Happy New Year 2025 || নতুন বছরের শুভেচ্ছা সবাইকে

in আমার বাংলা ব্লগ3 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি, হৃদয়ের চঞ্চলতা নিয়ে নতুন বছর শুরু করতে চাচ্ছি। যদিও হুট করে প্রকৃতি অনাকাংখিত পরিবর্তন শীতের মাত্রা কিছুটা বাড়িয়ে দিয়েছে। গতকাল আমাদের এদিকে হঠাৎ করেই বাতাসের মাত্রা বেড়ে গিয়েছিলো এবং যার প্রভাবে যাই যাই বলে চলে যাওয়া শীত আবার ফেরত চলে আসছে হা হা হা। সত্যি শীতের মাত্রা কমে গরমের মাত্রাটা বেড়ে গিয়েছিলো কিন্তু হুট করেই শীত বুঝিয়ে দিলো যে এখনো সে ফিরে যায়নি হি হি হি। প্রকৃতির অবস্থান হতে হয়তো প্রকৃতি ঠিক আছে।

আসলে সময় পরিবর্তন হয়, তার সাথে সাথে চারপাশের দৃশ্যাবলীর পরিবর্তন হয়, পবির্তন হয় গতিশীল জীবনের সম্পর্কগুলোও। সময়ের সাথে সংযোগ তৈরী করে হয়তো আমরা সবটা মানিয়ে নেয়ার চেষ্টা করি, ভালোবাসার বন্ধনে সম্পর্কগুলোকে আগলে রাখার চেষ্টা করি কিন্তু তবুও কি আমরা সব কিছু ঠিকঠাক রাখতে পারি? আসলে আমাদের পরিত্রগুলো খুবই বিচিত্র ধরনের, সময়ের সাথে সাথে আমরা এবং আমাদের মানসিক অবস্থানও নিদারুণভাবে পরিবর্তন হয়ে যায়। পাল্টে যায় আমাদের ভালোবাসায় গড়া সম্পর্কগুলোর বন্ধনও। তার সাথে সাথে কিন্তু উন্মোচন হয়ে যায় আমাদের মুখোশের আড়ালে থাকা গোপন চরিত্র।

2025.png

আজ নতুন বছরের নতুন, হয়তো ভালোবাসার রঙে রাঙিয়ে আমরা সবাই আপন ও প্রিয় মানুষগুলোকে রঙিন রাখার চেষ্টা করছি, মনের মাধুরির সাথে হৃদয়ের চঞ্চলতায় সময়কে ভিন্নভাবে উপভোগ্য করার চেষ্টা করছি। কিন্তু প্রকৃত সত্য কিংবা হৃদয়ের প্রকৃত অবস্থা কি আমরা প্রকাশ করতে পারছি? হয়তো কখনো কখনো পারছি আবার হয়তো কখনো কখনো গোপন করে সম্পর্ক সুন্দর রাখার চেষ্টা করছি। বিগত বছরের নানা ঘটনা হয়তো এখনো হৃদয়ে পুষে রেখেছি, আবার যন্ত্রনাময় অনেক স্মৃতি এখনো হয়তো ভুলতে পারিনি কিন্তু তবুও জীবনকে গতিশীল রাখার চেষ্টা করছি, এটাই হয়তো জীবনের নির্মম বাস্তবতা।

সম্পর্কের খাতিরে আমরা অনেক কিছু ভুলে যাই, আবার অনেক কিছুকে সামনে রেখে নতুনভাবে সফলতা খোঁজার চেষ্টা করি। কারন জীবনে যাই ঘটুক না কেন? থেমে থাকার কোন সুযোগ নেই, যেভাবেই হোক এগিয়ে যেতে হবে। কখনো কখনো হয়তো নিজের জন্য আমরা এগিয়ে যাই আবার কখনো কখনো হয়তো পরিবারের কথা চিন্তা করে সবটা নীরবে সহে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। বিগত বছরজুড়ে এমন নানা ঘটনা ছিলো আমার জীবনে, অনেক ঘটনার রেশ এখনো রয়েগেছে হৃদয়ে, অনেক ঘটনাই নিজেকে নতুনভাবে গড়ে তোলার ক্ষেত্রে যেমন ভূমিকা রেখেছে ঠিক তেমনি অনেক ঘটনাই নিজেকে ভেঙ্গে চুড়ে দুমড়ে মুচড়ে দিয়েছে কিন্তু তবুও নিজেকে গতিশীল রাখার চেষ্টা করেছি।

বাস্তবতা ভালো কোন কিংবা খারাপ হোক, অনেক ক্ষেত্রেই আমাদের অনেক কিছু মেনে নিতে কষ্ট হয়, কিন্তু তবুও আমরা সময় এবং জীবনের নিকট বন্দি, তাই হুট করেই আমরা কোন কিছু হতে বের হয়ে আসতে পারি না। জীবনের জন্য এবং সম্পর্কগুলোর জন্যই হয়তো এখনো নিজেকে ধরে রেখেতে পেরেছি, হয়তো সামনে এগিয়ে যাওয়ার এখনো চেষ্টা করছি। কারন দিন শেষে সম্পর্কগুলোর সুন্দর অবস্থানই আমাদের একমাত্র কাম্য। নতুন বছরের নতুন দিনগুলো হোক আমাদের জন্য আরো বেশী সুন্দর ও গতিশী, সম্পর্কগুলো বন্ধন হোক আরো সুদৃঢ় এবং মজবুত, ভালোবাসার রঙে থাকুক আরো বেশী উজ্জ্বল। সবাইকে আবারো Happy New Year 2025।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সকলের উদ্দেশ্যে পোস্ট লিখে শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো ভাই। আপনাকেও আমার পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি একদম ঠিক বলেছেন ভাই সময় পরিবর্তনশীল সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয় তাই নিজেকেও পরিবর্তন এর সাথে মানিয়ে নিতে হবে এটাই স্বাভাবিক। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট লিখে শেয়ার করার জন্য।

 3 days ago 

নতুন বছরের শুভেচ্ছা রইলো ভাই। দেখতে দেখতে ২০২৪ সাল শেষ হয়ে গেলো। সবমিলিয়ে ২০২৪ সালটা বেশ ভালোই কেটেছে আমার। তাছাড়া পাওয়া না পাওয়ার কিছু ব্যাপার তো অবশ্যই রয়েছে। আসলে সবকিছু মিলিয়েই জীবন। তাই পিছনের দুঃখ কষ্ট ভুলে এগিয়ে যাওয়ার নাম-ই জীবন। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 days ago 

প্রথমেই আপনাকে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই। আপনি কথাগুলো কিন্তু বেশ ভালোই বলেছেন। সম্পর্কগুলো জীবনের অনেক দামি। এমন অনেক সম্পর্ক রয়েছে যা আমাদের বাঁচিয়ে রাখে। সামনের দিকে এগিয়ে চলতে সাহায্য করে। একটা বছর মানে ৩৬৫ দিন যা একেবারেই কম নয়। তাই সব রকম অভিজ্ঞতাই আসবে। সবকিছুই মেনে নিয়ে মানিয়ে নিয়ে চলতে হয়। আগামী বছরের জন্য অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। সবই ভালো হবে। পরিবারের সবার সাথে আপনিও ভালো থাকবেন।

 3 days ago 

মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া এই দুটো করতে করতেই বছরটা শেষ হয়ে গেলো।নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনাকে ভাইয়া। পরিবারের সবাই কে নিয়ে সুখ,শান্তি ও আনন্দ ময় হোক জীবন।আমাদের নিজেদেরকে গতিশীল রাখতে হবে।আর মনে রাখতে হবে মানুষ যখন হয়ে জন্মেছি সামান্য হলেও যেনো মানবতা নিজেদের মধ্যে থাকে।এখন মানবিক হয়ে বেঁচে থাকাটা ভীষণ জরুরী।

 3 days ago 

সেটাই ভাই, জীবনে যাই ঘটুক না কেন, থেমে যাওয়ার তো উপায় নাই। মেনে নিয়ে বা মানিয়ে নিয়েই সামনের পথে চলতে হয়। অনেক কিছুই ভুলতে হয় জোর করে! যাই হোক, নতুন বছর সকলের জন্যই মঙ্গলবার্তা নিয়ে আসুক। ২০২৫ সকলের ভালো কাটুক, আনন্দে কাটুক এই কামনা।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.27
JST 0.041
BTC 97992.22
ETH 3643.13
SBD 2.44