You are viewing a single comment's thread from:

RE: "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ১৬ || শেয়ার করো তোমার সেরা স্বাদের - ইউনিক সেমাই রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আপনার মন্তব্যটি সত্যি আমাকে এবং আমাদেরকে হতাশ করেছে, কারন এটা কমিউনিটির সিদ্ধান্ত মোতাবেক করা হয়েছে। সব বিষয় নিয়ে রসিকতা সত্যি অনাকাংখিত। কমিউনিটির সিদ্ধান্তগুলোর ব্যাপারে আপনাদের এই রকম রসিকতা আমাদেরকে হতাশ করে।

Sort:  
 3 years ago 

হাফিজ ভাই, সেমাই আমার ভীষণ অপছন্দ। এমনকি ঈদেও আমি সেমাই খাইনা। তাই ব্যক্তিগতভাবে অপছন্দের এই খাবারের প্রতিযোগিতা টি দেখে অনাকাঙ্ক্ষিত এই কমেন্টটি করে ফেলেছি। পরে চিন্তা করে দেখলাম ব্যক্তিগত ভালো লাগা না লাগার বিষয়গুলো নিয়ে এভাবে মন্তব্য করা আমার ঠিক হয়নি। আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনি অনুমতি দিলে আমি ভুলটুকু শুধরে নিতাম।

 3 years ago 

জ্বী অবশ্যই এটা পরিবর্তন করবেন। আমরা প্রতিযোগিতার ক্ষেত্রে বৈচিত্র আনার চেষ্টা করছি এবং ইউজারদের মতামতকে গুরুত্ব দেয়ার চেষ্টা করছি। সে ক্ষেত্রে কমিউনিটির সিদ্ধান্তকে সকলের উচিত সানন্দে মেনে নেয়া।

 3 years ago 

👍 ধন্যবাদ ভাই, বিষয়টি মনে রাখব।👍

 3 years ago 

আমি জীবনেও কোনোদিনও সেমাই খাইনি । সো, আমি এই কন্টেস্টটিতে ব্যক্তিগতভাবে খুবই উৎসাহ বোধ করছি । ইতিমধ্যে, আমরা বাড়িতে ইউনিক একটি সেমাই রেসিপির জন্য জল্পনা কল্পনা শুরু করে দিয়েছি । আশা করছি একটি দারুন রেসিপি দিতে পারবে তনুজা ।

আর @ferdous3486 আপনার কমেন্ট করার ক্ষেত্রে আরো একটু সতর্ক থাকা উচিত ছিলো বলেই আমি মনে করি । যে কোনো ক্ষুদ্র জিনিসেরই কনটেস্ট হতে পারে ।

তাহলে আমরা বৌদির কাছ থেকে একটা দুর্দান্ত রেসিপি পেতে যাচ্ছি । অপেক্ষায় রইলাম দাদা।

 3 years ago 

🙏🙏🙏 দাদা মাফ চাই, ভুল হয়ে গেছে। পরবর্তীতে কমেন্ট করার ক্ষেত্রে পেশাদারিত্বের পরিচয় দেবো। আসলেই খাইবা না খাই, দারুন দারুন সব রেসিপিতো দেখতে পারবো।

 3 years ago 

বৌদিভাই এর রেসিপি দেখে মা কে বলবো ওভাবে করতে। অপেক্ষায় রইলাম দাদা।

 3 years ago 

আমি নিজেও চিন্তা করছি,কিভাবে ইউনিক সেমাই রেসিপি শেয়ার করা যায়,যাই হোক তনুজা বৌদির কাছে একটা ইউনিক রেসিপি দেখতে পাবো,তারপর ঈদে দিন তৈরি করবো।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.040
BTC 96721.23
ETH 3463.08
SBD 1.56