ফাইনালের টিকিট নিশ্চিত করলো বরিশাল!
04-02-2025
২২ মাঘ , ১৪৩১ বঙ্গাব্দ
🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো সুস্থ্যতা হলো সবচেয়ে বড় বিষয়। আপনি সুস্থ্য থাকলে সবকিছু করতে আপনার কাছে ভালো লাগবে। সুস্থ্য না থাকলে কোনো কিছুই করতে আপনার ভালো লাগবে না। তো আপনারা যারা খেলাপ্রেমী মানুষ আছেন তারা নিশ্চয় খেলাধুলার খোজঁ খবর রাখার চেষ্টা করেন। আপনারা জানেন যে দেশের মাটিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল চলছে। বিপিএলের এলিমেনটরের ম্যাচ চলছে। যে দল হারবে সে দলই রাউন্ড থেকে বাদ হয়ে যাবে। তো গতকাল সেমিফাইনাল এর ম্যাচে মুখোমুখি হয়েছিল শক্তিশালী ফারচুন বরিশাল বনাম চিটাগাং কিংস।টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ফারচুন বরিশাল। এবারের বিপিএলে ফারচুন বরিশাল ভালো পারফর্ম করে যাচ্ছে। তাদের টিমে তারকা সব ব্যাটার ও বোলারে ভরপুর।
শুরুতে রংপুর রাইডার্স ভালো পারফর্ম করেছিল। কিন্তু তারাও শেষ অবধি টিকে থাকতে পারেনি লড়াইয়ে। শুরু থেকেই ফারচুন বরিশাল আবার হট ফেভারিট ছিল। তো টসে হেরে ব্যাটিং করতে মাঠে নামে চিটাগাং কিংসের দুই ওপেনার খাওয়াজা নাফাই এবং পারভেজ ইমন। খাওয়াজা নাফাই এর ব্যাটিং দেখা হয়নি। যেহেতু পাকিস্তানে ভালো খেলেছিল তাই হয়তো বিপিএলের এবারের আসরে ডাক পেয়েছিল সে। তো ওভারের শুরুতেই কাইল মায়ার্স এর বলে আউট হয়ে সাজঘরে ফিরতে হয় নাফাইকে। তারপর মাঠে আসে গ্রাহাম ক্লার্ক। ক্লার্ক মাঠে আসার পর পারভেজ ইমন চেয়েছিল একটা পার্টনারশিপ বিল্ড আপ করার। কিন্তু পার্টনারশিপ গড়ার আগেই ক্লার্ক কাইল মায়ার্সের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যায়। তারপর মাঠে আসে ক্যাপ্টেন মিঠুন। মিঠুনের পারফর্মেন্স তেমন ভালো যাচ্ছে না।
মিঠুন ১ রান করে আউট হয়ে সাজঘরে ফিরতে হয়। তারপর থেকে চিটাগাং কিংস কিছুটা চাপে পরে যায়। দলীয় সংগ্রহ যখন ৩৪ রান তখন আরেকটি উইকেটের পতন ঘটে! তারপর মাঠে আসে শামীম হোসেন। শামীম হোসেনের সাম্প্রতিক পারফর্মেন্স বেশ ভালো যাচ্ছে। শামীম হোসেন ও ইমন দুজনে মিলে ৭৭ রানের অসাধারণ এক পার্টনারশিপ গড়ে তোলে। তাদের পার্টনারশিপ ভাঙে দলীয় সংগ্রহ যখন ১১১ রান। তার আগেই পারভেজ হোসেন ইমন ৩৬ রান সংগ্রহ করতে সমর্থ হয়। তারপর শেষ অবধি শামীম হোসেনের ৭৯ রানের সুবাধে চিটাগাং কিংস ১৪৯ রান সংগ্রহ করতে সমর্থ হয়! তো ফারচুন বরিশালের যেহেতু ব্যাটিং লাইনআপ ভালো ধরে নিয়েছিলাম হয়তো তারা জিতে যাবে সহজেই। দেখার বিষয় ছিল ফারচুন বরিশালের ব্যাটাররা কেমন ব্যাটিং করে।
শুরুতেই ব্যাটিং এ নামে তামিম ও তৌহিদ হৃদয়। তামিম ও হৃদয় দুজনের ব্যাটিং পারফর্মেন্স বেশ ভালো যাচ্ছে। ম্যাচের শুরুটা দারুণভাবে করে তামিম ও হৃদয়। টি-টোয়েন্টিতে পার্টনারশিপ গুরুত্বপূর্ণ। ওপেনিং পার্টনারশিপ এ ৫৫ রান সংগ্রহ করতে সমর্থ হয়। তাদের পার্টনারশিপ ভাঙে তামিমের আউটের মধ্যে দিয়ে। তামিম আউট হওয়ার আগে ব্যক্তিগত ২৯ রান করে আউট হয়। তারপর মাঠে আসে ডেভিড মালান। মালান নামার পরে তৌহিদ হৃদয় দারুণ ছন্দে ব্যাটিং করতে থাকে। তোহিদ হৃদয় ব্যক্তিগত ৮২ রান সংগ্রহ করতে সমর্থ হয়। শেষ অবধি ফারচুন বরিশাল ৯ উইকেটে জয় লাভ করে ফাইনালের টিকেট নিশ্চিত করে। ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয় মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী ৫ উইকেট নিয়ে ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয়!
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ডুয়েটে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত তিন বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
গত বিপিএল ও বরিশাল খুব সুন্দর খেলা খেলছিল।তবে এবার তাদের খেলা দেখে মনে হচ্ছে এবারও তারা কাপ নিবে।তবে জানিনা কখন কি হতে পারে না হতে পারে, তবে তাদের অনেক চেষ্টা রয়েছে কাপ নেওয়ার। কালকে খেলাটা আমি শুরু থেকে দেখি নাই তবে যতটুকু দেখছিলাম খুবই ভালো লাগছিল। তাওহীদের ইনিংস অসাধারণ ছিলো।ধন্যবাদ ভাই পোস্টটি শেয়ার করার জন্য।
তাওহীদের ব্যাটিংটা আমার কাছে ভালোই লেগেছিল আসলে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Twitter share
Puss tweet
আপনার স্পোর্টস রিভিউ পড়ে যা বুঝলাম তাতে মনে হচ্ছে চট্টগ্রামের আজকে বাজে অবস্থা ছিলো। তবে ইমন এবং শামীম ভালোই খেলেছে দেখতে পাচ্ছি। সবশেষে চট্টগ্রাম বরিশালকে 150 রানের টার্গেট দেয়। তার বদলে বরিশাল মাত্র একটি উইকেট হারিয়ে জয়লাভ করে। তবে তৌহিদ হৃদয়ের ইনিংস দারুন ছিলো। সেই সাথে আপনার রিভিউ টাও একেবারে চমৎকার ছিলো। খুবই সুন্দর করে রিভিউ করেছেন। অভিনন্দন রইলো টিম বরিশালের জন্য।