"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ১২ || শেয়ার করো তোমার লেখা সেরা - প্রেমের কবিতা (Entry Closed)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

Contest-Cover Ann2.png


চলছে এখন ফেব্রুয়ারী মাস, আর ফেব্রুয়ারী মাস মানে ভিন্ন এক অনুভূতির মাস। আসলে আমরা সবাই জানি যতগুলো দিবস রয়েছে ফেব্রুয়ারী মাসে সবগুলোই কমবেশী ভালোবাসার অনুভূতির সাথে সম্পর্কিত। যার কারনে ফেব্রুয়ারী মাস আসলে আমাদের ভেতরের অনুভূতিগুলো কিছুটা বেশী জাগ্রত থাকে। আমি জানি না আপনাদের অবস্থা কি রকম, তবে আমার নিজেরটা তো বলতে পারি তাই না হা হা হা।

যাইহোক, প্রতিটি নতুন অনুভূতির পেছনে একটা কিন্তু কাজ করে, হয়তো কারো ক্ষেত্রে এই কিন্তুটা ফেব্রুয়ারী মাস, হয়তো কারো ক্ষেত্রে এই কিন্তুটা ফেব্রুয়ারী মাসের কোন নির্দিষ্ট তারিখ, হয়তো কারো কারো ক্ষেত্রে অন্য কিছু প্রভাবিত করে । তবে সে যাই থাকুক না কেন, আমরা অনুভূতিগুলোকে একটু ছন্দময় আকারে দেখতে চাই, একটু ভিন্নভাবে সেটাকে উপলব্ধি করতে চাই এবং সকলের সাথে সেটা ভাগ করে নিতে ইচ্ছুক।

আর এই লক্ষ্যকে সম্মুখে রেখেই আমার বাংলা ব্লগের পক্ষ হতে আমাদের এবারের প্রতিযোগিতা। ভালোবাসার মানুষটিকে শুভেচ্ছা কিংবা মনের অনুভূতির কথা জানানোর ছন্দময় লাইনগুলোও আমরা জানতে চাই এবং সবাইকে জানাতে চাই। হ্যা আপনাদের সকলের জন্যই এই সুযোগটি উন্মুক্ত। আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিযোগিতা-১২ এ অংশগ্রহণের মাধ্যমে আপনি শেয়ার করতে পারেন আপনার লেখা সেরা প্রেমের কবিতাটি। তাহলে আর দেরী কেন? আমাদের সাথে ভাগ করে নিন আপনার লেখা সেরা কবিতাটি আর সুযোগ নিন পুরস্কার হিসেবে স্টিম জেতার।

নির্দেশিকাঃ


  • পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
  • আপনার আপনার লেখা সেরা প্রেমের কবিতায় কমপক্ষে ১৫০ শব্দ থাকতে হবে, সেটা যেন অনু কবিতা না হয়ে যায়।
  • Plagiarism নিষিদ্ধ , তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহন বাতিল করা হবে।
  • আপনার কবিতাটির শুরুতে কবিতা সম্পর্কে কিছু অনুভূতি শেয়ার করতে হবে।
  • কারো লেখা কিংবা কবিতা কপি করা যাবে না।
  • অংশগ্রহনের সময় সীমা ১৭ ফেব্রুয়ারী, ২০২২ দুপুর ১২টা পর্যন্ত (বাংলাদেশী সময়)।
  • আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-12 এবং #poetry এই দুটি ট্যাগ ব্যবহার করবেন।
  • ১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহন বাতিল হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকুন।
  • আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটি subscribe করতে হবে এবং পোস্টটি Re-steem করতে হবে।
  • আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি এই পোস্টের নিচে কমেন্ট করে, আংশগ্রহন নিশ্চিত করবেন।

পুরস্কারঃ


  • প্রথম স্থান অধিকারী - ৩৫ স্টিম
  • দ্বিতীয় স্থান অধিকারী - ২৫ স্টিম
  • তৃতীয় স্থান অধিকারী - ২০ স্টিম
  • চতুর্থ স্থান অধিকারী - ১৫ স্টিম
  • পঞ্চম স্থান অধিকারী - ১৫ স্টিম

এই প্রতিযোগিতার বিচারক মন্ডলী দায়িত্বে থাকবেনঃ


IDDesignationRole
@rmeFounderInfrastructure development & all programming works
@blacksExecutive AdminAll administrative works
@rex-sumonAdmin Quality ControllerControl the quality of entire community
@hafizullahAdmin Bangladesh RegionAll administrative works in Bangladesh region
@moh.arifAdmin Bangladesh RegionAll administrative works in Financial field of steemit in Bangladesh region
@shuvo35Admin Bangladesh RegionAll administrative works in Social Networking
@winklesAdmin India RegionAll administrative works in India region


প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ১৭ ফেব্রুয়ারী, ২০২২ ইং রোজ বৃস্পতিবার। ইন্ডিয়ান সময় রাত ৮.৩০ মিনিটে, বাংলাদেশ সময় রাত ৯ টায় । আমাদের কমিউনিটির voice Hangout এর মাধ্যমে।


প্রতিযোগিতার স্পন্সর আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটরবৃন্দ।

ধন্যবাদ সবাইকে

break.png

Banner.png

Sort:  
 3 years ago 

ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য।

"আমার অংশগ্রহণের পোস্ট লিংক"

https://steemit.com/hive-129948/@rafi4444/uu9wc-or-or-or-or

 3 years ago 

ধন্যবাদ অংশগ্রহন করার জন্য।

 3 years ago 

আমার অংশগ্রহণঃ https://steemit.com/hive-129948/@ripon40/5rgfvb-or-or-or-or

 3 years ago 

আমার অংশগ্রহণ : https://steemit.com/hive-129948/@emon42/or-or-shy-fox

 3 years ago 

ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য।

 3 years ago 

💖💖

 3 years ago 
 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার প্রেমের কবিতা নিয়ে অংশগ্রহন করার জন্য।

 3 years ago 

ভাইয়া এটা খুব কঠিন প্রতিযোগিতা আমার কাছে। আমার তো প্রেমের কবিতা মাথায় আছে না।তবে খুব সুন্দর প্রতিযোগিতা।যাক এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর প্রেমের কবিতা পড়তে পারবো।আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

 3 years ago 

তবে আপনার নিকট হতে ভালোবাসার সুন্দর একটি কবিতা চাই আমরা, বৌদি আপনি অনেক সুন্দর কবিতা লিখেন। তাই আপনার অংশগ্রহণ থাকতে হবে না হলে প্রতিযোগিতা পূর্ণতা পাবে না কিন্তু। ধন্যবাদ ভালো থাকবেন।

 3 years ago 

ভাইয়া আমি চেষ্টা অংশগ্রহণ করার।

 3 years ago 

বৌদি আমি অপেক্ষায় রইলাম আপনার লেখা প্রেমের কবিতা পড়ার।কারণ আপনার প্রতিটি কবিতায় আপনার ভেতরে কতটা সৌন্দর্য আছে তা প্রকাশ পায়।আমি পড়ি আর অবাক হই। এবার কিন্তু উজাড় করা ভালোবাসাময় কবিতা উপহার দিতে হবে!

 3 years ago (edited)

এমনিতেও প্রতি সপ্তাহে একটি করে কবিতা লিখি।তবে এত সুন্দর একটি প্রতিযোগিতায় এবার অংশগ্রহণ করবো সত্যিই দারুন একটা ব্যাপার।ধন্যবাদ ভাই এতসুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।চেষ্টা করবো নিজের সেরাটা দেওয়ার।

 3 years ago 

আমার অংশগ্রহণের পোস্ট লিংক
https://steemit.com/hive-129948/@blacks/7wwiwf

 3 years ago 

ধন্যবাদ দাদা অংশগ্রহণ করার মাধ্যমে আপনার চমৎকার কবিতাটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার অংশগ্রহণঃ- প্রেমের কবিতা

https://steemit.com/hive-129948/@jibon47/or-or-or-or-or

 3 years ago 

ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য ভাই।

 3 years ago 

এবারের প্রতিযোগিতা অনেক ভালো হয়েছে। সুন্দর সুন্দর প্রেমের কবিতা পড়তে পারবো। সবার জন্য শুভ কামনা রইলো

 3 years ago 

আশা করছি সুন্দর প্রেমের কবিতা নিয়ে অংশগ্রহণ করবেন।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.040
BTC 96724.88
ETH 3455.53
SBD 1.54