নাটক রিভিউঃ- " গল্পটা ভালোবাসার "
24-01-2025
১১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼
কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো ও সুস্থ্য আছেন। তো সুস্থ্য থাকাটাই হলো প্রথম কথা। এখন যেহেতু ঠান্ডাটা বেড়ে গেছে তাই সাবধানে থাকা জরুরি। আমি নিজেও ঠান্ডাজনিত সমস্যায় ভুগছি। তো আজকে চলে এলাম আপনাদের সাথে একটি নাটক শেয়ার করার জন্য। নাটকটির নাম হচ্ছে গল্পটা ভালোবাসার। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে নাটকটি।
নাম | গল্পটা ভালোবাসার |
---|---|
চিত্রনাট্য ও পরিচালনা | মাহমুদুর রহমান হিমি। |
গল্প | সাফা কবির। |
রাইটার ও স্ক্রিপ্ট | অবয়ব সিদ্দিক মেদি ও ইকরাম হোসেন। |
প্রযোজক | মোঃ হাবিবুর রহমান। |
অভিনয়ে | জোভান, সাফা কবির, আল মামুন, মিলি বাশার, তৌফিকুল হাসান নিহাল সহ আরও অনেকে। |
আবহ সংগীত | পিরান খান। |
দৈর্ঘ্য | ৫৬ মিনিট ০১ সেকেন্ড। |
প্লাটফর্ম | ইউটিউব। |
মুক্তির তারিখ | ২৩ই জানুয়ারী , ২০২৫ ইং |
ধরন | রোমান্টিক, সামাজিক । |
ভাষা | বাংলা |
চরিত্রেঃ
রুমিঃ
ফারহান আহমেদ জোভান।ইশা
সাফা কবির।কাহিনী সারসংক্ষেপ
নাটকের শুরুতে দেখা যায়, একটা শুটিং চলছে। শুটিং এ সহকারী ডিরেক্টরকে বলে রেখেছিল প্রধান ডিরেক্টর যেন একটা কাপল রেডি রাখে, যাদেরকে দিয়ে একটা রোমান্টিক শুট করাবে। কিন্তু সহকারী ডিরেক্টর না পেয়ে ভার্সিটি থেকে দুজনকে নিয়ে আসে। একজন ছিল ইশা আরেকজন রুমি! দুজনই একই ভার্সিটিতে পড়াশোনা করে। তবে কেউ কাউকে চিনে না। শুটিং শুরুর সময় সহকারী পরিচালক বলেছিল যেন তারা রোমান্টিক মোডে হেটেঁ আসে। কিন্তু তারা এমনভাবে হাটেঁ যেন কেউ কাউকে চিনে না। এটা নিয়েই পরিচালকের আবার মাথা গরম হয়ে যায়। তারপর দুজনকে আবার বুঝায়। হাত ধরে যেন হাটেঁ। যখনই শুট শুরু হয়ে যায় তখন হাত ধরে হাটাঁ শুরু করে আর তখনই তাদের দুজনের মাঝে আলাদা রকমের ভালো লাগা কাজ করে।
তারপর থেকে ভার্সিটিতে প্রায়ই তাদের দেখা হয়। একটা পর্যায়ে এসে তাদের মাঝে ভালোবাসার একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। কিন্তু ইশার পরিবারে কেউ নেই। তার মা বাবা আগেই মারা গিয়েছে। একমাত্র ছোটভাই ফাহিম আছে। বাবা মা মারা যাওয়ার পর চাচীর বাসায় থেকে বড় হয়েছে। ইশার টেনশন হচ্ছিল, রুমির বাবা কি তাদের বিয়েটা মেনে নিবে কি না। রুমি তার বাবার সাথে কথা বলে। তার বাবাকে বলে সে একটা মেয়েকে পছন্দ করে তবে সে মেয়েটির বাবা মা নেই! এটা শোনার পর রুমির বাবা কিছুটা পিছিয়ে আসে বিয়ের ব্যাপার থেকে। কারণ কার সাথে কথা বলে বিয়েটা হবে। একজন গার্জেন না থাকলে কেমনে হয় বিয়ে! তারপর রুমি বলে মেয়েটাকে কালই সে নিয়ে যাবে। তারপর ইশাকে নিয়ে আসে বাসায়। কিন্তু সাথে কেউ আসেনি। এটা দেখে রুমির বাবা কিছুটা অবাক হয়।
তারপর রুমিই ইশার গার্জেন হয়ে যায়। রুমি তার বাবাকে বলে সে ইশাকে সুখে রাখতে পারবে। তারপর রুমির বাবাও তাদের সম্পর্কটা মেনে নেয়। তারপর দুজনের বিয়েটা হয়ে যায়। বিয়ের পর তাদের সংসার জীবন ভালোই চলতে থাকে। তবে একদিন ইশার চাচী ফোন দিয়ে বলে যে তার ছোটভাই ফাহিম নাকি আলমারী থেকে টাকা চুরি করেছে, এছাড়া সে নাকি ধূমপান করছে। এজন্য ফাহিমকে বাসায় রাখতে চাই না। তারপর ফাহিমকে ইশা নিয়ে আসে তাদের এখানে। ফাহিম আসার পর নেশায় আসক্ত হয়ে পরে। একদিন জানতে পারে ইশা ফাহিম রুমির মানিব্যাগ থেকে টাকাও চুরি করেছে। তারপর রুমি ইশাকে বলে হয় তাকে চোজ করতে হবে নয়তো তার ভাইকে! ইশা তখন তার ভাইকে নিয়ে চলে যায় আরেক বাসায়।
বেশ কয়েকদিন ইশার সাথে যোগাযোগ হয়নি রুমির। তারপর একদিন রুমিই ছুটে যায় ইশার কাছে। গিয়ে তার ছোট ভাই ফাহিমকেও পেয়ে যায়। ফাহিম তার ভুল বুঝতে পারে। আর রুমিও তার ভুল বুঝতে পারে। সে আসলে ছোট ভাইয়ের চোখে তাকে দেখতে পারেনি। তারপর ইশা আসে। ইশাকে তখন সরি বলে রুমি! তার উপর অনেক রাগ জমেছিল ইশার। কারণ সে ভুল করেছে। রুমি তখন বলে তার সাথে চলে যেতে! তাকে খুব মিস করছিল। অবশেষে ইশা রাজি হয়। তারপর একদিন তাদের দুজনের যেখান থেকে ভালোবাসার শুরুটা হয় সেখানে যায়। এখানেই নাটকের সমাপ্তি ঘটে।
ব্যক্তিগত মতামত
নাটকটি ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো লেগেছে। নাটকটিতে বেশ কিছু বিষয় ফুটে উঠে এসেছে। প্রথমত, স্বামী-স্ত্রীর যতই ঝগড়া, মন খারাপ হোক না কেন, কখনো কাউকে ছেড়ে যায় না। দুজন দুজনকেই মিস করে। তবে ছোট্র একটা সরি বলার মাধ্যমে সবকিছুই হয়তো ঠিক হয়ে যায়। আবার, আমাদের জীবনে ছোট সমস্যাগুলো যখন আসে তখন মেনে নিতে পারি না। অথচ একটু মেনে নিলে হয়তো সংসারে ঝগড়াটাও হয় না। জোভান ও সাফা কবির দারুণ অভিনয় করেছে। অনেকদিন পর এ জুটির নাটক দেখলাম।
ব্যক্তিগত রেটিং
৯.৫/১০
নাটকটির লিংক
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ডুয়েটে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত তিন বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Twitter share
Puss tweet
গল্পটা ভালোবাসার নাটকের রিভিউ শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। আমার তেমন একটা নাটক দেখার সুযোগ হয় না, তবে সময় পেলেই আমি সাফা কবির আপুর নাটক দেখি। উনার নাটক অভিনয় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। গল্পটা ভালোবাসার এই নাটকটি অবশ্য আমি দেখিনি, তবে নাটকটি পড়ে মনে হলো যে নাটকের কাহিনী অনেক সুন্দর। সময় করে অবশ্যই নাটকটি দেখে নেব। ধন্যবাদ ভাইয়া
জোভান আমার পছন্দের একজন এক্টর। আমার কাছে তার অভিনয়গুলো ভালোই লাগে সেই সাথে সাফা কবির দারুন অভিনয় করে থাকেন। গল্পটা ভালোবাসার নামের নাটকটির মধ্যে সামাজিক কিছু দৃষ্টিভঙ্গিকে ফুটিয়ে তুলেছেন। যেমন স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ হয়েই থাকে যদি দুজনে একটু সেক্রিফাইস করে তাহলে দুজনের মধ্যেই মধুর সম্পর্ক তৈরি হয়। আবার কিছু কিছু ভুলের জন্য সৃষ্টি হয় মনোমালিন্যের। একটু মেনে নিলেই সেই বিষয়গুলিও সুখকর হয়ে ওঠে। সুন্দর নাটক ছিল। আর আপনার রিভিউ দারুন হয়েছে ভাই। চমৎকারভাবে নাটকটির রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
বরাবরই আমার কাছে এই নাটকগুলো ভীষণ ভালো লাগে। আজ ঠিক তেমনি আপনি এত সুন্দর একটা পছন্দের নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে আমার খুব ভালো লাগলো। কেননা এই নাটকটি এর আগে আমি দেখেছি। এত সুন্দর একটা নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জোভান এবং সাফা কবির অভিনীত গল্পটা ভালোবাসার নাটকটি আপনি খুবই সুন্দর ভাবে রিভিউ করেছেন। আপনার রিভিউ এর মাধ্যমে নাটকের খুঁটিনাটি কাহিনী সম্পর্কে জানতে পারলাম।কখনো সময় পেলে নাটকটি একবার দেখে নেওয়ার চেষ্টা করব।
গল্পটা ভালোবাসার এই নাটকটার কাহিনী অনেক বেশি সুন্দর ছিল। এই নাটকটার মধ্যে অনেক সুন্দর একটা বিষয়কে ফুটিয়ে তোলা হয়েছে। আর এটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। খুব সুন্দর করে আপনি নাটকটার রিভিউ পোস্টের মাধ্যমে কাহিনী টাকে সবার মাঝে উপস্থাপন করেছেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
নাটকটা আমার কাছেও বেশ ভালো লেগেছিল। আপনি নাটকটি দেখেছেন জেনে খুশি হলাম।
জোভান আর সাফা কবির দুজনকেই আমার অনেক ভালো লাগে। আপনি আজকে অনেক সুন্দর করে তাদের একটা নাটকের রিভিউ শেয়ার করেছেন। নাটকের কাহিনীটা আমার অনেক বেশি ভালো লেগেছে। আমি সময় পেলে নাটক দেখার জন্য চেষ্টা করি, আর এই নাটকটাও দেখার জন্য চেষ্টা করবো।
জি আপু দেখতে পারেন। আশা করছি আপনি উপভোগ করতে পারবেন।
বেশ সুন্দর নাটক রিভিউ করেছেন আপনি। নাটকটি দেখে খুব ভালো লাগলো। আপনার নাটক খুবই দুর্দান্ত হয়েছে। নাটকের গল্প এবং দৃশ্যপট খুবই সুন্দর। জোভান আর সাফা কবির দুজনকেই আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর নাটক রিভিউ করার জন্য।
আপনাকেও ধন্যবাদ ভাই নাটকের রিভিউটি পড়ার জন্য 🌸