Puss2bux || Puss কনভার্ট করার সহজ উপায়

in আমার বাংলা ব্লগ13 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সময়ের সাথে সাথে মানসিকতার সঠিক অবস্থানও ধরে রাখার চেষ্টা করছি। যদিও খুব কম সময়ই আমরা সেটা করতে পারি। আসলে আমাদের চারপাশে যারা থাকেন তাদের ব্যবহার মাঝে মাঝে আমাদের খুব বেশি হতাশ করে দেয়, তখন চাইলেও আমরা নিজেদের অবস্থান ধরে রাখতে পারি না। কিছু মানুষের অন্য রকম ব্যবহার আমাদের হৃদয়ে দারুণ ক্ষতের সৃষ্টি করে। বাস্তবতা হলো, সময় গতিশীল এবং সেটা কখনো থেমে থাকে না কিন্তু কিছু মানুষের ভিন্ন করমের স্মৃতি আমাদের হৃদয়ে দীর্ঘ সময়ের জন্য ঠিক থেমে থাকে।

কথায় বলে না জীবনে কোন কিছুই থেমে থাকে না, সময়ের সাথে সাথে পরিস্থিতি যেমন পাল্টে যায় ঠিক তেমনি খারাপ সময়ের পরে ঠিক ভালো সময়ও চলে আসে। আবার ভালো সময়ের পর ঠিক খারাপ সময় নিজের জায়গা করে নেয়। কিন্তু আমাদের সাথে ঘটে যাওয়া কিছু মানুষের ব্যবহার থেকে যায়, সময় ভালো কিংবা খারাপ হলেও সেগুলো পাল্টে যায় না। এই জন্যই বলা হয় ব্যবহারে বংশের পরিচয়, যতই সমস্যা হোক না কেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করা উচিত না। এগুলো আমরা জেনে বুঝেই করে থাকি, মাঝে মাঝে কেউ কেউ তো ইচ্ছে করেই এসব করে থাকে।

puss2bux.png

যাইহোক, আজকে পুশ নিয়ে কিছু কথা বলবো। আমি জানি না আপনাদের মাঝে কে কে এখন পর্যন্ত https://puss2bux.com এর পেজে প্রবেশ করেছেন এবং পুশ হতে STEEM, TRX, USDT, BNB, BTC, SOLANA এবং RIPPLE এ কনভার্ট করেছেন। যদিও শুরুর দিকে শুধুমাত্র পুশ হতে STEEM, TRX এবং USDT তে কনভার্ট করার সুযোগ ছিলো কিন্তু এখন অনেক কিছুতেই আপনি পুশ কনভার্ট করতে পারবেন। সত্যি বলতে এটা দারুণ একটা সুযোগ আমাদের সকলের জন্য, খুব সহজেই এবং সামান্য কিছু চার্জ এর মাধ্যমে দ্রুততার সাথে পুশ কনভার্ট করার সুযোগ এবং সেটা বেশ বড় বড় অংকে।

two.png

আমি কিন্তু বেশ কয়েকবার ট্রাই করেছি এবং দারুণ অনুভূতির স্বাদ পেয়েছি। কারণ এখানে ভয়ের কিছুই নেই এবং খুব সহজ উপায়ে পুশ কনভার্ট করেছি। এটা অনেক বেশী সহজ এবং নিরাপদ, ফান্ড হারানোর ভয় কিংবা লস হওয়ার কোন সম্ভাবনা নেই। তাছাড়া কোন সমস্যা হলেও আপনি সাথে সাথে টিকেট ক্রিয়েট করে সেটার সমাধান করে নিতে পারবেন। সবচেয়ে বড় কথা হলো এখানে পুশ কনভার্ট করলে এর প্রভাব পুশের দামের উপর পড়বে না। কিন্তু আপনি যদি বড় সংখ্যায় কোন এক্সচেঞ্জে পুশ সেল দিতে যান তাহলে সেটার নেগেটিভ প্রভাব যেমন পুশের উপর পড়বে ঠিক তেমনি সেম রেট এ আপনি পুশ সেল দেয়ার সুযোগ পাবেন না।

one.png

সুতরাং অল্প সময়ে-অল্প ফিতে এবং নিরাপদে পুশ কনভার্ট করার দারুণ একটা উপায় হলো এই puss2bux.com। এখানে পুশ কনভার্ট করার সময় আপনি দেখতে পাবেন কনভার্ট করার জন্য কত ফি কাটা হচ্ছে। আপনি কনভার্ট করার সময় যে সংখ্যাটা দেখানো হবে একদম সেই সংখ্যার ক্রিপ্টোই আপনি পাবেন। তারপর আপনি Order History তে গিয়ে সেটার প্রকৃত অবস্থাও যাচাই করতে পারবেন। আমার দৃষ্টিতে সকলের জন্য পুশ কনভার্ট করার সবচেয়ে সহজ এবং নিরাপদ মাধ্যম এটি। আরো বিস্তারিত জানতে পড়তে পারেন এই পোষ্টটি

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 13 days ago 

আপনি কিন্তু আজ আমাদের সাথে দারুন একটি উপকারী পোস্ট শেয়ার করেছেন। এই পোস্ট দেখে আমরা নিজেরাই এবার পুষ কনভাট করা শিখে যাবো। আমার কাছে পুরো বিষয়টি বেশ সহজ মনে হলো। ধন্যবাদ এমন একটি পোস্ট শেয়ার করার জন্য।

 13 days ago 

আমরাও কিন্তু সেটাই চাচ্ছি, কারন তাতে পুশ এর মার্কেট ঠিক থাকবে কিছুটা হলেও।

 13 days ago 

তথ্য সমৃদ্ধ একটি পোস্ট আজ শেয়ার করেছেন।পুশ কনভার্ট করে নিতে পারলেন খুব সহজেই।সুন্দর সেই অনুভূতি গুলো আজ আমাদের মাঝে শেয়ার করলেন।অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। আশাকরি আমরা সবাই এতে উপকৃত হবো।

 13 days ago 

তবে এটা সার্থক হবে যদি সবাই পোষ্টটির মর্মকথা বুঝতে পারে। ধন্যবাদ

 13 days ago 

এই উপায়টা আসলেই খুব সহজ। এই সিস্টেমে খুব সহজেই পুস কয়েনকে অন্য কয়েনে কনভার্ট করা যায়। এটা আমি ট্রাই করেছিলাম কয়েকদিন আগে। যাইহোক আপনি সম্পূর্ণ ব্যাপারটি আমাদের মাঝে বিস্তারিত তুলে ধরেছেন ভাই। সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 12 days ago 

আমি প্রথম দিনই একটা এক্সচেঞ্জ করেছিলাম এখান থেকে। বিষয়টি অনেক টা ক্লিয়ার আমার কাছে। তবে আজকে আপনি আরও সহজভাবে ব‍্যাপার টা বর্ণনা করেছেন। দারুণ লাগল দেখে। চমৎকার ছিল আপনার পোস্ট টা ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96135.63
ETH 2796.94
SBD 0.66