তোমার কম্পিত অধরোষ্ঠে,
আমার কবিতারা ভাষা খুঁজে পেত ।
সেই ওষ্ঠ আজ লুকিয়েছে ধূসর নেকাবের আড়ালে,
আমার কবিতারা আজ তাই নির্বাক, ভাষাহীন বহুকাল ধরে।
কবিতাগুলো এখন আর আলোক ছড়ায় না
কবিতাগুলো এখন আর আগের মতো তীক্ষ্ণ হয় না
কবিতাগুলো এখন আর আগের মতো জ্বলে উঠে না
কবিতাগুলো এখন আর আগের মতো উষ্ণতা খুঁজে পায় না,
বলতে পারো তুমি- কেন কবিতাগুলো এমন হলো?
বলতে পারো তুমি- কেন কবিতাগুলো নিস্প্রভ হলো?
বলতে পারো তুমি- কেন কবিতাগুলো ছন্দহীন হলো?
বলতে পারো তুমি- কেন কবিতাগুলো প্রাণহীন হলো?
কারণটা হলো তুমি, তোমার ভালোবাসা
কারণটা হলো তুমি, তোমার শূণ্যতা
কারণটা হলো তুমি, না পাওয়ার যন্ত্রণা
কারনটা হলো তুমি, শঠতার নির্মম ব্যাথা।
এ দেখি আমার কবিতার পুরো ছন্দে ছন্দে সারমর্ম ।
অনবদ্য হয়েছে । আমার তো দারুন লেগেছে ।
ধন্যবাদ দাদা, কবিতায় আপনি আমার অনুপ্রেরণা, আপনি অতো সুন্দর কবিতাটি না লিখলে আমিও এটা পারতাম না। আপনার ভালো লাগা মানে আমার সার্থকতা।