"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ২১ || শেয়ার করো তোমার সেরা - ইউনিক পটলের রেসিপি [Entry Closed]

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

Contest New-.png



হ্যালো বন্ধুরা,

আশা করছি সবাই ভালো আছেন। আমার বাংলা ব্লগ পরিবারের পক্ষ হতে আবারও নতুন একটি প্রতিযোগিতা নিয়ে হাজির হলাম। আমরা সর্বদাই চেষ্টা করি আমাদের প্রতিযোগিতাগুলোর মাঝে একটু ভিন্নতা রাখার, একটু সহজ করার, যাতে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার একটা সুযোগ থাকে। তবে প্রতিযোগিতা মানেই প্রতিযোগিতা, সেখানে একটা চ্যালেঞ্জের আবহ থাকাটা জরুরী, তাই এবার একটা কমন বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কমন হলেও আমরা চাই আপনারা ভিন্ন কিছু মানে ইউনিক কিছু নিয়ে অংশগ্রহণ করেন।

এবারের প্রতিযোগিতার বিষয়টি হলো পটলের রেসিপি, এখন বাজারে বেশ পাওয়া যাচ্ছে পটল। পটল এমন একটা সবজি, যেটা ফ্রাই করে খাওয়া যায়, রান্না করে খাওয়া যায় এবং ভর্তা বানিয়েও খাওয়া যায়। এইতো সেদিন আমাদের বাড়ীতে পটলের পাকোড়া এবং দই পটলের রেসিপি। সত্যি দারুণ স্বাদের ছিলো দুটো রেসিপিই। অবশ্য বাড়ী পরিবর্তন করার ঝামেলা সেগুলো এখনো শেয়ার করা হয়ে উঠেছি। তবে এবার করবো, যাতে আপনারা কিছুটা উৎসাহ পান। দেখুন রেসিপি বলতে নির্দিষ্ট কিছু নিয়ম আমি কখনোই মানতে চাইনি। কারন আমি রান্না করবো, যেভাবে খুশি রান্না করবো, নিজের ইচ্ছে মতো রান্না করবো, শর্ত হলো স্বাদটা যেন ঠিক পাওয়া যায়। আর এই কারনেই আমি সর্বদা রান্নায় কিছু ভিন্নতা সংযোজন করার চেষ্টা করি।

সুতরাং আমি আপনাদেরকেও অনুরোধ করবো, পটলের দারুণ কিছু চিন্তা করুন, হতে পারে পটল আলুর সন্ধিতে দারুণ একটা রেসিপি করলেন, হতে পারে পটলের সাথে মুরগির বিয়ে দিয়ে ভিন্নভাবে বউ ভাতের রেসিপি করলেন, হতে পারে খাশির মাথার সাথে পটলের মিলন ঘটিয়ে আনকমন একটা রেসিপি বানিয়ে ফেললেন, হতে পারে অনেক কিছুই ........ তবে তার জন্য একটু চিন্তা করতে হবে এবং তার সাথে সাথে সঠিকভাবে রান্নাটাও করতে হবে। তাহলে দেরি কেন? প্রস্তুতি নিয়ে রেসিপি তৈরীর কাজে লেগে যান, আমরা আপনার রেসিপি চেক করার জন্য অপেক্ষায় রইলাম।

নির্দেশিকাঃ


  • পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
  • আপনার ইউনিক পটলের রেসিপি কমপক্ষে ২০০ শব্দ থাকতে হবে।
  • Plagiarism নিষিদ্ধ , তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
  • আপনার রেসিপিটি অবশ্যই পটল দিয়ে করতে হতে হবে, প্রয়োজনে তার সাথে যে কোন কিছুর সংযোজন করতে পারবেন।
  • কারো লেখা কিংবা ফটোগ্রাফি কপি করা যাবে না।
  • কমপক্ষে ৫টি ফটোগ্রাফি এবং রান্নার ৪টি ধাপ শেয়ার করতে হবে।
  • অংশগ্রহনের সময় সীমা ১৮ আগষ্ট, ২০২২ দুপুর ১২টা পর্যন্ত (বাংলাদেশী সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বিবেচনায় নেয়া হবে না।
  • আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-21, #pointedgourd-contest এবং #amarbanglablog এই তিনটি ট্যাগ ব্যবহার করতে হবে।
  • ১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
  • আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটি subscribe করতে হবে এবং পোস্টটি Re-steem করতে হবে।
  • আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি এই পোস্টের নিচে কমেন্ট করার মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

পুরস্কারঃ


  • প্রথম স্থান অধিকারী - ৩৫ স্টিম
  • দ্বিতীয় স্থান অধিকারী - ২৫ স্টিম
  • তৃতীয় স্থান অধিকারী - ২০ স্টিম
  • চতুর্থ স্থান অধিকারী - ১০ স্টিম
  • পঞ্চম স্থান অধিকারী - ১০ স্টিম
  • ষষ্ঠ স্থান অধিকারী- ৫ স্টিম
  • বিশেষ পুরস্কার- ১০ স্টিম

এই প্রতিযোগিতার বিচারক মন্ডলীর দায়িত্বে থাকবেনঃ


IDDesignationRole
@rmeFounderInfrastructure development & all programming works
@blacksExecutive AdminAll administrative works
@winklesAdmin India RegionAll administrative works in India region
@rex-sumonAdmin Quality ControllerControl the quality of entire community
@hafizullahAdmin Bangladesh RegionAll administrative works in Bangladesh region
@moh.arifAdmin Bangladesh RegionAll administrative works in Financial field of steemit in Bangladesh region
@shuvo35Admin Bangladesh RegionAll administrative works in Social Networking


প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ১৮ আগষ্ট, ২০২২ইং রোজ বৃস্পতিবার, ইন্ডিয়ান সময় রাত ৮.৩০ মিনিটে, বাংলাদেশ সময় রাত ৯.০০ টায়। আমার বাংলা ব্লগ কমিউনিটির voice Hangout এর মাধ্যমে।


প্রতিযোগিতার স্পন্সর আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটরবৃন্দ।

ধন্যবাদ সবাইকে

ব্রেক.jpg

Banner.png

Sort:  
 2 years ago (edited)

এন্ট্রি ক্রমিক-০১

 2 years ago 

আমার অংশগ্রহন -https://steemit.com/hive-129948/@shimulakter/or-or

 2 years ago 

এন্ট্রি ক্রমিক-০২

 2 years ago 

অংশগ্রহণ নং-০৩

 2 years ago 

অংশগ্রহণ নং-০৪

 2 years ago 

↓ আমার অংশগ্রহণ ↓
https://steemit.com/hive-129948/@sikakon/4zklsu-or-or-or-or

IMG-20220815-WA0065-01.jpeg

 2 years ago 

এন্ট্রি নং ০৫

 2 years ago 

অংশগ্রহণ সিরিয়াল ৩০

 2 years ago 

খুব ইন্টারেস্টিং তাহলে এবারের প্রতিযোগিতার বিষয়। বেশ কিছু আনকমন রেসিপি দেখতে পাবো পটলের 😊।

 2 years ago 

ভাইয়া সময় উপযোগী একটি সবজির রেসিপির প্রতিযোগিতা করেছেন আপনি। পটল নিঃসন্দেহে একটি জনপ্রিয় সবজি। আমি অবশ্যই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

প্রতি বারের মতো এবারও প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে নতুন একটি প্রতিযোগিতা আয়োজন কর হয়েছে ৷ আমি এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করে আমার সেরাটা দেওযার চেষ্টা করবো ৷ পটলের রেসিপি তৈরি করে শেয়ার করবো প্রিয় কমিউনিটিতে ৷ অনেক অনেক ধন্যবাদ প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটিকে আমাদের জন্য এতো সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য ৷

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.18
JST 0.033
BTC 88099.99
ETH 3066.40
USDT 1.00
SBD 2.73