বিশ্ব মনে রাখবে!
19-12-2022
০৫ পৌষ,১৪২৯ বঙ্গাব্দ
আসসালামুআলাইকুম সবাইকে
একটা আক্ষেপ! দীর্ঘ ৩৬ বছরের! বার বার হোচঁট খেয়ে পরা যাওয়া! কিন্তু স্বপ্নেরা ঠিকই ডানা মেলে আকাশে উড়ে বেড়ায়। কোনো এক মনিষী বলেছিল, "মানুষ স্বপ্নের সমান বড়! " একদিন ঠিক সেই স্বপ্নটাই সত্যি হয়ে গেল! ফুটবল সুন্দর! ভীষণ রকমের সুন্দর! আমি ব্রাজিলের ডাই হার্ট ফ্যান! কিন্তু চেয়েছিলাম আজ মেসি জিতুক, শেষ হাসিটা হাসুক! কোটি কোটি মানুষের আশা মেসির হাতে যেন শেষ ট্রফিটা উঠে। মেসির অবশ্য শেষ বিশ্বকাপ ছল এটি। তারপর হয়তো তাকে আর দেখা যাবে না! বা পায়ের ঝলকানি ফুটবল বিশ্ব মিস করবে।
আজ কোটি কোটি ভক্তদের আশা পূরণ হলো। শুধু একটাই চাওয়া ছিল! মেসি যেন শেষ হাসিটা হাসে! স্বপ্নগুলো পূর্ণতা পেল। আমার কাছেও ভালো লাগলো। ফুটবল যেন পূর্ণতা পেল। রাজার এখন মুকুট হলো! এতোদিন মেসি ছিল ফুটবলের মুকুটহীন রাজা! আজকের খেলায় যেন তা পূর্ণতা পেল।
এবারের ফুটবল বিশ্বকাপ কম সময়ের মধ্যেই শেষ হয়ে গেল। ২০১৪,১৮ বিশ্বকাপগুলো আরও বেশি টাইম নিয়ে হয়েছিল। সম্ভবত দুমাস ব্যাপী ফুটবল বিশ্বকাপ চলছিল। এবার দেখতে দেখতে চলে গেল। তবে প্রিয় দল ব্রাজিল হেরে যাওয়ার পর পুরোপুরি খেলা থেকে ইন্টারেস্ট চলে গিয়েছিল। ফেভারিট টিম হিসেবে এসেছিল ব্রাজিল! কিন্তু তারা শেষ পর্যন্ত আর টিকে থাকতে পারেনি । কোয়ার্টার ফাইনাল থেকেই বাদ পড়তে হলো ব্রাজিলকে। নেইমারের অশ্রুভেজা কান্না! কোটিভক্তদের কাদিঁয়েছে। শেষটা ওখানে না হলেও পারতো। কিন্তু বিধাতা হয়তো চায়নি নেইমার জিতুক! এবারের বিশ্বকাপটাও অধরা থেকে গেল ব্রাজিলের।
নেইমার চলে যাওয়ার পর আর দুজন ফুটবল লিজেন্ড রয়েছিল। ধরে নিয়েছিলাম। পর্তুগাল আর আর্জেন্টিনা ফাইনালে দেখা হবে। কিন্তু তা আর হলো কই! কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হেরে পর্তুগালকেও বাদ পড়তে হলো! রোনাল্ডোর অশ্রুভেজা চোখ নিয়ে মাঠ ছাড়ার দৃশ্য আবারও কাদিঁয়েছে ফুটবল প্রেমীদের। রোনাল্ডোর শেষ বিশ্বকাপ ছিল এটি। খারাপ সময়ে যে কেউ পাশে থাকেনা এরই উদাহরণ হলো রোনাল্ডো! এই পর্তুগাল দলটির জন্য কি করেনি রোনাল্ডো! কিন্তু রোনাল্ডোর যখন ফর্ম নেই, তখন তাকে অর্ধেক সময় বেঞ্চে বসে খেলা দেখতে হয়েছে। এ দৃশ্যপটগুলো এ বিশ্বকাপেই হয়েছে।
শেষ চাওয়া! মেসি যেন অশ্রুভেজা চোখ নিয়ে মাঠ ছাড়তে না হয়! শেষ হাসিটা যেন দেখতে পারি, এমনটাই চেয়েছিলাম। হলোও তা। আর্জেন্টিনার খেলার প্রসঙ্গে আসি এবার! আর্জেন্টিনা আর ফ্রান্সের তিনবারের দেখায় দুটিতেই আর্জেন্টিনা জিতেছে। কিন্তু বিগত বিশ্বকাপেও এই ফ্রান্সের কাছে হেরে বিদায় নিতে হয় আর্জেন্টিনাকে! এবার চেয়েছিলাম গত বারের মতো যেন ফ্রান্সের কাছে হেরে যায়। সাম্প্রতিক পারফর্মেন্স বিবেচনায় আর্জেন্টিনা এগিয়ে ছিল। মেসি এ যাবতকালের সেরা ফর্মে ছিল। বিশ্বকাপে প্রত্যেকটা ম্যাচে গোল পেয়েছে।
খেলার শুরু থেকেই আর্জেন্টিনা এটাকিং ফুটবল খেলেছে। কয়েকবার ফ্রান্সের ডিবক্স ভেদ করে ভিতরে ঢুকেছে। কিন্তু ব্যর্থ হয়েছে। ডিবক্সে ফাউল হতেই রেফারিশ বাশিঁর শব্দ! পেনাল্টি হবে। মেসির শট! মেসির প্রথম গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা। তারপর থেকে আরও এটাকিং খেলতে থাকে। এবার ডি মারিয়ার গোল। সোজা বক্সের ভিতর থেকে শটে জালে জড়ায় বল ডি মারিয়া। ২-০ তে এগিয়ে যায় আর্জেন্টিনা! প্রথমার্ধ এভাবেই শেষ করতে হলো। ফ্রান্স প্রথমার্ধে তেমন একটা গোল ক্রিয়েট করতে পারেনি! আর্জেন্টিনার সাপোর্টাররা তখন স্বস্তির নিঃশ্বাস ফেলছিল! কিন্তু বিপত্তিটা হলো হাফ এন আওয়ার এর পর।
কাউন্টার এটাকে এবার ফ্রান্স এগিয়ে গেল! ডিবক্সের ভিতর ফাউল করে বসলো ফ্রান্সের এক প্লেয়ারকে । সোজা পেনাল্টি শুট আউট! কিলিয়ান এমবাপ্পের গোলে ফ্রান্স এগিয়ে গেল! ঠিক কিছুক্ষণ পর আবারও এমবাপ্পের গোলে ফ্রান্স সমতায় ফিরে এলো! সবাই তখন হতাশ! কি ভেবেছিলাম আর কি হলো! তাহলে কি পেনাল্টি শুট আউট হবে? ৯০ মিনিটের খেলা ড্র থেকেই গেল। অতিরিক্ত আরও ত্রিশ মিনিট বাড়িয়ে দেয়া হলো।
তারপর মেসি ম্যাজিক! এগিয়ে গেল আর্জেন্টিনা। কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী থাকেনি। আবারো এমবাপ্পের গোলে সমতায় ফিরে এলো ফ্রান্স! ফাইনালি পেনাল্টি শুট আউট! ইমিলিয়ানো মার্টিনেজ অসাধারণ সেভ দিয়ে আর্জেন্টিনাকে শিরোপা এনে দিলো বলা চলে। সংক্ষেপে বর্ণনা করে দিলাম। খেলা না দেখলে পড়ে মজা পাবেন না! ইতিহাসের সেরা খেলা! এখন পর্যন্ত যেকটা ফুটবল ম্যাচ দেখেছি!
বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে বড় পর্দায় বা টেলিভিশনে খেলা দেখা হয়নি। ভেবেছিলাম ফাইনাল খেলাটা দেখবো। বাসা থেকে পাশেই বড় টেলিভিশনে খেলা দেখায়। ছোট বেলায় কত দেখেছি খেলা পর্দায়! এখন আর তেমন ইন্টারেস্ট কাজ করে না। ফোনেই দেখা যায় খেলা! আজকের ফাইনাল ম্যাচটা বাহিরে দেখলাম। গিয়ে দেখি অনেক মানুষের ভীড়! বসার কোনো জায়গা নেই! এতোসব আর্জেন্টিনা সাপোর্টারদের মাঝে আমি একা মনে হয় ব্রাজিল সাপোর্টার ছিলাম, হাহাহা! আসলে একসাথে খেলা দেখার মজাই অন্যরকম! সবাই একসাথে হৈ-হুল্লোড়! গোল হলেই চিল্লাচিল্লি শুরু! এইতো ফুটবল বিশ্বকাপের রাতটা এভাবে কেটে গেল। কিন্তু এমন ফাইনাল খেলা আজীবন মনে থাকবে ফুটবল প্রেমীদের!
Device | Oppo A12 |
---|---|
Photographer | @haideremtiaz |
Location | w3w |
Date | 19 December, 2022 |
যাক, আজ এই পর্যন্তই! আরামছে ঘুম দিবে সবাই, হাহাহা! এভাবেই হাসি আনন্দে ভরে উঠুক আপনাদের জীবন, এমনটাই কামনা করছি। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌼
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
VOTE @bangla.witness as witness
OR
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
সত্যিই এই বিশ্ব কাপ ফুটবল সবাই মনে রাখবে। শেষের দিকে এসে আর্জেন্টিনা জয়ী হয়েছে জেনে খুবই খুশি হলাম। বিশ্বকাপ খেলা কিন্তু বিশ্বকাপ খেলার মতই হয়েছে টানটান উত্তেজনার সাথে এই খেলাটির শেষ হয়েছে। এবং আর্জেন্টিনা জয়ী হয়েছে। মেসি শেষের দিকে এসে এটি রেকর্ড করে দিয়েছে। আপনি তো দেখছি খুবই সুন্দরভাবে আজকের এই পোস্ট সাজিয়ে লিখেছেন যা পড়ে খুবই ভালো লেগেছে। শেষের দিকে এসে সবাই তো ভাবছিল ফ্রান্স এবার কাপ নিয়ে যাবে কিন্তু তার উল্টোটা হলো। ধন্যবাদ আপনাকে।
হুমম আপু! সবাই আপু ভেবেছিল ফ্রান্স জিতে যাবে। কিন্তু হলো না। মেসির হাতেই যে উঠবে বিশ্বকাপ 😍
ঠিক বলেছেন ভাইয়া এবার বিশ্ব কাপ ফুটবল বিশ্ব মনে রাখবে। দুটি দলেই চমৎকার খেলেছেন। ফাইনাল ম্যাচ হিসাবে অসাধারণ একটি ম্যাচ ছিলো। কে জিতবে কোন ভাবেই বলা সম্ভব না। তবে আর্জেন্টিনা জিতে গেলো দেখে ভীষণ খুশি হলাম। মেসি আর্জেন্টিনার স্বপ্ন পুরুর করতে পেরেছে। আর তার নিজের স্বপ্ন ও পুরুন হয়েছে। চমৎকার উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
হুমম! ৩৬ বছরের আক্ষেপটা যে আর রইল না! এই রাতটার জন্যই অপেক্ষা করছিল ফুটবল প্রেমীরা!
একদম ঠিক বলেছেন ভাইয়া বিশ্ব গতকালকের খেলা সবসময় মনে রাখবে। এমন হাড্ডাহাড্ডি লড়াই শেষে এভাবে আর্জেন্টিনার জিতে যাওয়ার কথা আর ফ্রান্সের হেরে যাওয়ার কথা সারা জীবন মনে থাকবে। মেসির শেষ সময় একটা রেকর্ড করে গিয়েছে। ধন্যবাদ।
জি আপু! পুরাটা সময় উত্তেজনাকর ছিল
কালকের খেলা বেশ দারুন হয়েছে,তবে এমবাপ্পির জন্যও খারাপ লাগছে,নিজের সব টুকু দিয়ে শেষ অব্দি চেষ্টা করে গিয়েছে। আমার বারান্দায় থেকে দেখা যায় বড় একটা প্রজেক্ট লাগিয়েছে,এত জোরে জোরে আওয়াজ কি একটা অবস্থা। তবে মেসির হাতে একটা কাপ দরকার ছিলো।সব মিলিয়ে অসাধারণ। ভালো লাগলো।ধন্যবাদ
জি আপু! এমবাপ্পেও ভালো খেলেছে! খারাপ লাগছে তাদের জন্যও। তবে মেসি ডিজার্ভ দিস ট্রফি!
ঠিক বলছেন ভাই এবারের খেলাটা কিন্তু বিশ্ব মনে রাখবে।অনেক ভালো লেগেছে আমি আসলে এত বেশি দল তফাৎ করে খেলা দেখিনা।এবারের খেলাটা আমার দারুণ লেগেছে।দুই দল এত ভালো খেলছিল আমি মনে করছিলাম ফ্রান্সে নিয়ে যাবে কাপ।কিন্তু অবশেষে পেনাল্টির মাধ্যমে আর্জেন্টিনার মেসি ভাগ্য খুলে গেল।অনেক ভালো লেগেছে আপনার অনুভূতিগুলো পড়ে ধন্যবাদ।
জি আপু। মেসি ঝলক ছিল! যদিও আমি ব্রাজিলের ডাই হার্ট ফ্যান ছিলাম 😍
আমি জানি আপনার লেখাটি পড়ে প্রতিটি ফুটবলপ্রেমীর হৃদয়ে নাড়া দেবে। আর গত ম্যাচটি কিছুটা আবেগপ্লবন ছিল,আর সেটি মেসির জন্য। যাইহোক টান টান উত্তেজনার মাধ্যমে বিশ্বকাপ জয়ী হলো আর্জেন্টিনা। ধন্যবাদ আমাদের মাঝে অনুভূতি তুলে ধরার জন্য।
জি ভাইয়া। গত কালের ম্যাচ সবাই মনে রাখবে। আপনাকেও ধন্যবাদ ভাইয়া
Upvoted! Thank you for supporting witness @jswit.
জি ভাইয়া সত্যি বলেছেন এবারের বিশ্বকাপ ফাইনাল টাকে বিশ্ব মনে রাখবে। আর মনে রাখতে বাধ্য। গতকালকের বিশ্বকাপ ফাইনালটি ছিল ফাইনালের মত। অনেক ব্রাজিলের সাপোর্টারও গতকাল মেসিরই বন্দনা করেছে।
জি আপু এবারের বিশ্বকাপ সবাই মনে রাখবে। যে খেলা হয়েছে, তা অবিশ্বাস্য ছিল!
আসলেই গতকালের ফাইনাল ম্যাতটি ছিলো সেরা একটি ম্যাচ ৷ দু দলের হাডাহাড্ডি লড়াই ৷ কে জিতবে আর কে হারবে এই নিয়েই টান টান উত্তেজনা সবার মাঝে ৷ গতকাল অবশ্য আমিও বড় পর্দায় এই ম্যাচটি উপভোগ করি ৷ দারুণ একটি খেলা ছিলো ৷ বিশ্ব মনে রাখবে এই ম্যাচটি ৷ অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ৷
গতকালকের এই ম্যাচটি ইতিহাসের পাতায় থেকে যাবে আজীবন। এর এমন ফাইনাল খেলা আজীবন মনে থাকবে ফুটবল প্রেমিদের। আমি তো কখনোই খেলা দেখতাম না কিন্তু কালকের খেলাটি দেখেছিলাম পুরোপুরি পরিবারের সবাই একসাথে বসে। অনেক টানটান উত্তেজনার সাথে এই খেলাটি দেখা হয়েছিল। খুবই মজা করেছি কালকের খেলাটি দেখার সময় খেলা শেষে যখন আর্জেন্টিনা জিতে গিয়েছিল তখন ও ভীষণ খুশি হয়েছিলাম এমনিতে আমি কোন দল সাপোর্ট করিনা কিন্তু আর্জেন্টিনা জয়ী হওয়ার কারণে এমনিতে ভালো লেগেছিল। যাইহোক আপনার লেখাগুলো পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ।
এমন ফাইনাল ম্যাচ বিশ্ব এবারই প্রথম দেখেছে! অসাধারণ ছিল মুহূর্তটা। আপনাকে ধন্যবাদ ভাইয়া 🌼