আবেগের অনুভুতি নিয়ে আমার লেখা যত কবিতা || ৩৬ টি কবিতা
হ্যালো বন্ধুরা,
শুভ সকাল। আশা করছি সবাই ভালো আছো। আজ আমার মনটাও খুব ভালো। ভিন্ন একটা কারনে হৃদয়টা খুব বেশী সতেজ আজ। আসলে মাঝে মাঝে ছোট খাটো কোন প্রাপ্তি হৃদয়ের সতেজতা বাড়িয়ে দেয়। আমাদের দেশের একজন বিখ্যাত লেখক একটা কথা বলেছিলেন, কথাটা খুব বেশী বড় না কিন্তু তার ওজন ছিলো অনেক বেশী। ভালোবাসা কিংবা ভালো লাগার অনুভূতি ক্রয় করতে হয় না, তার জন্য লাখ টাকা খরচ করতে হয় না, জাষ্ট সুন্দর একটা মনের সাথে ভালো মানসিকতার দরকার হয়। আসলেই কথাটা যথার্থ বলেছিলেন, একটু ভিন্নভাবে চিন্তা করলে, মন এবং মানসিকতাটাকে একটু ভালো লাগলে অনেক ছোট খাটো বিষয় কিংবা সামান্য কিছু হতেও ভালোবাসা কিংবা ভালো লাগার তৃপ্তি আসতে পারে।
যাইহোক, আজ ভালো লাগার অনুভূতির সাথে আবেগের অনুভূতির একটা লিংক তৈরী করার চেষ্টা করবো। আবেগের অনুভূতি নিয়ে ইতিমধ্যে বেশ কিছু কবিতা প্রকাশ করেছি। হয়তো সংখ্যাটা আপনাদের জন্য খুব বেশী না। কিন্তু বিশ্বাস করুন আমার জন্য অনেক কিছু। কারন কবিতায় আমি পরিপক্ক না, অতো বেশী গভীর ভাব আমার মাঝে নেই, যতটা শিখছি বা লেখার চেষ্টা করছি তার সবটা আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা দাদার জন্য। আসলে কিছু অনুপ্রেরণা মাঝে মাঝে খুব বেশী আবেগ প্রবণ করে তোলে, অন্য রকম একটা আকংখা বাড়িয়ে দেয়, আর সেই আকাংখা হতেই আমার কবিতা লেখার চেষ্টা করা। এখনো চেষ্টা করছি, তবে সময়টা খুব বেশী লাগে আমার ক্ষেত্রে, তাৎক্ষনিক হয়তো কয়েকটি লাইন লিখতে পারি কিন্তু পুরো কবিতা লিখতে পারি না, তার জন্য বেশ কিছুটা সময় ব্যয় করতে হয় এবং ভাবতে হয়।
কবিতা লেখা শুরু করার পর হতে এখন পর্যন্ত যতগুলো কবিতা লিখেছি তার মধ্যে আমার বাংলা ব্লগ এর কবিতটা এবং স্বাধীনতা তুমি এই দুটি কবিতা আমার কাছে সবচেয়ে বেশী ভালো লেগেছে এবং দারুণ একটা তৃপ্তির অনুভূতি তৈরী হয়েছে। সত্যি বলতে কবিতাটি যখন আমার বাংলা ব্লগের সদস্যরা চমৎকার কণ্ঠে আবৃত্তি করেছেন, তখন হৃদয়ের মাঝে গর্ব করার মতো একটা অনুভূতি কাজ করতেছিলো, সেটা হয়তো আমি লিখে প্রকাশ করতে পারবো। চেষ্টা করবো এই রকম আরো সুন্দর সুন্দর কবিতা আপনাদের উপহার দেয়ার। আজ কবিতাগুলোর লিংক দিয়ে লেখা শেষ করছি।
Image taken from Pixabay 1 and 2
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||
অনেকের কাছে কবিতা হয়তো কিছু ছন্দ। কিন্তু যারা কবিতা লিখে এবং মন থেকে তা অনুভব করে তারা জানে যে কবিতা বিষয়টি কতটা বেশি গভীর প্রভাব ফেলে মনের মধ্যে। অনেক গুলোই লিখেছেন দেখছি।
ভাইয়া আপনার মনটা সতেজ তা শুনে খুব ভালো লাগছে। আর আপনি অনেকগুলো কবিতা আমাদেরকে উপহার দিয়েছেন। এখানে কয়েকটি কবিতা আমি পড়েছিলাম। কবিতার ভাষা গুলো দারুন ছিল। অনেকগুলো কবিতায় আমার এখনো পড়া হয়নি। তবে আমি সময় করে সবগুলো কবিতা পড়ার চেষ্টা করব। আমার কবিতাগুলো গভীরভাবে চিন্তা করলে অনেক কিছু আবিষ্কার করা সম্ভব। তাই পড়তেও ভাল লাগে। আমরাও আপনার আরো কিছু সুন্দর কবিতার অপেক্ষায় রইলাম।
আপনার অনুভূতি গুলি ছিল অনেক মূল্যবান। তবে আপনি ঠিকই বলেছেন যদিও নামিদামি না হয় কিন্তু তার ওজন অনেক বেশি কথাটা আমার হৃদয়ে একবারে ঘেথে গেছে। বলতে গেলে আমার বাংলা ব্লগে চার-পাঁচজন মডারেটর ও দাদার ডান হাত এবং বাম হাত।-দাদার পরিশ্রম এবং আপনাদের নিরলস পরিশ্রম ও আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলা ব্লগ। আমি মনে করেছিলাম আপনি হয়তো ১০/১২টা কবিতা লিখেছেন। ৩৬টা কবিতা দেখে মনে হয় যেন চোখ কপালে উঠে গেল। অসাধারণ লেখেছেন, কখনো ভোলার মত নয়। একজন পেশাদার স্বর্ণ পদক পাওয়ার মত একটা কবিতা লিখেছেন। আপনার অনুভূতি গুলো আবার আমাদেরকে এত সুন্দর করে শেয়ার করার জন্য, আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।
আপনার অনুভূতির সৃষ্টি আর্কাইভ প্রতিটি কবিতা অনেক সুন্দর হয়েছে মনে করি। যদিও কয়েকটি কবিতা ছাড়া সবগুলো কবিতা পড়তে পারি নাই, যে কয়টি পড়েছি খুব ভালো লাগে আমার কথা বল। অনেক ধন্যবাদ সবগুলো পর্ব একসাথে উপস্থাপন করার জন্য।
আপনার লেখা সব কবিতা এক সাথে পাওয়া একটি ব্লগে আমার কাছে ভালো লেগেছে।পড়তে মন চাইলে চলে আসব আবেগের অনুভুতি নিয়ে লেখা যত কবিতা সমাহারে । ধন্যবাদ শেয়ার করার জন্য
ভাইয়া আপনার লেখা কবিতা মানেই হচ্ছে অসাধারণ কিছু। আপনার কবিতাগুলো আমি সবসময় পড়ি। তবে আজকে এই কবিতাগুলো একত্রে পেয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। কারণ মাঝে মাঝেই এই কবিতাগুলো পড়তে পারব । অনেক সুন্দর ভাবে আপনি এই কবিতাগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো। আর আপনি আবার নতুন কোন কবিতা নিয়ে আমাদের মাঝে হাজির হবেন এই প্রত্যাশাই করি সব সময়। ♥️♥️♥️
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার লেখা আবেগের কবিতা গুলো পড়ে আমার খুবই ভালো লাগে। আপনার অনেকগুলো আবেগের কবিতা পড়েছি কিন্তু মাঝে মাঝে হয়তো কিছু কবিতা পড়া হয়নি। তবে আজকে আপনার এই পোষ্টের মাধ্যমে আপনার লেখা মোট ৩৬ টি আবেগের কবিতা একত্রে দেখা এবং পড়ার সুযোগ পেলাম।এই সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
ভাইয়া আসলে আপনার প্রতিভা অনেক বৃদ্ধি পেয়েছে এবং আপনার কবিতা আমি যতই পড়ি ততই ভালো লাগে। আসলে আপনি দেখতে দেখতে ৩৬ টি কবিতা লিখেছেন আর এই কবিতাগুলো আজকে একসাথে পোস্ট করলেন। সত্যিই এই পোস্টটা পেয়ে আমার অনেক ভালো লাগছে। কারণ আপনার কবিতাগুলো আমি একসাথে আবারো দেখতে পেলাম এবং আমরাও খুব সহজেই কবিতাগুলো পেয়ে যাব। বিশেষ করে স্বাধীনতা তুমি কবিতাটি আমার কাছে অনেক ভালো লেগেছে এবং শেষে এসে আপনি আমার বাংলা ব্লগ নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন, সত্যি এই কবিতাটি পড়ে আমার খুবই ভাল লাগল, আর এই কবিতার মধ্যে বিদ্রোহী চেতনা ছিল, যার কারণে কবিতাটির পড়তে অনেক ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের মাঝে এত সুন্দর সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য। আশা করবো পরবর্তীতে আরো সুন্দর সুন্দর কবিতা আপনার কাছ থেকে উপহার পাবো।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.