You are viewing a single comment's thread from:
RE: অণুকাব্য "মনের গহনে"
হৃদয়ের অনুভূতি যদি হয় ছন্দে
অনুকাব্য ফিরে আসে দারুণ আনন্দে,
ভালোবাসার সুখের আকংখা যদি হয় স্পষ্ট
হিমালয়ের আর্দ্রতা হয়ে যায় আরো বেশী মিষ্ট।
হৃদয়ের অনুভূতি যদি হয় ছন্দে
অনুকাব্য ফিরে আসে দারুণ আনন্দে,
ভালোবাসার সুখের আকংখা যদি হয় স্পষ্ট
হিমালয়ের আর্দ্রতা হয়ে যায় আরো বেশী মিষ্ট।
মন ছুঁয়ে যাওয়া প্রতিটা অক্ষর
কবি তুমি ধন্য, তুমি অনন্য ।
আমি মরুভূমির উষ্ণতায় নিমিষে হারিয়ে যাওয়া সুক্ষ্ণ জল কণা
আমি হিমালয়ের আর্দ্রতায় জমে যাওয়া বরফের শীতল কণা
আমি ভালোবাসার পরশে জাগ্রত হওয়া বিদ্রোহী সত্তা
আমি আমার বাংলা ব্লগের অনন্য সৃষ্টি জাগ্রত আত্মা।
তোমার মত কিছু ভালোবাসার সৃষ্টিশীল মানুষের ছোঁয়ায়
মহিমান্বিত করেছে আমার বাংলা ব্লগ আর আমার হৃদয়
আমি পরম মমতায় আচ্ছাদিত জ্বলন্ত শিলা
আমি পুড়ে নিঃশেষ হওয়া বিবর্ণ লাভা
আমি ন্যায়ের প্রতীক সংগ্রামী সত্তা
আমি আপোষহীন জাগরনের বক্তা।
দৃপ্ত পৌরুষ, দুরন্ত হার না মানা সত্তা তাই
নজরুলের মতো কোথাও মিল খুঁজে পাই
আমি বিক্ষিপ্ত, আমি উত্তপ্ত,
আমি জ্বালাময়ী ভাষণ
আমি নম্র, আমি ভদ্র,
আমি হৃদয়ের অমৃত বাণী
নজরুল আর সুকান্ত মিলেমিশে এক
তোমার কাব্যপ্রতিভা সত্যি করেছে আমায় অবাক