“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৮৩৪০ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৬২। এই সপ্তাহে হ্যাংআউটে উপস্থিতির সংখ্যা ছিলো ৫৯জন।
হ্যাংআউট-১৬৭
আমার বাংলা ব্লগের এ্যাডমিন
@shuvo35 ভাই সময়ের পূর্বে চলে আসেন এবং কিছুটা সময় সকলের নিজের অনুভূতি শেয়ার করেন। তবে শুরুতেই একটা গান প্লে করেন দাদা $PUSS কয়েন এর দুই মাস পূর্তি উপলক্ষে, সবাই গানটি উপভোগ করেন। তারপর $PUSS নিয়ে নিজের অনুভূতি শেয়ার করেন শুভ ভাই এবং সবাইকে টোকেনের সাথে থাকার উৎসাহ দেন। তারপর চলমান প্রকৃতি নিয়ে কথা বলেন, আবহাওয়া বেশ একটা ভালো যাচ্ছে না, বিশেষ করে তার এলাকায় এই মুহুর্তে বেশ খারাপ আবহাওয়া বিড়াজ করছে। তারপরও আশা করেন সবাই যার যার অবস্থানে ভালো আছেন এবং আজকের হ্যাংআউটে অংশগ্রহণ করবেন। তারপর সবাইকে অনুরোধ করেন তাকে কাংখিতভাবে সহযোগিতা করার জন্য এবং হ্যাংআউট এর মূল পর্ব শুরু করেন।
এরপর কথা বলি আমি
@hafizullah, যথারীতি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের ১৬৭তম সাপ্তাহিক হ্যাংআউটে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহুর্তে কমিউনিটিতে ২৩জন গেষ্ট ব্লগার আছে তাদের মাঝে ১৫জন ইনএ্যাকটিভ, ১জন ইরেগুলার এবং ৭জন রেগুলার। তবে রেগুলারদের কেউ কেউ আবার মাঝে মাঝে ইরেগুলার হয়ে যাচ্ছেন, যার কারনে সুযোগ থাকা সত্বেও সাপোর্ট দিতে পারছি না। এছাড়াও এই সপ্তাহে যে সকল এ্যাকটিভ ইউজার আমার অধীনে ছিলেন তাদের অধিকাংশের এ্যাকটিভিটিস ভালো ছিলো না, একদমই আগের মতো।
তবে যাদের এনগেজমেন্ট এবং পোষ্ট কোয়ালিটি ভালো ছিলো তাদের সুপার এ্যাকটিভ তালিকায় সুযোগ দেয়ার চেষ্টা করেছি। অবশ্য একজন এখনো পেন্ডিং তালিকায় আছেন তিনি হলেন
@jannatul01, আপনাকে গত সপ্তাহের হ্যাংআউটে বলা হয়েছিলো নুর আপুর সাথে ডিএম এ কথা বলার জন্য, এবারও আপনাকে অনুরোধ করা হচ্ছে নুর আপুর সাথে ডিএম এ কথা বলার জন্য। সবশেষে আরো একটা বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হলো, অনেকেই এক টুকরা কাগজ চারভাজ করে কেটে অরিগ্যামি বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছেন, যারা এমনটা করবেন তাদের পোষ্ট কিউরেশনে যাবে না। ধন্যবাদ সবাইকে।
এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের এক্সিকিউটিভ এ্যাডমিন
@winkles ভাই, এই সপ্তাহে যারা এ্যাকটিভ তালিকায় ছিলেন, তাদের এ্যাকটিভিটিস মোটামুটি ভালো সবারই, পোষ্ট কেয়ালিটি নিয়ে তেমন কিছু বলার নেই, তবে দুইএকজন ইনএ্যাকটিভ থাকছেন, যেমন
@rituamin এবং
@ti-taher উনাদের বিগত এক দুই মাস ধরে তেমন কোন এ্যাকটিভিটিস নেই কমিউনিটিতে। একটা দুটো পোষ্ট করছেন আবার চলে যাচ্ছেন।
@ti-taher বিশেষ করে একটা পোষ্ট করছেন ১৪ দিনের মাথায় তারপর আর কোন পোষ্ট করছেন না। এমন করলে আপনাকে নেক্সট টাইমে ডাইরেক্ট পারমান্টেন ইনএকটিভ তালিকায় দিতে বাধ্য হবো। কারন আপনাকে বিগত দেড় মাস যাবত এই একই ধরনের এ্যাকটিভিটিস দেখে যাচ্ছি কোন শুনছেন না বললেও। আর নতুন যারা ভেরিফাইড হয়েছেন তাদের এ্যাকটিভিটিস খুবই ভালো ছিলো, তাদের এমন থাকলে নেক্সট টাইমে বেষ্ট ব্লগারে আসতে পারবেন। তবে একটা সমস্যা আছে বিশেষ করে যারা ডাই পোষ্ট করছেন, তাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দেন, বিশেষ করে ট্যাগ এর বিষয়ে। বাকি সবারই এ্যাকটিভিটিস ঠিক আছে। সবাইকে সাবধানে থাকতে বলেন।
তারপর কথা বলেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন
@swagata দিদি, এই সপ্তাহে আমার আন্ডারে যে সকল ইউজার রয়েছেন তাদের সকলেরই পোস্ট মোটামুটি ঠিকঠাক ছিল। কিন্তু
@marhul40 এবং
@santa14,
@jibon47 আপনারা শুধু একটিভ তালিকায় থাকার জন্য সপ্তাহে একটা দুটো করে পোস্ট করছেন। এবং এটি বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে হয়ে চলেছে । তাছাড়া
@fatema001 আপনার পোস্ট কোয়ালিটি খুবই লো মানের, এমনকি যে আর্ট গুলো আপনি করেন সেটাও একদম শিশুসুলভ ধরনের । এরপর থেকে এই জিনিসগুলোতে মনোযোগী হবেন আশা করি । না হলে কিন্তু আপনার সেই সকল পোস্ট নমিনেশনে যাবে না । আর একটা কথা গত সপ্তাহে একটিভ লিস্টে পাঁচজনকে যুক্ত করা হয়েছে সেটা আমরা সকলেই জানি ।
তাদের মধ্যে helal Uddin এবং sumiya23 প্রথম ভেরিফাইড ইউজার হিসেবে কমেন্ট এবং পোস্ট সংখ্যা দুটোই কম । এরমটা কিন্তু একেবারেই আমরা আশা করি না। আশা করবো পরে সপ্তাহ থেকে নিজেদের একটিভিটিজ ভালো রাখার চেষ্টা করবেন । কমেন্ট মনিটরিং রিপোর্ট নিয়েই তেমন কিছু বলার নেই শুধু এটুকুই বলবো যে, বেশ কয়েক সপ্তাহ ধরে কমেন্ট খুবই কম থাকার কারণে আমরা বেস্ট ব্লগারের নাম সেভাবে নাম দিতে পারি না এবং ব্লগারস অফ দ্যা উইক এ থাকার জন্য সেই প্রতিযোগিতা আর আগের মত হয় না। আশা রাখবো এরপর থেকে কাজের প্রতি সকলেই মনোনিবেশ করবেন।
তারপর কথা বলেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন
@nusuranur আপু, আপনাদের বারবার বলা হয় যে, একদিনে সবকিছু করবেন না। তো সেইম কাজটি করেছেন
@mahfuzur888 আপনি। কারণ একদিন আগে আপনার কমেন্ট সংখ্যা ছিলো ১৫+ আর তার ১ দিন পরেই কমেন্ট সংখ্যা হয়ে গেলো ১৫০ এর মতোন। তো এই ধরণের একটিভিটিস থাকলে অবশ্যই টায়ারে রাখা হয় না।আমি নাম উল্লেখ করছি না। তবে আর্ট পোস্ট এর বেশ কিছু বেশি নিয়ম রয়েছে। সেগুলো মানা হচ্ছে না। যেমন একটা ছবিতে হাতের স্পষ্ট ছবি থাকতে হবে এবং প্রথম দিকের কয়েকটা ধাপ থাকতে হবে। সেগুলো করা হচ্ছে না। তাই এই দিকটাতে বিশেষ নজর দেবেন।
@nilaymajumder এবং
@mahfuzanila আপনাদের একটিভিটি টায়ারে থাকার মতোন ছিলো। কিন্তু ডিসকোর্ডে এংগেজমেন্ট একেবারে জিরো হওয়াতে আপনাদেরকে টায়ারে দিতে পারিনি। আর আপুদের কোনো সমস্যা হলে নির্দ্ধিধায় জানাতে পারেন।
তারপর কমিউনিটির এ্যাডমিন (উইটনেস এবং ডেভ টীম)
@moh.arif আরিফ ভাই কথা বলেন, শুরুতে বলেন আমাদের কার একাউন্ট এ কি পরিমান পুশ আছে সেটা চেক করার সুযোগ চলে গেছে, আগামী দুই একদিনের মাঝে সেটা ঠিক করা হয়ে যাবে, এটা নিয়ে কেউ চালাকি করলে ধরা খেয়ে যাবেন, খুবই শী্ঘ্রই সেটা করা হবে। তারপর সকলের ওয়ালেট চেক করা হবে। এরপর স্টিমিট এর বর্তমান ইন্টারফেস এ কোন নতুন করে কোন পরিবর্তন দরকার হয় মানে মডাররাইজ করার জন্য যদি কোন পরামর্শ থাকে তাহলে আমাদের জানাতে পারেন। ইতিমধ্যে ওয়ালেটে একটা নতুন আপডেট করা হয়েছে সে বিষয়ে বলেন এবং এমন ছোট খাটো নতুন চেঞ্জ আনতে থাকবে স্টিমিট টীম। এমন কোন পরামর্শ থাকলে তাকে জানাতে বলেন তাহলে সেটা তাদের জানিয়ে দেয়া হবে। ধন্যবাদ।
এরপর শুভ ভাই ফিরে আসেন এবং কমিউনিটির অ্যাডমিন (রেগুলেটরি কমপ্লায়েন্স)
@rex-sumon সুমন ভাই একটু ক্লান্ত আছেন বলে তার পক্ষ হতে কিছু কথা বলেন। বিশেষ করে কমিউনিটির অবস্থা মোটামুটি ভালো আছে তেমন কোন সমস্যা ছিলো না। আর পাওয়ার আপ প্রতিযোগিতায় এই সপ্তাহে
@ah-agim এবং
@selinasathi1 2X Dolphine ক্লাবে প্রবেশ করেছেন, তাদের অভিনন্দন জানান।
কমিউনিটির এ্যাডমিন (সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং)
@shuvo35 শুভ ভাই কথা বলেন এরপর, টুইটার অ্যাক্টিভিটিস এবার খুব একটা বেশি পরিবর্তন হয়নি, পুরোটাই আগের সপ্তাহের মতই ছিল। তারপরেও যারা প্রতিনিয়ত সক্রিয় থাকার চেষ্টা করছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সক্রিয় সদস্য সংখ্যা পরবর্তীতে বাড়বে এবং প্রমোশন অ্যাক্টিভিটিস আবারো বাড়বে। তাছাড়া পুশ মার্কেট কিছুটা ডাউনে আছে, আপনারা চাইলে এই সুযোগ গ্রহণ করতে পারেন। সর্বোপরি আবহাওয়া কিছুটা খারাপ যাচ্ছে, সবাই নিজ নিজ অবস্থানে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।
এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, শুরুতে মডারেটর
@alsarzilsiam ভাই বলেন, প্রথমে লেভেল তিন সম্পর্কে কিছু কথা বলতে চাই। বর্তমানে লেভেল তিনে ছয় জন মেম্বার রয়েছেন। তার মধ্যে তিনজন ইন একটিভ রয়েছেন এবং তিনজন একটিভ রয়েছেন। এই সপ্তাহে লেবেল ৩ এর ক্লাস নেওয়ার কথা ছিল কিন্তু অসুস্থতার কারণে সেটা নিতে পারিনি। পরবর্তীতে খুব তাড়াতাড়ি সেই ক্লাসটি নিয়ে নেওয়া হবে এবং সময় এবং তারিখ এনাউন্সমেন্ট এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। কমেন্ট মনিটরিং নিয়ে কিছু কথা বলতে চাই। বর্তমানে আমার লিস্টে যারা ছিলেন তারা মোটামুটি ভালো করছেন তবে হঠাৎ একটিভিটিসের বিষয়টা কেন জানি বেড়ে গিয়েছে। দুজন ইউজারের এরকম বিষয় দেখতে পেয়েছি। আপনারা কমেন্ট মনিটরিং রিপোর্টের মাধ্যমে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
আপনারা প্রতিনিয়ত একটিভ থাকার চেষ্টা করবেন অল্প হলেও কমেন্ট করার চেষ্টা করবেন এতে করে আপনাদের প্রতিদিন একটিভিটিস বজায় থাকবে। সর্বশেষ প্রমোশন নিয়ে কিছু কথা বলতে চাই। দেখুন আমাদের হ্যাংআউটে এখন অনেকজনেই উপস্থিত রয়েছেন কিন্তু দুঃখের বিষয় আমাদের এই নেটিভ কয়েনের প্রমোশনের জন্য কিন্তু খুব একজন মানুষকে একটিভলি কাজ করতে দেখা যায় না। দেখুন, এটা তো আমাদেরই কয়েন। এটা যদি পরবর্তীতে আরো দাম বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমরা সবাই লাভবান হবো। সেই কথা চিন্তা করে হলেও প্রমোশনের দিকটা আপনারা দেখার চেষ্টা করবেন, ধন্যবাদ।
এরপর কথা বলেন কমিউনিটির মডারেটর
@rupok ভাই, এই মুহূর্তে লেভেল ফোরে দুজন মেম্বার আছেন। তাদের ভেতরে একজন অনেকদিন ধরে কোনো পোস্ট করছেন না। আরেকজন আগে রেগুলার পোস্ট করলেও ইদানিং অনেক দিন গ্যাপ দিয়ে পোস্ট করছেন। আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এখন থেকে রেগুলার পোস্ট করার চেষ্টা করবেন। আর পোস্ট নমিনেশনে যেতে হলে অবশ্যই আপনাদের কাছে মিনিমাম ৫০০০ পুশ থাকতে হবে।
আর কমেন্ট মনিটরিং নিয়ে বলতে চাই। এই সপ্তাহে আমার আন্ডারে যারা ছিলেন তাদের ভেতর বেশ কয়েকজনকে দেখেছি যতগুলো কমেন্ট করেছেন তার ভেতরে বেশিরভাগই ছিল রিপ্লাই। যার ফলে তারা নাম্বারও অনেক কম পেয়েছেন। আপনারা চেষ্টা করবেন অন্যের পোস্টে কমেন্টের পরিমাণ বাড়াতে। শুধু রিপ্লাই করলে নাম্বার সব সময় কমই পাবেন। ধন্যবাদ সবাইকে।
এরপর কথা বলেন কমিউনিটির মডারেটর
@kingporos ভাই, নমস্কার সবাইকে। শুরুতে টেম্পোরারি ইন্যাক্টিভ লিস্ট নিয়ে কথা বলতে চাই। যারা বর্তমানে টেম্পোরারি ইন্যাক্টিভ লিস্টে রয়েছেন তারা প্রত্যেকে আমার বাংলা ব্লগের নিয়মের মধ্যে একটি নতুন লুপহোল খুঁজে পেয়েছেন। মূলত ১০-১৫ দিনের মধ্যে তারা একটি কিংবা দুটি পোস্ট করছেন যাতে তাদেরকে পার্মানেন্ট ইন্যাক্টিভ লিস্ট না পাঠানো হয়। আসলে ঠিক বুঝতে পারছি না আপনারা যদি পার্মানেন্ট ইন্যাক্টিভ লিস্টে চলে যান তাহলে কি সমস্যা হবে। যদি পোস্ট করার সময় না পান তাহলে কিছুদিন বিরত থাকুন তাতে কোন সমস্যা নেই। তাছাড়া পার্মানেন্ট ইন্যাক্টিভ লিস্টে চলে গেলেও সেখান থেকে মাত্র ১৫ স্টিম
@abb-charity কিংবা মানসম্মত এক্টিভিটিস করে এক্টিভ লিস্টে ফিরে আসতে পারবেন। তাই যদি একটিভ হতে চান তাহলে পুরোপুরি হোন।
লেভেল ২ তে বর্তমানে যারা রয়েছেন তারা পোস্ট করছেন কিন্তু পোস্টের মান খুব ভালো হচ্ছে না। যেহেতু আপনারা নতুন ব্লগ লিখছেন সেই জন্য আপনাদের পোষ্টের মানে একটু ঘাটতি হচ্ছে ঠিকই তবে সেজন্য আপনারা পোস্ট করা থামাবেন না। পোস্ট নিয়মিত করতে থাকুন আপনাদের লেখার নাম ধীরে ধীরে অনেক ভালো হয়ে যাবে। যারা নিউ মেম্বার হিসেবে আমার বাংলা ব্লগে যোগ দিয়েছেন তাদের খুব তাড়াতাড়ি লেভেল ১ এর ক্লাস নিয়ে নেওয়া হবে। আপনারা একটু অ্যানাউন্সমেন্ট চ্যানেলের দিকে নজর রাখবেন। ধন্যবাদ।
এরপর শুভ ভাই ফিরে আসেন, তারপর কমিউনিটির মডারেটর
@tangera তানজিরা ম্যাডামের কথা লিখে প্রকাশ করতে অনুরোধ করলে তিনি বলেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। এ সপ্তাহে শুধুমাত্র ফাউন্ডারস চয়েজ নির্বাচনের ব্যাপারে একটুখানি বলছি। প্রায় এক বছরের বেশি সময় ধরে বেস্ট ব্লগারের সাথে সাথে ফাউন্ডারস চয়েজেও ইউজারদেরকে আনা হচ্ছে। এক্ষেত্রে শুধুমাত্র সুপার এক্টিভ লিস্টের ইউজারদেরকে আনা হয়, তবে মাঝেমধ্যে দুই একটি ব্যতিক্রমও হয়েছে।আশা করছি এ পর্যন্ত যারা সুপার অ্যাকটিভ লিস্টে এসেছিলেন তাদের সকলকেই ফাউন্ডারস চয়েজে আনা হয়েছে। যদি কেউ বাদ পড়ে থাকেন আমাকে ডি এম করবেন।তবে অবশ্যই মনে রাখতে হবে সপ্তাহে আপনাদের সাতটি পোস্ট থাকতে হবে। যেহেতু আপাতত সুপার অ্যাক্টিভ লিস্টে কোন ইউজার এখন আর বাকি নেই, তাই প্রথম থেকে আবার রিপিট করা হচ্ছে।তবে নতুন কোন ইউজার অ্যাক্টিভ লিস্ট থেকে সুপার অ্যাক্টিভ লিস্টে আসলে অবশ্যই তাকে আনা হবে। এটিই ছিল বলার, অনেক ধন্যবাদ সকলকে।
এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা
@rme দাদা, শুরুতেই শুভ ভাই দাদার সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং আমাদের নতুন অতিথি সম্পর্কে জানতে চান, দাদা টুনকু নিয়ে অনুভূতি শেয়ার করেন, সবাই ভালো আছেন, শরীর স্বাস্থ ভালো আছে তবে একটু বেশী ছটফটে, টিনটিন এমনটা ছিলো না, টুনকু এখনই পাশ ফিরে শুতে চায়। টিনটিন বেশ খুশি, শুরুতে কয়েক দিন টাচ করেনি এখন একটু একটু করছে। তারপর দাদা এই সপ্তাহের বেষ্ট ব্লগার অব দ্যা উইক এর নামগুলো ঘোষণা করেন। তারা হলেন,
@monira999,
@tasonya এবং
@mohinahmed । এছাড়াও এই সপ্তাহের ফাউন্ডার'স চয়েস বিজয়ী হলেন
@tania69। এক্স (টুইটার) অব দ্যা উইক হলেন
@alif111।
এরপর দাদা $PUSS নিয়ে কথা বলেন, কারা নিয়মিত সেল দিচ্ছেন তাদের খোঁজ খবর নেয়া হচ্ছে এবং বিগত কয়েক সপ্তাহ যাবত কে বড় সেল দিচ্ছে সেটা ফাইন্ডআউট করা হয়েছে।সেলিং প্রেসারটা একটু বেশী এখন কারন শুরুর দিকে যারা এসেছেন তারা সেল দিয়ে বেড়িয়ে যাবেন এটাই তো নিয়ম মার্কেটের। একদম প্রথম দিকে যারা ঢুকেছে তারা এখন ৫০-৬০ গুন প্রফিট করে নিচ্ছেন সবাই। তারা সেল দিলে মার্কেট কিছুটা নামবেই। এখানে তো বাহিরে বিনিয়োগ নেই কারন আমরা সেভাবে প্রচার করতে পারিনি। তবে কিছু সিস্টেম আনা হচ্ছে, সেটা নিয়ে সানপাম্প এর সাথে কথা হচ্ছে আমাদের। তাহলে একটা বুলিশ সেন্টিমেন্ট তৈরী হবে এবং বিনিয়োগকারী আকৃষ্ট হবে। কারন আমরা সাপ্লাইটাকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছি।
বিগ বিনিয়োগকারী যারা, যারা বেশী হোল্ড করছেন তাদের একটা সিস্টেমে আনা হবে লকিং সিস্টেম, প্রতিদিন সেখান হতে কিছু কিছু আনলক হবে, সেটা সঙ্গে সঙ্গে সেল করে দিতে পারবে। তারপর লকিং সিস্টেম নিয়ে বিস্তারিত তথ্য শেয়ার করেন, একত্রে সব সেল দিলে কিন্তু সেম প্রাইস পাওয়া যাবে না, এটা তুলে ধরেন দাদা। তাতে কিন্তু মার্কেটও পড়ে যাবে। কিন্তু যদি ফান্ড লক থাকে এবং সেখান হতে অল্প অল্প করে আনলক হয় তাহলে সেটা যদি সেল দেয় কেউ তাহলে সেটাতে কিন্তু ভালো দাম পাবে এবং সব পুশ একটা সময় সেল করতে পারলো এবং একটা পেসিভ ইনকাম হলো। সবই একটা স্মার্ট কন্ট্রাক্ট এর মাধ্যমে হবে, ফান্ড লস হওয়ার কোন সুযোগ থাকবে না। মার্কেট ঠিক থাকলো এবং লাভও বেশী হলো, সানপাম্প এর সাথে এটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছে।
এটা করার পরই আমরা ইউলিটি সিস্টেম এ চলে যাবো। ভবিষ্যতে আমরা একটা নতুন ইন্টারফেস আনবো, পুশ দিয়ে স্টিমিট নিয়ন্ত্রণ করা যাবে। আমরা এমন একটা সিস্টেম আনার চিন্তা করছি। তারপর দাদা বিনিয়োগ নিয়ে কথা বলেন, যত বেশী বিনিয়োগকারী ঢুকবে ততো বেশী লিকুইডিটি এ্যাড হবে, আর বেশী লিকুইডিটি এ্যাড হবে ততো বড় সেল দিয়ে মার্কেট ধস নামাতে পারবে না। একদম প্রথম দিকে ছোট ছোট সেল এ মার্কেট অনেকটা পড়ে যেতো। সেদিনও একটা বড় সেল হলো প্রায় একলাখ চল্লিশ হাজার ট্রন এর তাতে মার্কেট প্রায় ১০% এর মতো ফল করেছিলো কিন্তু এর আগে এটা দিলে মার্কেট ৫০-৬০% পড়ে যেতো। আরো যত বেশী বিনিয়োগকারী ঢুকবে ততো কম মার্কেটে ইমপ্যাক্ট পড়বে, বিষয়টি দাদা বুঝিয়ে দেন সবাইকে।
তারপর দাদা বলেন যদিও আমি ক্রিয়েটর কিন্তু তবুও দাদা একটা পুশও সেল করেন নি, আর কোনদিন করবেনও না। তাই দাদার দিক হতে স্ক্যাম এর কোন চান্স নেই। বা মার্কেট হতে প্রফিট করার জন্যও আসিনি, এটা আমার একটা শখের প্রজেক্ট, যেমন স্টিমিট। দাদা স্টিমিট নিয়ে বলেন, এর ইনকাম দিয়ে দাদার কিছুই চলে না, এতোগুলো কমিউনিটি খোলা, দাদা যখন স্টিম কিনে এখানে বিনিয়োগ করেন তখন দাদার এভারেজে স্টিম কেনা হয়েছে ৮০ সেন্ট করে, সেই হিসেবে এখনো দাদা লসে আছেন কিন্তু এটাতে দাদার কিছুই আসে যায় না। দাদা শুরুতে যখন কমিউনিটি খোলেন তখন স্টিমিট টীম উপর নির্ভর না করে নিজের টাকায় বিনিয়োগ করেছেন, কারন কারো তেল মেরে কথা বলতে রাজি না দাদা এবং এটা কোন দিনও পারবেন না, তাই নিজের টাকা বিনিয়োগ করেছেন এবং স্টিম কিনে কমিউনিটি চালাচ্ছেন।
এরপর শুভ ভাই ফিরে আসেন এবং প্রমোশনাল কথা শুরু করেন। নতুন ভেরিফাইড মেম্বারদের অভিনন্দন জানান, কারন তাদের মাঝ হতে কয়েকজন সুপার এ্যাকটিভ তালিকায় চলে আসছেন, তাই এটা ধরে রাখার আহবান জানান। তারপর গেষ্ট ব্লগার এবং নতুনদের উদ্দেশ্যে বলেন, যথা নিয়মে তিনটি কাজ যথাযথভাবে করতে হবে, আমার বাংলা ব্লগ সাবসক্রাইব করতে হবে, বাংলা ইউটনেসকে ভোট দিতে হবে এবং আরএমইকে প্রক্সি সেট করতে হবে। মিনিয়াম ৫ হাজার পুশ কিনে হোল্ড করতে হবে। তারপর এবিবি স্কুল নিয়ে কথা বলেন, যারাই স্কুলে আছেন সবাইকে এবিবি স্কুলকে ৫% বেনিফিশিয়ারি দিতে হবে এবং বাধ্যতামূলকভাবে সাইফক্সকে ১০% বেনিফিশিয়ারি দিতে হবে ।
এরপর ডেলিগেশন সার্ভিস নিয়ে কথা বলেন, হিরোইজম নিয়ে কথা বলেন শুরুতে, কারা কারা এখান হতে সুবিধা পাচ্ছেন সেটা জানতে চান? এবিবি কিউরেশন নিয়ে কথা বলেন তারপর, নিশ্চিত সাপোর্ট পেতে চাইলে এবিবি কিউরেশন এ ডেলিগেশন করতে বলেন। নিয়মিত ডেলিগেশন বৃদ্ধি করার পরামর্শ দেন সবাইকে। তারপর এবিবি ফিচার্ড পোষ্ট নিয়ে কথা বলেন, মূলত আপনাদের পোষ্টগুলোকে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে। এরপর এবিবি ফান নিয়ে বলেন, ফান করে আর্ন করুন, এই কাজটি সবাই করার চেষ্টা করছেন বলে আশা প্রকাশ করেন। নতুনদের জন্য একটা বাড়তি সুবিধা আছে, কারো আরসি স্বল্পতার সমস্যা থাকলে আমাদের মডারেটরদের সাথে যোগাযোগ করে ডেলিগেশন সুবিধা নিতে পারবেন।
তারপর এবিবি চ্যারিটি নিয়ে বলেন, প্রতি বুধবার সবাইকে রিমাইন্ডার দেয়া হয়, ডোনেশন অথবা বেনিফিশিয়ারী দিতে পারেন আপনারা। তারপর এবিবি ফান অল চ্যানেল নিয়ে কথা বলেন সবাইকে সেখানে কাংখিত প্রশ্ন কিংবা অনু কবিতা জমা দেয়ার কথা বলেন। তারপর শুভ ভাই এবিবি স্টেজ শো নিয়ে কথা বলেন, খুব সুন্দরভাবে শো’টি চলছে, আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবেন । যারা অতিথি হিসেবে থাকবেন তাদের জন্য সম্মানীর ব্যবস্থা থাকবে। এরপর সাইফক্স সপ্তাহ নিয়ে কথা বলেন। সবশেষে চলমান প্রতিযোগিতা নিয়ে কথা বলেন এবং সবাইকে যথা নিয়মে অংশগ্রহণ করার আহবান জানান। মাছের রেসিপি করতে গিয়ে এমন কোন রেসিপি যেন না হয় যেটা খাওয়ার অযোগ্য হয়ে যায়।
তারপর কুইজ সেগমেন্টটি পরিচালনা করতে কমিউনিটির এ্যাডমিন আরিফ ভাইকে আহবান জানান। আর তাকে সহযোগিতা করেন মডারেটর রুপক ভাই, এ্যাডমিন সুমন ভাই এবং আমি। যেহেতু কুইজ পর্বের নিয়মগুলো একই রয়েছে তাই দ্রুত কুইজ শুরু করা হয়। পর পর চারটি কুইজ শেয়ার করা হয় এবং পরবর্তীতে বিজয়ীদের রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হবে বলে জানানো হয়। এরপর শুভ ভাই সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন এবং সবাইকে কাংখিতভাবে এ্যাকটিভ থাকার আহবান জানান।
তারপর শুভ ভাই গানের আসরটি শুরু করেন। তারপর একে একে
@bristychaki গান,
@kausikchak123 গান,
@neelamsamanta গান,
@aongkon গান,
@ah-agim কবিতা আবৃত্তি,
@saymaakter কবিতা আবৃত্তি এবং সব শেষে
@kausikchak123 কবিতা আবৃত্তি করেন । সবাই এই আসরটি বেশ মুগ্ধতা নিয়ে উপভোগ করেন।
তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে অফিসিয়ালি হ্যাংআউটের সমাপ্ত ঘোষণা করেন শুভ ভাই।
ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের, যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
@hafizullah
Community TEAM
@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Co-Founder & Operations Head ♛【IND】
@winkles ADMIN Executive Admin 🇮🇳 ✨
@hafizullah ADMIN Executive Admin 🇧🇩 ✨
@swagata21 ADMIN Community Admin 【IND】
@nusuranur ADMIN Community Admin 🇧🇩 ✨
@rex-sumon ADMIN Regulatory compliance Admin ✨
@moh.arif ADMIN Witness & Dev Team Admin ✨
@shuvo35 ADMIN Social Media & Marketing ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@abb-school MOD Steem School ✍
@shy-fox MOD Extreme Curator
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@royalmacro MOD Secondary Curator ♝
@abuse-watcher MOD Steem Watcher
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
সিলেট ঘুরে এসে শরীর এতটা ক্লান্ত ছিল যে হ্যাংআউট এ জয়েন হতে পারিনি। এই রিপোর্টের মাধ্যমে পুরো বিষয় সম্পর্কে অবগত হওয়ার চেষ্টা করেছি তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রত্যেকটা সপ্তাহের হ্যাংআউট ভালো ভাবে উপভোগ করার জন্য চেষ্টা করি। তেমনি এই সপ্তাহের হ্যাংআউট ও ভালোভাবে উপভোগ করেছিলাম। অনেক কিছু আলোচনা হয়েছিল। সব মিলিয়ে ভালোই লেগেছিল আমার কাছে পুরোটা। গানের আসরটাও অনেক ভালোভাবে উপভোগ করেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই রিপোর্টটি শেয়ার করার জন্য।
এবারের হ্যাং আউটে সব কিছু শুনলেও কিছু জায়গায় নেট কানেকশন না থাকার ফলে কথা আসছিল না৷ তাই অপেক্ষায় ছিলাম কখন আপনার পোস্ট পড়ব৷ আপনি বেশ সুন্দর গুছিয়ে লিখে দেন৷ কোথাও কোন মিস যায় না৷ পুশ কে নিয়ে দাদার কথাগুলো আবারও পড়লাম৷ কিছু কিছু বুঝলাম। আপনাকে অনেক ধন্যবাদ দাদা সুন্দর করে আমাদের জন্য লিখিত ভাবে হ্যাং আউটের সবটা তুলে ধরার জন্য৷
প্রতি সপ্তাহের মত করে আজও বেশ সুন্দর করে আপনি হ্যাং আউট রিপোর্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন। আশা করি এবারও আপনার শেয়ার করা রিপোর্ট দেখে সবাই নিজেদের সমস্যা গুলো সমাধান করে নিতে পারবে। ধন্যবাদ আপনাকে সুন্দর এই রিপোর্টটি প্রকাশ করার জন্য।
প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আপনি দারুন ভাবে পুরো হ্যাংআউট আমাদের মাঝে উপস্থাপন করেছেন।আমরা সবাই সারা সপ্তাহ জুড়ে অপেক্ষা করি শুধু এই দিনটির জন্য। ধন্যবাদ ভাই সুন্দর ভাবে পুরো হ্যাংআউট রিপোর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এই সপ্তাহে এত মাথা ধরেছিলো যে কখন ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না।তারপর আপনার এই রিপোর্টটি আমাদের একমাত্র ভরসা।যেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম,পুরো পোস্টটি একদমে পড়ে নিলাম।খুবই ভালো লাগলো সবার মতামত পড়ে, সুন্দরভাবে তুলে ধরেছেন ভাইয়া।ধন্যবাদ আপনাকে।
আবার একটি দারুণ হ্যাংআউটের সাক্ষী রইলাম। প্রতি সপ্তাহে অপেক্ষা করে থাকি এই সময়টার জন্য। সকলে মিলে জমজমাট একটা সময় কাটে। আমি এতদিনে কোনো হ্যাংআউট মিস করিনি। প্রতিবেদনটি ভীষণ যত্ন করে এবং বিশদে করা হলো। পড়তেও খুব ভালো লাগছিল। সকলকে আমার তরফ থেকে অভিনন্দন জানাই।
প্রত্যেক সপ্তাহে ভাইয়া হ্যাংআউটের রিপোর্টটি আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেন যা পড়ে মনে হয় আবারও হ্যাংআউটে অবস্থান করছি।সব সময় চেষ্টা করি হ্যাংআউটে উপস্থিত থাকার জন্য কারণ হ্যাংআউটের প্রত্যেকটি বিষয় আমার অনেক ভালো লাগে।অনেক ধন্যবাদ ভাই রিপোর্টি আমাদের মাঝে সুন্দরভাবে শেয়ার করার জন্য।
সবসময় চেষ্টা করি হ্যাংআউট এ যুক্ত থাকার, কারণ প্রতি সপ্তাহে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এই সপ্তাহেও সবাই খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন কিন্তু নেটের সমস্যার জন্য মাঝে মাঝে কিছু কথা মিস করেছিলাম। তবে আজকের হ্যাংআউট এর পোস্ট পড়ে সেগুলো সব জানতে পেরে খুব ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া সম্পূর্ণ রিপোর্ট সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য।