সবুজ প্রকৃতির সতেজ অনুভূতি || Original Photography by @hafizullah

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। শীতের উষ্ণতায় হৃদয়ের চঞ্চলতা সুন্দরভাবে ধরে রাখার চেষ্টা করছি। প্রকৃতির সজীবতায় হৃদয়ের সজীবতা ফিরিয়ে আনার চেষ্টা করছি। যদিও প্রকৃতি ও পরিবেশ কোনটার বিষয়েই আমাদের কাছে ভালো খবর নেই। প্রতিদিনই পত্রিকায় দেখি আমাদের শহর দূষণের দিক হতে বিশ্বের সেরা শহরগুলোর মাঝে অততম স্থানে রয়েছে, বিষয়টি যেমন খারাপ অনুভূতি তৈরী করে দেয় ঠিক তেমনি একটা ভয়ও হৃদয়ে জাগ্রত রাখে। এটাও প্রমান করে দেয় যে, আমরা আমাদের শহর ও পরিবেশ সম্পর্কে কত বেশী উদাসহীন রয়েছি।

আসলে বাস্তবতা, অনেক বেশী কঠিন। আমরা যতটা ভাবি তার চেয়েও বেশী কঠিন। কোন কিছুই এমনি এমনি হয়ে যায় না, এটা আমরা খুব ভালোভাবেই জানি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা সেটাকে অবিশ্বাসও করি। এই একটা বিষয়ে আমাদের দ্বিচারিতা একদমই স্পষ্ট। স্বার্থের জন্য দরকারী এমন অনেক কিছুর জন্য আমরা বেশ কঠিনভাবে পরিশ্রম করি, কারন সেগুলো তাৎক্ষনিকভাবে আমাদের উপকৃত করে, আর তার জন্যই হয়তা সেগুলোকে ঘিরে আমাদের এতো এতো কর্মযজ্ঞ হয়ে থাকে। কিন্তু প্রকৃতি কিংবা পরিবেশ, সেগুলো নিয়ে আমাদের বিন্দুমাত্র চিন্তা হয় না।

IMG_20240817_100700.jpg

যার কারনেই আমাদের প্রকৃতি ও পরিবেশ এর এতো নাজুক অবস্থা, প্রতিদিন কোন না কোন ভাবে সেটা পুরো পৃথিবীর দূষিতের তালিকায় চলে আসছে আর আমরা সেটা পড়ে ধন্য হচ্ছি, কি আশ্চার্য বিষয়। মানুষ ও পৃথিবীর অন্যান্য শহর যেখানে তাদের শ্রেষ্ঠত্বের বিষয়গুলোকে নিয়ে সুন্দর অনুভূতি তৈরী করছে এবং সেটাকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, আমরা সেখানে উল্টো দিকে হাঁটছি, ভালো কিছু রেখে খারাপের দিকে এগিয়ে যাচ্ছি। আসলে আমরা নিজেরাই নিজেদের ফাঁদে আটকে গেছি, যেটা অনেকটাই মাকড়সার জালের মতো, আমাদের কঠিনভাবে আটকে রাখে।

IMG_20240817_101622.jpg

IMG_20240817_101628.jpg

যাইহোক, বাস্তবতা হয়তো আমাদের অনেক কিছু শেখানোর চেষ্টা করে, অনেকভাবে আমাদের সচেতন হওয়ার সুযোগ দেয় কিন্তু আমরা অব্যাহতভাবে সেগুলোকে এড়িয়ে চলি এবং বুঝেও না বুঝার ভান ধরে থাকি। যার কারনে একটা সময় প্রকৃতি আমাদের প্রতিকুলে চলে যায় এবং তা ধীরে ধীরে আরো বেশী ভয়ংকর হয়ে উঠে। সজীব ও সুন্দর গ্রামীন প্রকৃতির মাঝে গেলে এই বিষয়গুলো খুব বেশী স্পষ্ট হয়ে উঠে আমার মাঝে, খুব বেশী চিন্তা হয় আমাদের শহরের প্রকৃতি ও পরিবেশ নিয়ে।

IMG_20240817_100905.jpg

IMG_20240817_100906.jpg

যদিও এর কোন প্রভাব কোথায়ও পড়বে না, কারন আমরা অনুতপ্ত হই ঠিকই কিন্তু সেখান হতে বের হয়ে আসার চেষ্টা করি না। বাড়ির চারপাশের সামান্য জায়গাও যদি আমরা সবুজ ও সুন্দর রাখার চেষ্টা করতাম, তাহলে অন্তত নিজের অবস্থান হতেও কিছুটা করার সামান্যতম চেষ্টা থাকতো। কিন্তু আদতে আমরা সেটা কখনোই করতে রাজি নই এবং করার চেষ্টাও করি না। ভবিষ্যতে যে করবো সেটারও কোন নিশ্চয়তা নেই। হয়তো বাড়ির পাশে যতটা সবুজ আছে সেটুকুও রাখবো না। প্রয়োজনের দোহাই দিয়ে সেটুকুও কেটে ফেলবো।

IMG_20240817_111829.jpg

তারিখঃ আগষ্ট ১৭, ২০২৪ইং।
লোকেশনঃ মানিকগঞ্জ, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 yesterday 

সবুজ প্রকৃতি দেখে যেমন আমরা সবাই মুগ্ধ হয়ে যাই। ঠিক তেমনি আমি আপনার ফটোগ্ৰাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। এতো সুন্দর করে ফটোগ্ৰাফি করেছেন এবং সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 yesterday 

আপনি দারুণ সুন্দর করে একটি বিষয় ব্যাখ্যা করলেন। শহরগুলি এখন প্রচুর পরিমাণে দূষিত হয়ে গেছে। তাই একমাত্র গ্রামে গেলে একটু নিশ্বাস নেওয়ার সুযোগ আছে। কারণ গ্রামের পরিবেশে এখনো সেই সবুজ এবং গাছগাছারির পরিবেশ অবশিষ্ট আছে। আপনার তোলা ছবিগুলি এক কথায় অসাধারণ হয়েছে।

 yesterday 

সবুজ প্রকৃতির সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। শহরের ইট পাথরে ঘেরা দেয়ালের ভেতর থাকতে থাকতে মনে হয় গ্রামের এরকম সবুজ প্রকৃতির মধ্যে গেলে বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়। গ্রামের পরিবেশের সৌন্দর্যের কোন তুলনা হয় না। বেশ দারুণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। ধন্যবাদ ভাই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 22 hours ago 

আসলেই ভাই প্রকৃতি নিয়ে আমরা একেবারেই ভাবি না। যদি ভাবতাম, তাহলে প্রকৃতি কিংবা পরিবেশের অবস্থা এমন হতো না। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে চোখ দুটি একেবারে জুড়িয়ে গিয়েছে ভাই। এমন জায়গায় সময় কাটাতে ভীষণ ভালো লাগে। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 13 hours ago 

প্রকৃতি নিয়ে চমৎকার কিছু অনুভূতি আপনি শেয়ার করেছেন। সত্যিই ভাইয়া আমরা বিপদে না পরলে কোন কিছু নিয়ে ভাবি না।আপনি প্রকৃতির দারুন দারুন কিছু ফটোগ্রাফি তুলে ধরেছেন। যা কিনা অসম্ভব ভালো লাগলো। প্রকৃতির এই সৌন্দর্য আমাদের কে ধরে রাখতে হবে।চেষ্টা করতে হবে নিজেদের ভালো থাকার জন্য প্রকৃতির যত্ন করা।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.26
JST 0.039
BTC 94688.13
ETH 3379.21
USDT 1.00
SBD 3.37