প্রকৃতি এবং আমাদের অহংকারী মানসিকতা || Original Photography by @hafizullah

in আমার বাংলা ব্লগ15 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি এবং ভালো থাকার চেষ্টা করছি। যদিও এই মাসটা আমার চঞ্চলতা বাড়িয়ে দেয় বিশেষ কারনে আর আমি বিশেষ স্পন্দন নিয়ে নিজেকে আরো বেশী চঞ্চল রাখার চেষ্টা করি। তবে হ্যা, একটা বিষয়ে আমাদের সব সময় সতর্ক থাকতে হয় আর সেটা হলো অহংকার, কোন কারন কিংবা কোন বিষয়ে অহংকার প্রকাশ করতে নেই, তাতে নিজের ক্ষতি কিংবা সর্বনাশ হয়ে যেতে পারে। যদিও আমরা সেটা তাৎক্ষনিকভাবে বুঝতে পারি না আর যখন বুঝতে পারি তখন অনেক বেশী দেরী হয়ে যায়।

মানুষ হিসেবে আমরা আমাদের অবস্থান নিয়ে মাঝে মাঝে খুব বেশী অহংকারী হয়ে যাই আবার মাঝে মাঝে ক্ষমতার দাম্ভিকতায় নিজেকে খুব বেশী উপরে নিয়ে যাই, অযাচিতভাবে অন্যের উপর নিজের ক্ষমতা দেখাই। খুবই দুঃখজনক একটা বিষয় এটা আমাদের জন্য, যদিও ক্ষমতার উষ্ণতায় সেটা কখনোই উপলব্ধি করতে পারি না আমরা, এটাও চিন্তা করি না যে এই ক্ষমতা হয়তো আমার কাছে বেশী দিন থাকবে। ক্ষমতা হয়তো আরেকজনের কাছে ফিরে যাবে, সেও হয়তো আমার সাথে একই রকমের আচরণ করতে পারে। তখন আমার অনুভূতি এবং মানসিকতা কেমন থাকবে। ঠিক এই বিষয়টি যদি আমরা উপলব্ধি করতে পারতাম, তাহলে হয়তো কারো উপর কখনো নিজের ক্ষমতা প্রয়োগ করতাম না।

IMG_20240817_100414.jpg

IMG_20240817_100419.jpg

যাইহোক, আমাদের মাঝে একটা স্বত্তা আছে যা মাঝে মাঝে আমাদের বিপদগামী করে দেয়, আমরা মাঝে মাঝে সেটা বুঝতে পারি কিন্তু নিজেকে থামাতে পারি না। এই থামাতে না পারার কারনেই হয়তো আমাদের মাঝে থাকা সেই স্বত্তাটি বিজয়ী হয়ে আমাদের আরো বেশী অহংকারী করে তোলে। নিজের অজান্তেই আমরা হাসিমুখে বিপদের দিকে এগিয়ে যাই। সময় থাকতে আমরা যদি নিজেদের নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে হয়তো এই সমস্যাটা আরো ভয়াবহ হয়ে উঠবে।

IMG_20240817_100506.jpg

IMG_20240817_100626.jpg

প্রকৃতির এমন সুন্দর ও সজীব দৃশ্যের মতো পরিবর্তন আসুক আমাদের মানসিকতায় এবং ভেতরে থাকা ভিন্ন সেই স্বত্তার মাঝে, যার প্রভাবে আমরা প্রতিনিয়ত ক্ষমতার বড়াই করছি এবং অহংকারী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছি। প্রকৃতির এমন সতেজ দৃশ্যের মতো সতেজতা আসুক আমাদের ভাবনাগুলোতে, নির্মলতা আসুক আমাদের অনুভূতির মাঝে, যাতে আমরা মানবতার আলোকে আরো বেশী প্রসারিত করতে পারি।

IMG_20240817_100447.jpg

IMG_20240817_100625.jpg

হ্যা, আমিও যে এর চেয়ে ব্যতিক্রম তা কিন্তু না। মাঝে মাঝে সামান্য কিছুর জন্য আমার মাঝেও সেই স্বত্তাটা জাগ্রত হয়ে উঠে এবং আমাকে প্রতিশোধ নিতে অনেক বেশী উত্তেজিত করে তোলে। বিশেষ করে আমরা যারা হুট করে সিদ্ধান্ত গ্রহণে বেশী পছন্দ করি, এই রকম সমস্যায় তারাই সবচেয়ে বেশী আক্রান্ত হই। সুতরাং যে কোন সমস্যায় নিজেদের শান্ত রাখার চেষ্টা করতে হবে এবং হুট করে সিদ্ধান্ত নেয়া হতে ফিরে আসতে হবে, আর এটাই আমাদের জন্য সবচেয়ে বেশী মঙ্গলজনক।

IMG_20240817_100448.jpg

তারিখঃ আগষ্ট ১৭, ২০২৪ইং।
লোকেশনঃ মানিকগঞ্জ, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 14 hours ago 

মানুষের অহংকারী মনোভাব সবসময় পতনের কারণ হয়। এটা সত্যি যে অহংকার সবার ভেতর আছে তবে অহংকারকে নিয়ন্ত্রণ করা আমাদেরই উচিত। আমরা নিজেদের ভেতরে থাকা অহংকার যতটা নিয়ন্ত্রণ করতে পারবো ততটাই আমরা প্রকৃতির মত সবুজ ও সতেজ থাকবো। আপনি সত্যি বলেছেন ভাই হুট করে কোন সিদ্ধান্ত নেওয়া উচিত নয় সিদ্ধান্ত নেয়ার সময় শান্ত এবং ধৈর্যশীলতার পরিচয় দিতে হয়। অনেক সুন্দর একটি পোস্ট বিস্তারিতভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 13 hours ago 

একদমই, আমাদের অতীত ইতিহাস সেটারই স্বাক্ষী বহন করছে। ক্ষমতা কখনো চিরস্থায়ী হয় না। ধন্যবাদ

 12 hours ago 

হুম ভাই পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয়।

 14 hours ago 

সবুজ প্রকৃতির এই অপরূপ দৃশ্যে গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম ৷ এই সবুজ শান্ত প্রকৃতির দৃশ্যে গুলোই বলে দেয় , ধৈর্য আর সহনশীলতাই জীবনের মূলমন্ত্র ৷ কখনো অহংকারী না হয়ে প্রকৃতির মতো শান্ত সুন্দর হও ৷ তাহলে জীবন হবে আরো সুন্দর এবং সজীবতাময় ৷

 13 hours ago 

কিন্তু বাস্তবতা হলো আমরা কখনোই ধৈর্য ধরতে চাই না বরং সব কিছুই গায়ের জোরে করে ফেরতে চাই। ধন্যবাদ

 13 hours ago 

উই দ্য হোপলেস ক্রিয়েচার অফ টাইম৷

আপনার লেখা পড়ে এটাই মনে এলো।

ছবিগুলোও দারুণ৷

 13 hours ago 

বতমান অবস্থা এবং চলমান সময় আমাদের সত্যি আশাহীন করে তুলছে, অবশ্য এর পিছনে পুরোটাই আমাদের অবদান। অনেক ধন্যবাদ

 9 hours ago 

কথায় আছে অহংকার পতনের মূল। সবগুলো কথায় বেশ ভালো লেগেছে। এই মাসে এত চঞ্চল হওয়ার কারন জাতি জানতে চায়🤣🤣

 4 hours ago 

প্রকৃতির সৌন্দর্য সত্যি মুগ্ধ করে আমাদের সবাইকে।প্রকৃতির সৌন্দর্য দৃশ্য গুলোর মতই পরিবর্তন আসুক আমাদের মানসিকতায়।অহংকার পতনের মূল। আমরা যতটা অহংকার নিয়ন্ত্রণ করতে পারব ততটাই আমাদের মন থাকবে ফ্রেশ প্রকৃতির মত সতেজ।সবুজ প্রকৃতির ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর করে ক্যাপচার করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ ভাই দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.20
JST 0.038
BTC 94908.01
ETH 3553.53
USDT 1.00
SBD 3.80