আমার বাড়ির ছোট্ট সবজি বাগান - শেষ গল্প

in আমার বাংলা ব্লগ20 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। শীতের উষ্ণতায় সময়গুলোকে আরো বেশী উপভোগ্য রাখার চেষ্টা করছি। যদিও সেটা সব সময় সম্ভব হয় না, কারন শীত বেড়ে গেলেই আমাদের নানা ধরনের সমস্যাও বেড়ে যায়। কিন্তু তবুও সঠিক অবস্থা ধরে রাখার জন্য চেষ্টার কোন বিকল্প নেই। এদিকে আবহাওয়া অফিস বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা বলার পর ভয়টা যেন আরো বেড়ে গেছে, এমনিতেই বেশ ঠান্ডা তারপর আবার যদিও বৃষ্টিপাত হয় তাহলে তো বাসা হতে বের হওয়াটাই কষ্টকর হয়ে যাবে।

যাইহোক, প্রকৃতি তার নিজস্ব গতিতে চলবে সেটা চাই আমাদের জন্য ভালো হোক কিংবা খারাপ হোক, এটাই স্বাভাবিক বিষয় আর তাই সেটাও আমাদের মেনে নিতে হবে। আজকে অবশ্য আমার সবজি বাগানের শেষ পর্ব আপনাদের সাথে শেয়ার করবো। ইতিপূর্বে তিনটি পর্ব শেয়ার করেছি আপনাদের সাথে। আজ শেষ পর্বে বাকি সবগুলোর দৃশ্য একত্রে শেয়ার করার চেষ্টা করবো। যদিও আমি এর আগে বলেছিলাম বাড়ির ফাঁকা জায়গাগুলোকে আমি চারটি ভাগে ভাগ করেছিলাম, যাতে সবজি চাষে কিছুটা সুবিধা হয়। এখন এক পাশে, লাউ গাছ, অন্য পাশে ডাটা শাক। শেষের অংশের এক পাশে শিম গাছ আর অন্য পাশে পুঁইশাক গাছ, তবে এর বাহিরেও মাচার নিচে অন্য কিছুও রোপন করার চেষ্টা করছি।

IMG_20241206_142025.jpg

IMG_20241206_141934.jpg

IMG_20241206_141949.jpg

যেহেতু মাচার নিচের অংশগুলো ফাঁকা থাকে সেহেতু সেখানে অন্য কিছু রোপন করা যায় খুব সহজেই। এর মাঝে একটা হলো কাঁচা মরিচ গাছ, আর আমি সেগুলো রোপন করেছি সেগুলোকে বারোমাসি গাছ বলা হয়, ছোট ছোট মরিচ হয় কালো রংএর কিন্তু বেশ ঝাল হয় খেতে। লাউ গাছ এবং শিম গাছের মাচার নিতে অনেকগুলো মরিচ গাছ লাগিয়েছি এবং সেগুলো বেশ বড় হয়েছে। প্রায় দশ থেকে পনেরটি গাছ লাগিয়েছিলাম। অবশ্য বেশ কিছু বোম্বে মরিচ গাছও ছিলো কিন্তু বৃষ্টিপাত বন্ধ হয়ে যাওয়ার পর সেগুলোও মরে গেছে। কিন্তু কালো মরিচের এই গাছগুলো এখনো টিকে আছে এবং এখনো মরিচ ধরছে।

IMG_20241206_142159.jpg

IMG_20241206_142224.jpg

IMG_20241206_142302.jpg

এছাড়াও লাউ গাছের মাচার নিয়ে বেশ কিছু বেগুন গাছের চারা রোপন করেছিলাম, অনেক গুলো কেটে ফেলেছি কিন্তু এখনো তিন চারটে গাছ আছে এবং সেগুলোতে এখনো বেগুন ধরছে। গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছিলো, তারপর সেগুলোকে ছেটে দিয়েছিলাম, ভেবেছিলাম মরে গেছে সেখানে বরবটি গাছের বীজ রোপন করবো কিন্তু না উল্টো দেখছি এখনো ফুল আসছে এবং বেগুনের ছোট ছোট দৃশ্য ভেসে উঠছে। দেখা যাক আর কতদিন এগুলো বেগুন দেয়। তবে বন্ধ হলেই সেগুলোকে উঠিয়ে ফেলবো এবং বরবটি বীজ রোপন করবো। বরবটি বীজ অবশ্য এনে রেখেছি বাড়িতে। এছাড়াও পেঁপে গাছের পাশে কিছু গাছ আলু লাগিয়েছি, সেখানেও ছোট ছোট আলু ধরতে শুরু করেছে।

IMG_20241130_120633.jpg

IMG_20241130_120642.jpg

সত্যি বলতে বাড়িতে ফাঁকা জায়গা থাকলে সাধ ও সাধ্যের মাঝে অনেক কিছুই করা সম্ভব হয়, তবে জাস্ট একটু সময় দিতে হয় আর কিছু না। পুঁই শাকের মাচাটিও বেশ বড় ছিলো, এখন অবশ্য একটু ছোট হয়ে গেছে। তবে এখনো বেশ বড়ই আছে এবং গাছে বেশ সুন্দর ফুলও এসেছে। যেহেতু আমি পুই গাছের এই ফুলগুলো খেতে ভীষণ ভালোবাসি এবং কয়েক দিন আগেও একটা রেসিপি করেছিলাম। সেহেতু এগুলোকে রেখে দিয়েছি, যত দিন বাঁচে এবং যতটা সম্ভব পুই ফুল খাওয়ার সুযোগ পাওয়া যায় সেই আশায়, হি হি হি। এমনিতে পুঁই গাছ খুব সহজেই কিন্তু মরে না, অনেক দিন পর্যন্ত এগুলো বেঁচে থাকে। তার সাথে ভালো লাগার অনুভূতিও জাগ্রত থাকে।

IMG_20241130_120555.jpg

IMG_20241130_120609.jpg

তারিখঃ ডিসেম্বর ০৭, ২০২৪ইং।
লোকেশনঃ সাভার, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 20 days ago 

বেশ গুছিয়ে বাগান করেছেন ভাইয়া। কত কিছুই না লাগিয়েছেন।বেশ টাটকা শাক সব্জি খাওয়া যায় এমন বাগান থাকলে। আর এর জন্য দরকার একটু সদিচ্ছা ও আগ্রহ । আমিও ব্যালকনীতে লাগিয়েছি করল্লার গাছ ও মিস্টি কুমড়ার গাছ কতদূর কি হয়। তবে আপনার বাগানটি কিন্তু বেশ সুন্দর ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 20 days ago 

আপনি বাড়ির পাশের ফাঁকা জায়গায় বেশ সুন্দর সবজির বাগান করেছেন দেখছি। পুঁই শাকের ফুল আমারও খেতে ভালো লাগে। তারপরে এরকম আলুর গাছ আমাদের গ্রামের বাড়িতেও আছে এই আলুগুলো মিষ্টি আরেকটু ঝাঁঝালো হয়।এরকম সুন্দর বাগান দেখতেও ভালো লাগে।

 20 days ago 

হুম, ছুটির দিনগুলো আরো সুন্দর হয়ে যায় সময়গুলো। এই গাছের আলুগুলো কিন্তু ভীষণ স্বাদের। ধন্যবাদ

 20 days ago 

বাড়ির আঙিনায় এরকম জায়গা পড়ে থাকলে একটু সময় দিলেই স্বাদের সবজি চাষ করে খাওয়া যায়। পুঁই শাকের ফুলের রেসিপি আমার কাছেও ভীষণ ভালো লাগে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 20 days ago 

বাড়ির ফাকা জায়গায় সবজি চাষ করা সত্যিই দারুণ একটা কাজ ৷ এতে বাড়ির পরিবেশ টা যেমন সুন্দর দেখায় , তেমনই টাটকা কিছু সবজি পাওয়া যায় ৷ আপনার সবজি বাগানে বেশ ভালোই সবজি লাগিয়েছেন ৷ খুবই ভালো লাগলো আপনার এমন সুন্দর উদ্যোগ দেখে ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার অনুভুতি এবং সবজি বাগানের চমৎকার ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করে নেওয়ার জন্য ৷

 20 days ago 

আপনার বাড়ির বাগানের আজকের পর্ব দেখেও বেশ ভালো লাগলো। পুঁই ফুল আমি কখনো খাই নি, সবসময় পুঁই শাক ই খাওয়া হয়েছে আমার। আর পুঁই গাছ লাগানোর এটাই সুবিধে যে বারবার পাতা কেটে খাওয়া যায়, গাছ আরও মোটা হয়। আপনার মরিচ গাছ দেখেও ভালো লাগলো। আমার খুব শখ নিজের মরিচ গাছ এর। তবে মরিচ গাছের নানা রোগ বেশি হয়, বিশেষ করে পাতা কুচকে যাওয়া বা ফুল ঝরে যাওয়া- এসব শুনে কখনো লাগানো হয় নি!!

 20 days ago 

আরে দাদা করেছেন কি! এটা ছোট্ট বাগান! এতো সুন্দর হয়েছে সব কিছু। জাস্ট দারুণ। লংকাগুলো তো দারুণ ফলেছে। আমার গ্রামের বাড়ির কথা মনে পড়ছে। ওখানে গেলে সকাল সকাল আমি ঝুড়ি হাতে বেরিয়ে পড়ি বাগানে। হে হে।

 20 days ago 

বাগানে তো অনেক কিছুই লাগিয়েছেন। আপনার এমন দারুন বাগান দেখে আমার নিজেরও লোভ হচেছ একটি বাগান করার। যেখান থেকে প্রতিদিন আপনার মত করে টাটকা সবজি খেতে পারবো। দারুন সুন্দর করে বাগানের সমস্ত কিছু আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 20 days ago 

হুম, যতটা সম্ভব হয়েছে তার সবটুকুই ব্যবহার করার চেষ্টা করেছি। আসলে খাওয়ার চেয়ে এখানে আনন্দটাই বেশী ছিলো। ধন্যবাদ

 20 days ago 

আবহাওয়া অধিদপ্তর বৃষ্টির কথা বলেছে কিন্তু কোথাও বৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে না ভাইয়া। বৃষ্টি হলে তো ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে যেত। আপনার সবজি বাগানের গল্প জেনে অনেক ভালো লাগলো ভাইয়া।

 20 days ago 

বাড়িতে ফাঁকা জায়গা থাকলে সবারই উচিত সবজি বাগান করা। কারণ এতে করে টাটকা সবজি খাওয়া যায়। আমার বাসার ছাঁদে দুটি টবের মধ্যে কিছু পুঁইশাক হয়েছিল। কালকে বেশ মজা করে খেলাম। আসলে স্বাদ ছিলো এককথায় দুর্দান্ত। যাইহোক সবজি বাগানের গল্প পড়ে ভীষণ ভালো লাগলো ভাই। তাছাড়া ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.24
JST 0.040
BTC 94610.20
ETH 3289.77
SBD 6.70