আমার বাংলা ব্লগ টিউটোরিয়াল || Witness Vote কিভাবে দিবেন?

in আমার বাংলা ব্লগ2 years ago

Witness.png

হ্যালো বন্ধুরা,

আশা করছি সবাই ভালো এবং সুস্থ্য আছেন। আমি বেশ আনন্দের মাঝে আছি। না অন্য কিছু চিন্তা করার প্রয়োজন নেই, এই মুহুর্তে হৃদয়ের মাঝে দারুণ একটা উত্তেজনা কাজ করছে। আর সেটা হলো আমার বাংলা ব্লগের নতুন Witness নিয়ে। ইতিমধ্যে হ্যাংআউটের মাধ্যমে আপনারা সবাই সেটা জেনে গেছেন এবং অনেকেই তাদের ভালোবাসা প্রকাশ করেছেন Witness ভোট দিয়ে। সত্যি বলতে আমরা খুবই আনন্দিত, আপনাদের এই রকম তাৎক্ষনিক সাড়া পেয়ে।

আসলে আমার বাংলা ব্লগ শুধু একটা নাম না, আমার বাংলা ব্লগ শুধু একটা কমিউনিটি না। এটা হলো আমাদের হৃদয়ের সেতু বন্ধন, এটা হলো আমাদের হৃদয়ের স্পন্দন। আমরা শুরু হতেই চেষ্টা করেছি, বাঙালির প্রতিটি হৃদয়কে একটা নির্দিষ্ট প্লাটফর্মে নিয়ে আসার, না এখানে শুধু চাওয়া-পাওয়ার হিসেব তৈরী করার জন্য না, বরং প্রতিটি হৃদয়কে নিজ নিজ প্রতিভায় বিকশিত করতে। আমরা কতটা সফল কিংবা স্বার্থক হয়েছি, সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারাই সেটা নিজের উপলব্ধির মাধ্যমে বলতে পারবেন। আমরা বললে হয়তো একটু বেশী মনে হবে, তাই এই বিষয়ে কিছু বলা হতে বিরত থাকলাম।

কপি.png

কিন্তু একটা বিষয় নিয়ে অবশ্যই বলবো, কারন শুরু হতেই আমরা সবাই চেয়েছিলাম আমার বাংলা ব্লগের একটা প্রতিনিধিত্ব, হ্যা স্টিমিট প্লাটফর্মে Witness এর ক্ষেত্রে পূর্ণতা দিতে। কারন আমার বাংলা ব্লগ যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, অদূর ভবিষ্যতে পুরো স্টিমিট প্লাটফর্ম যে আমার বাংলা ব্লগ নিয়ন্ত্রণ করবে না, সেটা কিন্তু উড়িয়ে দেয়া যায় না। দেখুন আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা শুধুমাত্র শখের কারনে একটা প্লাটফর্মকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, আর তিনি একটু সিরিয়াস হলে কি করতে পারেন, সেটা নিশ্চয় এতোদিনে আপনারা বুঝে গেছেন?

আমার বাংলা ব্লগের অন্যতম একটা স্বপ্ন ছিলো বাংলা Witness দাঁড় করানো। দেরীতে হলেও আমাদের সেই স্বপ্নটা আজ বাস্তব হয়েছে, আমরা দারুণ উত্তেজনা নিয়ে সেই স্বপ্নটার পূর্ণতা দেখতে পাচ্ছি। আমরা চাই আমার বাংলা ব্লগের মতো Bangla.Witness সাফল্যের চূড়ায় পৌছাক। তবে হ্যা, এই ক্ষেত্রে আমরা প্রতিটি বাঙালির হৃদয়ের ভালোবাসা চাই। যদিও আমাদের প্রতিষ্ঠাতা একাই এই কাজটা করতে সক্ষম কিন্তু আমরা চাই প্রতিটি বাঙালির সমর্থন থাকুক এখানে, আমরা সকলের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। অনেকেই Bangla.Witness কে ভোট দিতে গিয়ে একটু গুলিয়ে ফেলছেন, ভোট দেয়ার পর আবার অনাকাংখিতভাবে ভোট উঠিয়ে নিচ্ছেন। আমরা বুঝতে পারছি সেটা হয়তো ভুলের কারনে হচ্ছে। তাই আজকের টিউটোরিয়াল এর মাধ্যমে আপনাদের সেটা আরো সহজ করে দিতে চাই। চলুন তাহলে দেখে নেই কিভাবে Bangla.Witness কে ভোট দিবেন।

এক.jpg

প্রথমে আপনাকে https://steemit.com/@hafizullah আপনার স্টিমিট আইডির পেইজটি ওপেন করতে হবে তারপর সেখান হতে একদম উপরের দিকে ডান পাশে তিনটি সোজা দাগ দেয়া আছে সেখানে ক্লিক করতে হবে। উপরের ছবিটি দেখুন।

দুই.jpg

তারপর সেখানে হতে মাঝামাঝি হতে Vote for Witnesses এ ক্লিক করতে হবে। উপরের ছবিটি দেখুন।

তিন.jpg

তারপর Witness Voting ইউন্ডোটি ওপেন হবে, এখানে সিরিয়ালি এক হতে একশ পর্যন্ত Wintess লিষ্ট রয়েছে। এখন আপনাকে আপনার এ্যাকটিভ কি দিয়ে লগ-ইন করতে হবে, এখান হতে কাউকে ভোট দেয়ার জন্য।

চার.jpg

তারপর মাঝ বরাবর Bangla.Witness টির অবস্থান দেখতে পাবেন, কারন আমি যখন টিউটোরিয়ালটি তৈরী করছিলাম তখন এর অবস্থান ছিলো ৫০তম। Bangla.Witness এর বাম পাশে এবং সিরিয়ালের ডান পাশে একটা Up-Arrow দেখতে পাবেন, সেখানে ক্লিক করার একটু পরই দেখবেন সেটা উজ্জ্বল হয়ে ভরে গিয়েছে। তাহলেই বুঝতে পারবেন আপনার ভোট সম্পন্ন হয়েছে। পরবর্তীতে সেখানে আর ক্লিক করতে হবে না। উপরের ছবিটি দেখুন, ভোট দেয়ার পর Up-Arrowটি উজ্জ্বল হয়ে গিয়েছে।

আশা করছি পুরো বিষয়টি আপনাদের নিকট ক্লিয়ার, তথাপিও কারো কোন প্রশ্ন কিংবা বুঝতে অসুবিধা হলে আমাদেরকে টিকেট ক্রিয়েট করে নক দিতে পারেন, আমরা তাৎক্ষনিক সমাধান দেয়ার চেষ্টা করবো।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.png
break .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

This post has been featured in the latest edition of Steem News...

 2 years ago 

স্টেপগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ। আপভোট করে এলাম আমাদের প্রিয় কমিউনিটি কে।খুব খুশি হয়েছিলাম ডিসকর্ডে নিউজটা শুনে। হয়তো মাত্র দেড় মাস আপনাদের সাথে আছি। কিন্তু আপনারা এবং এই কমিউনিটি অনেক আপন করে নিয়েছে আমায়।🙂

আমার বাংলা ব্লগ এ যুক্ত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।Bangla.witness কে ভোট দিয়েছি

 last year 

আপনাকে পাশে পেয়ে আমরাও সময়গুলো বেশ উপভোগ করছি। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

যদিও আমার প্রথমবার একটু সমস্যা হয়েছিল পরে করে ফেলেছি ,তবে এই পোস্ট অন্য মেম্বারদের জন্য অনেক উপকারে আসবে আশাকরছি। আর প্রত্যাশা করছি আমাদের উইটনেস এগিয়ে যাক আরো দূরে। সবার স্বপ্ন পূরণ হোক।

 2 years ago 

আমার বাংলা ব্লগের অন্যতম একটা স্বপ্ন ছিলো বাংলা Witness দাঁড় করানো। দেরীতে হলেও আমাদের সেই স্বপ্নটা আজ বাস্তব হয়েছে

কথায় আছে ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয়।আর সেই হিসেবেই আমাদের এই স্বপ্নটা দেরিতে পূর্ণতা পেয়েছে এবং খুব ভালো অবস্থান তৈরি করেছে। ইনশাআল্লাহ আমরা আরও এগিয়ে যাব আমাদের কাজের মাধ্যমে। সব সময় চাই আমাদের প্রিয় দাদার এই স্বপ্নটা উচ্চ শিখরে পৌঁছে যাক।

 2 years ago 
অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত নিখুঁতভাবে প্রতিটি ধাপে ধাপে আমার বাংলা ব্লগে কিভাবে উইটনেস ভোট দেবো সেই বিষয়টি তুলে ধরার জন্য। বিশেষকরে যাদের সমস্যা হচ্ছে তারা এখন সহজেই উইটনেস ভোটটি দিতে পারবে। আমার বিশ্বাস।
 2 years ago 

প্রত্যেকটি স্টেপ গুলো চমৎকারভাবে দেখিয়েছেন বা বিশেষ করে এই কমিউনিটির বাংলা উইটনেস নাম দেখেই নিজের কাছে অনেক ভালো লাগছে। আশা করি ইউজারদের এইসব বুঝতে সুবিধা হবে।।

 2 years ago 

যদিও অনেক আগেই ভোট প্রদান সম্পন্ন হয়েছে তবে সবার সুবিধার্থে এই টিউটোরিয়াল পোস্ট বেশ কার্যকর হবে । আশাকরি সবাই আমাদের উইটনেস কে ভোট প্রদানে উৎসুক হবে । এগিয়ে যাক আমাদের উইটনেস । ধন্যবাদ সময় উপযোগী টিউটোরিয়াল পোষ্ট করার জন্য।

 2 years ago 

আমার বাংলা ব্লগ আমি তোমায় ভালোবাসি ৷আর থাকতে চাই তোমার সাথে ৷
ভাইয়া কালেকে শোনার পরেই দিয়ে দিয়েছি ৷তবুও ভালো করছেন যারা বিষয়টি অবগত আছে ৷তারা সবাই জানতে পারলো ৷
এগিয়ে যাক আমাদের কমিউনিটি ৷এই কামনা

 2 years ago (edited)

আমার বাংলা ব্লগ তুমি
সবার ভালোবাসা,,
তোমায় নিয়ে পূর্ণ হল
আজকে একটি আশা।

উইটনেস প্রাপ্তি হল
পূর্ণ হল স্বপ্ন,,
আমার বাংলা ব্লগ বাসি
তাই তো চির ধন্য,,,
♥♥

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 96907.08
ETH 3380.66
USDT 1.00
SBD 3.23