আবেগের কবিতা || তোমার তুমিতে জাগ্রত আমি || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগlast month

light-1204944_1280.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং ভালো থাকার চেষ্টা করছি। যথরীতি নিজের মানসিকতার সুন্দর অবস্থান ধরে রাখার চেষ্টা করছি এবং সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি। কারন পরিবর্তিত অবস্থা প্রতিনিয়ত আমাদের পরিবর্তন হতে বাধ্য করছে এবং পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়ার সুযোগ তৈরী করে দিচ্ছে। যখনই আমরা খাপ খাইয়ে নিতে পারছি না তখনই আমরা বিরূপ পরিস্থিতির সম্মুখীন হচ্ছি এবং তারপর অন্ধকারে নিজেদের হারিয়ে ফেলছি।

যাইহোক, পরিস্থিতির সাথে সাথে নিজের পরিবর্তন করতে না পারলে মানসিকতার সাথে সাথে নিজের অবস্থানও ধরে রাখা অনেক বেশী কঠিন হয়ে যাবে। তাই সময় থাকতে থাকতে নিজের বিষয়টি নিজেকেই পরিস্কার করতে হবে। আজকে অবশ্য একটা কবিতা শেয়ার করবো, এখানেও কিন্তু হৃদয়ের সীমানায় নিজের অবস্থান ধরে রাখতে হয় না হলে প্রিয় মানুষটির হাসির মুগ্ধতায় নিজেকে চঞ্চল রাখা অসম্ভব হয়ে যায়। চলুন তাহলে আজকের কবিতাটি পড়ে দেখি-

blanc-1840179_1280.jpg

তুমি নির্মল হাসির
আড়ালে থাকা হৃদয়ের স্পন্দন,
তুমি মায়াবী রূপের
আড়ালে থাকা হৃদয়ের কম্পন।

তুমি হাসির মায়া,
তুমি রূপের কায়া,
তোমার তুমিতে ভাসি আমি
তোমার তুমিতে রঙিন আমি।

তুমি নিঃশব্দ অনুভূতির
আড়ালে থাকা হৃদয়ের কবিতা,
তুমি চঞ্চল আবেগের
আড়ালে থাকা কল্পনার রূপকথা।

তুমি অনুভুতির মায়া,
তুমি কল্পনার ছায়া,
তোমার তুমিতে জাগ্রত আমি
তোমার তুমিতে বিদ্রোহী আমি।

তুমি চঞ্চল ব্যকুলতার
আড়ালে থাকা হৃদয়ের প্রেরণা,
তুমি নির্মল ভালোবাসার
আড়ালে থাকা হৃদয়ের সফলতা।

তুমি ভালোবাসার দৃঢ়তা,
তুমি হৃদয়ের প্রফুল্লতা,
তোমার তুমিতে আসক্ত আমি
তোমার তুমিতে প্রস্ফুটিত আমি।

Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

ভাই আপনার আমাদের মাঝে আবেগীয় কবিতা শেয়ার করেছেন। আপনার কবিতা গুলো সব সময় আমার কাছে বেশ ভালো লাগে। যতই পড়ি ততই পড়ার আগ্রহ আরো বেড়েই চলেছে।

তুমি নির্মল হাসির
আড়ালে থাকা হৃদয়ের স্পন্দন,
তুমি মায়াবী রূপের
আড়ালে থাকা হৃদয়ের কম্পন।

আসলে ভালোবাসার মানুষকে নিয়ে এভাবে আপনি অনেক সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আবেগীয় কবিতা। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য।

 28 days ago 

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আপনার কাছে ভালো লেগেছে শুনে ভালো লাগলো।

 last month 

ভাই তো দেখছি নিজের অনুভূতি দিয়ে বেশ দারুন একটি কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা কবিতাটির প্রতি লাইন আমার কাছে বেশ দারুন লেগেছে। তবে সব নিচের কয়েকটি লাইন আমার কাছে অনেক বেশী ভালো লেগেছে।

তুমি নিঃশব্দ অনুভূতির
আড়ালে থাকা হৃদয়ের কবিতা,
তুমি চঞ্চল আবেগের
আড়ালে থাকা কল্পনার রূপকথা।

 28 days ago 

অনেক ধন্যবাদ আপু কবিতাটি পড়ে আপনার অনুভূতি শেয়ার করার জন্য।

 last month 

সময়ের সাথে সাথে যদি আমরা নিজেরা পরিবর্তন না হই, তাহলে সময় নিজেই আমাদেরকে পরিবর্তন করে ফেলে। সব পরিস্থিতির সাথে কিন্তু আমরা খাপ খাইয়ে চলতে পারিনা। যাইহোক ভাইয়া আপনি আজকে অনেক সুন্দর কিছু অনুভূতিকে নিয়ে আজকের কবিতাটি লিখেছেন। যেটা পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। ভালোবাসার মানুষটাকে নিয়ে অনেক সুন্দর করে কবিতাটা লিখেছেন, যেটা পড়ে মনটা একেবারে ভরে গেলো। কবিতার প্রত্যেকটা লাইন ছিল অনেক বেশি সুন্দর। আপনার কবিতাগুলার প্রশংসা যতই করবো ততই কম হবে। আশা করছি প্রতিনিয়ত আপনার সুন্দর সুন্দর কবিতা গুলো আমরা পড়তে পারবো।

 28 days ago 

হ্যা, এটাই বাস্তবতা সময় তার প্রয়োজনে আমাদের ঠিক পরিবর্তন করে দেয়। আপনাকেও ধন্যবাদ

 last month 

আমাদের সবার উচিত যতটা সম্ভব ততটাই পরিস্থিতির সাথে নিজেকে পরিবর্তন করা। কারণ পরিস্থিতি অনেক সময় অনেক রকমের হয়। আমাদের অবস্থানকে আমরা সত্যভাবে গড়ে তুলতে পারবো এটার মাধ্যমে। না হলে অবস্থান ধরে রাখাটা সত্যি অনেক কঠিন হবে। আপনার লেখা কবিতা অনেক ভালো লাগে ভাইয়া। আপনার আজকের লেখা কবিতাটা এত সুন্দর হয়েছে যে আর কি বলব। আপনার লেখা কবিতা আমি একবার পড়ার পর আবারো পড়েছি।

 28 days ago 

জীবনের গতিশীলতা ধরে রাখার অন্যতম সূত্র হলো পরিস্থিতির সাথে নিজেদের খাপ খাইয়ে নেয়া। অনেক ধন্যবাদ

 last month 

আপনি ঠিক বলছেন সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে হয়। যদি সময়ের সাথে পরিবর্তন আনা সম্ভব না হয় তাহলে অনেক বেশি কষ্টে থাকতে হবে সেটা স্বাভাবিক। কারণ সময় পরিবর্তনশীল সাথে মানুষকে পরিবর্তনশীল হতে হয়। সবকিছুকে মানিয়ে নেওয়া আমাদের জন্য মঙ্গলজনক। আপনি খুব সুন্দর কবিতা লিখলেন পড়ে অনেক ভালো লাগলো।

 last month 

বাহ অসাধারণ ভাই। নিজের শক্তিকে অন‍্যের মাধ্যমে যে কীভাবে জাগ্রত করা যায় সেটা কবিতায় বেশ ভালোভাবে প্রকাশ করেছেন । ভালোবাসার মানুষের সানিধ‍্য সত্যি অন‍্যরকম হয়ে থাকে। আমাদের যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে তারা সবচাইতে বেশি ভূমিকা পালন করে থাকে। দারুণ লিখেছেন কবিতা টা ভাই।

 29 days ago 

ঠিক বলেছেন ভাইয়া যে কোন পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নেয়াই সবথেকে বড় সার্থকতা। তাতে বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। যাই হোক আপনার কবিতার কথা আর কি বলব সব সময় সুন্দর সুন্দর কবিতা লেখেন। কিন্তু আজকের কবিতাটি কাকে নিয়ে লিখেছেন? ভাবিকে নিয়ে তো নিশ্চয়ই লিখেননি। বউকে কল্পনা করে কি আর এত সুন্দর কবিতা লেখা যায়।

 29 days ago 

ভাই বরাবরের মতো এই কবিতাটিও চমৎকার ভাবে লিখেছেন। আপনার কবিতাগুলো পড়তে সত্যিই খুব ভালো লাগে। এই কবিতার লাইনগুলো এতটাই ভালো লেগেছে যে,আমি সাথে সাথে আবৃত্তি করার চেষ্টা করেছি। যাইহোক সবসময় এতো সুন্দর সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 28 days ago (edited)

তোমার তুমিতে জাগ্রত আমি
এই চমৎকার কবিতাটি
হৃদয়ের গভীর অনুভূতি ও
ভালোবাসার স্পন্দনকে
দারুণ তুলে ধরেছে।
কবিতাটিতে প্রেমিক-প্রেমিকার
মধ্যে থাকা গভীর ও নিঃশব্দ অনুভূতি,
রূপকথার মতো কল্পনা,
ভালোবাসার দৃঢ়তা এবং
প্রফুল্লতা নিয়ে কথা বলে।
কবিতার সারাংশে বলা যায় যে,
প্রেমিকার হাসি, রূপ, অনুভূতি, এবং
আবেগের আড়ালে প্রেমিক নিজেকে
আবিষ্কার করেন ও সেই তুমিতে
নিজেকে রঙিন, জাগ্রত, বিদ্রোহী ও
প্রস্ফুটিত হিসেবে অনুভব করেন।

অসাধারণ 💞

 28 days ago 

দারুণ মন্তব্য আপু, কবিতার আড়ালে থাকা পুরো অনুভূতিটি দারুণভাবে উপস্থাপন করেছেন আপনি। অনেক ধন্যবাদ

 28 days ago 

সুন্দর ছিল কবিতা টি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60881.23
ETH 2600.77
USDT 1.00
SBD 2.56