বৃষ্টিময় সবুজ একদিন (Rainy Green Day)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

শুভ দুপুর সবাইকে,
আমি মোঃ হাফিজ উল্লাহ, আরো একটি নতুন ব্লগের সাথে কিছু নতুন ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি।

বৃষ্টির সাথে আমাদের অনুভূতিগুলোর দারুন একটা ভাব রয়েছে, যার কারনে বৃষ্টির দিনগুলোতে আমরা আমাদের সময়গুলোকে একটু ভিন্নভাবে উপভোগ করার চেস্টা করি। অন্য অঞ্চলের কথা বলতে পারবো না, তবে দক্ষিণ এশিয়ার দেশসমূহ তুলনামূলক ভাবে বৃষ্টির সময় মানে বর্ষাকালের দিনগুলোকে বেশী উপভোগ করার চেষ্টা করেন। কারন বৃষ্টি মানেই ঘরে থাকার দিন, বৃষ্টি মানেই অসলভাবে দিন কাটানো এবং বৃষ্টি মানেই ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নেয়ার দারুন সুযোগ।

আমাদের দেশের বিখ্যাত কবিরা নানা সময়ে নানা ধরনের কবিতা কিংবা গদ্য লিখেছেন বর্ষা কিংবা বৃষ্টির দিনগুলোকে নিয়ে এবং তাদের কাব্যিক ভালোবাসা ফুটিয়ে তুলার চেষ্টা করেছেন নানাভাবে। সত্যিতো আপনি একটু চিন্তা করে দেখেন, বৃষ্টি হলেই আপনার অনুভূতির পরিবর্তন ঘটে কিনা? বৃষ্টি হলেই আপনার ঘুম বেশী আসে কিনা? বৃষ্টি হলেই ঘরের মাঝে থাকতে ভালো লাগে কিনা? বৃষ্টি হলেই ইলিশ ভাজা কিংবা খিচুড়ি খেতে মনে চায় কিনা?

এই প্রশ্নগুলোর উত্তরই বলে দিবে বৃষ্টির সাথে আপনার কতটা গভীর সম্পর্ক বিড়াজমান রয়েছে। এটা সুদূর অতীত হতেই চলে আসছে, বাঙালিরা এই ব্যাপারে একটু বেশীই সচেতন ছিলো তখন। পূর্ব হতেই বর্ষার জন্য প্রস্তুতি নিতো এবং তারপর বর্ষাশুরু হলেই নানা আয়োজনে তা উৎযাপন করার চেষ্টা করতো। আমাদের ঐতিহ্য সাহিত্য রেকর্ডগুলোই তার জ্বলন্ত স্বাক্ষী।

যাইহোক, আমি খুব বেশী উপভোগ করতে পারি না এখন, কারন শহরের জীবন মানেই অনেকটা যান্ত্রিক জীবনের মতো, শত সমস্যা উপেক্ষা করে এখানে সূচী অনুযায়ী কার্য সম্পাদন করতে হয়। তবে উপভোগ করার চেয়ে শহরের জীবনে বৃষ্টি সমস্যা হিসেবে বেশী পরিচিত আমাদের নিকট, কারন অল্প বৃষ্টিতেই সড়কগুলো ডুবে যায় এবং ড্রেনের পানির সাথে মিশে সব একাকার হয়ে যায়, তারপর এই পানি ঠেলে আমাদের চলাচল করতে হয়। এখানে উপভোগ না যন্ত্রনার উপস্থিতি বেশী থাকে।

যাইহোক, গতকাল আমাদের সাপ্তাহিক ছুটির দিন ছিলো আর এই সুযোগটা আমি প্রায় গ্রহন করি গ্রামের বাড়ীতে যাওয়ার জন্য। অন্তত্য মাসে একবার হলেও আমি এটা করে থাকি। যেমনটা গতকাল গ্রামের বাড়ী গিয়েছিলাম। যাওয়ার পুরো সময়টাই তখন বৃষ্টি ছিলো। যাওয়ার সময় বৃষ্টিময় সবুজ পরিবেশের কিছু দৃশ্য ক্যাপচার করি, যা এখন আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি।

IMG_20210813_105141.jpg

বৃষ্টির সময় সবচেয়ে ভালো লাগার দৃশ্য, কচু পাতায় স্বচ্ছ পানি
W3W Code: https://what3words.com/masterful.invested.hindered
Device: Redmi 9, Xiaomi

IMG_20210813_105209.jpg

বর্ষায় বাড়ন্ত আগাছা জাতীয় গাছের হাসি
W3W Code: https://what3words.com/masterful.invested.hindered
Device: Redmi 9, Xiaomi

IMG_20210813_105253.jpg

জমির আইলে আগাছা জাতীয় গাছে বৃষ্টির পানি
W3W Code: https://what3words.com/masterful.invested.hindered
Device: Redmi 9, Xiaomi

IMG_20210813_105129.jpg

বৃষ্টির পানিতে ভিজে পিচ্ছিল জমির মাঝের মাটির পথ
W3W Code: https://what3words.com/masterful.invested.hindered
Device: Redmi 9, Xiaomi

IMG_20210813_105347.jpg

বিস্তৃর্ণ শষ্য ক্ষেত যেন আরো বেশী সবুজ ও সজীব হয়ে উঠছে
W3W Code: https://what3words.com/riverside.toenail.riddle
Device: Redmi 9, Xiaomi

IMG_20210813_105126.jpg

শষ্য ক্ষেতের সবুজ সজীবতা
W3W Code: https://what3words.com/masterful.invested.hindered
Device: Redmi 9, Xiaomi

ধন্যবাদ সবাইকে।

@hafizullah

break.png
Leader_Banner-hafizullah.png
break.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

Follow me on Twitter: https://twitter.com/hafizdhaka
Add me on Facebook : https://www.facebook.com/hafiz.metu
Subscribe my Channel on YouTube: https://www.youtube.com/channel/UCMjwsztBrprT7XWeVwURrjA

break.png


Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover copy.png

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর লিখেছেন ভাইয়া বৃষ্টি নিয়ে, বৃষ্টি আমারও খুব পছন্দের ,ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে বিশেষ করে কচুপাতার এই ফটোগ্রাফি দেখে আমার কচু শাক খেতে মন চাচ্ছে যা আমার খুব পছন্দের।

 3 years ago 

আমি চেষ্টা করি সুযোগ পেলে উপভোগ করার, যদিও শহরের মাঝে সুযোগ কম। ধন্যবাদ আপু

 3 years ago 

বৃষ্টিময় দিনগুলো সত্যিই সুন্দর।কিন্তু গ্রামে রাস্তাঘাটের জন্য একটু সমস্যার সম্মুখীন হতে হয় গ্রামের মানুষদের।ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

হ্যা, এটা সত্য কথা আপু কিন্তু তবুও আমরা দিনগুলো উপভোগ করি।

চমৎকার প্রকৃতির ছবিগুলি ।দারুন লাগলো।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার প্রসংশার জন্য।

 3 years ago 

বৃষ্টির পানির শিশিরের সাথে যুক্ত প্রকৃতির সবুজ সত্যিই অসাধারণ।

ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ

 3 years ago 

হ্যা, বৃষ্টিতে প্রকৃতির আরো বেশী সুন্দর হয়ে উঠে। ধন্যবাদ

 3 years ago 

দারুন মনোরম প্রকৃতির ছবিগুলো

 3 years ago 

ধন্যবাদ মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 3 years ago 

বৃষ্টির দিনে মনে পড়ে ছোটবেলায় অনেক ভিজতাম।সাথে মার ও খেয়েছিলাম।

 3 years ago 

আসলেই শৈশবে বৃষ্টিময় দিনগুলোর আনন্দ অন্যরকম ছিলো, আলাদা মজা ছিলো তখন। ধন্যবাদ

 3 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া বৃষ্টির দিনগুলো আসলেই অন্যরকম লাগে। আপনার লেখাগুলো খুবই সুন্দর হয়েছে।পরে ভালো লাগলো। ছবিগুলো খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 3 years ago 

বৃষ্টি ,ভেজা মাটির গন্ধ এসব যেন সুস্থ নিঃশ্বাস নিতে সাহায্য করে। আমার জন্য তো এমনই হয়।

পাতার ওপর বৃষ্টির জলের বিন্দু। অনেক সুন্দর দেখতে লাগছে ।

সকলের সাথে আপনার বৃষ্টি ভাগ করে নেওয়ার জন্য অনেক ধন্যবাদ দাদা। সুস্থ থাকুন।❤️🙏

 3 years ago 

অতি চমৎকার হয়েছে ভাইয়া। অসাধারন ফটোগ্রাফি। শুভ কামনা ভাইয়া।

 3 years ago 

হাফিজ ভাই অসাধারণ কিছু মুহুর্ত শেয়ার করেছেন আমাদের সাথে। এরকম প্রাকৃতিক অনুভূতিগুলো শহরের ইটের দেয়ালের আবদ্ধ ঘরে বসে অনুভব করা কখনও সম্ভব নয়। আর সত্যি বলতে কচু পাতার ওপর যখনই জল দেখতে পাই আমি বারবারই অবাক হয়ে যায় ,, অনেকটাই ম্যাজিকের মতো লাগে আমার কাছে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.029
BTC 67557.12
ETH 3500.56
USDT 1.00
SBD 2.70