$PUSS - Think the Green Smile

in আমার বাংলা ব্লগ15 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যদিও চারপাশের পরিচিত মানুষদের অবস্থান ভালো থাকার বিষয়ে আশ্বস্ত করতে পারছে না, পরিচিত অনেকেই অসুস্থ, অনাকাংখিত নানা সমস্যায় সবাই আক্রান্ত হচ্ছে। পরিবেশ নষ্ট হয়ে গেছে এর জন্য অবশ্য আমরা দায়ী, যার প্রভাব এখন চারপাশে দেখা যাচ্ছে। আমরা যখন কোন কিছুর চিন্তা করে শুধুমাত্র নিজেদের স্বার্থ নিয়ে সোচ্চার হয়ে উঠে, তখনই এমন অনাকাংখিত নানা ঘটনার সূত্রপাত ঘটে, যা পরবর্তীতে আমাদের জন্য আরো বেশী ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আর বর্তমান পরিবেশ এর উৎকৃষ্ট উদাহরণ।

আরো একটা উদাহরণ কিন্তু আছে এবং সেটার কথা বললে সবাই খুব দ্রুত বিষয়টি উপলব্ধি করতে পারবেন। আমাদের বর্তমান অবস্থা হলো, আমরা বিষয়টি বুঝি কিন্তু উপলব্ধি করতে পারি না, যার কারনে আমাদের অবস্থান বিন্দুমাত্রও পরিবর্তন হয় না। নানা দূর্যোগের সময় আমরা পরিবেশ ও প্রকৃতি নিয়ে সোচ্চার হই কিন্তু তারপর আবার বেমালুম সব ভুলে যাই। যেন কিছুই হয় নাই এমন স্বাভাবিক হয়ে যাই। দ্বিতীয় উদাহরণটি হলো আমাদের নেটিভ কয়েন $PUSS । যার অবস্থান আরো বেশি সুন্দর ও গ্রীন থাকার কথা ছিলো কিন্তু অপ্রত্যাশিতভাবে সেটা আর নেই।

puss mini banner172.png

কেন নেই? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের $PUSS এর প্রাইস চার্ট এর দিকে তাকাতে হবে, সুন্দর শুরুটা দেখতে হবে এবং তার সাথে সাথে বর্তমান প্রাইসের চার্টটা দেখতে হবে। দুটোর মাঝে একটু পার্থক্য টানার চেষ্টা করলেই সেটা স্পষ্ট হয়ে যাবে আমাদের। কেন এমন হলো? কারন আমাদের নষ্ট মানসিকতা এবং অতি লোভী ভাবনা। এখানে আমি কিংবা আপনি নাই বরং আমরা সবাই আছি, যার যার অবস্থান হতে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছি। আমাদের লোভী মানসিকতা $PUSS কে গ্রীন হতে দেয় নাই বরং তাকে রক্তে রঞ্জিত করেছে এবং নিচের দিকে টেনে নিয়ে গেছে।

আমরা যদি দায়িত্বশীল ভূমিকায় থাকতাম তাহলে আজকে $PUSS এর হাসিটি আরো বেশী গ্রীন থাকতো, আরো বেশী সতেজ থাকতো। শুরুর চেয়ে আরো বেশী উপরের দিকে থাকতে এর অবস্থান। কিন্তু আমরা শটকার্টে অনেক কিছু করার স্বপ্ন দেখেছি, অবাস্তব কল্পনায় ডুবে পুরো প্রজেক্টটিকে রক্তাক্ত করে ফেলেছি, সবুজে দিকে না থেকে এর অবস্থান এখন লালের দিকে চলে আসছে। আমাদের অনাকাংখিত এবং অপ্রত্যাশীত দায়িত্বহীন এ্যাকটিভিটিজের বলি হয়েছে এই প্রজেক্টটি। এখনো সময় আছে নিজেদের সংশোধন করার এবং সুন্দর এই প্রজেক্টটি সবুজ ও সতেজ রাখার। যদিও আমরা একটু আন্তরিকভাবে চেষ্টা করি, যদিও একটু সম্মিলিতভাবে অবদান রাখার চেষ্টা করি।

আমি আমার পক্ষ হতে আমার অবস্থান পরিস্কার করি, আপনি আপনার পক্ষ হতে আপনার অবস্থান পরিস্কার করুন, তাহলেই দেখবেন চারপাশের অনেক কিছুই পরিচ্ছন্ন ও সবুজ হয়ে উঠতে শুরু করেছে। কে কি করলো, সেটা চিন্তা না করে নিজের অবস্থান হতে নিজের অবদানটুকু নিশ্চিত করি, এটাই হয়তো $PUSS এর জন্য অনেক কিছু হবে। সুমন ভাইয়ের ঘোষণাটি যারা দেখেছেন, সেখানে খুব সুন্দরভাবে একটা চার্ট তৈরী করে দিয়েছেন যাতে প্রতিদিন নিজের দায়িত্বগুলো পালন করা সহজ হয়। একটু চেষ্টা করে দেখুন খুব বেশী কঠিন না এবং খুব বেশী সময়ও ব্যয় হবে না। আবারো দেখে নিন এখানে


ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 15 days ago 

ভাইয়া জানিনা কেন জানি ব্যস্ততা আমাকে ঘিরে ধরেছে। এর মাঝেই চেষ্টা করছি নিজেকে একটিভ করে রাখার। তবে আজ সুমন ভাইয়ের পোস্ট পড়লাম। আশা করি নিজের কাজের দক্ষতা বৃদ্ধি করার জন্য এতটুকু কাজ প্রতিদিন করতে পারবো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 15 days ago 

ব্যস্ততা জীবনের একটা অংশ আর এটাকে মেনে নিয়েই আমাদের জীবনকে গতিশীল রাখার চেষ্টা করতে হবে।

 15 days ago 

ঠিক বলেছেন ভাইয়া আমাদের আরো বেশি দায়িত্বশীলতা প্রকাশ পেত তাহলে puss টোকেন এতদিনে অনেক বেশি গ্রিন হতো। আমরা নিজেরাই নষ্ট করেছি এর ভবিষ্য। এখনো সময় আছে আমরা চাইলে একে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। শুধু প্রয়োজন আমাদের সকলের চেষ্টা। ভালো লাগলো আপনার লেখাটি পড়ে।

 15 days ago 

এখনো কিন্তু সুযোগ আছে সবাই মিলে চেষ্টা করতে পারলে অবশ্য আরো বেশী গ্রীন হয়ে উঠবে আমাদের ভালোবাসার $PUSS। ধন্যবাদ

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @hafizullah,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 15 days ago 

একটা প্রজেক্ট যখন আশানুরূপ সাফল্য না পায়, তখন খারাপ লাগাটাই স্বাভাবিক। ক্রিপ্টো মার্কেটে এই গ্রীন আর লালের খেলা সব সময় চলতেই থাকে। আশা করা যায় এটা আবার গ্রীন হবে অতিসত্বর।

 15 days ago 

একদমই ঠিক বলেছেন, তবুও আমরা আশা করছি $PUSS দ্রুত নিজের কাংখিত অবস্থানে ফিরে আসবে। ধন্যবাদ

 15 days ago 

ভোটগুলো তো প্রায়ই দিই৷ হয়তো কোন কারণে মাঝে এক আধ দিন ওভার লুক হয়ে গেছে৷ এখন থেকে রোজই দেব। টুইটার প্রমোশন মাঝে কিছুদিন করা হয়নি নানান ব্যস্ততার কারণে। এখন করছি আবার।

স্বার্থান্বেষী লোভী মানুষের ফল পুস ভুগছে সাথে আমরাও যারা নির্দ্বিধায় ও হোল্ড করে রেখেছি। আসলে অনেকেই শর্টকাটে বড়লোক হতে চায়৷ ওই সোনার ডিমপাড়া হাঁস ও তার মালিকের কথা মনে পড়ে৷ বেচারা হাঁস।

 15 days ago 

হ্যা, আপনি বেশ এ্যাকটিভ থাকেন এটা আমি জানি। সেটাই আমাদের ভিন্ন মানসিকতার কারনেই $PUSS গ্রীন হতে পারছে না। ধন্যবাদ

 15 days ago 

পুস কয়েন দীর্ঘ দিন ধরে চুপ থাকার পর এখন আবার কিছু টা উঠে দাঁড়িয়েছে। আসলে এখন থেকেই বোঝা যাচ্ছে যে, পুস কয়েনের ভবিষ্যত অনেক টা উজ্জ্বল। আশা করছি ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যাবে আমাদের এই পুস কয়েন।

 15 days ago 

আবার গ্রীন হওয়ার চেষ্টা করছে, তবে আমরা যদি নিজেদের অবস্থান সুন্দর রাখতে না পারি তাহলে হয়তো আবারো লাল হয়ে উঠবে। ধন্যবাদ

 15 days ago 

আসলেই চারিদিকে অসুস্থ মানুষের ছড়াছড়ি। আমিও বেশ কয়েকদিন ধরে সর্দি ঠান্ডায় ভুগছি। যাইহোক পুস কয়েন আবারও খুব ভালো অবস্থানে ফিরে আসবে ইনশাআল্লাহ। তবে আমাদের উচিত যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করা। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.24
JST 0.039
BTC 95243.56
ETH 3584.42
SBD 3.38