You are viewing a single comment's thread from:
RE: "রাত্রির শেষে দেখি এখনো আঁধার, আলোর নিশানা আমি খুঁজি বারবার" (Light! where is light?)
সময়ের স্রোতে হারিয়ে যায় অনেক কিছু, সময়ের সাথে সাথে পাল্টে যায় অনেক কিছু, মাঝে মাঝে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় সব এবং মাঝে মাঝে আলোকিত উজ্জ্বল হয়ে উঠে চারপাশ কিন্তু তবুও মানুষ প্রত্যাশা করে এগিয়ে যাওয়ার সংগ্রাম ও লড়াইয়ের মাধ্যমে। এই ক্ষেত্রেও আমরা বিজয়ী হবো হয়তো সময় একটু বেশী লাগবে, হয়তো ত্যাগ একটু বেশী করা লাগবে কিন্তু বিজয় ঠিক আসবে।
দারুন লিখেছেন দাদা, আপনি লেখায় আকর্ষন রয়েছে, আমরা এই রকম আরো লেখা প্রত্যাশা করছি আপনার নিকট হতে। ধন্যবাদ
আপনি তো আমাকেই টেক্কা দিলেন, কমেন্টটা এতটা সাহিত্যমন্ডিত হয়েছে যে কি বলবো ! অসাধারণ :)