‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-৮ এবং ১৫ স্টিম পুরস্কার (Weekly Hangout -8 Report & Prize)
ভূমিকাঃ
“আমার বাংলা ব্লগ”-শুধুমাত্র বাংলায় ব্লগিং করার জন্য এবং পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী বাঙালিদের জন্য একটি উদ্যোগ। কারন স্টিম ব্লকচেইন এ ভাষার উপর ভিত্তি করে অনেক কমিউনিটি কার্যকর থাকলেও, বাঙালিদের জন্য বাংলা ভাষায় ব্লগিং করার নির্দিষ্ট কমিউনিটি না থাকার কারনে বাংলা ভাষা নির্ভর ‘আমার বাংলা ব্লগ’ কমিউনিটিটি প্রতিষ্ঠা করা হয়। সুতরাং আমার বাংলা ব্লগ বাংলা ভাষার উপস্থিতি সুনিশ্চিত করার সাথে সাথে বাঙালিদের জন্য একটি নতুন সুযোগ তৈরী করেছে, ফলশ্রুতি সহজেই বাঙালিরা নিজেদের সকল ধরনের অনুভূতি নিজ ভাষায় প্রকাশের সুযোগ গ্রহন করতে পারছে। ইতিমধ্যে আমার বাংলা ব্লগ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে, কমিউনিটিতে ৪৬৭ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৩৬।
আমরা পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালীদের নিজের মাতৃভাষায় আবেগ, অনুভূতি ও জীবনের গল্পগুলোকে ভাগ নেয়ার সুযোগ করে দিতে চাই। কারন তথ্য প্রযুক্তির এই যুগে ব্লকচেইন সবার মাঝে একটি সেতু বন্ধন তৈরী করতে সক্ষম হয়েছে। আমরা এই সুযোগটির পূর্ণ ব্যবহার এবং বাঙালি কমিউনিটির একটি নির্দিষ্ট অবস্থান নিশ্চিত করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক এবং অভিজ্ঞতা বিনিময় সহজসাধ্য করতে চাই।
হ্যাংআউট-৮
কমিউনিটির সকল সদস্যদের উৎসাহ, আগ্রহ এবং যথাসময়ে উপস্থিত থাকা, আমাদের সত্যি বেশ আনন্দিত করেছে এবং আমরা নির্দিষ্ট সময়ে যথা নিয়য়ে এই সপ্তাহের হ্যাংআউটটি শুরু করি। যথাযথভাবে কমিউনিটির মডারেটর @shuvo35 ভাই কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন @rme দাদার অনুমতি স্বাপেক্ষে হ্যাংআউটটি শুরু করেন।
শুরুতেই শুভ ভাই সকলকে উদ্দেশ্য করে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেন, সবাইকে স্মরণ করিয়ে দেন যে কাজের ক্ষেত্রে সবাই যেন সঠিকভাবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেন। সবার আগে আমাদের কমিউনিটি, মূল ফোকাস করতে হবে আমার বাংলা ব্লগকে। তবে বাহিরের কারো উল্টা-পাল্টা মন্তব্য দেখে বিব্রত না হওয়ার অনুরোধ করেন। কারন কমিউনিটির মডারেটরদের দিক নির্দেশনা ব্যতিত অন্য কারো কথায় কান না দিতে পরামর্শ দেন, যাতে অন্যান্য কমিউনিটির সাথে আমাদের কমিউনিটিকে গুলিয়ে না ফেলেন।
যে যাই বলুক না কেন, আমার বাংলা ব্লগে শুধুমাত্র আমার বাংলা ব্লগের নিয়ম-নীতি চলবে, অন্য কারো নিয়ম এখানে প্রযোজ্য হবে না। আমাদের কমিউনিটি আমাদের টাকায় চলে, কারো দয়ার উপর নির্ভরশীল না। সুতরাং সবাইকে কমিউনিটির বিষয়ে সতর্ক থাকতে হবে। এটা বাংলা ভাষা ভিত্তিক কমিউনিটি, আমি কোথায় কিংবা কোন দেশে থাকি এটা বিবেচ্য না বরং আমি বাঙালি বাংলা ভাষায় নিজের ভাব প্রকাশ করছি, এটাই মূল বিষয়।
তিনি আরো বলেন, আমাদের ভিবিন্ন ইভেন্ট এবং প্রতিযোগিতা সমূহ শুধুমাত্র আপনাদের জন্য, এখানে অন্যরা বা অন্য ভাষায় কেউ অংশগ্রহন করতে পারবে না। আমাদের সকল চেষ্টা আপনাদেরকে নিয়ে, আপনাদের কোয়ালিটি বৃদ্ধির সাথে সাথে কমিউনিটির সাপোর্ট নিশ্চিত করার চেষ্টা করছি। যারা ভালো কাজ করছে এবং ধারাবাহিকভাবে কাজের গুনগতমান ধরে রাখছে তারা কিন্তু নিয়মিত সাপোর্ট পাচ্ছে। আমরা কাউকে নিরুৎসাহিক করার চেষ্টা করছি না, বরং যারা ভালো কাজ করছে এবং নিজেদের গুনগতমান বৃদ্ধি করার চেষ্টা করছে, তাদের সাপোর্ট দেয়ার পাশাপাশি একটা ব্যালেন্স ধরে রাখার চেষ্টাও করছি। যারা আমাদের সাথে সংযুক্ত থাকবে দিন শেষে তারাই গেইনার হবে। তবে অহেতুক আমাদের সকল ধরনের পোষ্টে মেনশন করার দরকার নেই, আমরা সব সময় সকলের পোষ্ট চেক করার চেষ্টা করি।
এরপর কিছু বিষয় নিয়ে আমি @hafizullah নিজের বক্তব্য তুলে ধরার চেষ্টা করি, শুভ ভাইয়ের সাথে সহমত পোষন করে সবাইকে বিষয়গুলোর প্রতি সচেতন থাকার অনুরোধ করি। তাছাড়া হ্যাংআউট রির্পোটে সকলকে গুনগতমান সম্পন্ন মন্তব্য ভাগ করে নেয়ার অনুরোধ করি, অন্তত্য একটা জায়গায় আমরা যেন কিছুটা আগ্রহ নিয়ে মন্তব্য ভাগ করে নেয়ার চেষ্টা করি, যাতে আস্তে আস্তে এটা আমাদের অভ্যেসে পরিনত হয়।
এরপর শুভ ভাই সকলকে উদ্দেশ্য করে আরো কিছু কথা শেয়ার করেন, বিশেষ করে কমিউনিটির পেজে Pinned করা পোষ্টগুলো সবাই যেন ভালোভাবে পড়ার চেষ্টা করেন, তার সাথে সাথে অবশ্যই সেটি Resteem করবেন। তাতে আামদের কমিউনিটির বাহিরের অন্যরাও সহজেই কমিউনিটি সম্পর্কে এবং কমিউনিটির আপডেট জানতে সক্ষম হবেন। যদিও ইতিমধ্যে এ্যাকটিব সদস্যদের কিছু টীমে ভাগ করে দেয়া হয়েছে, তথাপিও আমরা সকলের উপর দৃষ্টি রাখছি এবং সবাইকে গাইড করার চেষ্টা করছি। তবে সাধারণ কোন বিষয় কিংবা ভোট সংক্রান্ত ডিএম করা হতে সবাইকে নিরুৎসাহিত করেন এবং অনুরোধ করেন এটা যেন না করা হয়। তবে কমিউনিটি সম্পর্কে যে কোন বিষয় নিয়ে যার যার টীম লিডারকে ডিএম করতে বাধা নেই। কিন্তু কমিউনিটির উদ্যোক্তা এবং এ্যাডমিন @rme দাদাকে ডিএম না করাই উত্তম। কারন তিনি নানা বিষয় নিয়ে সব সময় ব্যস্ত থাকেন।
তাছাড়া আমাদের কমিউনিটির ডিসকর্ড চ্যানেলের জেনারেল চ্যাটিং অপশন সকলের জন্য উন্মুক্ত, যে কোন সময় যে কোন সমস্যা নিয়ে এখানে আলোচনা কিংবা প্রশ্ন করা যেতে পারে, তাতে তাৎক্ষনিক সমাধান পাওয়া সম্ভব হবে। কারন টীম লিডার সব সময় উপস্থিত বা তাৎক্ষনিক সাড়া নাও দিতে পারেন কিন্তু ডিসকর্ডে কেউ না কেউ অবশ্যই উপস্থিত থাকেন সব সময়। সুতরাং ডিএম বাদ দিয়ে তাৎক্ষনিক সমাধান এবং কৌতুহল দূর করার জন্য ডিসকর্ডে জেনারেল চ্যানেল ব্যবহার করার পরামর্শ দেন।
এরপর কমিউনিটির মডারেটর @moh.arif আরিফ ভাই কথা বলেন, তিনি বিশেষভাবে জোর দেন Resteem এর উপর, এটা সকলের জন্য বাধ্যতামূলক, নতুন ব্যবহারকারীরা এটা দেখে সহজেই কমিউনিটির সন্ধান পেতে পারেন কিংবা কমিউনিটির প্রতিযোগিতা সস্পর্কে জানতে পারবেন এবং কমিউনিটির প্রচার হবে। যেহেতু আমরা পূর্বে অনেক সময় সাএকই পোষ্ট বার বার চেক করতাম, কিন্তু এখন ভাগ করে দেয়ার কারনে নির্দিষ্ট সকল ইউজারদের পোষ্ট চেক করা সহজ হয়েছে, সবাই একজনের উপর না বরং নিজ নিজ টীম সদস্যদের সহজেই মনিটর করতে পারছি। এই ক্ষেত্রে যারা নিয়মিত ছিলেন, তাদের এ্যাকটিভ হিসেবে গন্য করা হয়েছে, কিন্তু তারমানে এটা না যে নিয়মিত ভোট পাবেন। তবে কমিউনিটির নিয়মগুলো মেনে চললে যথাসাধ্য সাপোর্ট দেয়ার চেষ্টা করবো আমরা।
এরপর কমিউনিটির মডারেটর @winkles ভাই কথা বলেন এবং নিজের অনুভূতি ও পরামর্শ ভাগ করে নেন। বিশেষ করে অনেকেই ক্রমাগতভাবে ডিএম করছে, ভোট এর বিষয়টি নিয়ে বিরক্ত করছে, এটা মোটেও ঠিক না। তিনি সবাইকে এটা না করার পরামর্শ দেন এবং সুন্দর ও সৌহার্দপূর্ন পরিবেশে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
এরপর কমিউনিটির উদ্যোক্তা এবং এ্যাডমিন @rme দাদার অনুমতি নিয়ে @kingporos কথা বলেন, উনি স্বীকার করেন মাঝে মাঝে দাদাকে জ্বালাতন করেন। তারপর প্রশ্ন করেন যদি কোন পোষ্টের ক্ষেত্রে ৫ম কিংবা ৬ষ্ঠ দিন চলে যায় এবং সেখানে সাপোর্ট না আসে, তাহলে কি সেই পোষ্টের লিংকটা কাউকে ডিএম করা যাবে? এই প্রশ্নের উত্তরটি কমিউনিটির উদ্যোক্তা এবং এ্যাডমিন @rme নিজে দেন, তিনি বলেন কোয়ালিটি পোষ্ট মনে হলে কিংবা পোষ্টটি খুব বেশী ভালো মানের হলে, ভালো রিওয়ার্ডস প্রাপ্তি প্রত্যাশা করা যায় এমন মনে হলে এবং ৫দিন পার হয়েগেলে, সে বিষয়ে যার যার মডারেটরদের নক করতে পারবেন। তাহলে এই ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহন করা হবে। কিন্তু পোষ্টটি অবশ্যই গুনগতমান সম্মত হতে হবে।
এরপর শুভ ভাই সবাইকে মনে করিয়ে দেন, কোন সুযোগ দেয়া মানেই এটা নয় যে সুযোগটির অসৎ ব্যবহার করতে হবে। আমরা যথাসাধ্য গুনগতমান সম্পন্ন পোষ্ট কিউরেট করার চেষ্টা করি, তারপরও দাদা নিয়ে অনেক পোষ্ট কিউরেট করেন। অন্য কোন কমিউনিটিতে এরকম আছে কিনা আমার জানা নেই। তার সাথে সাথে কমিউনিটির মডারেটর আরিফ ভাইও বলেন, আমাদের মানসিকতার পরবর্তন জরুরী। মান সম্মত এবং গুনগত মান সম্পন্ন না হলে ডিএম না করার অনুরোধ করেন তিনি।
এরপর আমাদের কমিউনিটির এ্যাকটিভ সদস্যা @selinasathi1 কবি আপু সবাইকে তার মিষ্টি কণ্ঠে কবিতা আবৃত্তি করে শুনান। তারপর শুভ ভাই বিগত হ্যাংআউট রিপোর্টে যারা কাংখিত মন্তব্য শেয়ার করে বিজয়ী হয়েছেন, তাদের নাম ঘোষণার সাথে সাথে তাদের অনুভূতি সকলের সাথে শেয়ার করার সুযোগ দেন। এবার বিজয়ী হয়েছেন @green015 @selinasathi1 @rupok @simaroy @roy.sajib সবাই হাফিজ ভাইয়ের পক্ষ হতে ৩ স্টিম করে পাবেন।
এরপর শুভ ভাই @priyanarc কে কিছু শেয়ার করার অনুরোধ করেন। প্রিয়ান আপু তার অনুভূতি সকলের সাথে ভাগ করে নেন। তারপর @rajib833 ভাই সুন্দর কণ্ঠে উপস্থিত সবাইকে গান গেয়ে শুনান। তার গান শেষে @limon88 ভাই ভাই একে একে দুটি গান গেয়ে শুনান। এরপর সবাইকে প্রশ্ন করার সুযোগ দেয়া হয়। প্রথমে প্রশ্ন করেন @rajib833 ভাই ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের বিষয় নিয়ে, তারপর প্রশ্ন করেন @doctorstrips ভাই DIY ইভেন্টের বিজয়ীর সংখ্যা সম্পর্কে। দুটোর প্রশ্নেরই উত্তর দেন কমিউনিটির উদ্যোক্তা এবং এ্যাডমিন @rme দাদা নিজে, ক্রিপ্টোকারেন্সিতে টাকা বিনিয়োগ করলে ধরে নিতে হবে সেটা শেষ, তবে ধার করে কিংবা জমি জমা বিক্রি করে অথবা পিছু টান আছে এই রকম অবস্থা নিয়ে বিনিয়োগ করা যাবে না। ক্রিপ্টোতে বিনিয়োগ করে অতিরিক্ত লোভ করা যাবে না, ধরে নিতে হবে এটা নেই, তবে হ্যাঁ যদি লং টার্ম এর জন্য বিনিয়োগের সুযোগ থাকে তবে তা করতে পারেন, আর এই ক্ষেত্রে বিটকয়েন এ বিনিয়োগ উত্তম। স্মরণে রাখতে হবে বিনিয়োগ সব সময় রিস্কি, আর ক্রিপ্টো বিনিয়োগ মানে একটু বেশী রিস্কি। বিট কয়েন ফিউচার অব দ্যা মার্কেট। এটা দিয়ে মানি লন্ডারিং মোটেও হয় না। তারপর দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলেন, প্রতি সপ্তাহে একজনকে বিজয়ী করা হবে এবং বিজয়ীর পোষ্টে ১০০% ভোট দেয়া হবে এবং তাছাড়া সকল অংশগ্রহনকারীদের যথা নিয়মে কমিউনিটি হতে সাপোর্ট দেয়া হবে।
এরপর শুভ ভাই সবার উদ্দেশ্যে তার শেষ বক্তব্যে বলেন, মূল ফোকাস দিতে হবে কমিউনিটিকে, সকলের মনোযোগ থাকতে হবে কমিউনিটির প্রতি। যে কোন প্রয়োজেন আপনার টীম লিডার এবং মডারেটরদের সাথে যোগাযোগ করুন এবং অনাকাংখিত বিষয় হতে সতর্ক থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভ ভাই বিদায় নেন।
কিন্তু কমিউনিটির উদ্যোক্তা এবং এ্যাডমিন @rme দাদা যারা উপস্থিত থাকবেন তাদের আরো কিছু সময় দেন যে কোন ধরনের প্রশ্ন কিংবা সমস্যা ভাগ করে নেয়ার জন্য।
বিশেষ আকর্ষনঃ
হ্যাংআউট সম্পর্কে যারা মানসম্মত কমেন্ট করবেন, তাদের মাঝ হতে পাঁচজনকে তিন স্টিম করে মোট ১৫ স্টিম পুরস্কার দেয়া হবে আমার পক্ষ হতে পরবর্তী হ্যাংআউটের দিন।
বিগত হ্যাংআউটে বিজয়ীদের পুরস্কার বিতরণঃ
Community TEAM
@rme ADMIN ♚Founder♔
@blacks ADMIN Executive Admin ♛🇮🇳
@rex-sumon ADMIN Admin+Mentor+Quality Controller
@amarbanglablog ADMIN Community Admin+Curator ♛♝
@royalmacro MOD Community Curator ♝
@winkles MOD Community Moderator 🇮🇳 🏁
@endingplagiarism MOD Steem Watcher 🔍
@moh.arif MOD Community Moderator 🇧🇩🏁
@curators MOD Community Curator ♝
@photoman MOD Community Curator ♝
@hafizullah MOD Community Moderator 🇧🇩🏁
@shuvo35 MOD Community Moderator 🇧🇩🏁
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
100 SP | 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP |
আমি প্রথমেই অশেষ ধন্যবাদ জানাবো রিপোর্ট তৈরিতে অত্যন্ত পারদর্শী এবং নিখুঁত ব্যক্তিত্বকে যিনি সবার প্ৰিয় @hafizullah ভাইয়াকে।আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই রকম নিখুঁতভাবে রিপোর্ট প্রকাশ খুবই কঠিন কাজ।কারণ একজন মানুষ মুভি দেখে রিভিউ করতে অনেক বিষয় বাদ থেকে যায়,কিন্তু কতটা ধৈর্য এবং স্মরণ ও স্মৃতিশক্তি থাকলে hangout শুনে তা মনে রেখে পাই টু পাই তা তুলে ধরে সুন্দর রিপোর্ট তৈরি করা যায় তা একমাত্র @hafizullah ভাইয়াকে দেখলেই অনুধাবন করা যায়।এটি খুবই পরিশ্রমের কাজ যাতে কোথাও কোনো ভুল নেই।হয়তো ভাইয়াকে সামান্য ধন্যবাদ জানালে খুব কম মনে হয় আমার কাছে, তার থেকে বেশি কিছু বলা যায় যার ভাষা আমার কাছে নেই।
এই Hangout-8 রিপোর্টটি আমার কাছে অন্য সাতটি hangout এর থেকে সম্পূর্ণ ব্যাতিক্রম লেগেছে।কারণ এই hangout এর পুরোটা সময় জুড়ে ছোট ছোট অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে।আমি এই hangout এ থেকে অনেক কিছু শিখতে ও জানতে পেরেছি।প্রথমেই @shuvo35 ভাইয়ার সুন্দর সঞ্চালনায় থাকে ছোট ছোট অনেক গুরুত্বপূর্ণ বিষয়।যেমন discord এ থাকলে ও কমিউনিটিতে বেশি সময় দিতে হবে অন্যের পোস্টগুলো বেশি বেশি পড়তে হবে।আসলে আমি এটা সহমত পোষণ করি কারণ আমি discord এ থাকার সময়টাতে থাকার চেয়ে কমিউনিটির অন্যের পোস্ট পড়তে বেশি ভালবাসি।যাইহোক এছাড়া শুভ ভাইয়া সকল pinned করা পোস্ট resteem করতে অনুরোধ করেন এছাড়া বাইরের লোকের কথা অযথা শুনতে নিষেধ করে সতর্ক থাকতে বলেন।এর মাঝে @hafizullah ভাইয়া তার মূল্যবান মন্তব্য সম্পর্কে কথা বলেন।এর মধ্যে ভাইয়ার ছোট্ট মেয়ের মিষ্টি কণ্ঠ ও আমরা শুনতে পাই।যেটা আমার কাছে খুব ভালো লেগেছে।এছাড়া শুভ ভাইয়া dm করতে নিষেধ করেন ও @winkles দাদা তার অনুভূতি ব্যক্ত করেন।কিন্তু আমাদের মডারেটর @rex-sumon ভাইয়া উপস্থিত ছিলেন না,অবশ্য @moh.arif ভাইয়া সর্বদা যেকোনো বিষয়ে সকলকে সাহায্য করার কথা বলেন।
অনেকের ব্যক্তিগত প্রশ্নের উত্তর খুব সহজেই বুঝিয়ে দেন এক এক করে আমাদের সকলের শ্রদ্ধেয় এবং প্রিয় @rme দাদা। দাদা ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগ বিষয় নিয়ে সুন্দর ভাবে বুঝিয়ে দেন।এতে আমি নতুন বিষয় সম্পর্কে জানতে পারি ,আরও জানতে পারি যে এটা একটু ঝুঁকিপূর্ণ।এছাড়া মন্তব্য বিজয়ীদের নাম ঘোষণা করে তাদের অনুভূতি প্রকাশ ও গান,কবিতার মাধ্যমে সুন্দর বিনোদন হয়।সর্বদা মডারেটরদের কাছে বেশি জিজ্ঞাসু প্রশ্ন করে জানার ইচ্ছে প্রকাশ করে তাদের সকল নিয়ম মেনে চলতে হবে।
সুতরাং এই hangout টি অন্যান্য hangout -এর তুলনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।তাই আপনারা যারা hangout -এ উপস্থিত থাকতে পারেননি তারা অবশ্যই এই রিপোর্টটি পড়ে অবগত হবেন।এছাড়া পরবর্তী hangout- এ উপস্থিত থাকার চেষ্টা করবেন।
আবারো অসংখ্য ধন্যবাদ জানাবো @rme দাদা ও @hafizullah ভাইয়াসহ সকল মডারেটর ভাইয়াকে।তার সুন্দর রিপোর্ট প্রকাশে আমরা খুবই উপকৃত হই।ধন্যবাদ সবাইকে।সফলতার সহিত এগিয়ে যাক আমাদের কমিউনিটি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর রিপোর্টটি উপস্থাপন করার জন্য, কোন কিছুই মিস হয়নি।
সুন্দরভাবে খুব উপস্থাপনা করেছেন।।। আসলে হ্যাংআউটে প্রত্যেকেরই জয়েন করা উচিত নতুন কিছু শেখার জন্য এবং কমিউনিটিতে ভালো কিছু করার জন্য
ধন্যবাদ ভাই আপনাকে।
@hafizullah ভাইয়া আজকের পোস্টে গতকালকের হ্যাং আউটের ঘটনাগুলো অনেক সুন্দর করে তুলে ধরেছেন। সত্যি এটি খুবই সুন্দর একটি হ্যাং আউট ছিল। প্রত্যেক মোডারেটর এবং এডমিন ভাইয়ের বক্তব্যগুলো আমাদের স্টিমিট ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ ছিল❤️❤️
আমার বাংলা ব্লগ এই কমিউনিটি আরও এগিয়ে যাক এটাই আমাদের সবার চাওয়া। এবং এটি বাস্তবায়নে, শুধু এডমিন অথবা মোডারেটর নয় বরং আমি মনে করি সকল সদস্যকে এগিয়ে আসা উচিত।
গতকালকের হ্যাং আউট থেকে কিছু শিক্ষনীয় ব্যাপারগুলো হচ্ছে -
১.আমার বাংলা ব্লগ সকল বাংলা ভাষার মানুষের জন্য !
২. মানুষকে ডিএম না করে মানসম্মত পোস্টের মাধ্যমে নিজেকে উপস্থাপন করা। এতে সাপোর্ট আসবে আশা করছি।
৩. কমিউনিটিতে পিন করা পোস্টগুলো রিস্টিম করা। আসলে পিন করা পোস্টগুলো পড়লে অনেক অজানা তথ্য জানা যায়।
৪. কমিউনিটির সকল নিয়মনীতি মনে চলা।
আশা করছি যারা হ্যাং আউটে যুক্ত হোন নি তারা পরবর্তী হ্যাংআউটে যুক্ত হবেন। এতে করে আপনার স্টিমিটের সকল সমস্যার সমাধান পাবেন!
ধন্যবাদ সুন্দরভাবে আপনার মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।
সকল বিজয়ীদের অভিনন্দন
ধন্যবাদ আপনাকে।
খুবই সুন্দর ভাইয়া। আপনি খুবই পরিশ্রমি ভাইয়া। আপনার জন্য সব সময় শুভ কমনা রইল ভাই।
খুবই সুন্দর দাদা,, আপনার মতো মডেরেটর পয়ে আমরা ধন্য দাদ।আপনার জন্য সব সময় শুভ কমনা রইল দাদা।
আরো সুন্দর এবং কাংখিত মন্তব্য আশা করি আপনার নিকট হতে ভাই। ধন্যবাদ
সবগুলো বিষয়বস্তু অনেক সুন্দরভাবে তুলে ধরেছেন।
আমি বুঝতে পারিনা দুই ঘণ্টার হ্যাংআউটে সবকিছু এই একটি পোষ্টের মধ্যে কিভাবে আপনি সাজিয়ে লিখেন। প্রত্যেকটি পয়েন্ট আপনি নিখুঁত ভাবে তুলে ধরেছেন আর এই হ্যাংআউট টি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল নিয়ম শৃঙ্খলার মধ্যে, কারণ প্রত্যেকটি বিষয়ের একটি নিয়ম-শৃঙ্খলা রয়েছে যা আমাদের সবাইকে মানতে হবে। নিয়ম মেনে কাজ করলে অবশ্যই ভালো কিছু হবে। আমি এই কমিউনিটির সাথে শুরু থেকে আছি এবং এই কমিউনিটির সাথে সব সময় থাকবো ইনশাআল্লাহ।
চেষ্টা ও আগ্রহে সব হয় ভাই, ধন্যবাদ আপনাকে অনুভূতি ভাগ করে নেয়ার জন্য।
ধন্যবাদ ভাই।
দারুন একটি সময় কেটেছে সবার সাথে হ্যাংআউটে।আমি প্রত্যেকটা হ্যাংআউটে থাকার চেষ্টা করি । আর প্রতিটা হ্যাংআউটে একটি করে গান শোনানোর চেষ্টা করি আপনাদেরকে। এই ব্যাপারটা একটা দারুন এক্সপেরিয়েন্স। এমন একটি কমিউনিটি পাওয়া সত্যিই বড় ভাগ্যের ব্যাপার,যেখানে সবার সাথে খুব ক্লোজলি কথা বলা যায় সবকিছু শেয়ার করা যায়। @rme দাদার সবগুলো উত্তর এবং কথাগুলো খুব ইনফরমেটিব ছিল । প্রতিটা হ্যাংআউটে নতুনত্ব আসতেছে এবং প্রতিনিয়ত দারুন সব জিনিস শিখছি। @hafizulla ভাইকে অনেক ধন্যবাদ হ্যাং আউট এর সারমর্ম শেয়ার করার জন্য।
সত্যি আপনাদের উপস্থিতি আমাদের জন্যও অনেক আনন্দের, কারন আপনারা ছাড়া প্রোগ্রামটি সার্থক হয়ে উঠবে না। ধন্যবাদ
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনি সুন্দর ভাবে হ্যাংআউটে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমি যখন সাপ্তাহিক হ্যাঁ কোটিপতি পড়ছিলাম তখন মনে হচ্ছিল আমি সাতটায় উঠে উপস্থিত শ্রোতা হিসেবে ছিলাম। নিখুঁতভাবে সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট উপস্থাপনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ অনুভূতি ভাগ করে নেয়ার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর রিপোর্ট উপস্থাপন করেছেন।