RME দাদার জন্মদিন উপলক্ষে - আমার বাংলা ব্লগ বিশেষ হ্যাংআউট || ABB Special Hangout Report

in আমার বাংলা ব্লগ15 days ago

Special Hangout 24.png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র‌্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৮৩৯২ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৪৬। এই সপ্তাহের বিশেষ হ্যাংআউটে উপস্থিতির সংখ্যা ছিলো ৭৩জন।

বিশেষ হ্যাংআউট

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই সময়ের পূর্বে চলে আসেন, তারপর সবাই কেমন আছেন সেটা জানতে চান। সকলের সাথে শুভেচ্ছা বিনিয়ম করেন। আজকের এই বিশেষ হ্যাংআউট আয়োজন করা হয়েছে আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতাকে কেন্দ্র করে, কারন আজকে তার বিশেষ একটা দিন। আমরা সবাইকে নিয়ে আজকের এই আনন্দঘন সময়টাকে উপভোগ করতে চাই। আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতার জন্মদিন। তারপর আশা প্রকাশ করেন সবাইকে নিয়ে দারুণ কিছু সময় অতিবাহিত করতে পারবেন। বিশেষ এই অনুষ্ঠান নিয়ে শুভ ভাই নিজের বিশেষ উত্তেজনা প্রকাশ করেন। যদিও বাহিরে প্রচুর ঠান্ডা তবুও আশা প্রকাশ করেন সবাইকে নিয়ে সুন্দর কিছু মুহুর্ত উপভোগ করতে পারবেন। অনেকগুলো সেগমেন্ট রয়েছে আজকে, সবগুলো নিয়েই আনন্দ করা হবে। এরপর সবাইকে অনুরোধ করেন তাকে কাংখিতভাবে সহযোগিতা করার জন্য, তারপর বিশেষ হ্যাংআউট এর মূল পর্ব শুরু করেন।

এরপর শুভ ভাই আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতার জন্মদিনের বিশেষ টিউন পরিবেশন করার জন্য আরিফ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করেন এবং উপস্থিত সবাইকে নিয়ে সেটা উপভোগ করেন। তারপর সবাইকে কমিউনিটির এনাউন্সমেন্ট দেখতে বলেন যেটা দুপুরে আরিফ ভাই শেয়ার করেছিলেন। দাদার জন্মদিন উপলক্ষে আমার বাংলা ব্লগের পরিবার এর পক্ষ হতে কেক কাটা হয়েছিলো। তারপর শুভ ভাই উপস্থিত সকল ইউজারদের দৃষ্টি আকর্ষণ করেন এবং কমেন্টের মাধ্যমে দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে অনুরোধ করেন। সবাই যার যার অবস্থান হতে দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

এরপর কথা বলি আমি @hafizullah, বাস্তবতা আমাদের কত সুন্দরভাবে কত কিছু শিক্ষা দেয় এবং কত কিছু বুঝার সুযোগ করে দেয় কিন্তু আমরা যদি সেটাকে সঠিকভাবে গ্রহণ করতে না পারি তাহলে হয়তো অকৃতজ্ঞ হিসেবে আমাদের স্থান হবে সবচেয়ে নিন্মতর জায়গায়। ভালোবাসা এবং কৃজ্ঞতাবোধ নিয়ে আমি স্মরণ করছি আজকের এই বিশেষ মুহুর্তটিকে, যেই দিনে দাদার মতো বৃহৎ মনের একজন মানুষের জন্ম হয়েছে, একজন প্রকৃত বাঙালির জন্ম হয়েছে, যার কল্যানে আমার মতো অসংখ্য বাঙালির পথ চলা সুন্দর ও আনন্দময় হয়েছে। ভালোবাসা ও শ্রদ্ধাবোধ দুটোই থাকবে সমানভাবে সর্বদা দাদা তোমার প্রতি, শুভ জন্মদিন।

সবশেষে দুটো কথা বলতে চাই কবিতার ছন্দে, সময়ের সাথে ভালোবাসার আবেগ এমন চঞ্চল থাকুক, জীবনের সাথে সম্পর্কের অনুভূতি এমন নির্মল থাকুক, আমার বাংলা ব্লগের সাথে হৃদয়ের বন্ধন এমন অটুট থাকুক, আগামীর প্রতিটি দিন এমন সুন্দর ও আনন্দময় থাকুক, শুভ জন্মদিন দাদা।

Untitled-111.png

তারপর কথা বলেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন @@@swagata21 দিদি, শুরুতে শুভ ভাই দিদির সাথে শুভেচ্ছা বিনিময় করেন। আজকে ভীষণ একটা আনন্দের দিন কারন আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, সবার প্রাণপ্রিয় দাদার জন্মদিন। দাদার জন্মদিনে আমার অন্তরের অন্তস্থল হতে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, শুভ জন্মদিন দাদা।

তারপর কথা বলেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন @nusuranur আপু, Happy Birthday Dada, ১ম এই জানাই দাদাকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা। দাদার জীবন প্রদীপের আলোর শিখার মতোন সর্বক্ষণ প্রজ্বলিত থাকুক। সুখে থাকুক, সুস্থ থাকুক, এ কামনাই করি।জন্মদিনের এই বিশেষ মুহূর্তে বিশেষ চাওয়া হলো—উনার ভবিষ্যৎ পথচলা যেন সুন্দর, সহজ এবং সুমধুর হয়। জীবনের প্রতিটি ধাপ হোক আনন্দময় ও প্রশান্তিতে ভরা। আপনার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ হোক। প্রতিটি নতুন দিন নিয়ে আসুক সাফল্যের নতুন বার্তা। দুঃখ-কষ্ট যেনো কোনোদিন আপনাকে স্পর্শ করতে না পারে। আপনার মঙ্গলময় জীবন আমাদের কাছে আশীর্বাদের মতো। তাই এই দিনটিতে আমরা আপনার দীর্ঘায়ু, সুখ ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করি।আপনি আমাদের জীবনে একটি বিশেষ স্থানের অধিকারী, একজন বিশেষ মানুষ।

এরপর কথা বলেন কমিউনিটির অ্যাডমিন (রেগুলেটরি কমপ্লায়েন্স) @rex-sumon সুমন ভাই, আমার বাংলা ব্লগ কমিউনিটিতে দাদার জন্মদিন এবং দাদা-বৌদির বিবাহ বার্ষিকী এক সঙ্গে উদযাপন করার সৌভাগ্য হলো আমাদের। দাদা বৌদিকে প্রথমে আমি তাদের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানাই। আপনাদের দুজনের প্রতি রইল অসীম শ্রদ্ধা ও অগাধ ভালোবাসা। বিবাহ বার্ষিকীর হাজারো গোলাপের শুভেচ্ছা।

আর যেহেতু আজকে দাদার জন্মদিন আমাদের সকলের জন্য একটা বিশেষ দিন, কমিউনিটি প্রতি বছরই এমন অনুষ্ঠানের আয়োজন করে। আমরা সবাই একত্রে মজা করি। তারই ধারাবাহিকায় আজকে আয়োজন করা হলো এমন একটি সুন্দর অনুষ্ঠান। এই অনুষ্ঠান বাংলা ব্লগে একটা অন্য রকম পরিবেশ সৃষ্টি করে। সবার মাঝে উদযাপনের একটা আমেজ থাকে, দাদা যেন তার পরিবারের সাথে সুখময়, আনন্দময় এবং প্রশান্তিময় জীবন যাপন করতে পারে, সেই প্রার্থনা করি আর দাদাকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা এবং শুভ কামনা।

কমিউনিটির এ্যাডমিন (সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং) @shuvo35 শুভ ভাই কথা বলেন এরপর, ইতিমধ্যে সব কথা সবাই বলে দিয়েছে। কি ব্যতিক্রম বলবো সেটা নিয়েই ভাবছি। শুধু একটা কথাই বলতে চাই, জীবন হোক আনন্দময়, হাসি-আনন্দ সারাটা জীবন ভরে থাকুক, এটাই প্রত্যাশা ব্যক্ত করছি ছোট ভাই হিসেবে। দাদা আপনার জন্য অফুরন্ত ভালোবাসা রইল, শুভ জন্মদিন।

এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, শুরুতে মডারেটর @alsarzilsiam ভাই বলেন, আজকে দিনটি দাদার জন্মদিন, এই দিনে দাদাকে জানাই জন্মদিনের অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধাবোধ। আজ থেকে তিন/সাড়ে তিন বছর আগেই আমরা সবাই এখানে একত্রিত হয়েছে এবং সবাইকে নিয়ে একটা পরিবার গঠন করে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। সব কিছুই কিন্তু দাদার জন্য হয়েছে। দাদা না থাকলে হয়তো আমার বাংলা ব্লগ সৃষ্টি হতো না। এতো আনন্দ, এতো মজা আমরা করতে পারতাম না। সেজন্য দাদাকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে গতকাল দাদা এবং বৌদির বিবাহ বার্ষিকী ছিলো, দাদা বৌদি উভয়কেই শুভেচ্ছা বার্তা জানাচ্ছি। এভাবেই চিরকার আপনারা একসাথে থাকবেন, পাশাপাশি থাকবেন, এটাই কামনা করছি।

Untitled-111222.png

এরপর কথা বলেন কমিউনিটির মডারেটর @kingporos ভাই, নমস্কার সবাইকে। আজকের বিশেষ দিনটি আমাদের সবার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমাদের প্রিয় দাদার জন্মদিন। দাদাকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে দাদা সব সময় যেন আনন্দে থাকো, সুখে থাকো এবং সব সময় সুস্বাস্থ্য নিয়ে থাকো। খুব, খুব, খুব, ভালো থাকো দাদা। হাসি খুশি থাকো দাদা। শুভ জন্মদিন।

আজকের দিনটা আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি গতকালকে দিনটাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গতকাল ছিলো দাদা এবং বৌদির বিবাহ বার্ষিকী। তাই দুজনকে জানাই বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা। প্রার্থনা করবো ঈশ্বর যেন তোমাদের জীবনে সুখ ও শান্তি বর্ষিত করতে থাকে। তোমাদের ভালোবাসা এবং বন্ধনের সম্পর্ক এভাবেই বছরের পর বছর চলতে থাকুক। তোমাদের আগামীর অসংখ্য বিবাহ বার্ষিকী যেন আমরাও ভাগিদার হয়ে পারি, একসাথে কাটাতে পারি। ধন্যবাদ।

এরপর শুভ ভাই ফিরে আসেন, তারপর কমিউনিটির মডারেটর @tangera তানজিরা ম্যাডামের কথা লিখে প্রকাশ করতে অনুরোধ করলে তিনি বলেন। আসসালামু আলাইকুম, শুভ জন্মদিন দাদা। প্রথমেই আমাদের সকলের পক্ষ থেকে দাদার এই বিশেষ দিনে দাদাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। দাদার জীবনে এসেছে পরপর দুটি আনন্দের দিন। আজ জন্মদিন, গতকাল ছিল দাদার বিবাহ বার্ষিকী। বিবাহ বার্ষিকী ও জন্মদিন এভাবেই বারবার যেন ফিরে আসুক, হাসি খুশিতে যেন কাটে তাঁদের প্রতিটি ক্ষণ, ও প্রতিটি মুহূর্ত।আজকের এই জন্মদিন সুন্দরভাবে কাটুক, দোয়া করি এই সুখের দিনটি যেন আপনার জীবনে বারবার ফিরে আসুক আনন্দে ভরপুর আর সাফল্যের বার্তা নিয়ে। পূর্ণ হোক সকল স্বপ্ন।

শুভ জন্মদিন! শুভ জন্মদিন! প্রতি বছরই আমরা যেন দাদাকে এভাবে পাশে পাই। আরেকটি কথা, দাদার এই ২০২৪ সালের জন্মদিনের জন্য বিটকয়েন এতদিন অপেক্ষা করেছিল তার এক লাখ ডলার ছোয়ার জন্য। তাই আজকে দাদার জন্য ডাবল আনন্দ। স্মরণীয় হয়ে থাকবে আজকের এই দিনটি। আবার ও জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।

এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা, এমনি জন্মদিনতো প্রতি বছরই আসে মানুষের জীবনে। বিশেষ কিছু বলার নেই। জন্মদিন আসা মানেই বুড়ো হয়ে যাওয়া আরো বেশী। আরো একটা বছর জীবন হতে চলে যাওয়া। তাই জন্মদিন আসলে উৎসব না করে কান্নাকাটি করেই কাটানো ভালো। এই দিনটি হলো সবচেয়ে দুঃখের দিন হিসেবে প্রতিষ্ঠা করা উচিত। হায় হায় আরো বুড়ো হয়ে গেলাম, আরো একটা বছর চলে গেলো জীবন থেকে। যাইহোক, দুটো কেক কাটলাম, একটা কমিউনিটির পক্ষ হতে আরেকটা স্বাগতার পক্ষ হতে দুটো কেক পেয়েছি, দুটো কেকই কেটে ফেলেছি। এমনিতে খুব চাপের ভিতর আছি এখন।

এরপর দাদা বলেন, আমি যেটা বলেছিলাম আপনারা সেটা দেখতে পাবেন যে, ২০২৫ সালে ক্রিপ্টো মার্কেট সম্পর্কে যে প্রেডিকশনটা করেছিলাম সেটা সঠিক হবে। কারণ ক্রিপ্টোকারেন্সিতে অনেক দিন আছি তো জানি, কি হবে? কোনটার কি দাম বাড়বে। তবে সব সময় নিখুঁত বলা যায় না কারন ক্রিপ্টো কারেন্সি এমন একটা জিনিষ যা নিয়ে পৃথিবীর কেউ আজ অব্দি একদম নিখুঁতভাবে প্রেডিকশন করতে পারেনি। এটা খুবই একদম আনপ্রেডিকটেবল মার্কেট। এখানে প্রেডিকশন খাটে না সব সময়। কিন্তু অনুমান করলে অনেকটা মিলে যায় দি কেউ ভালো বুঝে, তাহলে অনেকটা মিলে যাবে।

Untitled-111222333.png

$PUSS নিয়ে আগে যেটা বলেছিলাম আমি এখনো সেটা বলি, $PUSS আমি পুরোপুরি ছেড়ে দিয়েছি আসলে। $PUSS টা, পুশ এর প্রাইজ কি হবে সেটা ডিটারমাইন্ড করবে কমিউনিটি, $PUSS এর ডেভেলপমেন্ট কি হবে সেটা ডিটারমাইন্ড করবে কমিউনিটি, আমি জাস্ট সাপোর্ট দিতে পারবো ডেভেলপমেন্ট সেকশনে। কারন কিছু কাজে ইনসিডেন্ট ঘটে গেছে ইতিমধ্যে, এখন কমিউনিটি আপনারাই নিজেদের কমিউনিটি গড়ে তুলবেন। $PUSS টাকে একটা ইউটিলিটি টোকেন এবং কমিউনিটি টোকেন হিসেবে বিল্ডআপ করার দায় আপনাদের। অর্থাৎ যে কোন কমিউনিটি টোকেন বা কমিউনিটি ক্রিপ্টোকারেন্সি খুব স্ট্রং হয়, যেমন পৃথিবীর সবচেয়ে স্ট্রং কমিউনিটি ক্রিপ্টোকারেন্সি হলো বিটকয়েন।

বিটকয়েন কিন্তু কমিউনিটি বেজড ক্রিপ্টোকারেন্সি। অর্থাৎ যে কয়েন ইজ ফর দ্যা পিপল, বাই দ্যা পিপল, অব দ্যা পিপল ডেমোক্রেসির মতো সে কয়েটাকে বলা হয় কমিউনিটি কয়েন। তা আপনারা নিজেদের দায়িত্বে যদি $PUSS কে কমিউনিটি টোকেন হিসেবে প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে আপনাদের ফিউচার সিকিউরড হবে। ভবিষ্যতে আপনারা এর থেকে লাভবান হতে পারবেন। কারন কৃত্রিমভাবে কোন কিছু করায় বিশ্বাসী আমি না। আমি চাইলেই অনেক দাম তুলে দিতে পারতাম, আমি চাইলেই অনেক ডাউন করতে পারতাম। এগুলো কোন কিছুতেই রাজি না, যা হবে ন্যাচরালভাবেই হবে। ন্যাচরাল ওয়েতে যেভাবে চলবে, যেভাবে হবে সেভাবেই এগুবে।

আর খুব সম্ভবত সানপাম্প টীম হতে আজকে একটা প্রপোজাল এসেছে, সেটা হলো পুশ এর মাস্টারকার্ড। দুই রকমের কার্ড একটা হলো ফিজিক্যাল মাস্টারকার্ড আর একটা হলো ভার্চুয়াল মাস্টারকার্ড। মাস্টারকার্ড দিয়ে আপনারা কি করতে পারবেন? মাস্টারকার্ড দিয়ে আপনারা আন্তর্জাতিক ট্রানজেকশনগুলো সহজেই করতে পারবেন। অর্থাৎ পুশ দিয়ে আপনারা ডিপোজিট করতে পারবেন, সেই কার্ড দিয়ে আপনারা অনলাইনে-বিদেশে শপিং করতে পারবেন। যেহেতু বর্ডার কোন লিমিটেশন থাকবে না। বাংলাদেশে যতদূর জানি যে বেশ কিছু ফরেন আউট ওর রেমিটেন্স এ রেস্টিকশন আছে। অর্থাৎ চাইলেই কার্ড বিদেশে কেটাকাটা করা যায় না। কিন্তু এই কার্ড দিয়ে করা যাবে।

তারপর দাদা এর ফি নিয়ে কথা বলেন। এর ফি’টা তারা প্রপোজ করেছে, ভার্চুয়াল কার্ডে ১ ডলার লাগবে এ্যাক্টিভ করতে। আর ফিজিক্যাল কার্ড নিতে ৯ ডলার লাগবে। ফিজিক্যাল কার্ড ডেলিভারি নিতে যদি এক্সপ্রেস এর মাধ্যমে, ডিওএইচএল মারফল নেন তাহলে ২০ ডলার ফি আর যদি নরমাল ভায়া পোষ্ট এর মাধ্যমে নেন তাহলে ৪ ডলার ফি। আর যদি কুরিয়ার এর মাধ্যমে নেন তাহলে কুরিয়ার এর যে কস্ট সেটা আপনাকে দিতে হবে। আর পয়েন্ট অব সেল অর্থাৎ ই-কমার্স সাইডে কেটা কাটা করার জন্য, প্রতি ট্রানজেকশনে ৩৫ সেন্ট খরচ। এটিএম এর ক্ষেত্রে, যদি আপনি ইউরোপে থাকেন তাহলে ২ ইউএসডি খরচ হবে প্রতিবার টাকা তোলার সময়, আর যদি ইউরোপের বাহিরে হন যেমন এশিয়া হলে ২ ডলার ফিক্সড ফি তার সাথে ১.৮% ট্রানজেকশন ভ্যালুর উপর ফি। অর্থাৎ এটিএম হতে টাকা তোলার সময় যেমন পুশ আপনি ক্যাশ আউট করতে চান তাহলে এটিএম থেকে টাকা তুলতে গেলে প্রতিবার কিন্তু ২ ডলার খরচ হবে আর ১.৮% ট্রানজেকশন ভ্যালুর উপর।

আর ব্যালেন্সচেক করতে গেলে ২ ডলার করে প্রতিবার। ভার্চুয়াল কার্ডের সুবিধা হলো কি? ফিজিক্যালি হাতে পাবেন না কার্ড কিন্তু তার কার্ড নাম্বার তার সিভিসি কোড এসব ব্যবহার করে আপনি অনলাইকে কেনাকাটা করতে পারবেন। ভার্চুয়াল কার্ডে কোন এসব চার্জ নেই। ডেলিভারি চার্জ নেই, এটিএম চার্জ নেই, শুধু পয়েন্ট অব সেল এটা ৩৫ সেন্ট ফিক্সড। এক্সচেঞ্জ ফি আছে যদি আপনি এক কারেন্সি হতে আরেক কারেন্সিতে এক্সচেঞ্জ করেন সেক্ষেত্রে ২.৫% আর তেমন কোন ফি নেই। আর প্রতিবার ব্যালেন্স এ্যাড করতে গেলে ১.২৫% ফি। এটা আমরা প্রপোজাল পেয়েছি, এটা কমিউনিটি ডিসাইড করবে তাদের কি দরকার, এটা কি দরকার না দরকার নেই। আর যদি এপ্লাই করি তাহলে দুই মাস সময় লাগবে।

Untitled-111222333444.png

এরপর শুভ ভাই ফিরে আসেন এবং বিনিদন পর্ব নিয়ে নিজের অনুভূতি শেয়ার করেন, কেউ নাম দিতে চাইলে তাকে সেটা জমা দিতে বলেন। এরপর শুভ ভাই সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন এবং সবাইকে কাংখিতভাবে এ্যাকটিভ থাকার আহবান জানান। তারপর কথা বলেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন @@@swagata21 দিদি এবং তারপর এই সপ্তাহের বেষ্ট ব্লগার অব দ্যা উইক এর নাম ঘোষণা করেন। তিনি হলেন @tasonya । এছাড়াও এই সপ্তাহের ফাউন্ডার'স চয়েস বিজয়ী হলেন @emranhasan । এক্স (টুইটার) অব দ্যা উইক হলেন @saymaakter

তারপর কমিউনিটির এ্যাডমিন (উইটনেস এবং ডেভ টীম) @moh.arif আরিফ ভাই কথা বলেন, শুরুতেই দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। ভালো থাকুক সব সময়, সুস্থ থাকুক, এটাই প্রত্যাশা করছি। তারপর কুইজ সেগমেন্টটি পরিচালনা করেন এবং পর পর ১৩টি কুইজ শেয়ার করেন। এরপর দাদা আয়োজনটিকে আরো আকর্ষনীয় করে তুলেন ২টি কুইজ শেয়ার করে। সবাই এই পর্বটি বেশ দারুণভাবে উপভোগ করেন।

তারপর শুভ ভাই গানের আসরটি শুরু করেন। তারপর একে একে @bristychaki গান, @saikat890 গান, @samshunnahar গান, @mohinahmed গান, @bristy1 গান, @neelamsamanta কবিতা আবৃত্তি, @selinasathi1 কবিতা আবৃত্তি, @saymaakter কবিতা আবৃত্তি, @kausikchak123 কবিতা আবৃত্তি, @ah-agim কবিতা আবৃত্তি, @Shahid540 গান, @zafrinsultana গান, @limon88 গান, এবং সব শেষে @shuvo35 গান পরিবেশন করেন । সবাই এই আসরটি বেশ মুগ্ধতা নিয়ে উপভোগ করেন।

তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে অফিসিয়ালি বিশেষ হ্যাংআউটের সমাপ্ত ঘোষণা করেন শুভ ভাই।

ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের, যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
@hafizullah

break .png

Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Co-Founder & Operations Head ♛【IND】
@winkles ADMIN Executive Admin 🇮🇳 ✨
@hafizullah ADMIN Executive Admin 🇧🇩 ✨
@swagata21 ADMIN Community Admin 【IND】
@nusuranur ADMIN Community Admin 🇧🇩 ✨
@rex-sumon ADMIN Regulatory compliance Admin ✨
@moh.arif ADMIN Witness & Dev Team Admin ✨
@shuvo35 ADMIN Social Media & Marketing ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@abb-school MOD Steem School ✍
@shy-fox MOD Extreme Curator
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@royalmacro MOD Secondary Curator ♝
@abuse-watcher MOD Steem Watcher

break .png
Banner 3 years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png

Banner PUSS0.png

Sort:  
 15 days ago 

দাদার জন্মদিন উপলক্ষে হ্যাংআউট শুনে অনেক ভালো লাগলো। সত্যি এমন একজন মানুষের জন্মদিন আমরা সবাই একত্রিত হতে পেরে অনেক ভালো লাগলো। এমন দিন বারবার দাদার জীবনে ফিরে আসুক। ধন্যবাদ আপনাকে পুরো রিপোর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Hi @hafizullah,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

বাংলা ভাষাভাষীদের একত্রিত করার মতো একটি প্রতিষ্ঠান @আমার বাংলা ব্লগ।যার প্রতিষ্ঠাতা সকলের প্রিয় @RME দাদা। তাঁকে এই জন্ম দিনে প্রথমে কৃতজ্ঞতা জানাই যে,তিনি এত সুন্দর একটি প্লাটফর্ম তৈরি করেছেন।সাথে অবশ্যই দাদার জন্য দোয়া থাকবে, মহান সৃষ্টিকর্তা দাদার আগামীর পথ চলাকে কল্যাণকর করে দিন।

 15 days ago 

এবছর দাদার জন্মদিন এবং দাদা এবং বৌদির বিবাহ বার্ষিকী উপলক্ষে খুবই সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আমরা সকলে মিলে দারুন ভাবে দুদিন ধরে অনুষ্ঠান গুলো উপভোগ করছিলাম। সকলে মিলে এরকম সময় কাটটে বেশ ভালোই লাগে আমার কাছে।ডিজে পার্টির দিনে সকলে অনেক বেশি সুন্দর সময় কাটিয়েছি।

 15 days ago 

বড় দাদার জন্মদিন উপলক্ষে - আমার বাংলা ব্লগ এর বিশেষ হ্যাংআউটটি অনেক জমজমাট হয়েছে এবং পুরো সময় জুড়ে অনেক বেশি আনন্দ করেছি। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 15 days ago 

আর এম ই দাদার জন্মদিন উপলক্ষে জাঁকজমক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে অনেক গুরুত্বপূর্ণ কথার সাথে অনেকেই সুন্দর সুন্দর গান এবং কবিতা আবৃত্তি করেছে। সকলে মিলে অত্যন্ত সুন্দরভাবে বড় দাদার জন্মদিন উপলক্ষে হ্যাংআউট টি উপভোগ করেছিলাম। পুনরায় প্রত্যেকটা বিষয়ে আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেরে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাইয়া হ্যাংআউটের প্রত্যেকটা বিষয়কে খুঁটিয়ে খুঁটিয়ে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 15 days ago 

দাদার জন্মদিন উপলক্ষ্যে করা বিশেষ হ্যাংআউটে অনেক ভালো মুহূর্ত অতিবাহিত করেছিলাম। এত সুন্দর একটা মুহূর্ত কাটাতে পেরে অনেক ভালো লেগেছে। অনেকে অনেক সুন্দর গান গেয়েছে আর কবিতা আবৃত্তি করেছে। সব মিলিয়ে পুরো সময়টা কেটেছিল অনেক ভালো। পুরো মুহূর্তটা এত সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করলেন দেখে ভালো লাগলো।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 15 days ago 

দাদার জন্মদিন উপলক্ষে দারুন আয়োজন করা হয়েছিল। বিশেষ হ্যাংআউট মানে অন্যরকমের আয়োজন। সবাই মিলে দারুন সময় কাটিয়েছি। আর অনেক ভালো লেগেছে। ভাইয়া আপনি অনেক সুন্দর করে প্রতিটি বিষয়ে তুলে ধরেছেন। পোস্ট পড়ে খুবই ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.24
JST 0.037
BTC 96305.83
ETH 3315.31
USDT 1.00
SBD 3.19