$PUSS - New Opportunities for a Better Future

in আমার বাংলা ব্লগ20 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি। আসলে আমরা সবাই সময় ও পরিস্থিতির কাছে বন্দি, তাই চাইলেও আমরা অনেক সময় অনেক কিছু করতে পারি না, বিষয়টি খারাপ জেনেও আমাদের তার মাঝে প্রবেশ করতে হয়। এখানেই আমরা বন্দি, কারন পরিস্থিতিতে আটকে যাওয়া সে বিষয়গুলো হতে আমরা যেমন বের হয়ে আসতে পারি না ঠিক তেমনি সেগুলোকে উপেক্ষা করতেও পারি না।

যাইহোক, সময় আসবে- সময় যাবে কিন্তু তার মাঝের অনুভূতিগুলো হয়তো হৃদয়ে গেঁথে থাকবে, স্বযত্নে সেগুলোকে আগলে রাখতে হবে। কারন কিছু অনুভূতিও এমন থাকে যেগুলোকে চাইলেও আমরা উপড়ে ফেলতে পারি না কিংবা মুছে ফেলতে পারি না। সময়ের সাথে সাথে সেগুলোকে নিয়ে ভিন্নভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হয়। হ্যা, একটা আশার আলো হৃদয়ের মাঝে থাকে আর সেটা হলো অন্ধকারের পর আলো আসে, মেঘের পর পুনরায় সূর্য হাসে। ঠিক তেমনি জীবনের বিষয়গুলোও ধারাবাহিকভাবে আসতে থাকে, সমস্যা আসবে সেগুলো আবার চলে যাবে।

puss mini b.png

মূল কথায় ফিরে আসি, $PUSS শুধু একটা কয়েন না বরং ভালোবাসার একটা নাম। সময়ের সাথে সাথে তার প্রতি ভালোবাসাটা আরো বেড়ে যাচ্ছে, হয়তো ভবিষ্যতে সেটার পরিমান আরো দ্বিগুন হারে বৃদ্ধি পাবে। কারন $PUSS দারুনভাবে আমাদের আমাদের চলার পথকে মসৃণ করছে এবং জীবনের সময়গুলোকে আরো বেশী গতিশীল রাখছে। তবে কথা হলো আমরা সবাই কি $PUSS এর উপর আস্থা রাখতে পারছি? এখানেও আমাদের দ্বিমুখী অবস্থান স্পষ্ট, সেটা যেমন আমার ক্ষেত্রে ঠিক তেমনি আপনাদের ক্ষেত্রেও। হতে পারে সেটা আমাদের যার যার অবস্থানের কারনে, হতে পারে সেখানে ভিন্ন পরিস্থিতি বিরাজমান আছে।

তবে প্রকৃত সত্য বিষয়টি হলো $PUSS আমাদের জীবনকে গতিশীল করেছে এবং এখনো করছে। কিন্তু তার সাথে সাথে একটা ক্ষতিও করেছে আর সেটা হলো আমাদের একটু লোভী করে দিয়েছে। নানাভাবে আমরা সেই লোভটা প্রকাশের চেষ্টা করছি, হয়তো ভবিষ্যতে আরো বেশী করবো। আসল বিষয়টি হলো $PUSS আমাদের জন্য যে সুযোগটা ‍তৈর করতে চেয়েছিলো আমরা সেটাকে সুন্দরভাবে গ্রহণ করতে পারি নাই এবং এখনো পারছি না, ভবিষ্যতে পারবো কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। জীবন এবং বাস্তব পরিস্থিতিতে এমন অনেক সত্য বিষয় হতে আমরা দূরে ছিটকে যাই, হয়তো এটাই আমাদের বাস্তব নিয়তি।

কিন্তু যাদের অবস্থা ভালো কিংবা যারা এখনো নিজের অবস্থানে সুন্দরভাবে গতিশীল আছেন, তাদের ভবিষ্যতটা সত্যি অনেক বেশী সুন্দর ও আলোকিত হবে, যদি তারা শতভাগ আস্থা রাখতে পারেন $PUSS এর উপর। নিঃসন্দেহে $PUSS এর ফিউচার অনেক বেশী উজ্জ্বল এবং যারা $PUSS এর সাথে-পাশে থাকবে তারাও দারুণভাবে আলোকিত হবে। সুতরাং বিষয়টি একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, দাদা যেভাবে আমাদের ভবিষ্যতকে আলোকিত করার সুযোগ করে দিয়েছেন, $PUSS এর সাথে থেকে সেটা যদি আমরা গ্রহণ করতে না পারি, সত্যি সেটা হবে আমাদের জন্য অনেক বেশী দুঃখজনক।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 19 hours ago 

ভাগ্য পরিবর্তনের আরেকটা নাম $PUSS কয়েন। $PUSS আমাদের সবার ভালোবাসার অন্য একটি নাম। $PUSS প্রজেক্টে প্রতিনিয়ত নতুন নতুন কিছু যুক্ত হচ্ছে এটা সত্যিই চমৎকার ব্যাপার। আমাদের দাদা সবসময় চেষ্টা করে যাচ্ছেন আমাদের জীবনটাকে আলোকময় করার জন্য। আমরা যদি সেটা সুন্দরভাবে গ্রহণ করতে পারি তাহলে সেটা আমাদের জন্যই ভালো হবে। সব সময় চেষ্টা করবো $PUSS প্রজেক্ট এর সাথে থাকার জন্য। অনেক সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 18 hours ago 

পুস নিয়ে অনেকেরই অনেক চিন্তা ভাবনা। আমি তো মাঝে মধ্যে কেমন যেন কিছুই বুঝতে পারি না। আপনারা যা বলেন সেটাই করি। একটা যেকোন জিনিসকে সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য সকলে মিলে জোটবদ্ধ ভাবেই পাশে থাকব এমন মানসিকতার প্রয়োজন। কিন্তু বর্তমান সভ্যতা কেবল মাত্র আমাদের নিজেদের স্বার্থটুকু বোঝার কথা শিখিয়েছে। এটাই দু:খজনক।

 7 hours ago 

আসলেই পুস কয়েন এর আরেক নাম হচ্ছে ভালোবাসা। দাদা আমাদেরকে যে সুযোগটা দিয়েছেন, সেই সুযোগটা আমাদের সবারই কাজে লাগানো উচিত। অর্থাৎ আমরা যদি পুস কয়েন এখন হোল্ড করতে পারি এবং যথাযথ প্রমোশন করতে পারি,তাহলে পুস কয়েন ভবিষ্যতে অনেক দূর যাবে। তখন আমরা অনেক লাভবান হতে পারবো। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 95714.36
ETH 3331.05
USDT 1.00
SBD 3.10