ভালোবাসার সাথে ভালো লাগার পার্থক্যটা বেশ দারুণভাবে কবিতার ছন্দে উপস্থাপন করেছেন। সত্যি জৈবিক চাহিদাতো মাত্র কয় দিনের কিন্তু ভালোবাসা সেটা অনন্তকালের জন্য।
আমি চাই তোমাকে আমার পাশে
আমি চাই তোমাকে হৃদয়ের মাঝে
চাইনা আমি তোমার রূপের সৌন্দর্য দেখতে
চাই শুধু তোমার সুন্দর হৃদয়ের মাঝে থাকতে।
Thank You for sharing Your insights...