$PUSS হোক নতুন বছরের নতুন ঠিকানা

in আমার বাংলা ব্লগ22 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি এবং চঞ্চল থাকার চেষ্টা করছি। যদিও শীতের মাত্রা বেশ বেড়ে গেছে এবং সকাল হতে সন্ধ্যা পর্যন্ত বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। আমি ভাবছিলাম এই বছর তেমন একটা শীত পড়বে না কিন্তু না আমার ভাবনায় বেশ বড় ধরনের ভুল ছিলো এবং ঠান্ডার পরিমান বেড়ে সেটাই প্রমান করে দিলো, হি হি হি। যদিও সব সময়ই ঢাকা শহরে শীতের মাত্রাটা কম থাকে কিন্তু গত দুইদিনের ঠান্ডা দেখে মনে হচ্ছে এবার তার ব্যতিক্রম হবে।

নতুন বছর এবার একটু বেশী শীতল পরিবেশ নিয়ে শুরু হয়েছে, শীতের উষ্ণতায় সফলতার হাসি আরো বেশী রঙিন হবে এমনটাই ভাবছি আমি। মানে ভাবনাটা একটু পরিবর্তন করে নিয়েছি শীতের প্রকোপটা দেখে হি হি হি। তবে একটা বিষয় বেশ ভালোভাবে উপলব্ধি করছি আর সেটা হলো ঢাকার চারপাশের ঠান্ডা এমন হলে শুভ ভাইয়ের গাইবন্ধার অবস্থা কেমন? যাদের কাছেই জিজ্ঞেস করি সবাই বলে ভাই ঠান্ডার বিষয়টি আর ভাষায় প্রকাশ করা যাবে না, যাই বলবো তাই বরফের টুকরা হয়ে যাবে। চিন্তা করছি শুভ ভাই না আবার ঠান্ডায় জমে যান, তাহলে তো আমাদের হ্যাংআউটও জমে যাবে হি হি হি।

puss mini ban.png

যাইহোক, নতুন বছর নতুন ভাবে শুরু হোক, সেখানে ঠান্ডা বা উষ্ণতা যাই থাকুক না কেন মনের চঞ্চলতা থাকুক। কারণ মনের চঞ্চলতা না থাকলে সব কিছুই আমাদের কাছে বৃথা মনে হবে। আর মনে চঞ্চলতা থাকলে শীত বা ঠান্ডা যাই থাকুক উভয় অবস্থাতেই আমরা সেটা ‍উপভোগ করার সুযোগ পাবো। এবার আমি মুল প্রসঙ্গে আর সেটা হলো আমাদের প্রিয় $PUSS । নতুন বছরে নতুন উদ্যোগ নিয়ে আমরা এগিয়ে যাবো আমাদের কাংখিত লক্ষ্যে, নতুনভাবে সফলতার স্পর্শ নেয়ার চেষ্টা করবো $PUSS এর সাথে। নতুন বছর হোক $PUSS এর বছর, নতুন হাওয়া হোক $PUSS এর হাওয়া এবং নতুন হাসি হোক $PUSS এর হাসি।

তবে সেগুলো কিন্তু এমনি এমনি হয়ে যাবে না বরং তার সাথে কিছু প্রচেষ্টা এবং ইচ্ছাশক্তি যোগ করতে হবে, তবেই হয়তো সেটাকে বাস্তবে রূপদান করা যাবে। আমরা যদি যার যার অবস্থান হতে সঠিকভাবে প্রমোশন এর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারি এবং আরো বেশী কাংখিতভাবে $PUSS টীম এর সাথে থাকতে পারি, তাহলে হয়তো সেটা অনেক বেশী সহজ হয়ে যাবে। কারন টীম ওয়ার্ক মানেই কঠিন কাজকে সহজে করার সুযোগ তৈরী করা। নতুন এই বছর হোক তেমন একটা বছর, যেখানে $PUSS টীম আরো বেশী শক্তিশালী হবে এবং আরো বেশী সফলতার হাসি হাসবে।

ভালোবাসার উষ্ণ পরশে $PUSS হোক আরো বেশী রঙিন ও উজ্জ্বল, ভালোবাসার বন্ধনে $PUSS থাকুক আরো বেশী চঞ্চল। নতুন এই বছরের শুরু হতে শেষ পর্যন্ত $PUSS এর হাসি থাকুক একই রকম ও সফলময়। কারন $PUSS হাসি মানেই আমাদের হাসি, $PUSS এর চঞ্চলতা মানেই আমাদের চঞ্চলতা আর $PUSS এর সফলতা মানেই আমাদের সফলতা। নতুন বছরে $PUSS এর পথ চলা হোক আরো বেশী স্বপ্নময় এবং আরো বেশী সুখকর। নতুন বছরে এই একটাই প্রত্যাশা, $PUSS পাবে তার সফলতার সেরা চূড়া এবং সফলতার এক নতুন অধ্যায়।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 22 days ago 

নতুন বছরের পুস আমাদের রঙিন ঠিকানায় নিয়ে যাবে এটাই আমি মনে মনে ভাবি। আর কল্পনায় স্বপ্ন দেখি। আসলে পুস কয়েন আমাদের ভালবাসার কয়েন, এই কয়েন আমাদের নতুন বছরে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে এটাই প্রত্যাশা করি।

 22 days ago 

আমিও তাই মনি করি ভাইয়া। পুষ হোক আমাদের জন্য নতুন বছরের নতুন ঠিকানা। আপনি বেশ দারুন করে পুষ কে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে উৎসাহ যুগিয়েছেন আপনার লেখার মাধমে। আপনার এমন আশা গুলো বেচেঁ থাকুক হাজার বছর।

 22 days ago 

আমিও ভেবেছিলাম এই বছর ঠান্ডা তেমন পড়বে না। কিন্তু গত দুইদিন ধরে মোটামুটি ভালোই ঠান্ডা পড়ছে। তবে শীতকালটা বেশ ভালোই উপভোগ করছি। কারণ শীতকাল আমার খুব পছন্দ। যাইহোক সবাই সম্মিলিতভাবে চেষ্টা করলে পুস কয়েন অবশ্যই এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.039
BTC 105527.26
ETH 3401.76
SBD 4.64