কপিরাইট ইস্যু এবং তার সমাধান (Copyright Issue & Solutions)
আমরা যারা বিভিন্ন সামাজিক সাইট কিংবা ব্লকচেইনে কাজ করি, তারা প্রায় সময় একটি কথা শুনে থাকি সেটা হলো কপিরাইট। সবাই এই একটি বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন, কেউ যেন কোনভাবে কপিরাইট না করেন। কিন্তু সমস্যা হলো যদি আমি এই বিষয়ে না জানি এবং আমার স্বচ্ছ ধারনা না থাকে তবে আমি এই বিষয়টি সম্পর্কে কিভাবে সতর্ক থাকবো এবং নিজেকে এই কপিরাইটজনিত সমস্যা হতে মুক্ত রাখবো।
সুতরাং এই বিষয়ে আমাদের প্রথম করনীয় হলো কপিরাইট বিষয়ে সম্যক জ্ঞান লাভ করা এবং নিজেকে কপিরাইট ইস্যু হতে মুক্ত রাখা। আমি যখন প্রথম ব্লকচেইনে কাজ করি তখন বিষয়টি আমি নিজেও জানতাম না, যার কারনে খুব ভালো সাপোর্ট পেতাম না। এখন অবশ্য ব্লকচেইনের নিয়ম আরো বেশী কঠিন ছিলো। এই রকম ছোট একটি বিষয়ে আমি নিজেও বেশ সমস্যায় পরেছিলাম। তাই আমি মনে করি যারা এই বিষয়টি সম্পর্কে জানেন না তাদের জানার সুযোগ দেয়া উচিত।
তাহলে চলুন আজ কপিরাইট বিষয় নিয়ে কিছু কথা শেয়ার করি, তবে আমি আগেই বলে রাখছি আপনাদের কারো যদি এই বিষয় আরো ভালো জ্ঞান থাকে তবে অবশ্যই আমাদের সাথে ভাগ করে নিতে পারেন, আমরা কমিউনিটির পক্ষ হতে তাকে স্বাগতম জানাবো।
প্রথম প্রশ্ন এই ক্ষেত্রে কপিরাইট কি?
সহজ ভাষায় বলতে গেলে, কপিরাইট হলো সে সকল সৃষ্টিশীল কিংবা সৃজনশীল কর্ম যা সেই ব্যক্তি কর্তক কোথাও প্রকাশ করা হয়েছে, কিন্তু এখন অন্য কোন ব্যক্তি সেই ব্যক্তির অনুমতি ব্যতিত কিংবা তাকে ক্রেডিট দেয়া ব্যতিত কোথাও নিজের নামে কিংবা নিজের কাজে অথবা বানিজ্যিক কাজে ব্যবহার করে, তবে তা আইনত দন্ডনীয় এবং অনৈতিক কাজ হিসেবে বিবেচিত হবে। এছাড়া এই বিষয়ে একটি আন্তজার্তিক এবং প্রতিটি দেশে আঞ্চলিক কিছু আইন রয়েছে, যাতে কেউ কপিরাইট এই বিষয়ে আইন ভঙ্গ না করে।
সুতরাং এই কথা সহজে বলা যায় যে কোন ব্যক্তি নিজের চেষ্টা কিংবা সাধনা দ্বারা কিছু তৈরী করলে কিংবা নিজের নামে কোথায় কিছু প্রকাশ করলে সেটা সর্ব সাধারনের জন্য উন্মুক্ত হয়ে যায় না, বরং সে সৃষ্টিশীল কর্মটি ব্যবহার করার ক্ষেত্রে তার অনুমতি কিংবা তাকে ক্রেডিট দেয়াটা বাধ্যতামূলক। তবে এখানে একটি কথা মনে রাখা উচিত, এই বিষয়টি সকল ক্ষেত্রে এই রকম নাও হতে পারে। কারন অনেকেই তার সৃষ্টিশীল কর্ম প্রকাশ করার সাথে সাথে এটাও সংযুক্ত করে দেন যে, এই সৃষ্টিশীল কর্মটির প্রতি তার একক কতৃত্ব বজায় থাকবে, তার নির্দেশনা ছাড়া অন্য কেউ সেটি ব্যবহার করতে পারবে না। সুতরাং এখানে সেই ব্যক্তিকে ক্রেডিট প্রদান করলেও সেটা কপিরাইট আইনের আতওয়ামুক্ত হবে না। যেমন: কপিরাইটমুক্ত কিংবা ফিল্টার না করে google হতে কিছু সংগ্রহ করা।
তাহলে বিষয়টি হলো যদি সৃষ্টিশীল কর্তা কর্তৃক কোন প্রকাশনায় নিজের কতৃর্ত এবং কপিরাইটের বিষয়টি স্পষ্ট করে দেয়, তাহলে সেটা ব্যবহার করা হতে সব সময় আমাদের বিরত থাকতে হবে। এছাড়াও অনেক ফ্রি কিংবা উন্মুক্ত সাইট রয়েছে যেখান হতে তাদের সৃষ্টিশীল কর্ম শেয়ার করা যায় কিন্তু ঐ ব্যক্তিকে ক্রেডিট প্রদান করাটা প্রশংসনীয় কাজ হিসেবে গন্য করা হয়। যেমন pixabay.com
এখন প্রশ্ন হলো যারা ইতিপূর্বে নিজের অরিজিনাল সৃষ্টি/কর্ম অন্য কোথায় প্রকাশ করেছেন, তারা কি সেটা ব্লকচেইনে প্রকাশ করতে পারবেন। অবশ্যই পারবেন তবে সেখানে সাপোর্ট পাওয়ার বিষয়টি অনিশ্চিত। কিন্তু এখানে একটি কথা অবশ্যই উল্লেখ্য করতে হবে যে, এটি আমার অরিজিনাল কর্ম যা ইতিপূর্বে অমুক জায়গায় প্রকাশ করা হয়েছে। তবে এখানে একটি বিষয় স্মরনে রাখা প্রয়োজন যে, ইতিপূর্বে অন্য কোথায় শেয়ার করা বিষয় ব্লকচেইনে প্রকাশ করলে কিউরেটররা সেটা উপেক্ষা করার চেষ্টা করেন। যেহেতু আমি অনেকগুলো বড় কমিউনিটির সাথে সংযুক্ত ছিলাম এবং কিউরেটর হিসেবে নিযুক্ত ছিলাম, সেহেতু এটা আমি জানি।
দ্বিতীয় প্রশ্ন, তাহলে এর সমাধান কি?
প্রথমত: সহজ সমাধান হলো কপিরাইট বিষয়টি সকল ক্ষেত্রে এড়িয়ে চলা এবং নিজেরকে কপিরাইট সমস্যা হতে মুক্ত রাখা। কারন একবার যদি আপনি কপিরাইট সমস্যার সাথে নিজেকে যুক্ত করে ফেলেন, তাহলে পরবর্তীতে কিউরেটররা আপনাকে এড়িয়ে চলবে।
দ্বিতীয়ত: ফটোগ্রাফির ক্ষেত্রে শুধুমাত্র কপিরাইট ফ্রি সাইটগুলোর চিত্র ব্যবহার করুন এবং সেই ক্ষেত্রেও চিত্রগুলোর উৎসের লিংক যুক্ত করুন। এছাড়া যদি কোন উক্তি কিংবা লেখা কপি করার প্রয়োজন হয়, তবে অবশ্যই মার্কডাউন দ্বারা সেই অংশটুকু কোট করুন এবং উৎসের লিংক যুক্ত করুন।
তৃতীয়ত: নিজের অভিজ্ঞতা শেয়ার করুন এবং ধার করা বিষয় এড়িয়ে চলুন। এই ক্ষেত্রে একটি উদাহরণ এখানে যুক্ত করলাম। ধরুন আপনার বাড়ীর পাশে অনাকাংখিত বৃহৎ একটি দুর্ঘটনা ঘটেছে। এরপর সেই ঘটনাটির সম্পর্কে সবগুলো জাতীয় ও স্থানীয় পত্রিকায় খবর ছাপা হয়েছে। এখন লক্ষ্য করে দেখুন, ঘটনা একটি কিন্তু পত্রিকা অনেক। মজার বিষয় হলো এক পত্রিকার সাথে অন্য পত্রিকার নিউজ সামান্যও মিল খুঁজে পাবেন না। এটাই হলো নিজের অভিজ্ঞতা আলোকে লেখা।
আশা করছি বিষয়টি সকলের নিকট পরিস্কার হয়েগেছে, তবুও এই বিষয়ে আপনার যদি কোন প্রশ্ন কিংবা পরামর্শ থাকে, তবে অবশ্যই আমাদের কমিউনিটির ডিসকর্ড গ্রুপে যোগাযোগ করুন। আমরা অবশ্যই আপনার প্রশ্ন কিংবা কৌতুহল দূর করার চেষ্টা করবো।
ধন্যবাদ সবাইকে।
কমিউনিটির নিয়মাবলী এবং অন্যান্য তথ্য চেক করুন এখানে
Discord: https://discord.gg/5aYe6e6nMW
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
Support @amarbanglablog by Delegation you Steem Power
100 SP | 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP |
ধন্যবাদ ভাইয়া, অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন।
ধন্যবাদ ভাইয়া। এত সহজ ও সাবলীল ভাষায় বিষয়টি উপস্থাপন করার জন্য।
ধন্যবাদ ভাই আপনাকে 💗
অনেক সুন্দর করে বিষয়টি বুঝিয়েছেন।
ধন্যবাদ @hafizullah ভাই গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য।
তথ্যবহুল পোস্ট। আমি মনে করি এই বিষয়গুলো প্রতিটি ইউজারের জানা উচিত ধন্যবাদ আপনাকে।
উদাহরণটি সঠিক নয়, pixabay এর ইমেজগুলোতে credit দেয়া বা না দেয়া আপনার ব্যাপার।
হ্যা, তবে এটি প্রশংসনীয় কাজ, ধন্যবাদ বিষয়টি যুক্ত করার জন্য। সংশোধন করা হয়েছে।
আপনাকেও ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর করে বুঝাইছেন
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
সকলকে কমিউনিটিকে স্বচ্ছ রাখতে সকলকে অবগত করা। নিজেও স্বচ্ছ ভাবে কাজ করে কমিউনিটি কে পরিষ্কার রাখা। আপনার পোস্ট সুন্দর ভাবে বোঝানো হয়েছে । অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
অনেক সুন্দর ও তথ্যবহুল পোষ্ট।