাটিং করতে থাকে যার ফলে পাওয়ার প্লে তেই দারুন একটা টোটাল স্কোর বোর্ডে দাঁড় করাতে পারে । দলীয় সংগ্রহ যখন ৪৭ রান তখন মান্সি আকিফের বলে আউট হয়ে সাজঘরে ফেরে । তারপর মাঠে নামে জাকির হাসান জাকির হাসানের ব্যাটিং ভালই । তার সাম্প্রতিক পারফরমেন্স তো বেশ ভালো যাচ্ছে । জাকির হাসানকে সাথে নিয়ে রনি তালুকদার একটা পার্টনারশি বিল্ড আপ করার ট্রাই করে । তালুকদার যখন ব্যক্তিগত ৫৪ রান করে তখন সে আউট হয়ে যায় এবং তাদের পার্টনারশিপ টাও ভেঙ্গে যায় । আট ওভার শেষে ভালো একটি টোটাল স্কোর বোর্ডে দাঁড় করাতে সক্ষম হয় সিলেট সিক্সার্স তারপরে মাঠে আসে পল স্টার্লিং । স্টারলিং এর সাম্প্রতিক পারফরম্যান্স তেমন ভালো যাচ্ছে না । আগের ম্যাচগুলোতে সে কোনভাবেই নিজেকে মেলে ধরতে পারেনি । তবে গত ম্যাচে দেখার বিষয় ছিল সে নিজেকে মেলে ধরতে পারে কিনা ।
কিন্তু সে ম্যাচেও স্টারলিং ব্যর্থ হয় । ১০ রান করে আউট হয়ে সাজঘরে ফিরতে হয়ে থাকে । তারপরে মাঠে আসে এরন জনস যে কিনা আমেরিকান একজন প্লেয়ার । এরন জনস কে সাথে নিয়ে জাকির হাসান দারুন একটা পার্টনারশিপ আবার গড়ে তোলে । কিন্তু জাকির হাসান যখন ব্যক্তিগত ৫০ রান করে ফেলে তখন মোহাম্মদ সাইফুদ্দিনের বলে আউট হয়ে সাজঘরে ফিরে । তখন সিলেট সিক্সার্স এর দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৭১ রানের । শেষ অব্দি জন্সের ৩৮ রানের সুবাদে ২০৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় সিলেট সিক্সার্স । আসলে এ বারের বিপিএল এর সব কটি ম্যাচেই রান হয়েছে । তবে দেখার বিষয় ছিল রংপুর রাইডার্স কেমন ব্যাটিং করে ।
তারপর ২০৬ রানের টার্গেট কে সামনে রেখে ব্যাটিং করতে নামে এলেক্স হেলস ও হাকিম তামিম । প্রথম ওভার এই তানজিম সাকিবের বলে হাকিম তামিম আউট হয়ে শূন্য রান করে সাজঘরে ফেরে । তারপর মাঠে আসে সাইফ হাসান । সাইফ হাসানের সাম্প্রতিক পারফরম্যান্স বেশ ভাল যাচ্ছে । আগের ম্যাচগুলোতে সে খুব ভালো খেলেছে । এ ম্যাচেও আশা করেছিলাম সে হয়তো ভালো খেলবে । সাইফ হাসান ও এলেক্স হেলস মিলে ১৮৬ রানের এক অসাধারণ পার্টনারশিপ গড়ে তুলে যেটা জয়ের ধার প্রান্তে নিয়ে যায় রংপুর রাইডার্সকে । সেই ম্যাচে এলেক্স হেলস ব্যক্তিগত ১১৩ রান করে এবং সাইফ হাসান ব্যক্তিগত ৮০ রান করে । শেষ অব্দি আট উইকেটে জয়লাভ করে রংপুর রাইডার্স । ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় এলেক্স হেলস ।
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ডুয়েটে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত তিন বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
twitter share
Puss tweet
খেলা ধোলাই হার-জিত থাকবে এটাই স্বাভাবিক। দুইটি পক্ষের মধ্যে একটি পক্ষের বিজয়ী হবে। তবে আমার কাছে ভালো লাগে এটাই যে যত বেশি বিনোদন পাওয়া যায় সেটা। হয়তো রংপুর বিজয়ের মধ্য দিয়ে মানুষকে অনেক আনন্দ দিতে পেরেছে এটাই তাদের সার্থকতা।