You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -০৮
বউ কাঁদছে। শাশুড়ি বলছেন, ও বউ কাঁদছ কেন
‘মা, আমি কী পেত্নির মতো দেখতে’
-মোটেই না।’
‘চোখ দুটি কি বরিশালের বড় আমড়ার মতো’
-কে এসব বলে?
‘আমার নাকটা কি পাকোড়ার মতো’
-না তো!’
‘আমি কি মোষের মতো মোটা’
-কে বা কারা এসব মিছা কথা বলে?
‘তাই যদি না হবে তাহলে পাড়ার লোকে আমাকে দেখলেই কেন বলে, ঠিক একেবারে শাশুড়ির মতো!
হি হি,এইজন্য শাশুড়ি শুধু না তো, না তো বলছিলো।
হাহাহাহাহা এটা কি ছিলো। এতো পরোক্ষ ভাবে শাশুড়িকেই পচিয়ে দিলো। আহা বেচারা শাশুড়ি। 🤣🤣🤣🤣
হা হা 😄
জব্বর দিয়েছে, সিষ্টেমে 😜
দাদা, পকোড়ার মতো নাক আবার কেমন করে হয় 🤣🤣?
সর্বনাশ নিশ্চিত তুলকালাম কান্ড বেঁধে যাবে !!!
বউ শাশুড়ীকে এভাবে পচিয়ে দিল।হা হা হা। অনেক মজার ছিল ভাইয়া।