আমার বাংলা ব্লগের নেটিভ কয়েন $PUSS নিয়ে ভিন্ন অনুভূতির কথা

in আমার বাংলা ব্লগ5 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সুস্থ আছি। তবে একটু বেশী অস্থির আছি কারন আমার বাংলা ব্লগের প্রথম এবং একমাত্র মেমে কয়েন $PUSS । সত্যি বলছি এই মুহুর্তে চরম উত্তেজনাকর একটা মুহুর্ত পার করছি আর হ্যা সাথে দারুণ ফান করছি কিন্তু। আমার বাংলা ব্লগের ডিসকর্ড চ্যানেলে প্রায় প্রতিদিনই আমরা $PUSS মেমে কয়েন নিয়ে এবং এর নানা দিক দিয়ে মিটিং করছি, ফান করছি, ব্যানার করছি এবং দারুণ মুহুর্ত উপভোগ করছি। সত্যি বলছি দাদা শুরু হতেই একটা কথা বার বার জোর দিয়ে বলেছেন সেটা হলো $PUSS আমার বাংলা ব্লগের নেটিভ কয়েন শুধুমাত্র ফান এর জন্য এটা তৈরী করা হয়েছে।

তবে দাদা এটাও বলেছেন যে এই কয়েন ব্যবহার করা হবে, নানাভাবে কমিউনিটির কাজের সাথে এই মেমে কয়েনকে সংযুক্ত করা হবে। অর্থাৎ দারুণ একটা পরিকল্পনা আছে এই কয়েন নিয়ে, ধীরে ধীরে একটু সুন্দর অবস্থান তৈরী করা হবে। আমার বাংলা ব্লগ যতদিন আছে $PUSS কয়েনও ততো দিন থাকবে। সুতরাং এটা নিয়ে অস্থিরতা কিংবা ভীত হওয়ার কিছুই নেই, এই বিষয়েও কিন্তু দাদা বেশ কয়েকবার আস্তত্ব করেছেন আমাদের সবাইকে। সত্যি আমাদের টীম দারুণভাবে কাজ করার চেষ্টা করছে এবং প্রতিনিয়ত নানাভাবে নতুন নতুন আইডিয়া বের করার চেষ্টা করছেন, যাতে আরো সুন্দরভাবে এই কয়েনের প্রচার করা যায়। সবে মাত্র শুরু করেছি আমরা, এখনো অনেক পথ বাকি আছে।

puss mini banner10.1.png

কারন আমাদের লক্ষ্য অনেক দূর পর্যন্ত, অনেক দূর অব্দি যেতে চাই আমরা $PUSS নিয়ে। অথচ এর মাঝেই আমার বাংলা ব্লগের এ্যাকটিভ ইউজাররা আমাদের হতাশ করতে শুরু করেছেন, যাদের নিয়ে এতো আয়োজন, যাদের জন্য এতো এতো খরচ এবং বিনিয়োগ, সেই তারাই যদি এই নেটিভ টোকেনের প্রতি আগ্রহ না দেখায় তাহলে কিভাবে হবে? আমরা বার বার বলার পরও অনেকেই এখনো এই টোকেন বাই করেন নাই, যা আমাদের বেশ হতাশ করেছে। আচ্ছা কত টাকা লাগে ৫০০০ $PUSS কয়েন ক্রয় করতে? কত টাকার সাপোর্ট পান আপনি প্রতি সপ্তাহে? কখনো কি সেটা যাচাই করে দেখেছেন? কেন এভাবে আমাদের বার বার আপনাদের নক দিতে হবে?

আমার বাংলা ব্লগ সব সময় আপনাদের কথা শুনেছে এবং আপনাদের দারুণভাবে সাপোর্ট করার চেষ্টা করেছে, আপনাদের দক্ষতা এবং সৃজনশীলতার যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করেছে। এ্যাকটিভ ইউজার হতে সুপার এ্যাকটিভ ইউজার কেন বাছাই করা হচ্ছে? শুধুমাত্র আপনাদের সাপোর্ট নিশ্চিত করার জন্য, আপনাদের দক্ষতার সঠিক মূল্যায়ন করার জন্য। তারপরও বিশেষ পোষ্ট সমূহকে বুস্ট করার জন্য এবিবি ফিচার্ড আর্টিকেল এর ব্যবস্থা করা হয়েছে কিন্তু কেন? সেখানেও আপনারা রয়েছেন। প্রতি সপ্তাহের সেরা ব্লগার, ফাউন্ডার চয়েস, টুইটার অব দ্যা ইউক, কাদের করা হচ্ছে এবং কেন করা হচ্ছে? এতো কিছু করার পরও আপনারা হ্যাপি না? যদি হ্যাপি হয়ে থাকেন তাহলে কেন আমাদের কথা শুনছেন না?

puss mini banner10.png

সুযোগ এখনো আছে, যেভাবে $PUSS কয়েনের মূল্য বৃদ্ধি পাচ্ছে তখন কিন্তু আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। আজকের এই পোষ্ট লেখার উদ্দেশ্য একটাই, সেটা হলো আপনাদের শেষ বারের মতো সতর্ক করা। আরে ভাই ফান হিসেবেই না হয় ৫০০০ পুশ কয়েন কিনলেন। আনন্দের জন্য তো মানুষ লাখ টাকা খরচা করছে, আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা কোটি কোটি টাকা খরচা করে আমার বাংলা ব্লগকে গতিশীল রেখেছেন, সবই তো তার নিজের টাকা, তাহলে আপনারা কেন পিছিয়ে যাচ্ছেন, কমিউনিটির সাপোর্ট হতে যে আয় হচ্ছে সেখান হতে সামান্যই তো ব্যয় করতে বলা হয়েছে, আর এই টাকাতো আপনি পানিতে ফেলে দিচ্ছেন না। আশা করছি এই বিষয়ে আমাদের আর কিছু বলতে হবে না।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Hi @hafizullah,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 5 months ago 

জি ভাই পুশ আমাদের গর্ব পুশ আমাদের কয়েন আর এটা কমিউনিটির অনেকে এখনও ক্রয় করেনী শুনে অবাক হলাম। যারা এখনও পুশ কয়েন ক্রয় করেননী তাদের প্রতি বিনীত অনুরোধ করছি দ্রুত কমপক্ষে ৫০০০ পুশ ক্রয় করুন। কারন এই বিষয়টি নিয়ে অনেকবার সতর্ক করা হয়েছে। আর পুশ কিনে রাখলে তো আমাদের ই লাভ হবে। আমি বিগত ০১.০৯.২৪ তারিখে ২০ হাজার টাকার পুশ ক্রয় করি যার বর্তমান মূল্য ২৫ হাজার টাকার মত। তাই এটি ক্রয় করিলে আমাদের ই লাভ হইবে।

 5 months ago 

ভাই আমাদের কমিউনিটির কিছু কিছু ইউজারদেরকে কোনো কথা বললে কানেই নেয় না। সোজা কথা এতবার বলার পরেও যারা মাত্র ৫০০০ পুস কয়েন কিনেনি,তাদের সাপোর্ট বন্ধ করে দেন। যাইহোক খুব শীঘ্রই আমাদের পুস কয়েন এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

"🌟 Hey there! 👋 It's your friend @bangla.witness here 😊. I just wanted to take a moment to express my heartfelt gratitude for being part of this amazing Steem community 🤩. We've got an incredible group of individuals who are passionate about creating, sharing, and growing together 🌱.

I'm thrilled to share with you that our community has been buzzing with activity lately 🎉! From engaging discussions on various topics, to creative content being shared left and right, it's truly inspiring to see everyone's enthusiasm shine through 🔥.

As your witness, I've been working tirelessly behind the scenes to ensure that our community continues to thrive 🌟. With your support, we can make even bigger things happen! 🤩

So, if you haven't already, please take a moment to vote for me as your witness by heading over to https://steemitwallet.com/~witnesses 👉. Your voice matters, and I'm honored to have the opportunity to serve this community 🙏.

Let's keep the good vibes going and continue to grow our ecosystem together! 💕

P.S. Don't forget to set me as your proxy by going to https://steemitwallet.com/~witnesses 👉. It'll make a huge difference in helping us push forward with exciting new developments 🚀.

Thanks for being part of this incredible journey, everyone! 😊"

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.038
BTC 104568.21
ETH 3321.33
SBD 4.07