$PUSS - Continuously going Green

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে হৃদয়ের চঞ্চলতা এই মুহুর্তে একটু বেশী আছে কারন ক্রিপ্টো মার্কেটের সবুজ সবুজ দৃশ্য দারুণ একটা অনুভুতি তৈরী করে দিয়েছে। যদিও মানসিক চাপটা এখনো কমে নাই বরং আরো বেড়েই চলছে, অপ্রত্যাশিতভাবে একটা সিদ্ধান্তহীনতায় ভুগছি এই মুহূর্তে । আসলে মাঝে মাঝে পরিস্থিতি কিংবা পরিবেশ এতোটাই জটিল হয়ে উঠে যে, সঠিক সিদ্ধান্ত নিতে বেশ বেগ পেতে হয়। যেহেতু তাড়াহুড়া কোন কিছুই ভালো না সেহেতু আমি কিছুটা সময় নিতেছি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে।

বাস্তবতা হয়তো এমনই, প্রতিনিয়ত কোন না কোন পরিস্থিতি সৃষ্টি করে আমাদের একটা মানসিক চাপে রাখার চেষ্টা করে। যারা পরিস্থিতি সামাল দিয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারে দিন শেষে হয়তো তারাই চঞ্চল মানসিকতায় এগিয়ে থাকে। অবশ্য কঠিন চাপের মাঝেও আমার বাংলা ব্লগের ইউটিলিটি কয়েন $PUSS কিছুটা সুখের অনুভূতি তৈরী করে দিচ্ছে। চারপাশের অস্থিরতা কিংবা মানসিক চাপের মাঝেও গ্রীন অনুভূতির ছোঁয়া দিচ্ছে ভালোবাসার এই $PUSS। তবে সুন্দর মুহুর্তগুলো হয়তো সুন্দর থাকবে না যদি আমরা আমাদের মানসিক অবস্থা গ্রীন রাখতে ব্যর্থ হই।

puss mini banner .png

কারন ইতিপূর্বে $PUSS বেশ ভালো অবস্থার সূচনা করলেও আমাদের কারনে সেটার স্থায়ীত্ব খুব বেশী সময়ের জন্য ছিলো না। সুতরাং অতীত হতে শিক্ষা নিয়ে আমাদের কিছুটা পরিবর্তন হওয়া জরুরী এবং সুন্দর মানসিকতা নিয়ে $PUSS এর পাশে থাকা উচিত। সবুজ ও সুন্দর এই দৃশ্যটা দীর্ঘস্থায়ী হোক সেই প্রত্যাশা নিয়ে কাজ করা উচিত। যদিও এই মুহূর্তে কমিউনিটির অধিকাংশ এ্যাকটিভ ইউজার সোশ্যাল মিডিয়াগুলোতে বেশ এ্যাকটিভ আছেন, এটা সত্যি কাংখিত কিছু। যদিও শুরুতে সকলের অবস্থান এমন ছিলো না, তাহলে হয়তো দৃশ্যটা কিছুটা ভিন্ন হতে পারতো, যেমনটা দাদা এই সপ্তাহের হ্যাংআউটে বলেছিলেন।

আসলে কোন কিছুই তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারে না, যদি না তার টীম মেম্বার এবং সদস্যগণ কাংখিতভাবে সহযোগিতা না করেন। এর উৎকৃষ্ট প্রমাণ আমরা কিন্তু $PUSS এর ক্ষেত্রে বেশ ভালো ভাবেই দেখেছি। পুশের অবস্থান নষ্ট হওয়া এবং রক্তে লাল হয়ে যাওয়ার পেছনে আমাদের অবদানই বেশী এবং আমরা সেটা বেশ নির্মমভাবেই করেছিলাম। সুতরাং এখন আমাদের কিছুটা চিন্তা করতে হবে, ভালোবাসার এই ইউটিলিটি কয়েনের সুন্দর অবস্থান ধরে রাখার চেষ্টা করতে হবে। যাতে পুনরায় বিবর্ণ হয়ে আবার লালে লাল না হয়ে যায়। সবুজ সতেজ এর গ্রীন এই অবস্থানটা ধরে রাখার চেষ্টা করতে হবে।

একটা কথা আমি আগেও বলেছিলাম, এখনও বলছি সেটা হলো সম্মিলিত প্রতিটি প্রচেষ্টার ফলাফল আরো বেশী সুন্দর ও সুখকর হয়। সুতরাং বর্তমান এই অবস্থাটা যদি আমরা সবাই মিলে ধরে রাখতে পারি, নিজেদের সুন্দর এই এ্যাকটিভিটিসগুলো ধরে রাখতে পারি এবং সুন্দর প্রচার ও প্রসারের বিষযটিকে গতিশীল রাখতে পারি, তাহলে নিঃসন্দেহে $PUSS এর অবস্থান আরো বেশী গ্রীন ও সুখকর হবে এবং আমাদের কাংখিত অবস্থান ঠিক ধরে রাখতে সামর্থ হবে। আসুন সুন্দর মানসিকতার সাথে সুন্দরভাবে $PUSS এর পাশে থাকি এবং ভালোবাসার রঙিন আলোয় আরো বেশী আলোকিত করে তুলি।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @hafizullah,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 last month 

কথায় আছে ভাইয়া, যে দশের লাঠি একের বোজা। ঠিক তেমনটা ভাবে যদি আমরা পুশ
কয়েন নিয়ে শুরু থেকেই এখনকার মত একটিভ থাকতাম তাহলে আজকে আমাদের পুশ কয়েন। সাফল্যের শীর্ষ চূড়ায় থাকতো। যাইহোক আমিও আপনার সাথে সহমত পোষণ করে এটাই বলব আমাদের সকলের উচিত পুশ করেন কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একত্রিত হবে কাজ করা।

 last month 

হলে ভাই $PUSS মার্কেট গ্রীন থাকলে মনের ভেতরেও সবুজ বাতি জ্বলে। এটা সত্যি বলেছে ইতিমধ্যে আমরা অতীত থেকে অনেক শিক্ষা নিয়েছি। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা $PUSS কে আশা করি এখন থেকে সবুজ রাখবে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last month 

আসলে আমাদের সবার উচিত ছিলো শুরু থেকেই পুস কয়েন এর প্রমোশনের ব্যাপারে আরও যত্নশীল হওয়া। কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ ইউজার পুস কয়েন এর প্রমোশনের ব্যাপারে একেবারেই উদাসীন ছিলো। তাছাড়া অনেকে বড় বড় এমাউন্টের সেল দিয়ে মার্কেটের ১২টা বাজিয়ে দিয়েছে। আশা করি এবার সবকিছু ঠিকঠাক মতো হবে এবং পুস কয়েন এর মার্কেট আরও উপরের দিকে যাবে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

অল্প কিছু সময়ের মধ্যে পুস কয়েন এতো দুরে এগিয়ে যাবে, তা আসলে আমার জানা ছিল না। আশা করছি আর অল্প কিছু সময়ের মধ্যে আগের সকল ধরনের রেকর্ড ভেঙে দিয়ে নতুন কোন রেকর্ড তৈরি করবে।আর আমরা সকলেই একত্রিত হয়ে প্রচারের কাজ গুলো করবো। আশা করছি আবার নতুন ATH তৈরি করবে।

 last month 

যদিও কিছু কিছু ভুল কারনে পুস রক্তাক্ত হয়েছিল। কিন্তু বর্তমানে সকলের প্রচেস্টায় পুস আবার সবুজ হয়ে উঠেছে। আসলে সম্মিলিত প্রচেস্টা কখনও বিফলে যায় না। সকলের চেস্টায় পুস সবুজ থেকে সবুজময় হয়ে উঠবে।ধন্যবাদ লিখাটি শেয়ার করার জন্য।

 last month 

পুসের নতুন মার্কেট মার্কেট দেখে একটাই কথা মাথায় আসছে, একজন যত শক্তিশালী হোক না কেন অনেক জনের শক্তি সেই একজনের থেকে ঢের গুণ বেশি। আমার মা একটা কথা ছোট থেকেই বলতেন আমাদের, একটি পরিবারে একজন 50000 টাকা মাসে ইনকাম করার থেকে পাঁচজন মিলে ৫০ হাজার টাকা ইনকাম করা অনেক বেশি লাভজনক। পুসের ক্ষেত্রেও আমার মায়ের সেই কথাটাই বারবার ঠিক মনে হয়। সবার নিত্য এক্টিভিটি পুসকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.27
JST 0.041
BTC 97478.26
ETH 3565.84
SBD 1.58