আমার বাংলা ব্লগ- সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১৩৪ || ABB Weekly Hangout Report-134

in আমার বাংলা ব্লগlast year

Hangout Format 134.png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র‌্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৭০৮০ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৩৮।

হ্যাংআউট-১৩৪

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই যথারীতি সময় হওয়ার সাথে সাথে চলে আসেন এবং উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শীতের ঠান্ডা পরিবেশ এবং উপস্থিত সকলের অবস্থা নিয়ে কথা বলেন। সকলের সাথে নিজের অনুভূতি যেমন ভাগ করে নেন ঠিক তেমনি সকলের অবস্থাও জানতে চান। হ্যাংআউটে পুরো সপ্তাহ নিয়ে আলোকপাত করা হয়, অনেক কিছুর আপডেট শেয়ার করার চেষ্টা করা হয়, তাই সকলের উচিত মনোযোগ সহকারে সব কিছু শুনা। কিছু বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং তাকে যথাযথভাবে সহযোগিতা করার আহবান জানান। এরপর সময় হওয়ার সাথে সাথে সবাইকে স্বাগতম জানিয়ে হ্যাংআউটের মূল পর্ব শুরু করেন।

এরপর কথা বলি আমি @hafizullah, যথারীতি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের ১৩৪তম সাপ্তাহিক হ্যাংআউটে। আশা করছি সবাই ভালো এবং সুস্থ্য আছেন। এই সপ্তাহে যে সকল ইউজার আমার অধিনে ছিলেন তাদের অধিকাংশের এ্যাকটিভিটিস খুবই খারাপ ছিলো। যদিও দুইজন ইতিমধ্যে তাদের সমস্যার কথা জানিয়েছেন। কিন্তু বাকিদের অবস্থার কোন উন্নতি নেই। যথারীতি ডিসকর্ড এবং কমিউনিটির এনগেজমেন্ট বেশ খারাপ ছিলো। শুধু একটা কথাই বলবো, কাংখিত এনগেজমেন্ট এর মাধ্যমে নিজের কাংখিত রেপুটেশন ধরে রাখার চেষ্টা করুন।

আর একটা বিষয়ে কথা বলবো, সেটা হলো এক্স (টুইটার) অব দ্যা উইক নিয়ে। যদিও এই বিষয়ে শুভ ভাই আপনাদের যথা নিয়মে গাইড করবেন। আপনারা টুইটারে যত বেশী এ্যাকটিভ থাকবেন, নিজেদের পোষ্টগুলো মানে টুইটগুলো ততো বেশী সময় এ্যাকটিভ থাকবে এবং অন্যদের দৃষ্টি আকৃষ্ট করতে সক্ষম হবে। তাই যেন তেন পোষ্ট লাইক কিংবা রিটুইট না করে কাংখিত এনেগজমেন্ট করার চেষ্টা করুন। ধন্যবাদ।

এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের এক্সিকিউটিভ এ্যাডমিন @winkles ভাই, শুরুতেই শুভেচ্ছা বিনিয়ম করেন শুভ ভাইয়ের সাথে। এরপর বলেন এই সপ্তাহে যে সকল এ্যাকটিভ ইউজার তার অন্ডারে ছিলেন, তাদের পোষ্ট কোয়ালিটি এবং কমন্টস মোটামুটি সব ঠিকঠাকই আছে। তবে ডিসকর্ড এনগেজমেন্ট খারাপ আছে কয়েক জনের। নাম প্রকাশ করতে চাচ্ছেন না, তবে তাদের অনুরোধ করেন ডিসকর্ড এনগেজমেন্ট বৃদ্ধি করার এবং ঠিকঠাক কাজ করার।

Untitled-001.png

এছাড়া এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন @swagata21 দিদির আন্ডারে যে সকল ইউজার ছিলেন, তাদেরও সব কিছু এ্যাকটিভিস মোটামুটি ভালোই আছে। তবে @mohamad786 এর উদ্দেশ্যে বলেন, পোষ্ট সমূহের মাঝে যখন কবিতা পোষ্টের রিভিউ দিচ্ছেন তখন তার ভিতর রেসিপি পোষ্টেরও লিংক দিয়ে দিচ্ছেন, এগুলো ঠিক রাখতে বলেন। কারন বেষ্ট ব্লগার হিসেবে যখন আপনার নাম উঠছে তখন এ্যাকটিভিটিস একটু ভালো রাখা উচিত, তাহলে সেটা ভালো দেখাবে। @haideremtiaz তাকে সতর্ক করেন অন্যদের পোষ্টে যখন আপভোট দিবেন তখন একটু খেয়াল করে দিবেন যেন সেটা ডাউন ভোট না হয়ে যায়। মাঝে মাঝে কয়েক জনের পোষ্টে ডাউন ভোট দিচ্ছেন উনি। এ বিষয়টির প্রতি যত্নশীল হওয়ার আহবান জানান। বাকি সব কিছু ঠিকঠাক আছে।

তারপর কথা বলেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন @nusuranur আপু, @bristy1, @riyadx2, @gopiray, আপনাদের পোস্টের এমাউন্ট ঠিক ছিলো।কিন্তু কমেন্ট মনিটরিং টিম থেকে প্রাপ্ত স্কোর কম ছিলো। @bristy1 আপনি কমেন্ট মনিটরিং এ 5.0 পয়েন্ট পাওয়ার পরেও আপনাকে টায়ারে না রাখতে পারার কারণ হলো, যেদিন আমি আপনার কমেন্ট সংখ্যা চেক করেছি।সেদিন 5.0 পাওয়ার মতোন কমেন্ট ছিলো না,সে কারণেই। এজন্যেই আমি প্রায় সময় বলি যে, অবশ্যই এক্টিভিটিসটি রেগুলার রাখতে হবে। @tithyirani, @mrahul40, @johir65 আপনাদের পোস্ট সংখ্যা খুব ই কম ছিলো। @jarin-tasnim আপনাকে সরাসরি সুপার একটিভ লিস্টে নেওয়া হয়েছে। কারণ গত উইকেই আপনাকে একটিভ লিস্টে নিয়েছিলাম। কিন্তু তা পোস্টে উল্লেখ্য করা হয়নি । তো সে অনুযায়ীই আপনার এক্টিভিটিস ভালো থাকার কারণে, আপনাকে সুপার লিস্ট নেওয়া হয়েছে। তবে আপনার কমেন্টের পরিমাণ আর একটু বাড়াতে হবে।

আর, @riyadx2 আপনি একটিভ লিস্টে রয়েছেন। যদি একটিভিটিস ভালো থাকে। তাহলে নেক্সট উইকে সুপার এক্টিভ লিস্টে যেতে পারবেন। @asadul-islam, @mahfuzanila, @saikat890 আপনাদের একটিভ লিস্টে আনা হয়েছে এ সপ্তাহে।আপনাদের একটিভিটিস ভালো থাকলে নেক্সট উইকে টায়ার এ আসতে পারবেন,আপনাদের জন্যে শুভকামনা রইলো। @pujaghosh আপনাকে টেম্পোরারি ইনএকটিভ লিস্টে নেওয়া হয়েছে। আপনার কিছু বলার থাকলে অবশ্যই @kingporos ভাই এর সাথে যোগাযোগ করবেন। আর আমি সকলের উদ্দেশ্যেই একটা কথা বলতে চাই,সকলের গুরুত্ব সহকারে শুনবেন।এবার প্রতি জন এডমিন এর আন্ডারেই অনেক বেশি একটিভ ইউজার। তো এমনিতেই সাপোর্ট একটু কম দিতে পারবো। তো তাই একটিভিটিস না থাকলে সাপোর্ট পেতে আরো বেশি সমস্যা হবে। আর আপুদের কোনো ব্যক্তিগত সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ধন্যবাদ।

এরপর কথা বলেন কমিউনিটির অ্যাডমিন (রেগুলেটরি কমপ্লায়েন্স) @rex-sumon সুমন ভাই, এই সপ্তাহে কমিউনিটি নিয়ে তেমন কোন ইস্যু নেই। তারপর এই সপ্তাহে চলমান প্রতিযোগিতা নিয়ে কথা বলেন যেখানে অনেকেই অংশগ্রহণ করেছেন। যেহেতু সময় দুই সপ্তাহ ছিলো সেহেতু আরো অধীক সংখ্যক অংশগ্রহণ প্রত্যাশায় ছিলো। সবাই অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করেছেন। জাজমেন্টের ক্ষেত্রে বিষয়টি অনেক বেশী কঠিন ছিলো তারপরও আমাদের লিমিটেশনের মাঝে থেকেই বিজয়ী নির্বাচিত করার চেষ্টা করা হয়েছে। তবে একটা বিষয় বেশ কষ্ট দিয়েছে আমাকে, শেষের দিকে তিন-চারজনকে বাদ দেয়া হয়েছে শুধুমাত্র স্লট অভাবের কারনে কিন্তু তাদের রেসিপিগুলো ভালো ছিলো। এছাড়া এই সপ্তাহে পাওয়ার আপ প্রতিযোগিতা ফলাফল ঘোষনা করা হয়েছে। কমিউনিটির মডারেটর আইরিন আপু সেভেন এক্স ডলফিন হয়েছেন তাকে অভিনন্দন জানান।

তারপর কমিউনিটির এ্যাডমিন (উইটনেস এবং ডেভ টীম) @moh.arif আরিফ ভাই কথা বলেন, শুরুতেই স্টিমিট সার্ভার নিয়ে কথা বলেন কারন বেশ কিছু সমস্যা হচ্ছে এখন। যেমন পোষ্ট করার সাথে সাথে সেটা দেখা যাচ্ছে না তাই বিষয়গুলোকে কনসিডার করার অনুরোধ করেন। তবে এই ক্ষেত্রে কিছু বিষয় নিশ্চিত হওয়ার জন্য steemworld.org অথবা upvu.org গিয়ে চেক করার অনুরোধ করেন। এরপর সুপার এ্যাকটিভ তালিকা নিয়ে কথা বলেন, ইতিমধ্যে সুপার এ্যাকটিভ তালিকায় ইউজার সংখ্যা বেশ বৃদ্ধি পেয়েছে। যার ফলে সবাই হয়তো আগের মতো সমান সংখ্যক সাপোর্ট পাচ্ছেন না। হয়তো এখন একটু কম সাপোর্ট পাবে সবাই।

Untitled-0012.png

কমিউনিটির এ্যাডমিন (সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং) @shuvo35 শুভ ভাই কথা বলেন এরপর, শুরুতে এক্স অব দ্যা ইউক বিজয়ীর জন্য কত রিওয়ার্ডস আছে সেটা জানতে চান, রিওয়ার্ডস হলো ৫০ ডলার এর একটা আপভোট। কিছু সময়ের জন্য সকলের দৃষ্টি আকর্ষন করেন এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। টুইটারের ক্ষেত্রে আমাদের কমিউনিটকে বেশী প্রাধান্য দিবো। অন্য কমিউনিটিতে পোষ্ট করেন কিন্তু আমাদের কমিউনিটির ট্যাগ ব্যবহার করতেন অনেকেই, কিন্তু এখন হতে আর সেটা করবেন না টুইট করার সময়। যে কমিউনিটির পোষ্ট শেয়ার করবেন সে কমিউনিটির নিয়ম অনযায়ী ট্যাগ ব্যবহার করবেন কিন্তু আমার বাংলা ব্লগের ট্যাগ নয়। ইতিমধ্যে টুইট বা এক্স অব দ্যা ইউক নিয়ে বিস্তারিত তথ্যসহ একটা গাইডলাইন পোষ্ট শেয়ার করা হয়েছিলো, সে বিষয়ে সকলের মতামত জানতে চান। ট্যাগের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বলেন এবং তথ্যবহুল পোষ্ট সমূহে কমেন্ট এবং রিটুইট করতে অনুরোধ করেন। এর বাহিরেও করতে পারবেন সেটা আপনার ইচ্ছা। তারপর কিভাবে মার্কিং করা হয় সে বিষয়ে কথা বলেন। সবশেষে বলেন, এই সপ্তাহে মোট টুইট করা হয়ছে ২০৯টি এবং এ্যাকটিভ ছিলেন ৩৩জন, এছাড়া সেরা হওয়ার তালিকায় ছিলেন ১৯জন ইউজার।

এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, প্রথমে বলেন @alsarzilsiam ভাই, প্রথমে লেবেল তিন সম্পর্কে কিছু কথা বলতে চাই। এ সপ্তাহে লেভেল তিনের এর ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে মারিয়া আপু এবং উপমা আপু পাস করে গেছেন। তাদেরকে অভিনন্দন জানাই। তারা যেন খুব তাড়াতাড়ি লেভেল ফোর ও লেভেল ফাইভ এর ভাইবা ও অতিক্রম করে ভেরিফাইড মেম্বার হতে পারেন। এছাড়াও লেবেল তিন পাস কৃত যেসব ইউজার রয়েছে তারা বেশিরভাগই ইনএকটিভ হয়ে গেছেন। কারণটা ঠিক জানিনা তারপরও আমি তাদের পোস্টে বারবার মেনশন করার চেষ্টা করছি এবং তাদের ডিসকোড এনগেজমেন্টও তুলনামূলক অনেক কম। আমি তাদের অনুরোধ করবো তাদের অ্যাক্টিভিটিস গুলো বৃদ্ধি করার জন্য।

কমেন্ট মনিটরিং নিয়ে এসপ্তাহে খুব বেশি কথা বলবো না। সবাই মোটামুটি অনেক ভালো করেছেন। তবে বেশ কিছু ছোটখাটো ভুল দেখতে পেরেছি এছাড়া বানানের কিছু ভুল ছিল। আশা করছি, যারা প্রতিনিয়ত অন্যের পোস্টে কমেন্ট করছে তারা বানানের দিকে একটু সতর্ক থাকবেন এবং আমাদের এই রিপোর্টটি ভালোভাবে পড়ে পরবর্তীতে আপনার ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবেন।

এরপর কমিউনিটির মডারেটর @rupok ভাই বলেন, এই মুহূর্তে লেভেল ফোরে কোন মেম্বার নেই। যে দুজন লেভেল ৩ পাশ করেছেন ইনশাল্লাহ আগামী সপ্তাহে তাদের ক্লাস নেয়া হবে। আপনারা তার ভেতরে লেভেল ফোর লেকচার সিট দেখে ভালোভাবে প্রস্তুতি নিন। আর যে সমস্ত মেম্বার লেভেল ফোর পাশ করেছিলেন তারা সবাই লেভেল ৫ পাস করে ভেরিফাইড মেম্বার ট্যাগ পেয়েছেন তাদের সকলের জন্য রইল শুভকামনা। সেই সাথে তাদের জন্য কিছু পরামর্শ থাকবে। আপনারা এখন থেকে কমেন্ট এনগেজমেন্ট, ডিসকর্ড এনগেজমেন্ট এবং ভালো মানের পোস্ট করার চেষ্টা করবেন। যেহেতু আপনাদের জার্নিটা ভেরিফাইড মেম্বার হিসেবে কেবল শুরু হলো এই সময়টা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

এখন যদি আপনারা আপনাদের কাজের মাধ্যমে ভালো একটা ইম্প্রেশন ক্রিয়েট করতে পারেন তাহলে ভবিষ্যতে সেটা আপনাদের জন্য খুবই ভালো হবে। তো আশা করি আপনারা আপনাদের এনগেজমেন্ট বৃদ্ধির মাধ্যমে ভালো অবস্থানে পৌঁছাতে পারবেন। আর কমেন্ট মনিটরিং নিয়ে বলতে চাই এই সপ্তাহে আমার আন্ডারে যে সমস্ত মেম্বার ছিলেন তাদের কমেন্ট অ্যাক্টিভিটিজ মোটামুটি ভালই ছিলো। দু একজনের কিছু সমস্যা ছিলো। বাদবাকি ওভারঅল সব ভালো ছিলো। ধন্যবাদ সকলকে।

Untitled-00123.png

এরপর কমিউনিটির মডারেটর @kingporos ভাই বলেন, নমস্কার! শুরুতেই টেম্পোরারি ইন্যাক্টিভ লিস্ট নিয়ে কথা বলবো। @steem-for-future আপনাকে ইন্যাক্টিভ প্যানেলে দুবার মেনশন করেছি। আপনার ডিসকর্ড এক্টিভিটিস একদমই নেই তাই চলতি সপ্তাহেও আপনাকে এক্টিভ লিস্টে পাঠানো সম্ভব হয়নি। বাকিরা যারা ইন্যাক্টিভ লিস্ট এ আছেন তাদের কেউ এক্টিভ হলে অবশ্যই আমাকে মেনশন করে জানাবেন। আমার কাছে লেভেল ২ যেসব সদস্যরা আছেন তাদের নিয়ে কথা বলবো। @sadia23 আপনার এক্টিভিটিস ১৫ দিনের বেশি দিন ধরে না থাকায় আপনাকে টেম্পোরারি ইন্যাক্টিভ লিস্টে পাঠানো হয়েছে। আপনার পরীক্ষা শেষ হলে আমাকে লেভেল ২ চ্যানেলে মেনশন করে জানাবেন, আপনাকে ফের লেভেল ২ এর পরীক্ষা দিয়ে জার্নি শুরু করতে হবে। ধন্যবাদ।

এরপর শুভ ভাই ফিরে আসেন, তারপর কমিউনিটির মডারেটর @tangera তানজিরা ম্যাডামের কথা লিখে প্রকাশ করতে অনুরোধ করেন। যেহেতু আপুর বাড়িতে মেহমান আসছে তাই আপু আগেই তার বক্তব্য লিখে দিয়েছেন। আসসালামু আলাইকুম, আজকে তেমন কিছু বলার নেই মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে। এরপর শুভ ভাই তানজিরা ম্যাডামকে ধন্যবাদ দিয়ে প্রমোশনাল কথাবার্তা শুরু করেন।

শুরুতেই এবিবি স্কুল নিয়ে কথা বলেন, যারাই স্কুলে থাকবেন সবাইকে এবিবি স্কুলকে ৫% বেনিফিশিয়ারি দিতে হবে এবং বাধ্যতামূলকভাবে সাইফক্সকে ১০% বেনিফিশিয়ারি দিতে হবে, যত দিন এবিবি স্কুলে থাকবেন ততদিন এটা করতে হবে। এরপর বলেন আমাদের তিনটি ডেলিগেশন প্রজেক্ট রয়েছে, সেগুলো কি কি তা উপস্থাপন করেন। প্রথমে হিরোইজম নিয়ে কথা বলেন, এটা বিশ্বব্যাপী ডেলিগেশন প্রজেক্ট, ডেলিগেশন করলে প্রতিদিন সাপোর্ট পাওয়া যাবে এবং প্রতি সপ্তাহে কিউরেশন রিওয়াডর্স পাবেন। তারপর সবাই সাপোর্ট পাচ্ছেন কিনা সেটা জানতে চান সবার কাছে। তারপর এবিবি কিউরেশন নিয়ে কথা বলেন, নিশ্চিত সাপোর্ট পেতে চাইলে এবিবি কিউরেশন এ ডেলিগেশন করতে বলেন। মিনিমাম ৩০০ এসপি ডেলিগেশন করতে হবে নিয়মিত সাপোর্ট পেতে চাইলে, এরপর নিয়মিত ডেলিগেশন বৃদ্ধি করতে অনুরোধ করেন। কোন ধরনের পোষ্টে এবিবি কিউরেটশন সাপোর্ট দেয় না সেটাও স্মরণ করিয়ে দেন।

এরপর কথা বলেন নিক্সি প্রজেক্ট নিয়ে, সবার কাছে নিক্সি সম্পর্কে জানতে চান। তারপর বলেন এটা আমাদের ফাউন্ডারের যৌথ প্রজেক্ট। যাদের বাড়তি কিছু এসপি আইডল রয়েছে তারা এখানে ডেলিগেশন করতে পারেন, এরপর নিক্সি নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। রেগুলার পোষ্ট করতে না পারলেও রিওয়াডর্স পাওয়া যাবে এখান হতে । তারপর কথা বলেন এবিবি চ্যারিটি নিয়ে, প্রতি বুধবার রিমাইন্ডার দেয়ার চেষ্টা করেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তারপর যে কেউ চাইলে এখানে ডোনেশন করতে পারেন, লিকুইড স্টিম অথবা বেনিফিশিয়ারির মাধ্যমে। এরপর নতুন ফান্ড রাইজিং পোষ্ট নিয়ে কথা বলেন এবং সবাইকে যথাসম্ভব সহযোগিতা করার আহবান জানান।

ইতিমধ্যে সর্বশেষ ফান্ড রাইজিং এর বিষয়টি সম্পন্ন করা হয়েছে, আমাদের একজন ইউজার সহযোগিতা চেয়েছিলেন তাকে ইতিমধ্যে ফান্ডা রাইজিং এর মাধ্যমে সংগৃহীত ফান্ড পাঠিয়ে দেয়া হয়েছে। এরপর ইউটনেস নিয়ে কথা বলেন কারা কারা ভোট দিয়েছেন সেটা জানতে চান। তারপর এবিবি পিন পোষ্ট নিয়ে কথা বলেন, পিন পোষ্ট নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। অনেকেই কমিউনিটি সম্পর্কে অনেক কিছু জানতে চান, তাদেরকে পিনড পোষ্টগুলো পড়ার অনুরোধ করেন, কমিউনিটির গুরুত্বপূর্ণ সকল পোষ্ট রয়েছে এখানে। এরপর কথা বলেন এবিবি ফিচারড পোষ্ট নিয়ে, আমরা আপনাদের পোষ্ট হাইলাইট করার চেষ্টা করছি এবং কোয়ালিটির সাথে সাথে আপনাদেরকেও হাইলাইট করার চেষ্টা করছি। যাদের পোষ্ট ফিচারড এ জায়গা পাচ্ছে তাদের বাড়তি সাপোর্ট দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

Untitled-001234.png

তারপর এবিবি স্টেজশো রবিবারের আড্ডা নিয়ে কথা বলেন, নিজের অনুভূতি প্রকাশ করেন। ইতিমধ্যে এই শোতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে এবং আগামী পর্বে গত মাসের ফিচারর্ড পোষ্টে যারা নির্বাচিত হয়েছিলেন তাদের পোষ্ট সমূহ নিয়ে আড্ডা দেয়া হবে, কারা কারা সেখানে আমন্ত্রন পাবেন সেটা পরবর্তীতে আমাদের মডারেটনগণ জানিয়ে দিবেন। এরপর এবিবি ফান নিয়ে কথা বলেন, ফান করো আর্ন করো, কমেন্ট শেয়ার করেই খুব সহজেই পোষ্টের কাছাকাছি আয় করা সম্ভব এখানে। নতুনভাবে এখানে আপনাদের জন্য একটা সুযোগ তেরী করা হয়েছে, ফান প্রশ্ন বা অনু কবিতা দিয়ে ১০% বেনিফিশিয়ারী পাওয়ার সুযোগ দেয়া হয়েছে ইউজারদের। এছাড়া নতুন ইউজারদের ফ্রি ডেলিগেশন দেয়ার ব্যবস্থা রয়েছে এখানে, সেটাও উপস্থাপন করেন সকলের অবগতির জন্য। নতুন ইউজারদের এনগেজমেন্ট এ যাতে সমস্যা না হয় সেই জন্য এই ব্যবস্থা। তবে নতুনদের নিয়মিত রিওয়াডর্স ক্লেইম করতে হবে। তারপর চলমান প্রতিযোগিতা নিয়ে কথা বলেন এবং বিজয়ীদের নাম ঘোষনা ও তাদের অনুভূতি শেয়ার করার সুযোগ দেন।

এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা, শুরুতেই শুভ ভাই প্রতিযোগিতায় বৌদির অংশগ্রহন এবং রেসিপিগুলোর স্বাদ সম্পর্কে দাদার অনুভূতি জানতে চান। দাদা নিজের অনুভূতি শেয়ার করেন, সবগুলো ভর্তাই দারুণ স্বাদের হয়েছিলো। তবে বিশেষভাবে দুটো ভর্তার কথা দাদা বলেন, শুধু মটরশুটি দিয়ে ভর্তা এবং ব্রকলি দিয়ে চিংড়ি শুটকির ভর্তা। এ দুটোর স্বাদ দাদার কাছে সবচেয়ে সেরা কিছু মনে হয়েছে। এর আগে কখনো খাননি এই রকম ভর্তা। মটরশুটির ভর্তাটা খুব ভালো লাগে, মনে হবে অনেকটা ডাল ভর্তার মতো টেস্ট। তারপর এই সপ্তাহের বেষ্ট ব্লগার অব দ্যা উইক এর নামগুলো ঘোষণা করেন। তারা হলেন, @bdwomen, @mohinahmed এবং @tanjima। এছাড়াও ব্লগার অফ দা উইক ফাউন্ডার'স চয়েস বিজয়ী হলেন @ronggin। আর এক্স (টুইটার) অব দ্যা উইক হয়েছেন @haideremtiaz। এমনিতে ভালো আছেন দাদা যদিও ব্যস্ততা রয়েছে আগের মতোই।

এরপর শুভ ভাই আরিফ ভাইকে আমন্ত্রণ জানান কুইজ পর্ব শুরু করার জন্য। যথারীতি আরিফ ভাই এই সেগমেন্টটি পরিচালনা করেন। আর তাকে সহযোগিতা করেন মডারেটর রুকপ ভাই, এ্যাডমিন সুমন ভাই এবং আমি। যেহেতু কুইজ পর্বের নিয়মগুলো আগের মতোই রয়েছে তাই দ্রুত কুইজ শুরু করা হয়। পর পর চারটি কুইজ শেয়ার করা হয় এবং পরবর্তীতে বিজয়ীদের রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হবে বলে জানানো হয়। তারপর কমিউনিটির মডারেটর তানজিরা ম্যাডামের পক্ষ হতে একটা কুইজ শেয়ার করা হয় এবং বিজয়ীকে তার পক্ষ হতে রিওয়ার্ডস দেয়া হয়। এরপর আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা দাদার পক্ষ হতে ৩টি কুইজ শেয়ার করা হয় এবং বিজয়ীদের সাথে সাথে রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হয়। তারপর শুভ ভাই সুপার এ্যাকটিভ তালিকা নিয়ে কিছু কথা বলেন এবং সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন।

তারপর শুভ ভাই ফিরে আসেন এবং গানের আসরটি পরিচালনা করেন। এই আসরে একে একে @bristychaki গান, @tithyrani কবিতা আবৃত্তি, @saymaakter কবিতা আবৃত্তি, @aongkon গান, @mahbubul.lemon গান এবং সবশেষে @selinasathi1 কবিতা আবৃত্তি করেন । তারপর শুভ ভাই গান এবং সাথি আপু আরো একটা কবিতা আবৃত্তি শেয়ার করেন। সবাই এই আসরটি বেশ মুগ্ধতা নিয়ে উপভোগ করেন।

তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে অফিসিয়ালি হ্যাংআউটের সমাপ্ত ঘোষণা করেন।

ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের, যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
@hafizullah

break .png

Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Co-Founder & Operations Head ♛【IND】
@winkles ADMIN Executive Admin 🇮🇳 ✨
@hafizullah ADMIN Executive Admin 🇧🇩 ✨
@swagata21 ADMIN Community Admin 【IND】
@nusuranur ADMIN Community Admin 🇧🇩 ✨
@rex-sumon ADMIN Regulatory compliance Admin ✨
@moh.arif ADMIN Witness & Dev Team Admin ✨
@shuvo35 ADMIN Social Media & Marketing ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@ayrinbd MOD Community Moderator 🇧🇩 ✨
@abb-school MOD Steem School ✍
@shy-fox MOD Extreme Curator
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@royalmacro MOD Secondary Curator ♝
@abuse-watcher MOD Steem Watcher

break .png
Banner Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

বরাবরের মতোন এই সপ্তাহের হ্যাং আউট ও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যে পরিপূর্ণ এবং জম্পেশ এন্টারটেইনমেন্ট এ ভরপুর একটি হ্যাং আউট ছিলো। বিশেষ করে এক্স প্রমোশন নিয়ে বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য সবাইকে ক্লিয়ার করা হয়েছে। সব মিলিয়ে দারুণ ইঞ্জয় করেছি এবারের সাপ্তাহিক হ্যাং আউট।

Posted using SteemPro Mobile

 last year 

আমার তো গত সপ্তাহের হ্যাংআউট রিপোর্ট দেখে অনেক ভালো লাগলো। কারণ গত সপ্তাহে আমি প্রতিযোগিতার মধ্যেও বিজয় হয়েছি আবার বেস্ট ব্লগার হয়েছিলাম তাই নিজের কাছে অনেকটাই উৎসাহ লাগতেছে। এমনিতে প্রতি সপ্তাহে হ্যাংআউট গুলো বেশ জমজমাট হয়। এবার এটা আমার কাছে অনেকটা আলাদা লাগলো। চেষ্টা করেছি নিজের কাজগুলো প্রতিবারের মতো এবারও বজায় রাখার জন্য। আশা করব পরবর্তীতে যাতে আরো সুন্দরভাবে কাজ করতে পারি এই চেষ্টাই করব। এবারে সবাই অনেক বেশি এক্টিভ ছিল কাজের মধ্যে এটা দেখে আরো ভালো লাগলো। আর আপনাকেও ধন্যবাদ সুন্দরভাবে রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 last year 

হ্যাংআউট রিপোট পড়ে অনেক ভালো লাগলো। আসলে আমরা সারা সপ্তাহে জুড়ে এই হ্যাংআউট এর জন্য অপেক্ষা করে থাকি। হ্যাংআউট এর মাধ্যমে আমরা আমাদের ভালো মন্দ সম্পর্কে জানতে পারি। ধন্যবাদ ভাইয়া পুরো রিপোর্ট সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ভীষণ ভালো লাগলো হ্যাংআউট রিপোর্ট টি পড়ে ৷ অনেক কিছুই জানতে পারলাম ৷ আসলে সেদিন একটু ব্যস্ততার জন্য হ্যাংআউটে জয়েন হতে পারনি , এজন্য ভীষণ খারাপ লাগছে ৷ তবে আজকে আপনার এই হ্যাংআউট রিপোর্ট পড়ে ভীষণ ভালো লাগলো দাদা ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে সম্পূর্ণ রিপোর্ট টি প্রকাশের জন্য ৷

 last year 

পুরো সপ্তাহ শেষে এই দিনটার জন্যই অপেক্ষায় থাকি। এই হ্যাংআউটের মাধ্যমে পুরো সপ্তাহের ভালো-মন্দ সবকিছু জানতে পারি। নিজেদের ভুলের কথাও জানতে পারি। বৃহস্পতিবার এর হ্যাংআউট কখন আসবে পুরো সপ্তাহ জুড়ে শুধু এটাই ভাবি। আজকের এই হ্যাংআউট রিপোর্টটা সবার মাঝে উপস্থাপন করেছেন দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ রিপোর্টটা সুন্দর করে তুলে ধরার জন্য।

 last year 

প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও বৃহস্পতিবারের হ্যাংআউট রিপোর্ট বেশ সুন্দরভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন ভাই। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও বেশ ভালো ভাবেই হ্যাংআউট শুনেছিলাম। ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে হ্যাংআউট রিপোর্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আমার বাংলা ব্লগ- সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ। আসলে পুরো সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার হ্যাংআউট এর মাধ্যমে মনে হয় যেন পুরো সপ্তাহের স্বস্তি খুঁজে পাই। আবার হ্যাংআউট মানে মোটিভেশন, পুরো সপ্তাহ জুড়ে যে যেরকম কাজ করেছে, তার একটা মোটিভেশনও বটে। আর এই মোটিভেশন থেকে পুনরায় নতুন উদ্যমে কাজ করার একটি দারুন মাধ্যম হলো বৃহস্পতিবারের হ্যাংআউট।

 last year 

বরাবরের মতো সাপ্তাহিক হ্যাং আউটের রিপোর্টটি পড়ে অনেক ভালো লাগে আমার।
বৃহস্পতিবার মানে আমার বাংলা ব্লগের একটি প্রোগ্রামও বিনোদন পর্ব।হ্যাং আউটের প্রোগ্রামে থাকতে পেরে অনেক ভালো লাগে। আর যারা মিস করে তারা এই সুন্দর রিপোর্টটি পড়ে হ্যাংআউটের প্রোগ্রামটি অনুভব করতে পারে।অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি রিপোর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

প্রতিটি হাংআউট আমাদের সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাংআউট মানে আমাদের বিশেষ একটা দিন। যে দিনে অনেক কিছু তথ্য আদান-প্রদান হয়। অনেক কিছু জানা অজানার তথ্য আমরা জানতে পারি। সকলের কাজকর্ম সম্পর্কে ভালো আপডেট শেয়ার করা হয়। তাছাড়াও এমন কিছু বিশেষ বিষয় থাকে। এইবারের রেসিপির প্রতিযোগিতার কারণে খুবই ভালো লাগছিল। কারণ হ্যাংআউটের মাধ্যমে সবার রেসিপি রেজাল্ট শুনতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনি বিস্তারিত আমাদের সাথে শেয়ার করলেন।

 last year 

বরাবরের মতো এই সপ্তাহের হ্যাংআউট প্রোগ্রামটি বেশ উপভোগ করেছি। শুভ ভাই টুইটার প্রমোশনের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তাছাড়া শীতকালীন সবজির ভর্তা রেসিপি প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছিল বিধায়, আরও বেশি ভালো লেগেছিল। বিনোদন পর্বে অংশগ্রহণকারী কম থাকলেও, দারুণ লেগেছিল পুরোটা বিনোদন পর্ব। যাইহোক এই রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.24
JST 0.039
BTC 104057.30
ETH 3314.32
SBD 5.67