আবেগের কবিতা || ভালোবাসায় জীবনের যত সজীবতা || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি এবং হৃদয়ের চঞ্চলতায় চঞ্চল থাকার চেষ্টা করছি। যদিও শীতের মাত্রা কিছুটা এদিক সেদিক করে দিচ্ছে সব, কারণ হঠাৎ ঠান্ডা আবার হঠাৎ গরম এলোমেলো করে দেয় সব। মাঝে বেশ কিছুটা দিন ঠান্ডা থাকলেও গত দুইদিন ধরে আবার উষ্ণতা ফিরতে শুরু করেছে। এটা আমাদের এদিককার অবস্থা মাত্র কিন্তু আপনাদের ঐদিকে কি অবস্থা সেটা অবশ্য অনুভব করতে পারছি না আমি। এই রকম অবস্থা মোটামুটি প্রতিটি সিজনেই হয়ে থাকে, কারন শহরের পরিবেশ খুব একটা পরিবর্তন হয় না। সব সময়ই মোটামুটি উষ্ণতার চাদরে ঢাকা থাকে।

যাইহোক, হৃদয়ের চঞ্চলতা মানেই ভালোবাসার বিমল আকাংখা। যদিও ভালোবাসার অনুভূতিগুলো মাঝে মাঝে হৃদয়ে অস্থিরতা ছড়ায়, স্পন্দনকে নির্জীব করে হৃদয়ের গভীরে অন্ধকার বাড়ায়। আবার অন্যদিকে ভালোবাসার বিমল আকাংখা হৃদয়ের ছড়ায় দ্রোহের চঞ্চলতা আর সম্পর্কের মমতায় বাড়ায় আবেগের স্পর্ধা। আমরা যেমন আবেগে ভর করে সাহসী ভূমিকায় অবতীর্ণ হই ঠিক তেমনি আবার সফলতার দ্বার প্রান্তে চলে যাই। ভালোবাসার বিষয়গুলো সত্যি এমনই, বিশ্বাস আর অবিশ্বাসের একটা অস্পষ্ট ছায়া সব সময়ই থাকে, তার সাথে আবার ভয়ও লুকিয়ে থাকে। সব কিছু ছাপিয়েই আমাদের চূড়ান্ত লক্ষ্যে এগিয়ে যেতে হয়। এই অনুভূতিগুলোকে নিয়েই আমার আজকের কবিতা-

ai-generated-9227230_1280.jpg

হৃদয়ের চঞ্চলতায়- চঞ্চল হয়েছে জীবন
ভালোবাসার উষ্ণতায়- রঙিন হয়েছে বাঁধন,
সম্পর্কের মমতায়- ব্যাকুল হয়েছে স্পন্দন
অনুভুতির আকাংখায়- গতিশীল হয়েছে স্বপন।

জোছনার আলোয়- নিশীথে বাড়ছে দ্রোহ
আবেগের ধারায়- হৃদয়ে জড়াচ্ছে মোহ,
আকাংখার মায়ায়- নির্ভয় যোগাচ্ছে আরো
অবিশ্বাসের ছায়ায়- বিশ্বাস ছাড়াচ্ছে আলো।

কল্পনার ডানায়- রঙিন আবেগের মায়া
মুগ্ধতার ছোঁয়ায়- উজ্জ্বল হৃদয়ের ছায়া,
স্পর্শের চঞ্চলতায়- কম্পিত তার কায়া
ভালোবাসার নির্মলতায়- অটুট সম্পর্কের জায়া।

সম্পর্কের আস্থায়- হৃদয় থাকে চঞ্চল
বিশ্বাসের মমতায়- বন্ধন থাকে নির্মল,
প্রত্যয়ে জাগায়- সফলতার যত আকুলতা
ভালোবাসায় সাজায়- জীবনের যত সজীবতা।



Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 yesterday 

অসাধারণ শব্দচয়ন এবং হৃদয়ছোঁয়া অনুভূতিতে পরিপূর্ণ একটি কবিতা। প্রতিটি চরণ যেন ভালোবাসা, বিশ্বাস, এবং সম্পর্কের গভীর মায়া ও উষ্ণতা প্রকাশ করছে। এমন সুন্দর ভাবনা ও কল্পনার প্রকাশ আমাদের মুগ্ধ করে। আপনার লেখনীতে জীবনের রঙ এবং সম্পর্কের সৌন্দর্য অসাধারণভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ ভাইয়া, এমন হৃদয়গ্রাহী কবিতা উপহার দেওয়ার জন্য।

 yesterday 

অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য, যদিও বেশ সময় লেগেছিলো কবিতাটি লিখতে।

 yesterday 

দারুন একটি কবিতা শেয়ার করেছেন ভাইয়া।শব্দের সাথে শব্দের সামঞ্জস্য তৈরি করাতে আরো বেশী ভালো লাগলো কবিতাটি।ছন্দের সাথে ছন্দের মিল এর আবেদন আরো প্রশংসনীয় করে তুলেছে কবিতাটিকে।অনেক ধন্যবাদ জানাচ্ছি চমৎকার এই কবিতাটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.24
JST 0.041
BTC 95660.24
ETH 3316.76
USDT 1.00
SBD 6.80