$PUSS - The Power of Utility

in আমার বাংলা ব্লগ13 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি তবে একটু চাপের মাঝে আছি। যার কারনে আজকে অফিসে যেতে পারি নাই আর পুরো দিনটা যে চাপের মাঝে থাকবো সেটাও প্রায় নিশ্চিত। কারণটাও এর আগের পোষ্ট এর মাধ্যমে আপনাদের বলে দিয়েছিলাম। যাইহোক সেদিকে আর যেতে চাইছি না বরং সময়ের সাথে সাথে সব কিছু মানিয়ে নিয়ে নিজেকে গতিশীল রাখার চেষ্টা করছি। বাস্তবতা হলো, আমরা চাইলেও সব সময় নিজেদের মতো করে সবটা করতে পারি না বরং পরিস্থিতি অনুযায়ী নিজেদের এগিয়ে নিতে হয়।

দেখুন, পরিস্থিতি আমাদের সবকিছুকে নিদারুণভাবে নিয়ন্ত্রণ করে। হতে পারে সেটা সকল ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয় কিন্তু এটাও মিথ্যা না যে আমরা অনেক ক্ষেত্রেই পরিস্থিতির কাছে বন্দি হয়ে যাই এবং সে অনুযায়ী নিজেদের পরিচালিত করতে বাধ্য হই। আসলে পরিস্থিতির এই প্রভাবটা মাঝে মধ্যে আমাদের জন্য ভালো কিছুর সুযোগ সৃষ্টি করে আবার মাঝে মধ্যে আমাদের বিপদে চালিত করে। আমরা অনেকটাই পুতুল খেলার মতো হয়ে যাই, ইচ্ছে করলেই সেখান হতে ছুটে পালাতে পারি না। যাইহোক, বাস্তব জীবনের পুরো সময়টাই আমাদের জন্য একটা শিক্ষা কিন্তু আফসোসের বিষয় হলো আমরা সেই শিক্ষাটা সুন্দরভাবে কাজে লাগে পারি না কখনোই।

puss mini  .png

আজকে $PUSS নিয়ে কিছু বলার ইচ্ছা পোষণ করেছি। যার কারনে বেশ খানিকটা সময় নিয়ে আজকে ব্যানারটি তৈরী করেছি, একটু সময় বেশী লাগে আমার। একটা কয়েনের সবচেয়ে বড় দিক হলো Utility র বিবেচনায় সেটা কতটা সক্ষম মানে এর Utility র দিকগুলো কতটা মসৃণ কিংবা আকর্ষণীয়। যত বেশী আকর্ষণীয় সেটা কদরও ইউজারদের কাছে ততো বেশী। ঐ যে একটা কথা বলেছিলেন না আমাদের প্রতিষ্ঠাতা, এই কয়েনটা মানুষ কেন কিনবে? কেন এই কয়েনের পিছনে মানুষ বিনিয়োগ করবে এবং কেন বিনিয়োগ করে তারা নিশ্চিন্তে থাকবে?

এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি খুঁজতে যান? তাহলে প্রথম যে বিষয়টি আপনার সামনে আসবে সেটা হলো এর Utility র দিকগুলো। আমরা সত্যি ভাগ্যবান, এটা হয়তো এখন খুব একটা বুঝতে পারছি না এবং বুঝার চেষ্টাও করছি না বরং অর্থের লোভের কাছে আমরা পরাজিত হয়ে গেছি এবং যার কারনে সুন্দর ভবিষ্যতের চিন্তা না করে বর্তমান সুবিধা নিয়ে বেশী চঞ্চল থাকার চেষ্টা করছি। ঐ যে কথায় বলে না বোকারা বুঝতে পারে কিন্তু যখন সময় ফুরিয়ে যায় তখন, এর আগে যতই চেষ্টা করেন তাদের কিছু বুঝাতে পারবেন না। আমাদের কাছে পুশ আছে মানে নগদ অর্থ আছে আর সেটা নিয়েই আমরা বেশী চিন্তা করছি। বরং ভবিষ্যৎ নিয়ে এবং ভবিষ্যতে এর অবস্থান নিয়ে মোটেও চিন্তা করছি না।

ব্যর্থতা হয়তো সব সময়ই পাশে থাকে কিন্তু সফলতা? সেটা কদাচিৎ। হঠাৎ হঠাৎ আসে এবং তারপর আবার হাওয়ায় মিশিয়ে যায়। কিন্তু যারা বোকা না তারা ঠিকই সেটাকে দেখতে পায় এবং সেটার প্রকৃত স্বাদটাও উপভোগ করতে পারে। পুশ নিয়ে একটু চিন্তা করে দেখুন, এর Utility র দিকগুলো নিয়ে একটু ভাবুন, অনেক কিছুই আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে এবং অনেক কিছুই আপনি বুঝতে পারবেন। যদিও এরপরও না পারেন তাহলে সেটা হবে খুবই দুঃখজনক। সঠিক সময়ে সঠিক বিষয়টি বুঝতে না পারার মূল্যটা অনেক বেশী দিতে হয়, কিন্তু তবুও প্রায়শ্চিত্ত সম্পন্ন হয় না।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 13 days ago 

ব্যক্তিগতভাবে বলছি ভাইয়া, যে কয়েনের ইউটিলিটি যত বেশি সে কয়েন তত বেশি শক্তিশালী। বিশেষ করে দাদা এই বিষয়টা আরো ক্লিয়ারলি আমাদের মাঝে বুঝিয়ে দিয়েছেন। তাই আমি মনে করবো যারা বর্তমান সময়টাকে উপভোগ্য করার জন্য পুষ সেল দিচ্ছে তাদের কাজটা বোকামির কাতারে যুক্ত হচ্ছে। যতটা সম্ভব আমাদের এখন পুশ কিনতে হবে। আশা করা যায় ভবিষ্যৎ উজ্জ্বল হবে।

 13 days ago 

দারুন একটি প্রয়োজনীয় পোস্ট আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি বলতে পুষ এখন একটি বেশ শক্ত জায়গা অবস্থান করে আছে। আশা করি আগামীতে এর ক্ষমতা আরও বেশী বাড়বে। তাই আমাদের কে অবশ্যই একটু ভেবে চিন্তে পা ফেলতে হবে। ধন্যবাদ সুন্দর এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 13 days ago 

আসলেই যে কয়েনের ইউটিলিটি অনেক থাকে,সেই কয়েন অনেক ভালো অবস্থানে পৌঁছাতে পারে। আমাদের পুস কয়েন এর ভবিষ্যৎ নিঃসন্দেহে অনেক ভালো। তাই আমাদের উচিত যথাসম্ভব পুস কয়েন কিনে হোল্ড করে রাখা। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 13 days ago 

যেকোনো কয়েনে ইনভেস্ট করার ক্ষেত্রে খুবই বেশি নজর দিতে হয় সেই কয়েনের ইউটিলিটির বিষয়ে। আমাদের সবার প্রিয় $PUSS কয়েন এখন অনেক বেশি ইউটিলিটি সমৃদ্ধ। যত সময় যাচ্ছে ততই এই কয়েনের ইউটিলিটি বৃদ্ধি করা হচ্ছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে বিস্তারিতভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 13 days ago 

আশা করি কার্যকর ইউটিলিটির মাধ্যমে পুশ টোকেন সবাইকে ছাড়িয়ে জনপ্রিয় একটা টোকেনে রুপান্তরিত হবে।

শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.22
JST 0.033
BTC 97647.35
ETH 2869.44
SBD 3.66