You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর -৩১
আহা নানী ছিলো আমার
কতো দুষ্টু মিষ্টির রাণী
কথায় কথায় চুমু খেতো
লজ্জায় পড়তাম আমি।
তুমি যদি হতে আমার
মিষ্টি নানুর মতো
হৃদয়ের মাঝে রাখতাম তোমায়
বাসতাম আরো ভালো।
ফুলের মতোই লাজুক তুমি
লজ্জাবতী লতা,,
মনের মাঝে তুমি আছে
মিষ্টি তোমার কথা।
তাই ছুটে যাই তোমার ডাকে
আমি পাগল পারা,,
তুমি বিনে কেন আমি
হই যে দিশেহারা।
নানী তো আরেক ভালোবাসার টুম্পা ভাইয়া।হি হি
হাহাহা, ঠিক বলেছেন আপু।
😊😊
আজ থেকে তাহলে ভাবিকে নানী বলে ডাকতে হবে। দারুন একটি নাম দেওয়া যায় ভাবীর।😍😍
নানু-নানীকে নিয়ে দারুণ মিষ্টি কবিতা লিখেছেন ভাইয়া।
আহা দারুন দারুন 😍
সিয়াম ভাইয়া বউকে তো নানী বানিয়ে দিল🤣🤣🤣 আর আপনি ঘুরিয়ে নিয়ে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে চাচ্ছেন।
তবে কবিতাটি দারুন লেগেছে ভাইয়া।😍
এটাই তো মজা আপু।