জাগ্রত থাকুক আমাদের বিবেক (Let our conscience be awake)

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

কিছু বিষয়ে আমরা ছোট বেলা হতেই খুব বেশী যত্নশীল ছিলাম, এর মাঝে একটি ছিলো বিবেক। কারন তখন বিবেক বিষয়টি কি, এটা কিভাবে কাজ করে, কেন কাজ করে? এই রকম নানা ধরনের প্রশ্ন মনে আসতো বিবেক শব্দটি নিয়ে কিন্তু বিষয়টির সঠিক উপলব্ধি তখন আমাদের মাঝে ছিলো না। বিশেষ করে আমি স্কুলে যাবার সময় অনেক রিক্সার পিছনে দেখতাম এই রকম লেখা “বিবেক হলো পৃথবীর সবচেয়ে বড় আদালত”, “যার বিবেক নেই সে উন্মাদ”, “কিছু করার পূর্বে নিজের বিবেককে প্রশ্ন করো” । তখন এগুলোর মর্মকথা অতোট বুঝতাম না এবং এই বিষয়ে কাউকে প্রশ্ন করার সৎ সাহস দেখাতে পারি নাই।

1.jpg

2.jpg৩.jpg
কারন আমরা আমাদের সন্তানদের সাথে এখন যতটা আন্তরিক এবং উদার, তখন কিন্তু এই রকম পরিবেশ কিংবা অবস্থা ছিলো না। বরং আমরা সর্বদা একটা ভয়ের মাঝে থাকতাম এবং তাদের কোন কথার তাৎক্ষনিক উত্তর দিতাম না। আসলে এটা অতিরিক্ত ভক্তি কিংবা সম্মান এর কারনে হয়েছিলো। বর্তমান প্রজন্মের ছেলে-মেয়েদের মাঝে এই বোধ বা ভক্তি কোনটাই নেই। যার কারনে তারা হুট হাট করে অনেক সময় অবান্তর প্রশ্ন করে বসে এবং আমাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। আর মাঝে মাঝে সম্মান রক্ষার্থে আমরা তাদের অনেক কিছুই মেনে নিতে বাধ্য হই।

4.jpg

5.jpg6.jpg
এখন বেশ বুঝি বিবেক এবং এই কার্যকারীতা সম্পর্কে, তার সাথে সাথে মাঝে মাঝে বড্ড বেশী অবাক ও হতবাক হয়ে যাই আশে পাশের মানুষের বিবেকহীন কর্মকান্ড দেখে। মানুষ কিভাবে এতোটা নীচে নামতে পারে, কেন তারা এতোটা হীন কাজ করছে এবং দিন দিন কেন মানুষ বিবেক শূণ্য হয়ে পড়ছে? মানুষ হিসেবে তার একটা নির্দিষ্ট কিংবা উচুঁ অবস্থান ধরে রাখা উচিত ছিলো।

7.jpg

8.jpg9.jpg
আসলে এগুলোর পিছনে অনেকগুলো কারন রয়েছে, যার প্রভাবে দিন দিন মানুষের বোধ শক্তি লোপ পাচ্ছে এবং কোন বিষয়ে চিন্তা ভাবনা না করেই হুট করে ফেলছে, যার পরিনাম নিয়ে তার কোন ধারনাই নেই। তারপর সেই ধরনের কর্মকান্ডের জন্য লজ্জিত হয় এবং নিজের সম্মানহানী করেন। সত্যি বলতে মানুষ ভুল করতে করতে একটা সময় সে সেই ভুলটিকে সঠিক মনে করা শুরু করেন, অতিরিক্ত প্রাপ্তির প্রত্যাশা তাকে ভুল পথে নিয়ে যায় এবং কিছুটা পথ যাওয়ার পর সে সেটাকেই সঠিক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন, ক্রমাগত এই ভুলগুলোর কারনেই তার বিবেক শক্তি লোপ পায় এবং ধীরে ধীরে বিবেকহীন হয়ে পড়ে। নির্দিষ্ট কোন বিষয় নিয়ে চিন্তা করার কিংবা সেটার ভালো মন্দ যাচাই করার সৎ সাহস তার মাঝে আর থাকে না।

10.jpg

11.jpg12.jpg
লক্ষ্য করুন, আমাদের চারপাশের মানুষগুলোর সাথে মাঝে মাঝে আমরা খুবই দূর্ব্যবহার করি, অনাকাংখিতভাবে তাদের মানসিকভাবে আঘাত করি, নিজের অবস্থান ঠিক রাখার জন্য অন্যদের উপর দোষ চাপিয়ে দেই এবং লোভের বশবর্তি হয়ে অন্যের হক নষ্ট করি। কিন্তু আমাদের বিবেক যদি জাগ্রত থাকতো, তাহলে এই কাজগুলোর করার ক্ষেত্রে বিবেক আমাদের বাধা দিতো এবং আমরা এই ধরনের কাজ হতে বিরত থাকতে বাধ্য হতাম। কারন জাগ্রত বিবেক অনাকাংখিত কাজ হতে আমাদের বিরত থাকতে সক্ষম এবং আমরা ভুল হতে সহজেই ফিরে আসতে পারবো। কিন্তু যদি বিবেক না থাকে? তাহলে আর কোন কথাই থাকে না।

IMG_20210730_173343.jpg

যাইহোক, আমাদের বিবেক জাগ্রত থাকুক সব সময়, আমাদের বিবেক সতেজ থাকুক সর্বদা এবং ফুলের মতো সুবাসিত হোক আমাদের ব্যবহার। তবে মানুষ হিসেবে আমাদের অবস্থান যেমন সুখকর হবে, ঠিক তেমনি বিবেকহীন কর্মকান্ড দারুনভাবে হ্রাস পাবে। সামাজিক অবস্থান আরো বেশী সুন্দর ও সুখকর হবে। তাই আজকের লেখাগুলোর সাথে কিছু সুন্দর ফুলের ফটোগ্রাফি ভাগ করে নিলাম। আশা করছি সবাই দৃশ্যগুলো উপভোগ করবেন।

W3W Code: https://what3words.com/fountain.tags.excusing
Device: Redmi 9, Xiaomi

ধন্যবাদ সবাইকে বিষয়টি বুঝতে পারার জন্য।
@hafizullah

break.png
Leader Banner-Final.pngbreak.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png


Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover copy.png

Sort:  
 3 years ago 

এখনকার বাচ্চাদের কথা আর বলেন না ভাই। ওরা খুব চঞ্চল এবং অনেক বেশি বুঝে যতটা আমরা বুঝতাম না। এটা যুগের পরিবর্তন বলতে পারেন। এবং সময়ের সাথে সাথে আমরা মানুষের সাথে আন্তরিকভাবে কথা বলা ভূলে যাচ্ছি। এটা খুব দুঃখের বিষয়। খুব সুন্দর বিষয়ে আলোচনা করেছেন ভাই।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 3 years ago 

অসাধারণ ফটোগ্রাফি করেছেন ভাই।আপনি খুব সুন্দর করে আলোচনা করেছেন। আপনার আলোচনা মানুষের বিবেককে নারা দেবে।
ধন্যবাদ।

 3 years ago 

আজকাল মানুষের বিবেক বলে কিছু নেই, সব বোধ বুদ্ধি হারিয়ে কথাবার্তা বলে। কেউ কেউ আছে যারা কোন কথার কোন উত্তর দিতে হয় সেটাই জানে না, নির্বোধের মতো কথা বলে দেয়। আর আজকালকার ছেলে মেয়েদের কথা আর কি বলবো এক একটা কথার ওস্তাদ। অনেক ছেলে মেয়ে আছে যাদের ভাল কিছু বোঝাতে গেলে বাজে ভাষা ছেড়ে দেয় মেশিনের মতো।

 3 years ago 

খুব সুন্দর লিখেছেন ভাই।আপনার ফটোগ্রাফি গুলো ও খুব সুন্দর হয়েছে।এইটা কি ফুল ভাই?লেবু গাছের ফুলের মতো লাগছে।

সত্যিকার অর্থেই মানুষের বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত। বিবেকহীন মানুষ পশুর সমান। যদিও এই ধরণের মানুষ এখন সমাজে অসংখ্য। এইজন্যই প্রতিনিয়ত আমাদের চারপাশে বিভিন্ন রকম সহিংস এবং অসামাজিক কার্যকলাপ চলছে। মানুষের বিবেক জাগ্রত করার ক্ষেত্রে তার পরিবার একটা বড় ভূমিকা পালন করতে পারে। অনেক ভালো লিখেছেন ভাই ধন্যবাদ।

 3 years ago 

আসলে আপনার কথাগুলা অত্যন্ত সুন্দর এবং এখান থেকে কিছু জানতে পারলাম কিছু শিখতে পারলাম খুবই ভালো লাগলো আপনার কথাগুলো শুনে এবং ফটোগ্রাফি গুলোই তো সুন্দর ছিল

 3 years ago 

একদম খাঁটি কথা বলেছেন। বিবেকহীন মানুষই আমাদের সমাজে এখন অনেক। আর আপনার ফুলগুলোর ছবি খুবই চমৎকার হয়েছে।

 3 years ago 

খুব সুন্দর হয়েছে । কন্টেন্ট পড়েও অনেক কিছু শিখলাম।। ছবি গুলি মনের মাধুরী মিশিয়ে ক্যামেরা বন্দি করেছেন ।অনেক ভালো লেগেছে ।অনেক অনেক শুভ কামনা।

 3 years ago 

কান্ডজ্ঞান ও কর্মজ্ঞান দুটো নিয়েই বিবেক তৈরী হবে। বর্তমানে আমাদের বিবেকহীন হতে এক মিনিটও সময় লাগেনা। লাগেনা কাউকে আঘাত করতে, মানসিক ভাবেই হোক বা শারীরিক ভাবে। এর থেকে ফেরার রাস্তা কি?

 3 years ago 

সমাধান একটাই বিবেককে জাগ্রত রাখা, যদিও আমাদের চারপাশের পরিবেশের পরিবর্তন ছাড়া এটা অসম্ভব একটা বিষয়। আমাদের মানসিকতা বিকৃতভাবে বেড়ে উঠছে, চারপাশের বাস্তব অবস্থা দেখে, যার ফলাফল আমাদের বিবেকহীন কর্মকান্ড।

 3 years ago 

নিজের জায়গাটাতেই আগে ঠিক থাকতে হবে। তাহলে কিছুটা হলেও হয়তো বদলানো সম্ভব

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.029
BTC 68542.93
ETH 2454.71
USDT 1.00
SBD 2.54