সিম্পল একটি মেহেদী ডিজাইন আর্ট

in আমার বাংলা ব্লগ2 days ago
আসসালামুআলাইকুম সবাইকে

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে চলে এলাম আপনাদের সাথে সিম্পল একটি মেহেদী ডিজাইন আর্ট শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG_20250121_213152.jpg

আর্টটি করতে যা যা লেগেছেঃ-


IMG_20250121_212822.jpg

  • খাতা
  • পেন্সিল
  • রাবার
  • কাটার।

আর্টটির কার্যপদ্ধতি নিচে দেয়া হলোঃ-


IMG_20250121_212839.jpg

প্রথমে সার্কেল শেপ দিয়ে নিলাম। তারপর ভিতরে পেঁচিয়ে দিলাম।

IMG_20250121_212853.jpg

তারপর সার্কেলের উপরে ফুলের পাপঁড়ির শেপ দিয়ে নিলাম। ভিতরে ছোট ছোট দাগ টেনে নিলাম।

IMG_20250121_212909.jpg

এবার পাপঁড়ির উপরে একটা পাতার মতো শেপ দিলাম।

IMG_20250121_212928.jpg

IMG_20250121_212944.jpg

পাতার ভিতরে দাগ টেনে দিলাম এবং ডিজাইন করে দিলাম।

IMG_20250121_213004.jpg

এবার পাতার উপরে একটা সার্কেলের শেপ দিয়ে নিলাম। তার উপরে ছোট করে পাপঁড়ি একেঁ দিলাম।

IMG_20250121_213022.jpg

তার উপরে একটি ফুল একেঁ দিলাম।

IMG_20250121_213038.jpg

IMG_20250121_213055.jpg

তারপাশে আরও দুটি ফুল একেঁ দিলাম।

IMG_20250121_213110.jpg

এবার তিনটি ফুল থেকে কলির মতো করে একেঁ দিলাম।

IMG_20250121_213135.jpg

ফুল তিনটির মাঝে ডিজাইন করে দিলাম। হয়ে গেল সিম্পল ডিজাইন।

DeviceOppo A12
Art by@haideremtiaz
Locationw3w

আশা করছি আজকের সিম্পল মেহেদী ডিজাইন আর্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে মন্তব্য করে জানাবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌼



10% beneficary for @shyfox ❤️

1000158488.jpg

PUSS COIN:BUY/SELL

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG_4442.JPG

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ডুয়েটে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত তিন বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

সিম্পল মেহেদী আর্ট দেখতে চমৎকার লাগে। এভাবে করে মেহেদি হাতে পড়লেও দেখতে বেশ ভালো লাগে। আপনি তো দেখছি খুব সুন্দর মেহেদী আর্ট করতে পারেন। মেহেদী ডিজাইন করার প্রতিটি ধাপ বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 7 hours ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 days ago 

বেশ সুন্দর মেহেদির ডিজাইন করেছেন। আপনার মেহেদির ডিজাইন খুবই দুর্দান্ত হয়েছে। হাতে মেহেদি দিতে আমারও খুব ভালো লাগে। তবে ব্যস্ততার কারণে মেহেদি দেয়া হয় না । বিশেষ করে ধর্মীয় অনুষ্ঠান এবং বিয়েতে হাতে মেহেদী দেওয়া হয় । আপনার মেহেদির ডিজাইন হাতে দিলে বেশ মানাবে নিশ্চই। এত চমৎকার মেহেদির ডিজাইন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 7 hours ago 

আপনাকেও ধন্যবাদ চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 days ago 

আমি খেয়াল করে দেখেছি আপনি মেহেদী আর্ট মাঝে মাঝেই শেয়ার করেন এবং আপনার মেহেদী আর্ট এর ডিজাইনগুলো বেশ সুন্দর ও সূক্ষ হয়। একজন ছেলে হয়ে এমন সূক্ষ মেহেদী আর্ট ডিজাইন করতে পারেন দেখে আমার কিন্তু রীতিমতো হিংসা হয়, কারণ আমি নিজে তেমন ভালো মেহেদী আর্ট পারি না এত সূক্ষভাবে তো দূরের কথা! আপনার আজকের সিম্পল মেহেদী ডিজাইন ও বেশ সুন্দর হয়েছে ভাই।

 18 hours ago 

আয় হায় 😂😂😂। আপনার দেখছি হিংসে হয়। আমি মেহেদী ডিজাইন আর্ট করি তবে হাতে কিন্তু কখনো দেয় না 😁

 2 days ago 

চমৎকার একটি ডিজাইন আর্ট করলেন আপনি বেশ ভালো লেগেছে দেখে। সিম্পল মেহেদির ডিজাইনগুলো আমার দেখতে খুবই ভালো লাগে। বিশেষ করে হাতে পরলে খুবই দারুণ হয়। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মেহেদির ডিজাইন শেয়ার করার জন্য।

 18 hours ago 

আপনাকেও ধন্যবাদ আপু চমৎকার মন্তব্য করার জন্য 🌼

 21 hours ago 

বাহ্ মনোমুগ্ধকর ছিল তো এই মেহেদী ডিজাইন আর্ট। আপনার মেহেদী ডিজাইন আর্টটি একেবারে চোখ ধাঁধানো হয়েছে। দেখতেও অনেক সুন্দর লাগছে। এরকম সুন্দর মেহেদী ডিজাইন আর্ট গুলো দেখলে একেবারে চোখ জুড়িয়ে যায়। আমি এই ধরনের আর্ট গুলো করতে এবং দেখতে দুটোই খুব পছন্দ করি। নিজের দক্ষতা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে এত সুন্দর করে মেহেদী ডিজাইন আর্টটি করেছেন। প্রশংসা না করে সত্যি থাকতে পারছি না।

 18 hours ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে

 17 hours ago 

বাহ্ 😍
তুমি তো দেখছি ইদানিং মাঝে মাঝেই মেহেদী ডিজাইন আর্ট করছো। হঠাৎ মেহেদী ডিজাইনের উপর আকর্ষণ কেন 😃
যাইহোক আঁকতে থাকো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে।

 7 hours ago 

চেষ্টা করে যাচ্ছি আরকি ভাইয়া 😁

 14 hours ago 

আপনি তো দেখছি খুব সুন্দর মেহেদী ডিজাইন করতে পারেন। আসলে মেহেদি ডিজাইন খাতায় করার চেয়ে হাতে করা একটু কঠিন। যাইহোক ডিজাইনটা দেখে ভালো লাগলো। আমি মেহেদি দিতে বসলে ডিজাইন খুঁজেই পাই না। এ সিম্পল ডিজাইন গুলা আমি বেশ পছন্দ করি। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা ডিজাইন শেয়ার করার জন্য।

 7 hours ago 

কই! আমি তেমন পারি না। আপনাদের কাছ থেকেই শিখছি

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.040
BTC 104029.34
ETH 3244.48
SBD 4.28