ABB Contest-45 || শেয়ার করো তোমার প্রিয় শাকের সেরা রেসিপি || Total Prize 140 STEEMsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year (edited)

Announcement_Context-00.jpg

হ্যালো বন্ধুরা,

আশা করছি সবাই ভালো আছেন? নতুন আরো একটা প্রতিযোগিতার আয়োজন নিয়ে হাজির হলাম আজ। আমাদের এই ভারত মহাদেশ অঞ্চলে নানা জাতের এবং নানা স্বাদের শাক পাওয়া যায়। ঐতিহাসিক ভাবে এই সকল শাকসমূহ আমাদের সংস্কৃতির সাথে দারুণভাবে সংযুক্ত হয়ে আছে। তাইতো আমরা নানা সময়, নানা আয়ােজনে এবং ভিন্ন ভিন্নভাবে এই শাকসমূহের রেসিপি করার চেষ্টা করি। স্বাদের সাথে আমাদের আয়োজনগুলোকে আরো বেশী উপভোগ্য রাখার চেষ্টা করি। এছাড়াও পুষ্টিগুনের বিবেচনায় এসব শাক পাতা সমূহের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

একটা সময় যেমন আমরা বলতাম মাছে-ভাতে ভাঙালি, তখন এটা বেশ প্রচারিত থাকলেও এটাও কিন্তু বলা হতো শাক-ভাত-ডালে বাঙালি। কারন মাছ ভাত যেমন আমাদের নিত্য দিনের সঙ্গি ছিলো ঠিক তেমনি শাক-ডালও আমাদের নিত্য দিনের সঙ্গি ছিলো। সে যাইহোক, স্বাদের গুন কিংবা পুষ্টি অথবা স্বাদ কোনটাই অস্বীকার করার সুযোগ নেই। তবে হ্যা, একটা ভিন্নতা রয়েছে সেটা হলো রন্ধন পদ্ধতি, এই ভিন্নতার কারণে স্বাদের পরিমানটাও দারুণভাবে পরিবর্তন হয়ে যায়। তাই এবার আমরা, আমার বাংলা ব্লগের এ্যাডমিনদের পক্ষ হতে শাকের রেসিপির প্রতিযোগিতার আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। সুতরাং নিজের সেরা পদের সেরা শাকের রেসিপি নিয়ে প্রস্তুত হয়ে যান সবাই আর শেয়ার করে নিন আমাদের সাথে। প্রতিযোগিতা সংক্রান্ত যে কোন প্রশ্নের জন্য আমাদের সাথে ডিসকর্ডে যোগাযোগ করতে পারেন। তবে অবশ্যই নির্দিষ্ট সময়ের মাঝে অংশগ্রহণ করতে হবে।

নির্দেশিকাঃ


  • প্রতিযোগিতাটি শুধুমাত্র আমার বাংলা ব্লগ এর সদস্যদের জন্য।
  • পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
  • আপনার প্রিয় শাকের সেরা রেসিপি-তে কমপক্ষে ২০০ শব্দ এবং রেসিপির কমপক্ষে ৪টি ধাপ থাকতে হবে।
  • Plagiarism নিষিদ্ধ , তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
  • কারো লেখা কিংবা ফটোগ্রাফি কপি করা যাবে না।
  • কপিরাইট ফটো ব্যবহার করলে সোর্স উল্লেখ করতে হবে।
  • পোষ্ট করার পর আর একাধিকবার এডিট করা যাবে না , সুতরাং ভালোভাবে রিভিউ করে পোষ্ট করার চেষ্টা করুন।
  • অংশগ্রহনের সময়সীমা ০৪ অক্টোবর, ২০২৩ বুধবার রাত ১২টা পর্যন্ত (বাংলাদেশী সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
  • আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-45, #recipe-contest এবং #amarbanglablog এই তিনটি ট্যাগ ব্যবহার করতে হবে।
  • ১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল গণ্য হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
  • আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটি subscribe করতে হবে এবং পোস্টটি Re-steem করতে হবে।
  • আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি এই পোস্টের নিচে কমেন্ট করার মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

পুরস্কারঃ


  • প্রথম স্থান অধিকারী - ৩৫ স্টিম
  • দ্বিতীয় স্থান অধিকারী - ২৫ স্টিম
  • তৃতীয় স্থান অধিকারী - ২০ স্টিম
  • চতুর্থ স্থান অধিকারী - ১৪ স্টিম
  • পঞ্চম স্থান অধিকারী - ১২ স্টিম
  • ষষ্ঠ স্থান অধিকারী- ১০ স্টিম
  • সপ্তম স্থান অধিকারী- ৯ স্টিম
  • বিশেষ পুরস্কার- ১৫ স্টিম

এই প্রতিযোগিতার বিচারক মন্ডলীর দায়িত্বে থাকবেনঃ


IDDesignationRole
@rmeFounderInfrastructure development & all programming works
@blacksCo-FounderAll administrative works
@winklesExecutive Admin India RegionAll administrative works in India region
@hafizullahExecutive Admin Bangladesh RegionAll administrative works in Bangladesh region
@swagata21Community Admin India RegionAll administrative works in India region
@nusuranurCommunity Admin Bangladesh RegionAll administrative works in Bangladesh region
@rex-sumonRegulatory compliance AdminControl the quality of entire community
@moh.arifWitness & Dev Team AdminAll administrative works in Witness & Dev Team
@shuvo35Social Media & Marketing AdminAll administrative works in Social Networking


প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ৫ অক্টোবর, ২০২৩ইং রোজ বৃস্পতিবার, আমার বাংলা ব্লগ কমিউনিটির Voice Hangout এর মাধ্যমে।


প্রতিযোগিতার স্পন্সর - @abb-featured

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.png
break .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 last year 

শাকের রেসিপি প্রতিযোগিতা, একদম ইউনিক একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন ভাইয়া।এই প্রতিযোগিতাটি খুবই মজার হবে।বিশেষ করে যারা শাক খেতে চায় না তাদের জন্য।তাছাড়া বাঙালি মাছে ভাতে যেমন তেমনি শাকেও।চেষ্টা করবো অংশগ্রহণ করার জন্য।ধন্যবাদ ভাইয়া।

 last year 

অনেক ধন্যবাদ আপু, আশা করছি সুন্দর এবং ইউনিক রেসিপি দেখতে পারবো আপনার নিকট হতে।

 last year 

অবশ্যই মন থেকে চেষ্টা করবো ভাইয়া😊.

 last year 

যাক অবশেষে শাকের রেসিপি পেয়ে গেলাম। শাক আমার খুবই পছন্দ। এমন কোন শাক নেই যেটা আমি খায় না। যেহেতো আমার বাংলা ব্লগের কন্টেস্ট পেয়েছি শাকের রেসিপি। নিজের সৃজনশীল রন্ধন পদ্ধতি শেয়ার করার চেষ্টা করবো। ধন্যবাদ।

 last year 

সত্যি ভাই শাক আমারও ভীষণ পছন্দের। আশা করছি দারুণ একটা রেসিপি দেখতে পাবো আপনার নিকট হতে।

 last year 

বাহ্! বরাবরের মতো এইবারও চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শাক খেতে যেমন সুস্বাদু, তেমনি আমাদের শরীরের জন্যও বেশ উপকারী। আমি মোটামুটি সব ধরনের শাক পছন্দ করি। চেষ্টা করবো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। যাইহোক এতো চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

একদম ইউনিক একটি রেসিপি কনটেস্ট । আমরা যেহেতু শহরে থাকি তাই শাক তেমন পাওয়া যায় না। গ্রামে হরেক রকমের শাক পাওয়া যায়। চেষ্টা করব কিছুদিনের মধ্যে গ্রামে গিয়ে হলেও এই কনটেস্টে অংশগ্রহণ করতে। ধন্যবাদ।

 last year 

আমরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছি আপনার গ্রামের স্বাদের শাকের রেসিপি দেখার জন্য।

 last year 

ওয়াও ,এবারের রেসিপি কনটেস্টটি জাস্ট ইউনিক লেগেছে ভাইয়া।অনেক নতুন নতুন সব আইটেম দেখতে পাবো কনটেস্ট এর মাধ্যমে।চেষ্টা করবো অংশ গ্রহণ করার কনটেস্টে ।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

আপনার কাছে ভালো লেগেছে শুনে ভালো লাগলো, আশা করছি সুন্দর একটা রেসিপি দেখতে পাবো আপনার নিকট হতে।

 last year 

দেখতে দেখতে আমার বাংলা ব্লক ৪৫ তম প্রতিযোগিতা আয়োজন করল। ৪৫ তম প্রতিযোগিতায় খুব সুন্দর একটি টপিক নির্ধারণ করা হয়েছে।এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা সবাই মজাদার মজাদার রেসিপি দেখতে পাবো এবং শিখতে পারবো।আমি নিজেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

 last year 

আসলেই মনে হলো সেদিন প্রতিযোগিতা শুরু করা হলো। অনেক ধন্যবাদ আপনার আগ্রহ প্রকাশ করার জন্য।

 last year 

আমার বাংলা ব্লগের ৪৫ তম প্রতিযোগিতা দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা অনেক নতুন নতুন রেসিপি দেখতে পাবো। এই প্রতিযোগিতা আমি অবশ্যই অংশগ্রহণ করব ইনশাআল্লাহ।

Posted using SteemPro Mobile

 last year 

আমার পছন্দের রেসিপির তালিকায় শাক অন্যতম। সামনে শীত আসছে কত রকমের শাক পাওয়া যাবে । তবে অনেকেই আবার শাক পছন্দ করে না খেতে। যাক, এই প্রতিযোগিতার মাধ্যমে মজার মজার সব রেসিপি দেখতে পারবো। চেষ্টা করবো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার।

 last year 

অনেক সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করছেন।সত্যি শাকের পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না।শাক আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এবারের প্রতিযোগিতার মাধ্যমে অনেক ইউনিক ধরনের শাকের রেসিপি দেখতে পাব। ধন্যবাদ ভাইয়া পুষ্টিকর একটা রেসিপি শেয়ার করার জন্য। চেষ্টা করব প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.040
BTC 93819.40
ETH 3392.19
USDT 1.00
SBD 3.40