ধর্ম-বর্ণ-শ্রেণী ভেদাভেদ
মানুষের মাঝে বাড়ায় দূরত্ব,
ভালোবাসা-সহমর্মিতা পরস্পরের তরে
সকলের উপরে মানুষ চিরন্তন সত্য।
ভালোবাসার বন্ধনে আবেগ থাকুক
হৃদয়ের বন্ধনে থাকুক সুখের পরশ
সীমানা হোক সকলের তরে অনাবৃত
পারস্পরিক বৈষম্য হোক অবারিত।
হৃদয়ের তরে হৃদয়ের উষ্ণতা
মুক্ত হোক মনের সকল মলিনতা,
দূর হোক বৈষম্যের যত পার্থক্য
ভালোবাসায় ফিরে আসুক সাম্য।
ঠিক মনে হলো যেন পাঠ্যবইয়ের কোনো কবিতা পড়ছি । অসাধারণ হয়েছে । শব্দশৈলী, ভাষার গাঁথুনি আর ভাবের গভীরতা ব্যাপক । কবিতাটি আলাদাভাবে পোস্ট হিসেবে দেখতে চাই ।
পুরোটাই আমার বাংলা ব্লগের জন্যই সম্ভব হয়েছে। চেষ্টা করবো দাদা।