হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যদিও ভালো থাকতে পারবো তার কোন গ্যারান্টি নেই। কারন এই সেদিন হ্যাংআউটে শুভ ভাইয়ের কথা শুনলাম, তার পরিচিত একজন হঠাৎ করেই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। আর আজ আমি শুনলাম আমার এক ক্লাসমেট স্ট্রোক করে হাসপাতালে ভর্তি আছেন। যে খুবই হাসিখুশী মনের একজন মানুষ এবং পেশায় একজন শিক্ষক। বিগত দুই বছর পূর্বে স্কুলের একটা পূর্ণমিলনী অনুষ্ঠানে বেশ ভালো কিছু সময় কাটিয়েছিলাম তার সাথে অথচ আজ সে নিবিড় পরিচর্যায় শায়িত আছেন।
সময় এখন ভালো যাচ্ছে কিন্তু সামনে ভালো যাবে কিনা তার কোন নিশ্চয়তা নেই, মানুষের জীবন মানেই একটা অনিশ্চিত যাত্রা। ভালো আছি এটা হয়তো খুব সহজেই বলে দিতে পারি আমরা, যদিও ভালো না থাকলেও সেটাকে আড়ালে রেখে মিথ্যাটা খুব সহজেই বলে দিতে পারি কিন্তু আগামীকাল ভালো থাকবো কিংবা সুস্থ থাকবো তার ব্যাপারে আমরা কিছুই বলতে পারি না। তাই এখন যেহেতু ভালো আছি সেহেতু ভালো সময়টাকে ভালোভাবে ব্যয় করার চেষ্টা করা উচিত আমাদের সকলের। কারন আমরা একদিন থাকবো না এটা চরম এক সত্য, তাই এমন কিছু করা উচিত আমরা না থাকলেও সেই কর্মটা যেন থেকে যায়।
যাইহোক, এসব বিষয়ে কথা বলা আমার উদ্দেশ্য নয় জাস্ট কথা প্রসঙ্গে চলে আসছে। তবে আমি সেটা বলতে যাচ্ছি সেটা হলো PUSS Utility, এটা কি আপনারা কেউ চেক করে দেখেছেন। একদম সহজ এবং চমৎকার ফিচার সম্বলিত দারুণ একটা উদ্যোগ। আমি চেক করে দেখেছি, সত্যি অসাধারণ একটা সুযোগ এটা আগত সকল স্টিমিট ব্লগারদের জন্য। কারণ আমি যখন এই প্লাটফর্মে আসি তখন নতুন আইডি খোলা খুব সহজ বিষয় ছিলো না, আমার প্রায় একুশ দিন লেগেছিলো এই আইডিটি খুলতে, এখন যেটা ব্যবহার করছি। সুতরাং বুঝতেই পারছেন কতটা অস্থিরতা নিয়ে আমি অপেক্ষা করেছিলাম।
কাজ করার জন্য বেশ উদগ্রীব ছিলাম, ল্যাপটপ ও কিনে ফেলেছিলাম কিন্তু স্টিমিট আইডিও তখন পাইনি। সে সময়ে ৭ হতে প্রায় ২১ দিন পর্যন্ত সময় লেগে যেতো নতুন একটা আইডি খুলতে। তো তখন আমাদের বেশ সমস্যায় পড়তে হতো। আমি যে কমিউনিটিতে কাজ করেছিলাম তখন সেখান হতে একটা উদ্যোগ নেয়া হয়েছিলো নির্দিষ্ট পেমেন্ট এর মাধ্যমে স্টিমিটে নতুন আইডি খোলার সুযোগ করে দেয়া হয়েছিলো। আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা যদিও বেশ আগ হতেই বাঙালি ইউজারদের জন্য এই সুবিধাটি ফ্রিতে দিয়ে আসছিলেন। কিন্তু এখন সেই বিষয়টিকে আরো বেশী আধুনিক ও সহজবোধ্য করে তুলেছেন নতুন এই উদ্যোগটির মাধ্যমে। যেখানে অফ লাইনে নিজের কাংখিত স্টিমিট আইডি খোলতে পারবেন এবং নির্দিষ্ট সময়ের জন্য ডেলিগেশনও নিতে পারবেন।
আবার আপনি কাউকে এখানে স্টিমিট আইডি খোলার জন্য রেফার করতে পারেন বিনিময়ে আপনি কিছু সুবিধা পাবেন। PUSS utility Service এর এটা সবচেয়ে আকর্ষণীয় একটা উদ্যোগ হয়ে উঠবে, সে বিষয়ে কোন সন্দেহ নেই। স্টিমিট আইডি খোলতে আমাদের কারো কোন সমস্যা হবে না এবং আইডির নিরাপত্তা নিয়েও কোন সংশয় থাকবে না। ভালোবাসার সাথে ভালোর কিছু করার সুবিধা চলমান থাকুন আমাদের কমিউনিটির সেরা utility টোকেন PUSS এর মাধ্যমে। বিস্তারিত জানতে পড়তে পারেন এই পোস্টটি।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
Upvoted! Thank you for supporting witness @jswit.
পুস ইউটিলিটিগুলো সত্যিই দারুণ। দাদা একের পর এক ইউটিলিটি নিয়ে আসছেন আমাদের সামনে। যাইহোক এই ইউটিলিটির মাধ্যমে নিঃসন্দেহে খুব সহজেই স্টিমিট আইডি খোলা যাবে। এতে করে অনেকেই বেশ উপকৃত হবে। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এর সবচেয়ে ভালো দিকটি হলো নতুন ইউজারদের কাছে খুব সহজেই পুশ এর প্রচার হয়ে যাবে। অনেক ধন্যবাদ