$PUSS - The best way to create happy Feelings
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি এবং ভালো থাকার চেষ্টা করছি। যদিও পরিবেশ কিংবা পরিস্থিতি খুব একটা সুখকর নেই আমাদের এই দিকে। পরিবর্তন জরুরী সেটা যে কোন ক্ষেত্রেই হোক তবে সেই পরিবর্তনটা যেন সুস্থ্য ও সুন্দর পরিবেশ বিনষ্ট না করে সেই বিষয়ে সচেতন হওয়া বেশী জরুরী। আজকাল আমরা পরিবর্তন চাচ্ছি যে কোন বিষয়ে যে কোন সময়ে কিন্তু সেটা আমাদের জন্য পরবর্তী সময়ে কতটা সুখকর হবে সেটা নিয়ে চিন্তা করছি না কিংবা ভাবছি না, আর এই কারনেই আমাদের সমস্যা বেড়ে যাচ্ছে।
যে কোন বিষয়ে কিংবা ক্ষেত্রে পরিবর্তন পরবর্তী সময়ে কতটা পজিটিভ কিংবা নেগেটিভ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে সেটা নিয়ে আগে থেকেই চিন্তা করা উচিত। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আমরা হুটহাট করেই অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়ে নেই এবং দ্রুত একটা পরিবর্তনের আকাংখা পোষণ করি। তারপর একটা সময় শেষে আমরা বুঝতে পারি পরিবর্তন এর বিষয়টি ছিলো একটা হঠকারী সিদ্ধান্ত। কিন্তু ততোক্ষণে আর কিছুই করার থাকে না। হয়তো এই জন্যই মণীষীগণ বলেছিলেনা স্বাধীনতা অর্জন নয় বরং সেটা রক্ষা করাই বেশী কষ্টকর। সময়ের শেষে আমরা সত্যিটা নিদারুণভাবে উপলব্দি করতে পারি।
যাইহোক, আজকে আমার বাংলা ব্লগের নেটিভ কয়েন $PUSS নিয়ে কিছু কথা বলতে চাই, যদিও এটা নিয়ে আমরা বেশ আশাবাদী এবং সময়ের সাথে সাথে সেটা দারুণভাবে স্পষ্ট হয়ে উঠছে। এখন পর্যন্ত $PUSS তার কাংখিত অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে এবং $PUSS টীম চমৎকারভাবে তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে। না শুধুমাত্র $PUSS টীমের কথা বললে ভুল হবে বরং আমার বাংলা ব্লগের প্রতিটি ইউজারই দারুণভাবে তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে এবং কাংখিতভাবে $PUSS Team এর পাশে থাকার চেষ্টা করছে। অধিকাংশ ইউজারই ইতিমধ্যে Tron Address Linkup সম্পন্ন করেছেন।
এছাড়াও $PUSS এর টাস্কগুলো নিয়মিতভাবে করে যাচ্ছেন। হ্যা, এটাও সত্য যে এখনো মাঝে মাঝে কিছু ইউজার পাওয়া যাচ্ছে যাদের Tron Address Linkup করা হয় নাই এবং $PUSS টাস্কগুলো ঠিক মতো কমপ্লিট করছেন না। যদিও আমরা তাদের কমেন্টের মাধ্যমে বিষয়টি স্মরণ করিয়ে দেয়ার চেষ্টা করছি। কিন্তু কথা হলো কিউরেশন, যারা কাংখিতভাবে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে না তাদের কিউরেশন আমরা বন্ধ করে দিয়েছি। কারন সুখকর অনুভূতি তৈরীর জন্য কিছু কাজ করা যেমন জরুরী ঠিক তেমনি কাংখিত ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করাও জরুরী।
এটা অস্বীকার করার সুযোগ নেই যে, $PUSS আমাদের মাঝে সুখের কাংখিত অনুভূতি তৈরী করছে। বিশেষ করে আমার কথা আমি বলতে পারি, দুঃসময়ে $PUSS আমাকে দারুনভাবে সাপোর্ট দিয়েছে এবং এখনো দিয়ে যাচ্ছে। $PUSS না থাকলে হয়তো আমার অনুভূতিগুলো ভিন্ন রকমের হতো, হয়তো যন্ত্রণার অনুভূতির চাপ আরো বেশী হতো এবং সময়ের সাথে হৃদয়ের নির্জীবতা আরো বেড়ে যেতো। সুতরাং আমাদের যার যার অবস্থান হতে আমরা যদি একটু দায়িত্বশীল ভূমিকা পালন করি তাহলে হয়তো সুখকর অনুভূতিগুলোর পরিধি আরো বৃদ্ধি পাবে।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||
>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
এটা সত্যি বলেছেন ভাই $PUSS আমাদের সবার জীবনে এই সুখের অনুভূতি। আসলে হঠকারী সিদ্ধান্ত সব সময় ক্ষতির কারণ হয়। আমরা সবাই মিলে চেষ্টা করছি $PUSS কয়েনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাদের এই সুন্দর প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
এটা সত্যি পুশ আমাদের সবার জীবনে সুখের অনুভূতি তৈরি করেছে।আমাদের এই নিজস্ব কয়েনকে আমাদেরকেই প্রচার করতে হবে।পুশ এগিয়ে গেলে আমরা ও এগিয়ে যেতে পারবো। সবকিছুর মাঝে ও প্রতিদিনের টাস্ক করার আপ্রান চেষ্টা করে চলেছি।ধন্যবাদ জানাচ্ছি খুব সুন্দরভাবে পোস্টটি শেয়ার করার জন্য।
একদম ঠিক বলেছেন ভাই,পুসকে পেয়ে আমরা সবাই খুব খুশি। এখন যেহেতু প্রায় প্রতিটি ইউজার পুস কয়েন এর যথাযথ প্রমোশন করার চেষ্টা করছে, এতে করে বলাই যায় ভবিষ্যতে সুখকর অনুভূতির পরিধি আরও বৃদ্ধি পাবে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
$PUSS শুরু থেকে যেমন নিজের অবস্থান ধরে রেখেছে আশা করছি ভবিষ্যতেও আরো ভালো অবস্থানে যাবে। আমরা সকলে অনেক বেশি আশাবাদী। স্বপ্ন আমাদের সফল হবেই। ভাইয়া আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো।