সিম্পল একটি আর্ট
*17-02-2025
০৫ ফাল্গুন , ১৪৩১ বঙ্গাব্দ
🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼
কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো ও সুস্থ্য আছেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে চলে এলাম সিম্পল একটি আর্ট শেয়ার করার জন্য। আমি মাঝে মাঝে চেষ্টা করি আর্ট করার। এখনও এতোটাও দক্ষ হতে পারেনি। তবে আশা করছি আজকের আর্টটি আপনাদের কাছে ভালো লাগবে।
আর্টটি করতে যা যা লেগেছেঃ-
- খাতা
- পেন্সিল
- রাবার
- কাটার।
আর্টটি করার পদ্ধতি নিচে দেওয়া হলোঃ-
প্রথমে একটি বৃত্ত একেঁ নিলাম। তারপর বৃত্তের ভিতরে পেঁচিশে আরেকটা শেপ দিলাম।
তারপর বৃত্তের উপরে ফুলের পাপঁড়ির মতো শেপ দিয়ে দিলাম।
তারপর নিচে পাতার মতো ডিজাইন করে দিলাম।
এবার পাতার ভিতরে ডিজাইন করে দিলাম।
তারপাশে আরেকটি পাতা একেঁ দিলাম। ঠিক একইভাবে সেটাতেও ডিজাইন করে দিলাম।
তারপর উপরে এভাবে ডিজাইন করে দিলাম।
এবার আরও দুটি পাতা একেঁ দিলাম।
এবার পাতা দুটিতে ডিজাইন করে দিলাম।
এবার চারটি পাতার মাঝখানে ডিজাইন করে দিলাম।
এবার উপরে ডিজাইন করে দিলাম।
ফাইনালি আর্টটি সম্পন্ন হলো।
Device | Oppo A12 |
---|---|
Photographer | @haideremtiaz |
Location | W3w |
*আশা করছি আজকের আর্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে জানাবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌸
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ডুয়েটে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত তিন বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Twitter share
Puss tweet
Upvoted! Thank you for supporting witness @jswit.
দারুন একটি আর্ট শেয়ার করেছেন ভাইয়া। সিম্পল হলেও দেখতে খুবই সুন্দর লাগছে।নিখুঁত হাতে পেন্সিল ব্যবহার করে এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
পেন্সিলের সাহায্যে খুব চমৎকার একটি আর্ট করেছেন। যদিও সিম্পল তবে দেখতে ভালই লাগছে। আসলে সময় করে যদি আর্ট করা যায় তখন ভালো কিছু তুলে ধরা যায় কিন্তু সময়টা মুখ্য বিষয়। ধন্যবাদ ভাইয়া ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
পেন্সিলের সাহায্যে খুবই সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন।পেন্সিলের সাহায্যে করা আর্ট সিম্পল হলেও ভীষণ সুন্দর লাগছে। ধাপে ধাপে বেশ সুন্দরভাবে আর্ট করার পদ্ধতি আমাদের মাঝে তুলে ধরেছেন। দারুন একটি আর্ট শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই ভাই।
কার কেমন পছন্দ হয় জানিনা কিন্তু সিম্পল আর্ট গুলো আমার সব সময় ভালো লাগে। প্রায় সময় আমি সিম্পল আর্ট গুলো শেয়ার করার চেষ্টা করি। আজকে আপনি খুব সুন্দর একটি ডিজাইনের আর্ট শেয়ার করলেন। এত সুন্দর সিম্পল আর্টের ডিজাইনটি চমৎকার হয়েছে দেখতে।
পেন্সিল আর্ট গুলো আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর করে সিম্পল আর্ট করেছেন। তবে আপনার আর্ট কিন্তু অসাধারণ হয়েছে। চমৎকারভাবে ধৈর্য ধরে সুন্দর সিম্পল আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন ।তাই ধন্যবাদ আপনাকে।
সবসময়ই আমাদের কমিউনিটিতে যারা সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করে থাকেন সেগুলো আমি দেখতে চেষ্টা করি৷ আর সবার সুন্দর পোস্ট গুলোর মধ্যে আর্ট অন্যতম হয়ে থাকে৷ আর আজকে আপনি এত অসাধারণ একটি আর্ট শেয়ার করেছেন দেখে খুব ভালই লাগছে৷ যেভাবে আপনি আজকে এই সুন্দর আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে আপনি রঙের সংমিশ্রণগুলো যেভাবে সুন্দরভাবে দিয়েছেন তেমনি এখানে ডিজাইনগুলো একেবারে অসাধারণ হয়েছে৷