হুম শুরুর দিকে আসলেই হেডফোনগুলো গান শুনার কাছে ব্যবহার করা হতো, অন্য রকম একটা ভাব থাকতো তখন কানে হেডফোন থাকলে, হি হি হি। অনেক হেডফোনের ক্ষেত্রেই এই সমস্যাটা দেখা যায়, কয়দিন ভালো কাজ করে তারপর অন্য পাশের মানুষ শুধু হ্যালো হ্যালো বলতে থাকে, আমার কাছে বেশ মজাই লাগে তখন হা হা হা। বড় বক্স দেখিয়ে কাস্টমারদের খুশি রাখার চেষ্টা আরকি, হি হি হি।
আমি সেদিন হ্যাং আউটে কথা বলতে গিয়ে দেখি কেউ শুনতে পারছে না। তারপর দিন আবার কাজ করলো। রিস্ক টা নিলাম না। হাঃ হাঃ।