You are viewing a single comment's thread from:

RE: একগুচ্ছ অণুকবিতা "অব্যক্ত"

in আমার বাংলা ব্লগ2 years ago

আহ! হৃদয়ের অব্যক্ত কথাগুলো যেন আবার সজীব হয়ে উঠলো, চঞ্চল হয়ে উঠলো জমে থাকা আবেগুলো, সত্যি আজকের অব্যক্ত কবিতার পংতিগুলো যেন হৃদয়ের মাঝে লুকিয়ে রাখা কথাগুলো বলে দিলো,

শেষরাতের ব্যালকনিতে যদি এসে কখনো দাঁড়াও,
দখিনা বাতাসে কান পেতে রেখো ।
শুনতে পাবে আমার চাপা দীর্ঘশ্বাস,
ফিস ফিস স্বরে বাতাস শোনাবে,
আমার বার্তা -"ভালোবাসি তোমায় "।

যদি কখনো মেঘলা আকাশের নিচে দাঁড়াও
যদি কখনো বৃষ্টির মাঝে নিজেকে সপে দাও
চোখ দুটো বন্ধ রেখো, শীতল স্পর্শের উষ্ণতা পরখ করো
হয়তো আমার উপস্থিতি টের পাবে, হয়তো ভালোবাসা অনুভব করবে।

Sort:  
 2 years ago 

ওয়াও, এই লাইনগুলো মারাত্মক সুন্দর হয়েছে তো । খুব ভালো লেগেছে আমার কাছে :)

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 102915.54
ETH 3788.98
USDT 1.00
SBD 3.28