আবোল-তাবোল জীবনের গল্প [ প্রকৃতি ও সোশ্যাল মিডিয়া ]

in আমার বাংলা ব্লগ10 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ্য আছেন। প্রকৃতি এখন একটু ভিন্ন রকম আছে, মানে এই রোদ-এই বৃষ্টির মতো অবস্থা। কাল রাতে যেমন হুট করে বেশ ভালো বৃষ্টি হয়েছিলো। অথচ পুরো দিনটি জুড়ে দারুণ একটু উজ্জ্বল পরিবেশ বজায় ছিলো। সকাল হতেই রোদের উপস্থিতি ছিলো এবং যার কারনেই দিনের সময়গুলো কিছুটা উষ্ণতায় মোড়া ছিলো। সত্যি বলতে শীতের শেষের দিনগুলো একটু ভিন্ন রকম হয়ে থাকে, ফ্যান ছাড়লে যেমন শীত করে ঠিক তেমনি আবার ফ্যান অফ করলে গরম লাগে। তবে প্রকৃতির এই রকম অবস্থার মাঝেও কিছু সময়গুলোকে দারুণভাবে উপভোগ করার যায়। যদিও প্রকৃতির সান্নিধ্যে থাকা সম্ভব হয়।

আর শহরের জীবনের মাঝে হয়তো অনেক কিছু থাকে, যা জীবনকে আরো বেশী বিলাসিত করে তোলে কিন্তু প্রকৃতির প্রকৃত সজীবতা সেটা কখনোই আসে না কিংবা আসবে না। আমরা জীবনকে উপভোগ করতে বেশী আগ্রহী, তবে তা কখনোই প্রকৃতির কাছে গিয়ে নয় বরং আধুনিক ডিভাইসগুলোর চমৎকার ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে। এগুলো অনেকটাই টাকা খরচ করে কেনা। কিন্তু প্রকৃতির মাঝে থাকা, সবুজ প্রকৃতির নির্মল সজীবতা, সেগুলো টাকা দিয়ে কিনতে হয় না বরং আল্লাহ কর্তৃক এমনিতেই ফ্রি দিয়ে দিয়েছেন আমাদের। যদিও এগুলো কিনতে হতো তাহলে হয়তো ধনী মানুষগুলো সবচেয়ে বেশী গরীব থাকতেন এই পৃথিবীতে।

lake-192990_1280.jpg

আর শহর ছেড়ে দূরে প্রকৃতির সান্নিধ্যে থাকা নিঃশ্ব মানুষগুলো হয়তো সবচেয়ে বেশী ধনী থাকতেন। এটা একটা দারুণ বাস্তবতা। আমি আমার পরিচিত অনেক কেই দেখেছি ডাক্তার পরামর্শ দিতেন, শহরের পরিবেশ ছেড়ে কোথায় একটু বেড়িয়ে আসুন, প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় একটু ভিন্নভাবে উপভোগ করার চেষ্টা করুন। এগুলো কিন্তু এমনি এমনি দেয় নাই, বরং এর পেছনে অজস্র যুক্তি এবং বিষয় আছে। মানসিক অস্থিরতা কিংবা চাপ দ্রুর করার জন্য প্রকৃতির সান্নিধ্য খুবই জরুরী। আপনি দেখুন তো একটু হিসেব করে, শহরের মাঝে থাকা মানুষগুলোর কত ভাগ স্ট্রোক করে মারা যায়, আর গ্রামীন পরিবেশে প্রকৃতির মাঝে থাকা মানুষগুলোর কত ভাগ মারা যায় স্ট্রোক করে ?

এটা একটা চরম বাস্তবতা, আমরা কিন্তু বুঝি না তা কিন্তু নয়, আমরা সবটা বুঝি এবং বেশ ভালো ভাবেই উপলব্ধি করি। কিন্তু আমরা আধুনিক সুবিধা বাদ দিয়ে প্রকৃতির সান্নিধ্যে যেতে ইচ্ছুক না। সেদিন একটা টিভি শোতে দেখলাম, একজন পুরোহিত খুব সুন্দরভাবে একটা বিষয় উপস্থাপন করেছেন, এটা আমার কাছে ভিষণ ভালো লেগেছে এবং তার বুদ্ধিমত্তা আমাকে মুগ্ধ করেছে। তিনি প্রথমেই উপস্থিত সবাইকে জিজ্ঞেস করলেন, জীবনে কখনো কোন না কোনভাবে কে কে উপোস থেকেছেন, অনেক মানুষ হাত তুললেন। বিষয়টি এখানেই শেষ হতে পারতো কিন্তু। তবে তিনি এরপর দারুণ একটা কথা বললেন, এবার একটা দিনের জন্য ভিন্নভাবে উপোস থাকুন তো, সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে, দেখুন তো আপনার মনে এর কতটা সুন্দর প্রভাব পড়ে।

দারুণ একটা বিষয় কিন্তু যদিও আমরা বর্তমানে কেউ এইভাবে চিন্তা করি নাই, আর আমাদের দ্বারা এটা সম্ভবও নয়। কারন আমরা চিন্তা করি সোশ্যাল মিডিয়া ছাড়া আমাদের জীবন অচল, ফেসবুক, টিকটক, টুইটার এগুলো আমাদের জীবনের অংশ। আজ কতটা সেলফি তুললাম সেটা যদি শেয়ার করতে না পারি তাহলে আমার ফলোয়াড়রা আমাকে কি ভাববে? এই রকম হাজার যুক্তি প্রস্তুত হয়ে আছে আমাদের মনে, যার কারনে আমরা এগুলো ছেড়ে দূরে যেতে ইচ্ছুক নই। পরিবর্তন আসুক আমাদের মানসিকতায়, পরিবর্তন আসুক আমাদের ভাবনায়। নির্মল ও সুন্দর প্রকৃতি উপভোগ করার আকাংখা তৈরী হোক আমাদের মাঝে।

Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 10 months ago 

একবারে মনের কথা গুলো বলেছেন দাদা। আধুনিক যান্ত্রিকতার কাছে আমরা নিজেদেরকে সপে দিয়েছি । আমরা যন্ত্রের মধ্যে সুখ খোজার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত অথছ আল্লাহর কত অপরুপ সৃষ্টি প্রকৃতির মাঝেই রয়েছ আসল সুখ। প্রকৃতির এই অপার সৌন্দর্যে নিজেকে সপে দিলেই আমরা আমাদের শারিরিক মানসিক ভাবে চাঙা হয়ে উঠতে পারি। আমি তাই সময় সুজোগ পেলেই প্রকৃতির সান্যিধ্যে চলে যাই । ঘুরে বেড়াই আর প্রকৃতির সৌন্দর্যে নিজেকে রাঙিয়ে নিই । শহরের বিলাসিতা আমাকে কখনোই মুগ্ধ করেনা ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 10 months ago 

সময়ের সাথে তাল মিলিয়ে আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি আধুনিকতায়। আমাদের মনে প্রানে প্রকৃতি আর এখন নেই।একটা সময় ছিল আমরা স্কুলে বারষিক ছুটিতে কোথাও পিকনিকে যেতাম খুব প্রকৃতির কাছে যেনো আমরা আরো কাছ থেকে দেখতে পারি প্রকৃতি। কিন্তু এখন আর এগুলো নেই আমরা আধুনিকতার সাথে প্রকৃতি কে বিসর্জন দিয়ে ফেলছি প্রতিনিয়ত। প্রকৃতি যে আমাদের প্রানের মেরুদণ্ড একথা যেনো ভুলে গিয়েছি।

Posted using SteemPro Mobile

 10 months ago 

হ্যা, আর দ্রুততার সাথে আমাদের ভালো লাগার বিষয়গুলোতে পরিবর্তন আনছি নিদারুণভাবে, যা আমাদের আরো বেশী মানসিকভাবে অসুস্থ্য করে তুলছে। অনেক ধন্যবাদ

 10 months ago 

প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় দৃশ্যগুলোর মাঝে নিজেকে বিলিয়ে দিতে খুব ইচ্ছা করে। আসলে এই প্রকৃতির সৌন্দর্য দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। আর আপনি ঠিকই বলেছেন শীতের শেষের দিকে ফ্যান দিলে শীত লাগে আর ফ্যান অফ করলে গরম লাগে।এই মুহূর্তটার অনুভূতি সত্যিই অসাধারণ। তবে গ্রামের প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিতে খুব ইচ্ছা করে। শহরে বিলাসিতার মধ্যে জীবন পার করা যায়, কিন্তু প্রকৃতির মধ্যে ডুবে রাখা যায় না। আর সৃষ্টিকর্তার অসীম মেহেরবান যিনি প্রকৃতির মাঝে হাজার হাজার নিয়ামত আমাদের জন্য রেখে দিয়েছে। আসলে এগুলো আমরা ফ্রি ফ্রি পেয়ে যাচ্ছিম আর এই প্রকৃতির সৌন্দর্যের মধ্যে যেন প্রকৃত সুখ খুঁজে পাওয়া যায়। যাই হোক আজকে আপনার এই পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 10 months ago 

শহরের বিলাসিতার মাঝে হয়তো জীবনকে আয়েশে ভাসিয়ে দেয়া যায় কিন্তু প্রকৃত শান্তি কখনোই আসে না, তার জন্য চাই প্রকৃতির সান্নিধ্য। অনেক ধন্যবাদ

 10 months ago 

শহরের আধুনিক জীবনযাত্রায় হয়তো অনেক কিছুই আছে কিন্তু সেখানে প্রকৃতি নেই।প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক আমাদের যেনো হয়ে উঠে না।আমরা নানান কাজে নানান আয়োজনে ব্যস্ত হয়ে উঠি।তবে সত্যি কথা এটাই প্রকৃতি থেকে দূরে সরে গিয়ে আমরা কিন্তু কেউ ভালো নেই।কেউ ভালো থাকবো ও না।তাই এবার সত্যি সময় এসেছে আমাদের মানসিকতার পরিবর্তন করার।ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর ভাবে বিষয়টিকে তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আর যেখানে প্রকৃতি নেই সেখানে নির্মল পরিবেশ নেই, সজীবতা নেই। আমরা প্রকৃতির সাথে সম্পর্ক ছেদ করে শহরের জীবনে শিকড় খোঁজার ব্যর্থ চেষ্টা করছি। অনেক ধন্যবাদ

 10 months ago 

ভাইয়া আপনার পোস্ট টা আমার কাছে অনেক ভালো লেগেছে। আবোল-তাবোল জীবনের গল্প প্রকতৃ ও সোশ্যাল মিডিয়া নিয়ে।একদম সঠিক কথা বলেছেন ভাইয়া। গ্রামের বাতাসে পরিবেশে আমাদের মন ভালো করে দিতে পারে।আর এই শহরে তা আমার উপভোগ করতে পারি না।

আর গ্রামীন পরিবেশে প্রকৃতির মাঝে থাকা মানুষগুলোর কত ভাগ মারা যায় স্ট্রোক করে ?

না ভাইয়া গ্রামের মানুষের হাজার পরিশ্রম করার পরে নিজের গ্রাম স্নিগ্ধ বাতাসে। সকল ক্লান্ত দূর হয়ে যায়।আর শহরের এই বন্দি পরিবেশে আমাদের মন কে করে দেয় ভারি।আর সোশ্যাল মিডিয়া আরও করে দিয়েছেন আমাদের জীবন কে চার দেয়ালে বন্দি।

Posted using SteemPro Mobile

 10 months ago 

একেবারে সত্য বলেছেন ভাইয়া। মানুসিক চাপ আর উৎকণ্ঠা দূর করতে হলে অবশ্যই প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো দরকার। আবার শহরের চেয়ে গ্রামের মানুষগুলো কিন্তু বেশ সুস্থ জীবন যাপন করেন। কারন প্রকৃতির বাতাসে সতেজ থাকে তাদের দেহ এবং মন। সব সময়ই বেশ দারুন দারুন পোস্ট শেয়ার করে আমাদের কে সতেজ ও প্রানবন্ত করে রাখছেন ভাইয়া। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

আর শহর ছেড়ে দূরে প্রকৃতির সান্নিধ্যে থাকা নিঃশ্ব মানুষগুলো হয়তো সবচেয়ে বেশী ধনী থাকতেন।

কথাটি দারুণ লেগেছে ভাই। আসলেই আল্লাহ তায়ালা আমাদেরকে কতো সুন্দর প্রকৃতি উপহার দিয়েছেন। কিন্তু আমরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ না করে, অবসর সময় কাটিয়ে দিচ্ছি সোশ্যাল মিডিয়ায়। দীর্ঘ সময় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার ফলে, আমাদের শরীরে ধীরে ধীরে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ বাসা বাঁধছে। হয়তো আমরা এখন সেটা বুঝতে পারছি না, কিন্তু একটা সময় ঠিকই বুঝতে পারবো। প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে পারলে মনটা একেবারে ফ্রেশ হয়ে যায়। পাশাপাশি আমাদের শরীরটাও চাঙ্গা হয়ে যায়। এতে করে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পায়। আমাদের মন মানসিকতার পরিবর্তন বড্ড জরুরী। যাইহোক পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো ভাই। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 10 months ago (edited)

গ্রামের সবুজ প্রকৃতির দৃশ্য গুলো সত্যিই অসাধারণ লাগে। শহর থেকে কখনোই গ্রামের স্বাদ ভোগ করা যায় না। আর শহরের অলিগলি বিলাসিতার মধ্যে নিজেকে জড়িয়ে রাখতে চাই তবে মূলত মন পড়ে থাতে যেন সেই গ্রামেই।শহরে যতই আরামে থাকুক না কেন শহরে থেকে যেন একটা গৃহবন্দীর মত মনে হয় মআর গ্রামে গেলে এই সবুজ প্রকৃতির মাঝে খোলামেলা পরিবেশের মধ্যে অসাধারণ মুহূর্ত উপভোগ করা যায়। আসলে সৃষ্টিকর্তার বড় একটি নিয়ামত এই প্রকৃতির সৌন্দর্যের মধ্যে রয়েছে।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.24
JST 0.039
BTC 104379.88
ETH 3348.93
SBD 5.61