আমার বাংলা ব্লগ- সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১৫৩ || ABB Weekly Hangout Report-153

in আমার বাংলা ব্লগ6 months ago

Hangout Format 153.png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র‌্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৭৮২২ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৯৩। এই সপ্তাহে হ্যাংআউটে উপস্থিতির সংখ্যা ছিলো ৬০জন।

হ্যাংআউট-১৫৩

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই যথারীতি সময়ের পূর্বে চলে আসেন। শুরুতেই নিজের অসুস্থতার কথা শেয়ার করেন, অপ্রত্যাশিতভাবে বিদ্যুৎ এর লোডশেডিং বেড়ে যাওয়ার কারনে রাতে ঘুম হচ্ছে না, তাই শারীরিকভাবে কিছুটা অসুস্থবোধ করছেন আজ। তারপর সকলের খোঁজ খবর নেন এবং আশা প্রকাশ করেন সবাইকে নিয়ে অনেক সুন্দর কিছু মুহুর্ত উপভোগ করতে পারবেন, অনেকেই এখনো জয়েন করেন নাই তাই কিছুটা অপেক্ষা করেন। বর্তমান বিরূপ পরিবেশ নিয়ে নিজের অনুভূতি শেয়ার করেন এবং সবাইকে সাবধানে থাকার পরামর্শ দেন। এরপর কিছু বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং তাকে যথাযথভাবে সহযোগিতা করার আহবান জানান। এরপর সময় হওয়ার সাথে সাথে সবাইকে স্বাগতম জানিয়ে হ্যাংআউটের মূল পর্ব শুরু করেন।

এরপর কথা বলি আমি @hafizullah, যথারীতি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগ ১৫৩তম সাপ্তাহিক হ্যাংআউটে। আশা করছি রাসেলস ভাইপারের আতংক ছাপিয়ে চঞ্চল হৃদয়ে সব কিছু উপভোগ করার চেষ্টা করছেন। শুরুতেই গেস্ট ব্লগারদের কথা বলছি, এই মুহূর্তে কমিউনিটিতে ২০জন গেস্ট ব্লগার আছেন তাদের মাঝে ইনএকটিভ ৯জন, ইরেগুলার ৪জন এবং ৭ জন ইউজার আছেন রেগুলার। কাঙ্ক্ষিত ভাবে যারা একটিভ থাকার চেষ্টা করছেন তাদের সাপোর্ট নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

এই সপ্তাহে যে সকল এ্যাকটিভ ইউজার আমার অধীনে ছিলেন তাদের তাদের মাঝে ৪জন ইনএ্যাকটিভ ছিলেন এবং ৬জন ছিলেন ইরেগুলার, সুতরাং বুঝতেই পারছেন ২২জন ইউজারের মাঝে প্রায় অর্ধেকের অবস্থা ছিলো খারাপ। আবার বাকি ১২ জনের মাঝে কয়েকজনের ডিসকর্ড এনগেজমেন্ট ছিলো বেশ হতাশাজনক, তবুও কনসিডারেশনে নিয়ে ১২জনকে সুপার এ্যাকটিভ তালিকার জন্য মনোনীত করেছি। একটা বিষয়ে আবারও বলতে চাই, ভেরিফাইড ইউজারদের শর্টপোষ্ট কোনভাবেই কাম্য নয়, বিশেষ করে পরিচিত ইউজারদের মাঝে এই প্রবণতা একটু বেশী লক্ষ্য করা যাচ্ছে। আশা করছি এই বিষয়ে সবাই সতর্ক হবেন। ধন্যবাদ ।

Untitled-0001.png

তারপর কথা বলেন আমার বাংলা ব্লগের এক্সিকিউটিভ এ্যাডমিন @winkles ভাই, যে সকল এ্যাকটিভ ইউজার এই সপ্তাহে তার অধীনে ছিলেন তাদের এ্যাকটিভিটিস খুবই খারাপ অবস্থায় ছিলো বিশেষ করে ডিসকর্ড এবং কমেন্ট এনগেজমেন্ট খুবই কম, ইনএ্যাকটিভ ইউজারের সংখ্যা অনেক বেড়ে গেছে। তাই এই সপ্তাহে সুপার এ্যাকটিভ তালিকায় খুবই সীমিত সংখ্যক ইউজারের নাম দেয়া হয়েছে। হয়তো এসবিডি প্রিন্ট আউট না হওয়ার কারনে এটা হচ্ছে বলে নিজের মত প্রকাশ করেন। সবাইকে এ্যাকটিভিটিস বজায় রাখার অনুরোধ করেন। এছাড়া বাকি সব কিছু ঠিকঠাক ছিলো।

তারপর কথা বলেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন @swagata21 দিদি, এই সপ্তাহে যে সকল এ্যাকটিভ ইউজার আমার অধীনে ছিলো তাদের কিন্তু প্রত্যেকের এ্যাকটিভিটিস অনেক কম ছিলো। আর @fasoniya আপু আপনার ডিসকর্ড এ্যাকটিভিটিস এবং কমেন্ট সংখ্যা এতোটাই কম ছিলো এই সপ্তাহে আপনাকে সুপার এ্যাকটিভ তালিকায় রাখতে পারিনি। পরের সপ্তাহ হতে সকলের এ্যাকটিভিটিস বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন। তারপর বলেন, পোষ্ট লেখার সময় পোষ্ট টাইটেলটি অবশ্যই একবার চেক করবেন, আর পোষ্টের হেডিং যদি ভুল থাকে সেটা অত্যন্ত চোখে লাগে। সেই পোষ্টে যারা কমেন্ট করছেন তারাও কিন্তু সেই ভুলটি ধরিয়ে দেন না। এরপর কমেন্ট মনিটরিং রিপোর্ট নিয়ে বলেন, তেমন কিছু বলার নেই কিন্তু কিছু জনের ছোট খাটো ভুল ছাড়া বাকি সকলেরই কমেন্টের মান ঠিকঠাক ছিলো।

তারপর কথা বলেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন @nusuranur আপু, @shapladatta আপনার মার্কডাউনের দিকে বিশেষ নজর দিতে হবে এবং সে সাথে বিরাম চিহ্নের দিকেও বিশেষ নজর দিতে হবে। বিশেষ করে আপনার জেনারেল রাইটিং পোস্টগুলোর কোয়ালিটি অনেক বেশি বৃদ্ধি করতে হবে। শুধুমাত্র জেনারেল রাইটিং পোস্টগুলোর জন্যই আপনার পোস্ট কোয়ালিটিতে আপনি অনেক কম মার্কস পেয়েছেন। @sumon09, @jannatul01 সম্পূর্ণ পোস্টটি বোল্ড হরফে লিখবেন না। এতে পোস্টটি তার নিজের সৌন্দর্য হারায়। @ranhunamnurdisha আপনার ফটোগ্রাফি পোস্টগুলো করাটা ঠিক হচ্ছে না। যেমন গতকালের ফুলের ফটোগ্রাফি পোস্টটিতে লেখাগুলো ১ম এ একসাথে দিয়েছেন এবং নিচে অনেকগুলো ফটোগ্রাফি দিয়েছেন। এভাবে করে ফটোগ্রাফি পোস্ট করাটা ভালো দেখায় না।

@bdwomen এবার আপনার এক্টিভিটিস বেস ব্লগার নমিনেশন পাওয়ার মতোন ছিলো। কিন্তু শুধুমাত্র তা সম্ভব হয়নি, ডিসকোর্ড অ্যাক্টিভিটিস কম থাকার কারণে। আশা করছি এই দিকটাই আপনি নজর দেবেন। অনেকেই দেখলাম আমার বাংলা ব্লগের বানান ভুল করেন। এটা আসলে আমাদের সকলের জন্য খুবই লজ্জাজনক। কারণ ব্লক আর ব্লগের মধ্যে অনেক তফাৎ। এটা অবশ্যই ঠিক করে নেবেন, আমি আপাতত নাম প্রকাশ করছি না। আর একটা ব্যাপার হলো, যারা পার্মানেন্ট ইনএকটিভ লিস্ট থেকে একটিভ লিস্টে আসার জন্য চ্যারিটিতে ১৫ স্টিম দেন। উনারা এটা ভাবলে হবে না যে, সাথে সাথেই উনাদের একটিভ লিস্টে নেওয়া হবে। তাই অবশ্যই অন্তত এক সপ্তাহ মোটামুটি একটা একটিভিটিস রাখতেই হবে। আর আপুদের যদি কোনো ব্যক্তিগত সমস্যা হয়ে থাকে। তাহলে অবশ্যই আমার সাথে ডিএম যোগাযোগ করতে পারেন ধন্যবাদ।

Untitled-00012.png

এরপর কথা বলেন কমিউনিটির অ্যাডমিন (রেগুলেটরি কমপ্লায়েন্স) @rex-sumon সুমন ভাই, শুরুতেই বলেন আমাদের কমিউনিটিতে সবচেয়ে বেশী যে পোষ্টগুলো হয় সেগুলোর মাঝে অন্যতম একটা হলো কবিতা, নিঃসন্দেহে কবিতা অন্যতম একটা জনিপ্রিয় টপিকস, কিন্তু এই কবিতায় মাঝে বিভিন্ন সময় বিভিন্ন অসংলগ্ন কিছু দেখা যায়। কমিউনিটিতে যত কবিতার পোষ্ট হয় এক তৃতীয়াংশই একটু মন দিয়ে পড়লে দেখা যায়, কবিতার মাঝে তেমন সৌন্দরর্য নেই, সব লাইনগুলো যদি এক সঙ্গে জুড়ে দেয়া যায় তাহলে একটা গদ্যের মতো হয়ে যায়। নিজের মতো করে একটা গদ্য লিখে সেটা লাইন বাই লাইন সাজিয়ে লিখলেই সেটা কবিতা হয়ে যায় না। যদিও কবিতার নলেজ আমার অনেক কম, তবুও সেটা বুঝা যায় যে এটা আসলে কবিতার মধ্যে পড়ে না।

অনেকের মাঝে এমন হচ্ছে এবং অনেকেই এমন কবিতা লিখছেন তাও নিয়মিত। আরেকটা সমস্যা, নিজের অনেক পুরনো কবিতা বা আমাদের কোন ইউজারের অনেক পুরনো কোন কবিতা কিংবা বাহিরের কারো কোন একটা কবিতা, একটু এডিট করে, একটু সাজিয়ে পোষ্ট করে দিচ্ছেন। এমনটা হচ্ছে আমরা রিসেন্টলি এমনটা দেখেছি। এটা কোন ভাবেই কনসিডার করা হবে না, কোন জায়গা হতে কোন কিছু নিয়ে লিখলে সেটা লিখতে পারবেন কিন্তু সেটা উল্লেখ করতে হবে । এই রকম কিছু ভেরিফাইড ইউজার হতে পাওয়াটা অস্বাভাবিক কিছু। পাওয়ার আপ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়েছে কোন সমস্যা থাকলে তাকে জানাতে বলেন। এছাড়া এই সপ্তাহে কমিউনিটির পরিবেশ খুবই ভালো ছিলো।

তারপর কমিউনিটির এ্যাডমিন (উইটনেস এবং ডেভ টীম) @moh.arif আরিফ ভাই কথা বলেন, শুরুতেই বলেন এই সপ্তাহে ডেভেলপমেন্ট সংক্রান্ত নতুন কোন আপডেট নেই। তারপর আমার বাংলা ব্লগের সুপার এ্যাকটিভ তালিকা নিয়ে বলেন, ইউজার সংখ্যা এখন অনেক কম, এটা বুঝাই যাচ্ছে যে এসবিডি প্রিন্ট আউট না থাকার করনে হচ্ছে। তাই এখন আগের মতো সাপোর্ট দেয়ার চেষ্টা করা হচ্ছে।

কমিউনিটির এ্যাডমিন (সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং) @shuvo35 শুভ ভাই কথা বলেন এরপর, শুরুতেই সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং প্রথম ব্লকচেইন সম্পর্কে সবাইকে প্রশ্ন করেন এবং তাদেরকে উত্তরটি লিখতে বলেন। তারপর নিজের অনুভূতি শেয়ার করেন এই সম্পর্কে। নিজেদের স্মার্ট ভাবা ভালো কিন্তু সেটা ওভার স্মার্ট হওয়া ভালো না। এসবিডি বন্ধ হয়ে যাওয়ার কারনে অনেকের এ্যাকটিভিটিস বেশ হ্রাস পেয়েছে, সেটা মোটেও ঠিক না। আমরা সকলের প্রতিই নজর রাখি, কারন আপনাদের পেছনে আমাদের অনেক খাটুনি করতে হয়েছে, আপনাদের সব কিছু শেখানো হয়েছে। দুঃখ লাগে যেই মানুষগুলোকে আমরা এতদিন ধরে সাপোর্ট দিচ্ছি হুট করেই তাদের চেহারা পাল্টে ফেললো!

একটা বিষয় আমার কাছে বেশ অদ্ভুত লেগেছে, হঠাৎ করেই টুইটার প্রমোশন এক্টিভিটিস সবার কেমন জানি হ্রাস পেয়েছে। অনেক পরিচিত সদস্যকেই কেন জানি সক্রিয় থাকতে দেখছি না। তবে তাদের আমি প্রায়ই দেখতাম যখন এসবিডি চালু ছিল ঠিক তখন, ব্যাপারটা অনেকটাই দুঃখজনক। আমি মনে করি এই সমস্যা কাটিয়ে যাবে, তবে সেই সকল সদস্যদের চিন্তাধারায় যদি পরিবর্তন না আসে, তাহলে পরবর্তীতে আমরা কিছুটা কঠোর হব। আমরা চাই, টুইটার প্রমোশনে সবার উপস্থিতি সক্রিয় থাকুক। তাছাড়া যারা ফেসবুকে প্রমোশন করছেন, তাদেরকে ধন্যবাদ।

Untitled-000123.png

এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, শুরুতে মডারেটর @kingporos ভাই বলেন যেহেতু সিয়াম ভাই দীর্ঘ সময় জার্নিতে ছিলেন তাই কিছুটা অসুস্থবোধ করছেন এবং রুপক ভাই হজে গেছেন। নমস্কার। টেম্পোরারি ইনটিভ লিস্ট নিয়ে কিছু কথা বলতে চাই। যারা বর্তমানে টেম্পোরারি ইনটিভ লিস্টে রয়েছেন তারা খুব কম পোস্ট করছে দুদিন তিনদিন অন্তর অন্তর পোস্ট করছেন। তাদের জানিয়ে রাখি আপনারা নিয়মিত যদি এক্টিভিটিস না করেন সেক্ষেত্রে আপনাদের এক্টিভ লিস্টে পাঠানো সম্ভব হবে না। আর যারা বহুদিন ধরে ইন্যাক্টিভ থাকার পর এবিপি চারিটিতে স্টিম দিয়েছেন তারা সাথে সাথে অ্যাক্টিভ হতে পারবেন না। আপনাদের ন্যূনতম এক্টিভিটি দেখাতেই হবে।

লেভেল ২ এর ভাইভা তারিখ ঘোষণা করা হয়েছে। যারা ভাইবা দেবেন তাদের বলবো, ভাইবা দিতে আসার আগে লেকচার সিট এবং ভিডিও টিউটোরিয়াল গুলো দেখে আসবেন। যারা নতুন মেম্বার হিসেবে আমার বাংলা ব্লগে জয়েন করেছেন তারা অনেকেই বর্তমানে ইনএকটিভ হিসেবে রয়েছেন। সেই সদস্যদের যারা রেফার করেছেন তাদের অনুরোধ করব, আপনারা দয়া করে আপনাদের রেফারালকে একটু শিখিয়ে দিন। সেক্ষেত্রে তারা কাজ করার আগ্রহ পাবেন।

এরপর শুভ ভাই ফিরে আসেন, তারপর কমিউনিটির মডারেটর @tangera তানজিরা ম্যাডামের কথা লিখে প্রকাশ করতে অনুরোধ করেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। সবার সব কিছু ঠিকঠাক আছে তাই আজ নতুন করে কিছু বলার নেই। ধন্যবাদ।

এরপর শুভ ভাই ফিরে আসেন, গেষ্ট ব্লগার এবং নতুন ইউজারদের উদ্দেশ্যে কিছু কথা বলেন, তাদের অবশ্যই তিনটি রুলস মানতে হবে। আমার বাংলা ব্লগ সাবস্ক্রাইব করতে হবে, বাংলা ডট উইটনেস কে ভোট দিতে হবে এবং আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা আরএমই দাদাকে উইটনেস প্রক্সি সেট করতে হবে। বাকি সকল ইউজারদেরকেও এটা মানতে হবে। এবিবি স্কুল নিয়ে কথা বলেন, যারাই স্কুলে আছেন সবাইকে এবিবি স্কুলকে ৫% বেনিফিশিয়ারি দিতে হবে এবং বাধ্যতামূলকভাবে সাইফক্সকে ১০% বেনিফিশিয়ারি দিতে হবে । এরপর ডেলিগেশন সার্ভিস নিয়ে কথা বলেন, হিরোইজম নিয়ে বলেন শুরুতে, কারা কারা এখান হতে সুবিধা পাচ্ছেন সেটা জানতে চান? এবিবি কিউরেশন নিয়ে কথা বলেন তারপর, নিশ্চিত সাপোর্ট পেতে চাইলে এবিবি কিউরেশন এ ডেলিগেশন করতে বলেন। মিনিমাম ৩০০ এসপি ডেলিগেশন করতে হবে নিয়মিত সাপোর্ট পেতে চাইলে, এরপর নিয়মিত ডেলিগেশন বৃদ্ধি করতে অনুরোধ করেন। কোন ধরনের পোষ্টে এবিবি কিউরেটশন সাপোর্ট দেয় না সেটাও স্মরণ করিয়ে দেন।

Untitled-000.png

তারপর এবিবি চ্যারিটি নিয়ে বলেন, সবাইকে যথাসাধ্য ডোনেশন করার চেষ্টা করতে বলেন। । চাইলে লিকুইড স্টিম অথবা বেনিফিশিয়ারি দিতে পারবেন। এরপর এবিবি পিনড পোষ্ট নিয়ে কথা বলেন, কমিউনিটির গুরুত্বপূর্ণ সকল পোষ্ট সেখানে রয়েছে, সবাইকে সেগুলো ভালোভাবে পড়তে অনুরোধ করেন। তারপর এবিবি ফিচার্ড পোষ্ট নিয়ে কথা বলেন, মূলত আপনাদের পোষ্টগুলোকে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে, আপনাদের একটু বাড়তি সাপোর্ট দেয়ার চেষ্টা করা হচ্ছে। সবাইকে কোয়ালিটি এবং ভালো পোষ্ট শেয়ার করার আহবান জানান। তারপর কথা বলেন এবিবি ফান নিয়ে, ফান করে আর্ন করুন, এই কাজটি সবাই করার চেষ্টা করছেন, সবাইকে লেগে থাকার অনুরোধ করেন। এর আরো একটা সুবিধা আছে, কারো আরসি স্বল্পতার সমস্যা থাকলে আমাদের মডারেটরদের সাথে যোগাযোগ করে ডেলিগেশন সুবিধা নিতে পারবেন। তারপর এবিবি ফান অল চ্যানেলে সবাইকে মজার মজার প্রশ্ন দেয়ার কথা বলেন।

তারপর শুভ ভাই এবিবি স্টেজ শো নিয়ে কথা বলেন, বেশ দারুণভাবে শোটি চলছে, তারপর বলেন যারা রবিবারের আড্ডায় অতিথি হয়ে আসতে চান তারা অবশ্যই আমাদের মডারেটরদের সাথে যোগাযোগ রাখবেন। অতিথির জন্য যেমন সম্মানী রয়েছে ঠিক তেমনি উপস্থিত ইউজারদের জন্যও সম্মানী রয়েছে। তারপর সাইফক্স সপ্তাহ নিয়ে কথা বরেন এবং সাইফক্স সপ্তাহ কবে হতে কবে সেটা সকলের কাছে জানতে চান। সবাইকে ধন্যবাদ জানান এর জন্য। আপাদত এই সপ্তাহে নতুন কোন প্রতিযোগিতা নেই।

এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা, শুরুতেই শুভ ভাই দাদার সাথে শুভেচ্ছা বিনিময় করেন, দাদার অবস্থা জানতে চান। যথারীতি দাদা চাপের মাঝে আছেন বলে জানান। সেই সকাল হতে সন্ধ্যা পর্যন্ত বেশ চাপে থাকছেন, বিশ্রামও নিতে পারছেন না। এরপর দাদা এই সপ্তাহের বেষ্ট ব্লগার অব দ্যা উইক এর নামগুলো ঘোষণা করেন। তারা হলেন, @tasonya, @mohinahmed এবং @ronggin। এছাড়াও এই সপ্তাহের ফাউন্ডার'স চয়েস বিজয়ী হলেন @asadul-islam। এক্স (টুইটার) অব দ্যা উইক হলেন @nazmul01

এরপর শুভ ভাই কুইজ সেগমেন্টটি পরিচালনা করতে কমিউনিটির এ্যাডমিন আরিফ ভাইকে আহবান জানান। আর তাকে সহযোগিতা করেন মডারেটর কিংপ্রস ভাই, এ্যাডমিন সুমন ভাই এবং আমি। যেহেতু কুইজ পর্বের নিয়মগুলো একই রয়েছে তাই দ্রুত কুইজ শুরু করা হয়। পর পর চারটি কুইজ শেয়ার করা হয় এবং পরবর্তীতে বিজয়ীদের রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হবে বলে জানানো হয়। এরপর শুভ ভাই ফিরে আসেন এবং সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন।

তারপর শুভ ভাই গানের আসরটি শুরু করেন। তারপর একে একে @tuhin002 গান, @limon88 গান, @bristy1 গান, @mahmuda002 গান, @aongkon লালনগীতি, @afrinkhanupoma গান, @saymaakter কবিতা আবৃত্তি, @neelamsamanta মুক্তগদ্য এবং সবশেষে @selinasathi1 কবিতা আবৃত্তি করেন । তারপর শুভ ভাই চমৎকার কণ্ঠে একটা গান পরিবেশন করেন এবং আমি নিজের একটা কবিতা আবৃত্তি করি। সবাই এই আসরটি বেশ মুগ্ধতা নিয়ে উপভোগ করেন।

তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে অফিসিয়ালি হ্যাংআউটের সমাপ্ত ঘোষণা করেন শুভ ভাই।

ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের, যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
@hafizullah

break .png

Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Co-Founder & Operations Head ♛【IND】
@winkles ADMIN Executive Admin 🇮🇳 ✨
@hafizullah ADMIN Executive Admin 🇧🇩 ✨
@swagata21 ADMIN Community Admin 【IND】
@nusuranur ADMIN Community Admin 🇧🇩 ✨
@rex-sumon ADMIN Regulatory compliance Admin ✨
@moh.arif ADMIN Witness & Dev Team Admin ✨
@shuvo35 ADMIN Social Media & Marketing ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@abb-school MOD Steem School ✍
@shy-fox MOD Extreme Curator
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@royalmacro MOD Secondary Curator ♝
@abuse-watcher MOD Steem Watcher

break .png
Banner 3 years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png

Sort:  
 6 months ago 

সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট দেখে সত্যি অনেক বেশি ভালো লেগেছে। প্রত্যেকটা সপ্তাহের মতো এই সপ্তাহের হ্যাংআউটেও অনেক ভালো সময় কাটিয়েছিলাম। আর এডমিন মডারেটর ভাইয়া এবং আপুরা অনেক সুন্দর করে ইউজারদের ভুল সম্পর্কে বলে দিয়েছিলেন। প্রতি সপ্তাহে এই হ্যাংআউটের জন্য অপেক্ষায় থাকি। কারণ আমরা সবাই একসাথে খুব ভালো সময় কাটাতে পারি এটার মাধ্যমে। আর নিজেদের কাজের ভালো খারাপ সম্পর্কেও জানতে পারি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া রিপোর্টা সবার মাঝে তুলে ধরার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

সাপ্তাহিক রিপোর্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই হ্যাংআউটের মাধ্যমে আমরা সকল কিছু জানতে পারি। আমি অবশ্যই জয়েন হতে একটু দেরি করেছিলাম।তাই এই রিপোর্টটি পড়ে জানতে পারলাম।

 6 months ago 

প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে হ্যাং আউট রিপোর্ট পেয়ে ভালো লাগছে।অনেক দারুন ভাবে আপনি গুছিয়ে শেয়ার করেছেন।সব কিছুই ঠিক ঠাক দেখে ভালো লাগছে ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 6 months ago 

সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১৫৩ পড়ে খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করেছেন।এই হ্যাংআউটের মাধ্যমেআমরা অনেক আনন্দময় মুহূর্ত এবং গুরুত্বপূর্ণ কথা জানতে পারি।

 6 months ago 

প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আপনি হ্যাংআউট রিপোর্ট আমাদের মাঝে শেয়ার করছেন। পুরো হ্যাংআউট রিপোর্টটি পড়ে অনেক ভালো লাগলো। হ্যাংআউট টি আমি শুরু থেকে লাস্ট পর্যন্ত খুব সুন্দর ভাবে উপভোগ করছি।ধন্যবাদ ভাইয়া পোস্টটি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

 6 months ago 

ভাইয়া আপনি এত সুন্দর করে সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট তুলে ধরেছেন পড়ে মনে হচ্ছিল যেন আবারও সেই সময়ের মাঝে হারিয়ে গিয়েছি। অনেকে হয়তো সমস্যার কারণে হ্যাংআউটে উপস্থিত থাকতে পারেনা। যারা হ্যাংআউটে উপস্থিত থাকতে পারেনি তারা পরবর্তীতে আপনার এই পোস্ট দেখে সব বিষয়ে ভালোভাবেই বুঝতে পারবে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 6 months ago 

প্রতি সপ্তাহের বৃহস্পতিবার আসলে অস্থিরতায় থাকি কখন হ্যাংআউট শুরু হবে। সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে একটু ফ্রি সময় নিয়ে থাকি যাতে ভালোমতো সময় দিতে পারি। কারণ এই হ্যাংআউট মিটিং আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমরা অনেক ভালো মন্দ বিষয় জানতে পারি। বিষয়টি আপনি লিখিত আকারে আবারো শেয়ার করলেন সবার সাথে বেশ ভালো লাগলো।

 6 months ago 

হ্যাংআউট মানে আমার বাংলা ব্লগের মিলন মেলা। আসলে সপ্তাহ জুড়ে অপেক্ষা করি হ্যাংআউট এর জন্য। আসলে হ্যাংআউট এর মাধ্যমে আমরা আমাদের ভালো মন্দ সম্পর্কে জানতে পারি। যদিও এবার প্রথম দিকে হ্যাংআউট শুনতে পারিনি তবে আপনার পোস্ট পড়ে সকল কিছু জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

সাপ্তাহিক হ্যাংআউটের এতো সুন্দর রিপোর্ট লিখেছেন, আমি ভাবছি এতো ডিটেইলসে কিভাবে মনে রাখলেন৷ হ্যাং আউট থেকে অনেক কিছু শিখতে ও বুঝতে পারি। যেখানে একটু আধটু ফাঁকফোকর থেকে গেছিল আপনার পোস্ট পড়ে সবটাই পূরণ হয়ে গেছে৷ খুব ভালো লিখেছেন দাদা।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 104021.29
ETH 3869.26
SBD 3.33