কয়েকটি রেনডম ফটোগ্রাফি 🌸
25-02-2025
১৩ ফাল্গুন , ১৪৩১ বঙ্গাব্দ
🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼
কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো ও সুস্থ্য আছেন। তো ভালো ও সুস্থ্য থাকাটাই সবচেয়ে বড় বিষয়। তো বর্তমানে পারিপার্শ্বিক অবস্থা দেখে সুস্থ্য থাকাটাও কঠিন হয়ে যায়। তবুও চেষ্টা করে যাচ্ছি যতটা সম্ভব মানসিকভাবে ভালো থাকার। তো আজকে চলে এলাম আপনাদের সাথে ফটোগ্রাফি শেয়ার করার জন্য। মাঝে মাঝে চেষ্টা করি ফটোগ্রাফি করার চেষ্টা করি। তো আশা করছি আজকের ফটোগ্রাফিগুলো আপনারা উপভোগ করতে পারবেন।
শীতকালীন ফুলের মধ্যে ডালিয়া ফুল একটি । ডালিয়া ফুল কয়েক রকমের দেখতে পাওয়া যায়। ফুলের সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। আমাদের দেশে নার্সারীগুলাতে বেশি দেখতে পাওয়া যায় ফুলগুলো। ডালিয়া ফুলের তেমন ঘ্রাণ নেই। এ ফটোগ্রাফিটি করেছিলাম আমাদের বাড়ির পাশে নার্সারি থেকে।
শীতকালীন সবজির মধ্যে লাউ একটি। আর লাউ গ্রামাঞ্চলে সবচেয়ে বেশি পাওয়া যায়। বিশেষ করে শীতের সময়টাতেই বেশি পাওয়া যায়। লাউ হওয়ার আগে লাউয়ের সাদা ফুল দেখতে সুন্দরই লাগে। এই ফুল থেকেই একটা পর্যায়ে লাউয়ে রূপান্তরিত হয়। লাউ আমাদের শরীরের জন্যও বেশ ভালো। আমি বাড়িতে গেলে লাউয়ের সবজি থেকে শুরু করে লাউয়ের শাক খেতে ভীষণ পছন্দ করি। এ ফটোগ্রাফিটি ক্যাপচার করেছিলাম আমাদের বাড়ির পাশের একটি সবজি ক্ষেত থেকে।
সরিষা ফুল! এটা চেনে না এমন মানুষ খুব কম পাওয়া যাবে। তবে এটা পাওয়া যেতে পারে যে সরিষা ফুলের পাকোড়া খাইনি এমন! সরিষা ক্ষেতের সৌন্দর্য দেখার জন্য সবাই বলতে গেলে ভীড় জমায়। তবে ভীড় জমাতে গিয়ে সরিষা ক্ষেতই নষ্ট করে ফেলে মানুষজন। সরিষা ফুলের সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে। হলুদের মাঝে রঙ দেখতেও দারুণ লাগে। ছবিটি তুলেছিলাম আমাদের বাড়ির পাশের জমি থেকে।
টাটকা লাউ। এখনও বড় হয়নি। তবে বড় হলেই বিক্রি করে ফেলবে কৃষক। আমাদের দিকে সবজির ক্ষেত থেকেই মানুষজন সবজি কিনে নিয়ে এসে পরে। এতে করে হয়কি কৃষকও ন্যায্য মূল্য পায়। আর আমরাও একদম টাটকা সবজিটা খেতে পারি। এ ছবিটিও ক্যাপচার করেছিলাম আমাদের বাড়ির পাশের জমি থেকে।
শীতকালীন আরেকটি সবজি হলো টমেটো। যেকোন তরকারি সাথে টমেটো দিলে টমেটোর স্বাদই অন্যরকম হয়ে যায়। আর টমেটোর ঝুল খেতে কার না ভালো লাগে। ডালে টমেটো দিলে তো আরও খেতে ভালো লাগে। আর জমিতে টাটকা টমেটো খেতেও ভালো। টমেটো তখনও কাচাঁ ছিল।
বলেন তো কি ফুল এটি? আশা করছি চিনতে পেরেছেন। এটি লেবু গাছের ফুল। লেবু গাছের ফুলের গন্ধ কিন্তু দারুণ! আমাদের পুকুর পাড়ের লেবুর গাছে দেখেছিলাম কিছু লেবুর ফুল ফুটেছে। সেখান থেকে ফটোগ্রাফিটি তুলেছিলাম।
Device | Oppo A12 | |
---|---|---|
Photographer | @haideremtiaz | |
Location | W3w](https://w3w.co/knotty.strategists.committed) |
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ডুয়েটে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত তিন বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Twitter share
Puss tweet
চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন ভাইয়া। সবগুলো ফটোগ্রাফি দেখলাম আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে লাউ ফুল এবং লেবু ফুলের ফটোগ্রাফি। ফটোগ্রাফি সহ বিস্তারিত আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
চমৎকার ফটোগ্রাফি শেয়ার করলেন ডালিয়া ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর ফটোগ্রাফি দেখলে সত্যি অনেক ভালো লাগে। শীতকাল পরিবেশে আমরা খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি সংগ্রহ করতে পারি। ভীষণ ভালো লাগে দেখতে। আপনার শেয়ার করার প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে দেখতে।
সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আজ শেয়ার করেছেন আমাদের মাঝে।প্রতিটি ফটোগ্রাফি অনেক বেশি ভালো লেগেছে আমার। সুন্দর বর্ননায় দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
আজকে আপনি আমাদের মাঝে বেশ কয়েকটি সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন।এই ফুলগুলো আমাদের আশেপাশে সব সময় ফুটে থাকে, কিন্তু আমরা তেমন গুরুত্ব দেয় না।তবে এই ফুলের সৌন্দর্য একবার চোখে ধরলে মুগ্ধ হতে বাধ্য করে।ঠিক তেমনি আজকে আপনার শেয়ার করা লাউ ফুল এবং লেবু ফুলের ফটোগ্রাফি আমাকে মুগ্ধ করেছে।
রেনডম হলেও প্রতিটি ফটোগ্রাফি ছিল চোখে পড়ার মত। এমন দারুন কিছু ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যে ফটোগ্রাফি গুলো দেখেই মুগ্ধ হয়ে গেলাম। এমন সুন্দর করে বর্ণনা সহ ফটোগ্রাফিগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
শীতকালীন সবজি এবং ফুলের ছবিগুলি দিয়ে একটি সুন্দর ব্লগ নির্মাণ করেছেন। শীতকালে সবসময় ফুল এবং সবজি অনেক সুন্দর হয়। আর সেগুলির সুন্দর সুন্দর ছবি তুলে আপনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন বলে খুব ভালো লাগলো। বিশেষ করে সরিষা ফুল আমার খুব প্রিয়। তাই সরিষা ফুলের ছবি দেখতে পেয়ে খুব ভালো লাগলো।
এটা সত্যি বলেছেন ভাই বর্তমানে পারিপার্শ্বিক অবস্থা দেখে সুস্থ থাকাটা অনেক বেশি কঠিন। আজকে আপনি যেসব ফটোগ্রাফি করেছেন সেগুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে ডালিয়া ফুলের ফটোগ্রাফি তবে অন্যান্য ফটোগ্রাফি গুলোও ভালো হয়েছে। অনেক সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বাহ্ আপনি তো আজকে দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন ভাইয়া।আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।বিশেষ করে সরিষা ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।