You are viewing a single comment's thread from:

RE: ঈশ্বরের নিজের দেশ । কেরালা ভ্রমন পর্ব -৪

in আমার বাংলা ব্লগ2 months ago

বেশ সুন্দরভাবেই প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন, বড় এরিয়া হলে আসলে একত্রে সব কিছু উপভোগ করা যায় না তাতে সময় অনেক বেশি লেগে যায়। আমার যাওয়ার ইচ্ছা আছে দার্জিলিং, তবে আপনার ভ্রমণ দেখে কেরালায় যাওয়ার আগ্রহও বাড়ছে হি হি হি। দেখা যাক কতটা সুযোগ মেলে। অনেক ধন্যবাদ

Sort:  
 2 months ago 

দার্জিলিং আমার খুবই পছন্দের জায়গা। তবে খুব ছোটবেলায় গেছি। আজ আর মনে নেই৷ আর এখন এতো ভিড় হয়। কেরালা ঘুরতে পারেন। তবে সময় লাগে। এতো দারুণ সব দেখার জায়গা। আমি সবটা কভার করতে পারিনি। যাব আবারও৷ কেরালায় জানেন তো উপমহাদেশের প্রথম মসজিদ তৈরি হয়েছিল। যা আজও আছে। এই মসজিদ তৈরি হওয়া থেকেই মুসলিম ধর্মের অগ্রগতি শুরু হয়। খুবই ঐতিহাসিক জায়গা৷ কোচিতেই তো ভাস্কোদাগামা প্রথম পা দিয়েছিলেন৷ ভাস্কো দাগামার তৈরি করা গীর্জা এবং ওনার প্রথম সমাধিক্ষেত্র এখানেই। দেখাবো পরের পোস্টগুলোতে।

 2 months ago 

দিলেন তো আরো লোভ বাড়াইয়া।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.24
JST 0.030
BTC 84515.99
ETH 1592.79
USDT 1.00
SBD 0.88