You are viewing a single comment's thread from:

RE: ফিশিং এট্যাক (Phishing attack)

in আমার বাংলা ব্লগ2 years ago

পরিশেষে একটা পরিসংখ্যান দিই, সারা বিশ্বে ফিশিং এট্যাক এর মাধ্যমে ক্ষতি : প্রত্যেক সেকেন্ডে $1,797,945 ডলার, অর্থাৎ প্রতি সেকেন্ডে ফিশিং এট্যাক-এ মানুষের আর্থিক ক্ষতি ভারতীয় মুদ্রায় প্রায় 13,84,41,765 (১৩ কোটি ৮৪ লক্ষ ৪১ হাজার রুপি) ।

ও মা গো, সংখ্যা দেখে হৃদয়টা আতকে উঠলো। প্রযুক্তি যতটা সুবিধা দিচ্ছে আর ঠিক ততোটা বা তারচেয়ে বেশীও কেড়ে নেয়ার চেষ্টা করছে। তবে যারা এই ক্ষেত্রে সর্বাবস্থায় সতর্ক ও সচেতন থাকতে পারে, তারা নিজেদের নিরাপদ রাখতে পারেন দারুণভাবে। বেশ তথ্যগত একটা সচেতনতামূলক পোষ্ট এটি, এক নিঃশ্বাসে পুরোটা পড়েনিলাম, যতটা বুঝতে পারলাম সচেতন ও সতর্কতার কোন বিকল্প নেই, কোন প্রকার ফাঁদে পা দেয়া চলবে না। ধন্যবাদ দাদা পুরো বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

Sort:  

ঠিক বলছেন ভাইয়া ,তবে প্রযুক্তি বিবর্তনের সাথে যেমন মানুষ সুবিধা পাচ্ছে,তেমনি তারা অসুবিধায় ভোগচ্ছি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60836.32
ETH 2449.94
USDT 1.00
SBD 2.65