আমি ব্যক্তিগতভাবে এই ধরনের উদ্যোগকে সমর্থন জানাই কারন ভালো পরিবেশ তৈরীর জন্য লড়াইটা আবশ্যক। আর যেখানে ইনকার রয়েছে সেখানে মুখোশের আড়ালে ভিন্ন কিছুর প্রচেষ্টা থাকবে, সেটাই স্বাভাবিক। তবে আমরা যদি ভালো কমিউনিটি গুলোর সমন্বয়ে একটা টীম তৈরী করতে পারি এবং সঠিক সমন্বয়ের মাধ্যমে টীম ওয়ার্ক করতে পারি, তাহলে হয়তো খুব সহজে আমরা বিজয়ী অবস্থানে আসতে পারবো।
এটা সবচেয়ে আনন্দের বিষয় যে, আমাদের কাছে ভালো অংকের একটা পাওয়ার মানে ভোট রয়েছে লড়াই করার। হ্যা, আমিও ব্যক্তিগতভাবে ডাউনভোটের সমর্থন করি না, তবে সুযোগ পাওয়ার পরও যারা নিজেদের সংশোধন করতে আগ্রহী না তাদের ব্যাপারে কোন সমাঝোতা করতে রাজি নই আমি।