You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ১৬

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা আর দাদী তাদের ৬০ বছর বিবাহবার্ষিকীতে ইচ্ছা হলো, তারা তাদের প্রথম প্রেমের স্মৃতি রোমন্থন করবেন। । তারা প্রথম প্রথম যেভাবে প্রেম করতেন সেভাবে ডেটিং এ যাওয়ার প্ল্যান করলেন!!
তো দাদা সেজেগুজে ফুল নিয়ে পার্কে গিয়ে অপেক্ষা করছিলেন যেখানে তারা আগে দেখা করতেন!! সারাদিন অপেক্ষা করার পরও দাদী এল না। ।

দাদা রেগে বাড়িতে গিয়ে দেখলেন যে দাদী বসে আছে।
দাদা রেগে বললেনঃ “পার্কে আসলে না কেন?”
দাদী লজ্জিত গলায় বললেনঃ “আম্মা বের হতে দেয় নি!”

Sort:  
 2 years ago 

হি হি,শেষের লাইনটি দারুণ মজার ভাইয়া।

 2 years ago 

সব দোষ আম্মার। দারুন মজা পেলাম ভাইয়া। সত্যি দাদীর আম্মা বের হতে দেয়নি বলেই তাদের দেখা হলো না। ইস প্রথম প্রেমের অনুভূতি সেই ছিল।
😅😅😅

 2 years ago 

জোকসটি পড়ছি তো পড়ছি কিন্তু শেষের লাইনটি পড়ে অনেক মজা পেলাম🤣।

 2 years ago 

দাদী একেবারে আগের ফ্রমে চলে গিয়েছে🤪🤪

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.040
BTC 96270.57
ETH 3430.69
SBD 1.53